Rampur High School,Trishal,Mymensingh
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rampur High School,Trishal,Mymensingh, School, Trishal, Mymensingh.
সকল মার্কার, ডাস্টার ব্যবহারকারীকে শুভেচ্ছা!
আগামীকাল (২৮ রমজান) আমাদের ৫র্থ ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠান হবে। ইনশাআল্লাহ! আগামীকাল সবাই বিকাল ৪টার মধ্যে স্কুলে উপস্থিত থাকি। যে যেভাবে পারি, অনুষ্ঠানটি সুন্দর করা জন্য সাহায্য করি।শেষদিন সবাই একটু সময় দিই।
যে নিয়মগুলো মেনে চললে ভালো হয়ঃ
১.এখানে অনেক শিক্ষক, সিনিয়র- জুনিয়র থাকবে। তাই আচার-আচরণের দিকে একটু খেয়াল রাখি।
২. আমরা অতিরিক্ত লোক না নিয়ে আসি।
৩.একজন একের অধিক খাবার গ্রহন নাকরি।
৪.নির্দিষ্ট স্থানে ময়লা - আর্বজনা ফেলি।
৫. শুরুতেই প্রত্যেক ব্যাচ প্রতিনিধির কাছে খাবার বুঝিয়ে দেওয়া হবে।
আমাদের অনুষ্ঠান দায়িত্ব আমাদের। খারাপ হোক আর ভালো হোক।।
২৮ রমজান।
Get Ready
শুধু SSC পরিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ
---------------------------------------------------
(ভিতর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে)
"শেষ ভালো যার, সব ভালো তার "
১. পরিক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরিক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, এই রকম নির্দেশনা দেওয়া আছে।
২. এডমিন কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় কলম, পেন্সিল পরিক্ষা আগের রাতেই গুছিয়ে রাখবে। পরিক্ষার দিন কেন্দ্রে যাওয়া আগে শেষ চেক দিবে।
৩.খাতার কভার পেইজে রোল, রেজিষ্ট্রেশন নাম্বার, বিষয় কোড লিখে সাবধানতার সহিত বৃত্ত ভরাট করবে। অতিরিক্ত পেইজ নিলে বৃত্ত ভরাট করতে হয়। যদি কোন ভুল হয়, কর্তব্যরত পরিক্ষককে জানাবো।
৪. পরিক্ষা শুরুতে পুরো প্রশ্ন পড়ে, কোন কোন প্রশ্নের উত্তর দিবা, তা আগেই ঠিক করে ফেলবে।
৫. যে প্রশ্ন সবচেয়ে ভালো পার, তা দিয়ে উত্তর শুরু করবা। এতে আত্নবিশ্বাস বাড়ে।
৬. MCQ প্রশ্ন ৩০ টি থাকবে, উত্তর দিতে হবে ১৫ টির। সময় ১৫ মিনিট। সবগুলো MCQ পড়ে ১৫ টি সিলেকশন করে উত্তর দিতে গেলে ২৫/৩০ মিনিট লাগার কথা। সহজ mcq গুলো তাড়াতাড়ি সিলেক্ট করতে হবে।
৭. যে Mcq গুলোতে ১ মিনিটের বেশি সময় লাগবে, সেগুলো শুরুতেই বাদ দেওয়া উচিত, সময় পেলে শেষ চেষ্টা করবে।
৮. বোর্ড খাতা কাঁটার সময় নিয়ম হলো সৃজনশীল প্রশ্নে কোন ভগ্নাংশ (০.৫, ১.৫, ২.৫, ৩.৫) নাম্বার দেওয়া যাবে না। পূর্ণ নাম্বার (১,২,৩,৪) দিতে হবে।
এর ফলে অনেক নাম্বার বেড়ে যায়।
৯. কোন প্রশ্ন ছেড়ে আসা যাবে না । শেষে সময় না পেলে, ছোট করে মুল মুল কথা লিখে উত্তর দেওয়া উচিত। সেক্ষেত্রে জ্ঞানমুলক ৩০-৪০ % সঠিক হলে পূর্ণ নাম্বার দেওয়া হয়। অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা একটু সঠিক উত্তর হলেই অন্তত ১ নাম্বার করে হলে দিবে।
১০. অনেক ভালো স্টুডেন্ট আছে, যাদের পরিক্ষা খারাপ হয় শুধু Exam strategy কারণে। পরিক্ষার হলে তোমার সর্বোচ্চটা দিয়ে আসবে। প্রশ্ন যদি কমন নাও পরে,তাহলে উদ্দীপক, বই ও বাস্তব ধারণা উপর ভিত্তি করে উত্তর দিয়ে আসবে। কারণ যিনি খাতা দেখেন, তিনি একজন পরিক্ষার্থীকে পাশ করানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন।
"আজ থেকে বিশ বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে, আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি।"
