Mohammad Jobayer Islam

Mohammad Jobayer Islam

পৃথিবী আবার মুসলমানরা শাসন করবে।
সব আধার কেটে নতুন ভোর আসবে,ইনশাআল্লাহ

26/08/2023

আপনার ঐ হাসিমাখা মুখটা যখন দেখি তখন সকল হতাশা ভুলে গিয়ে আবার স্বপ্ন দেখা শুরু করি।

কারাগারের ভিতরে বসে আমাদের বিজয়ের বার্তা দিচ্ছেন যুগের আহমদ ইবনে হাম্বল ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেব।

ফাক্কাল্লাহু আসরাহ্

20/08/2023

মনে হচ্ছে একটা সিংহ কে খাঁচায় বন্দী করে রেখেছে
সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ।

আজকের চিত্র :

08/08/2023

জনতার শাইখুল হাদীস আবারো জনতার মাঝে
ফিরে আসবে ইনশাআল্লাহ_
আজকে নারায়ণগঞ্জ আদালতে।

17/07/2023

একটি রাষ্ট্রের প্রধান বিচারপতির বাসভবন।

18/12/2022

আলহামদুলিল্লাহ
দীর্ঘ ২০ মাস পর জামিনে মুক্তি পেলেন হেফাজতের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
মুক্তির এই ধারা অব্যাহত থাকুক।

30/06/2022

আমার চোখে আমার মহান দাদা......

দাদা গত বছর ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন😥 তখনও তিনি প্রতিদিন ১/২ কিলোমিটার না হেটে সকালের নাস্তা করতেন না।অনেক শক্তিশালী মানুষ ছিলেন। দেশকে, দেশের মানুষকে ভালোবাসতেন। ৫০ বছর একটানা তাবলীগ করেছেন। তার বাবা সাধক পুরুষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী, দানবীর আসমত মুন্সি রাহিমাহুল্লাহ ছিলেন তার মহান পিতা। তিনি পীর সুলতান মাহমুদ শেখের ৬ ষষ্ঠ পুরুষ।

দাদার দিনের রুটিনঃ ফরজ পড়ে চা খেয়ে ১ঘন্টার বেশি কুরআন তিলাওয়াত করতেন,এশরাকের নামাজ পড়তেন দোয়া দুরুদ পড়ে অনেকক্ষণ দোয়া করতেন। পাশে ফুফির বাড়িতে হাটতে হাটতে যেতেন প্রতিদিন। সেখান থেকে এসে নাস্তা খেয়ে, গোসল করে আবার যুহর পর্যন্ত কুরআন তিলাওয়াত করতেন।যুহরের পর খানা খেয়ে বিশ্রাম নিতেন। মাঝে মধ্যে বেশি গরম লাগলে, কারেন্ট না থাকলে বাইরে পাটি বিছিয়ে শুয়ে থাকতেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশিদের খোঁজ খবর নিতেন।তারপর আসরের নামাজ পড়ে মাঝে মধ্যে বাজারে গিয়ে আমাদের জন্য বা নিজের প্রয়োজনীয় কিছু আনতেন।

রাতের রুটিনঃ মাগরিব পড়ে সূরা ওয়াকিয়া পড়ে, বিভিন্ন দোয়া দুরুদ পড়তেন,পুরনো দিনের অনেক গজল শুয়ে শুয়ে গাইতেন।এশার নামাজ পড়ে, সুরা মুলুক পড়ে, রাতের খাবার খেয়ে,কালেমা বিভিন্ন দোয়া দুরুদ পড়ে পড়ে ঘুমিয়ে যেতেন।মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়তেন।

দাদার কিছু বৈশিষ্ট্যঃ কোন সময় নামাজ কাযা করতেন না।অনেক আল্লাহ ভীরু মানুষ ছিলেন।মুনাজাত করলে অনেক কান্না করতেন।নিয়মিত তাবলীগ জামাতে যেতেন,মসজিদে নিয়মিত বয়ান করতেন,বিভিন্ন অনুষ্ঠানে বয়ান করতে পছন্দ করতেন। চোখে কম দেখতেন অপরিচিত বা অনেক দিন দেখেননি এমন মানুষ কে চিনতে কষ্ট হতো, তবু কুরআন তিলাওয়াত স্পট ভাবে করতে পারতেন।দাদা হিসাব নিকাশের বিষয়ে ছিলেন কঠোর,কারও কাছ থেকে কোনদিন ঋণ নেননি।বারবার বলতেন আমি কোনদিন কারও হক নষ্ট করিনি, কেউ আমার কাছে এক টাকাও পাবে না, কারণ কোনদিন ঋণের দিকে যায়নি, বাকীতে কিছু কিনি নাই। সবাই কে ভালো উপদেশ দিতেন, মানলে অনেক ফায়দা হতো,না মানলে একদিন হলেও বলতে হতো ওনি তো এই কথাটা বলেছিলেন মানিনি বলে এমন হয়েছে।মিথ্যা বাদী,সুদ, ঘুষখোর কে দেখতে পারতেন না।কাউকে কিছু বললে সামনেই বলতেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর।কোন আলেমের কাছ থেকে যদি কোন আমলের কথা শুনতেন নিয়মিত আমল করতেন,সুরা আর রহমান,সুরা মুলুক,সুরা ওয়াকিয়া,ইয়াসিন, সুরা নাবা,সুরা মুযযাম্মিল সহ অনেক সুরা দাদার মুখস্থ ছিল, এইসব সুরা নিয়মিত পড়তেন।খুব পরিশ্রমী ছিলেন । পাটের, কাপড়ের ব্যবসা করতেন, কৃষি কাজও করতেন জোরে সজোরে। মাছ ধরায় ছিলেন পটু। সবাইকে উজাড় করে ভালোবাসতেন।তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা,শ্রেষ্ঠ দাদা,শ্রেষ্ঠ নানা,শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আত্মীয়।

দাদার প্রিয় খাবারঃ দাদার প্রিয় খাবার ছিল দুধ,কলা।তিনি ডাল খেতে অনেক পছন্দ করতেন।
প্রিয় পোশাকঃ দাদা সব সময় জুব্বা, পাঞ্জাবি পরতেন,সাদা রং দাদার অনেক পছন্দ ছিল।

দাদার দুইটি অপূর্ণ ইচ্ছাঃ ১.হজ করা।সব সময় নবীজী সাঃ ও সাহাবায়ে কেরাম রাঃ এর বিভিন্ন গঠনা বলতেন আর বলতেন হজে গেলে তো হাজিরা এইসব জায়গা দেখেন,তারা কত ভাগ্যবান।আমিও যদি যেতে পারতাম নবীজীর রওযামুবারক গিয়ে নবীজি কে সালাম দিতাম।আহ্ কি দরদ নিয়ে বলতেন সরাসরি না দেখলে বুঝা যাবে না।
২.কাকা Nazrul Islam এর বাসা দেখে যাওয়া।নিজের হাতে অবশ্য বাসার উদ্বোধন করেছিলেন। মৃত্যুর আগেই বাসার কাজ শেষ হয়েছিল, কিন্তু দেখে যেতে পারেননি😥

মৃত্যুর সময়ঃ ১৩/১০/২০২০। মৃত্যুর ৫ মিনিট আগেও দাদা নিজের লুঙ্গি ঠিক করছিলেন যেন ফরজ নষ্ট না হয়।মৃত্যুর সময় সবাই পাশে ছিল। বাব,চাচারা,ফুফিরা,দাদার সব বোনেরা, দাদার ভাইয়েরা,নাতিরা আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশী সবাই। সবার সামনে কালেমা পড়ে জান্নাতি একটা হাসি দিয়ে চলে গেলেন আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। ইন্না-লিল্লাহী.........!

দাদা আমাকে অনেক ভালোবাসতেন আমিও দাদাকে ভালোবাসতাম। প্রতিদিন রাতে শুয়ে শুয়ে গজল, পুরোনো দিনের কথা, দাদার জীবনের সাহসী গল্প ইত্যাদি শুনাইতেন। আমি রাতে দাদার সাথে থাকতাম।যত কষ্ট থাকুক না কেন দাদার সাথে থাকলেই সব শেষ হয়ে যেত। দাদা নেই কোন কিছুই এখন ভালো লাগে না😥। সব খালি খালি লাগে।দাদার ঘাটতি কিছু টা হলেই পুরণ হতো যদি দাদি থাকতেন,কিন্তু দাদা মৃত্যুর ৩ মাস ১৩ দিন পরে দাদিও চলে গেলেন।তাদের প্রতিদিন, সব সময়, সবখানে মিস করি। দাদার কথা আজ অনেক মনে পড়ছে,তাই মনের কথাগুলো, ব্যথাগুলো,কলমের কালি দিয়ে খাতাকে জানালাম।একদিন সময় হলে দাদির কথাও লিখবো। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে দাদা,দাদুর কবর জিয়ারত করি।সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন দাদা,দাদুকে জান্নাতুল ফেরদৌসের নসীব করেন।আমিন।
এখানে যাদের কথা বলা হলো, যাদের কথা বলা হয়নি আল্লাহ তায়ালা সকলের মঙ্গল করুক। আমিন