-মার্ক টোয়েন।
সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইল!♥♥♥
সংযুক্তিঃ
বোর্ড খাতার নমুনা কপি।
SSC Exam Routine -2022
NB: পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
৪র্থ তম ইফতার মাহফিল ও পুনর্মিলনী -২০২২
৪র্থ ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠান -২০২২
============================
স্থানঃ রামপুর উচ্চ বিদ্যালয়
সময়ঃ শনিবার
২৮ শে রমজান, ১৪৪৩ হিজরি
৩০ এপ্রিল, ২০২২ ইং
যারা অংশগ্রহন করতে চান, তারা নিম্নোক্ত নিজ বা যে কোন ব্যাচ প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
কয়েকটা ব্যাচের পরিচিত কেউ নেই, যদি কেউ থাকেন, একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের উদ্দেশ্য কাউকে বাদ দিয়ে নয়, সকলকেই নিয়ে একত্রে একটি সুন্দর ইফতার পার্টির অনুষ্ঠান আয়োজন করা।
ব্যাচঃ
২০০০ - Faisal Ahmed : 01718- 740602
২০০২- Fardous Ahmed : 01730- 209606
২০০৩- Mojammel Haque : 01734-183068
২০০৪- Anowar Parves :01911-173288
২০০৫- Abdul Gaffar :01737422632
২০০৬- মুহাম্মদ সোহেল রানা 01674-886252
২০০৭-Amirul Islam sujan: 01309-774299
২০০৮- Estiak Ahmed : 01793-301531
২০০৯- Saddam Hossain :01732264206
২০১০-আনোয়ারঃ 01718510073
২০১১- আনোয়ার পারভেজ 01726-787691
২০১২- Abdullah Al Noman :01715-938762
২০১৩- Manik Miah : 01934-814188
২০১৪- Fuad Pablo : 01600-248401
আজগর হোসেন রনিঃ01752875384
২০১৫- Abdul Halim :০১৭৮৩৯৩০২২৩
২০১৬- Md Farid Hassan :01738-261761
২০১৭--Obaidul hasan reaz 01754700053
২০১৮- Talha Hasan : 01628-460502
২০১৯-SI Imran Hossain : 01713680445
২০২০- আব্দুল্লাহ আল মামুন 01303112964
২০২১-Abu talha : 01647-358110
২০২২- মুক্তার হোসেনঃ 01892171780
রিয়াদ-01892171780
স্কুলের রানিং স্টুডেন্টঃ
SI Imran Hossain (2019)- 01713680445
আব্দুল্লাহ আল মামুন (২০২০)-01303112964
এই দুইজনের সাথে যোগাযোগ করবা।
ইফতার ও পুনর্মিলনীতে অংশগ্রহণে টাকার পরিমাণঃ
প্রত্যেক সাবেক ছাত্রঃ ১০০ টাকা
অধ্যয়নরত ছাত্রঃ ৫০ টাকা
কারো যদি আর্থিক সমস্যা থাকে, নির্দ্বিধায় ব্যাচ প্রতিনিধির সাথে যোগাযোগ জন্য অনুরোধ করা হল।
টাকা পাঠানোর মাধ্যমঃ
নিজ অথবা যেকোন ব্যাচ প্রতিনিধির কাছে টাকা দিলেই হবে।
অথবা নিম্ন বিকাশ বা নগদ মাধ্যমে পাঠাতে পারেন।
বিকাশঃ 01738261761( ফরিদ -২০১৬)
টাকা জমাদানে শেষ তারিখ ২৬ রমজান পর্যন্ত।
২৬ শে রমজানঃ
সবাই মিলে কতজন অংশগ্রহন করবে তা ঠিক করে , খাবার মেন্যু ঠিক করবো।
২৭ শে রমজানঃ বাজার করবো।
বাকীসব গ্রুপে বিস্তারিত বলা হবে...
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সদ্য প্রয়াত জনাব 'নূর জামাল' স্যারের স্মরণে, স্মরণ সভা। এই পেজ থেকে সরাসরি দেখতে চোখ রাখুন আগামীকাল রাত ৯ টায়।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান শিক্ষক নূর জামাল স্যারের মৃত্যুতে আমরা গভীর শোকাহত!
আজ ২৭ শে রমজান, দিন হিসেবে অন্যতম ব্যস্ত দিন থাকত আমাদের। ২৮ শে রমজান ইফতার পার্টির সমস্ত কর্ম-পরিকল্পনা এইদিনে হয়। করোনা মহামারি কারণে গতবারের মত এইবারও আয়োজন সম্ভব হচ্ছে না।
মহামারি দূর হোক, সামনের বার আমরা সবাই মিলে আরও বড় পরিসরে আয়োজন করবো।
ইনশাল্লাহ!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mymensingh