12/05/2022

বাংলাদেশের নিভৃতচারী মনিষী
মাওলানা আবু তাহের মিসবাহ"আদীব হুজুর"
আল্লাহ তায়ালা ওনাকে নেক হায়াত দান করুক।আমিন

09/05/2022

আজ নারায়ণগঞ্জে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে যাননি ২ ছাত্রলীগ নেতা।

জাতীর রাহবারে মুক্তির অপেক্ষায় পুরো দেশের মানুষ।

06/05/2022

শাইখুল হাদীসের নাম বাদ দিয়ে,বাংলাদেশের ইতিহাস রচিত হবে না, আল্লামা মামুনুল হাফিঃ

06/05/2022

প্রিয় শায়েখ❤️

Photos from Mohammad Jobayer Islam's post 15/04/2022

আজ শুক্রবার ঐতিহ্যবাহী বড় মসজিদ মোমেনশাহী জুমার নামাজের কিছু দৃশ্য

09/04/2022

আহ! একজন নির্দোষ আলেমের ফাসির রায়!!
বিস্তারিত কমেন্টে।

06/04/2022

আলহামদুলিল্লাহ ❤️

Photos from Mohammad Jobayer Islam's post 17/03/2022

আফ*গানিস্তানের কান্দাহারে একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান। এতে ১৯৩ ছাত্র ও ছাত্রীকে সনদ প্রদান করা হয়।

17/03/2022

BCS ক্যাডার হওয়া যদি ভাগ্যের ব্যাপার হয়,

তবে কুরআনের হাফেজ হওয়া মহা সৌভাগ্যের ব্যাপার...

17/03/2022

হে আল্লাহ তাদের কবর কে জান্নাতের টুকরা করে দাও।

15/03/2022

জরুরী পোষ্ট
একজন দক্ষ হাফেজ সাহেব প্রয়োজন হাদিয়া 10000 টাকা লোকেশন ভোলা
০১৭৭৭৮১৪০৫৩

13/03/2022

সত্যের বিজয় হবেই ইনশাআল্লাহ।

13/03/2022

কিছু মানুষের বিচার আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেন
সাবধান হও বর্তমান স্বৈ রা চা রী
বিঃদ্রঃ..... কেমন যেন চির চেনা মুখ

13/03/2022

সৃষ্টিকর্তার ভরসায় পরাশক্তিকে পরাজিত করে
ইতিহাস গড়েছেন।
তারা প্রভুর সামনে মাথা নত করে.

12/03/2022

জান্নাতের বাগান

10/03/2022

এটা ফিলিস্তিনের নির্যাতিত শিশু😥
তাদের নিয়ে বিশ্ব মানবতা মুখ খুলেনা 😭

10/03/2022

সাহসী ও ত্যাগীরাই একদিন
এই উম্মাহ'র হাল ধরবে।
ইনশাআল্লাহ!

09/03/2022

আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দাওয়াত-ই ইসলামি ইউনিয়নের সাক্ষাৎ

09/03/2022

জামিআ ইসলামিয়া হালিমিয়া মধুপুর কেন্দ্রে বেফাক পরীক্ষা পরিদর্শন করছেন,
অত্র জামিআর মহাপরিচালক খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হাফি

আল্লাহ তাআ'লা হুজুরের শরীরে জোয়ানি শক্তি ফিরিয়ে দিক, হুজুর কে ইসলামের জন্য বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন এবং হুজুর কে হায়াতে তয়্যিবা দান করুন, আমিন।

Photos from Mohammad Jobayer Islam's post 09/03/2022

শায়েখ আল্লামা মুফতি মাহফুজুল হকের প্রতিষ্ঠিত
জামেয়া রাহমানিয়া আজিজিয়া
---------- (বছিলা, মোহাম্মদপুর ঢাকা)
দারে আবুবকর
দারে ওমর
দারে উসমান
দারে আলী
মোট ৪টি ক্যাম্পাস- ৪টি বিশাল ভবন হবে ইনশাআল্লাহ
এভাবেই আল্লাহ তায়ালা দ্বীনের বিস্তৃতি ঘটান।

সুবহানাল্লাহ।
মহান আল্লাহ দ্বীনের এই বাগান কে কবুল করুক এবং সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক।

08/03/2022

দিল্লির জামে মসজিদ♥️💝

06/03/2022

৯৪ বছরে ১ মিনিটের জন্যও কুরআন তিলাওয়াত বন্ধ হয়নি টাঙ্গাইলের আমার ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদে❤️

Photos from Mohammad Jobayer Islam's post 06/03/2022

কে বলেছে বাংলাদেশের কিছু নাই 🥴

06/03/2022

পেঁয়াজ ছাড়া রান্না শিখেছি
তেল ছাড়াও শিখে নেব
চাল ছাড়া ভাত রান্না শিখে গেলে
চাকরিটা ছেড়ে দেব 🙂

26/02/2022

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কোনো মাথা
ব্যাথা নেই - শান্তির ঘুম ঘুমাচ্ছে শুয়োরের বাচ্ছাগুলা !!
কারন ওদের তো কোন সমস্যা নেই! যা হবার হচ্ছে তো আমাদের মত মধ্যবিত্ত ও গরীবদের!😭

24/02/2022

প্রিয় দুইজন রাহবার।

রব্বে কারীম ওনাদের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন আমিন। ❣️

21/02/2022

শায়খ চোখ থেকে অজস্র অশ্রু প্রবাহিত হওয়া
হৃদয় বিগলিত করা মুনাজাত!!!
আল্লাহতায়ালা যেনো উনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন।।
#আমিন 🤲

20/02/2022

মুহিব খানের গান শুনে দাঁড়িয়ে গেলেন রফিকুল্লাহ আফসারী ও আব্দুল্লাহ আল আমিন II Allama Muhib Khan

20/02/2022

যে বই মেলায় ইসলামী বই নিষিদ্ধ।

সে বই মেলায় কোন মুসলিম যেতে পারেনা!

20/02/2022

আহ্ তাও যদি মানুষের হুঁশ আসতো😥

15/02/2022

গরীব ঘরে জম্ম নেয়াটাও ভাগ্যের ব্যাপার বস।
একটু কষ্ট হয় ঠিকি-ই কিন্তু সবকিছু
উপভোগ করা যায়!!❤️❤️

09/02/2022

আল্লাহু আকবার 🥰

21/01/2022

হে আল্লাহ সহায় হোন😭

18/01/2022

"প্রথমে তেলাওয়াত শুদ্ধ করা তারপর তরজমা বুঝা"
আলেমরা জাতীকে কোরআন শুদ্ধ করানো ও বুঝে পড়ানোর কাজ করে যাচ্ছে। ইসলামিক জেনারেলরা পারলে আলিয়া, স্কুল, কলেজ ও ভার্সিটিতে কুরআন বুঝে পড়ানোর আন্দোলন শুরু করুক।

✍️ মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

শায়খ চোখ থেকে অজস্র অশ্রু প্রবাহিত হওয়াহৃদয় বিগলিত করা মুনাজাত!!!আল্লাহতায়ালা যেনো উনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন।।#আম...
কবিতার নাম...টাকলা তুই কি চ্যাটের বাল🤣🤣
আজকে খুলনার কোর্টে যখন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কে উঠানো হয় তখনকার অবস্তা!😭😭
সকাল বেলা হিফজুল কুরআন বিভাগ🥀🥀🥀
🔴Live জুমার পর উ'ত্তা'ল বায়তুল মোকাররম ll মিছিলে পু'লিশের বাঁ'ধা ll
ব্রাক্ষনবাড়িয়ায় মাদ্রাসায় আক্রমণকারী এমপি ওবায়দুল মুক্তাদির এখনো বাহিরে কেন ৷ Junayed Al Habib
চরমোনাই পীর ও ভিপি নুর মুখোমুখি || ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে | জ্বালাময়ী বক্তব্য || নুরুল হক নুরু
নারায়ণগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি আল্লামা মামুনুল হক্ব
নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে সমমনা ইসলামী দলসমুহের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি সম্প্রচার
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর কে কেন্দ্র করে উত্তাল ঢাকার রাজপথ✊
এইমাত্র মোদি বিরোধী বিক্ষোভ মিছিল। চরমোনাই
এইমাত্র আব্বাসীর মাহফিলে বিদ্যুৎ বন্ধ করে স্টেজ ভেঙ্গে ফেললো জাহেলরা | আব্বাসী Anayet Ullah Abbasi

Category

Telephone

Website

Address

Mymensingh