Ramim

Ramim

You may also like

Njr Tuhin Tanzil
Njr Tuhin Tanzil

ফিরে এসো আল্লাহর পথে �

04/11/2023

নারী একমাত্র মায়ের চরিত্রেই স্বার্থবিহিন বিশ্বাসযোগ্য
আর বাকি সব চরিত্রে ভয়ংকর অভিনেত্রী

22/09/2023

নিজেকে ভালবাসুন, নিজের রব কে ভালবাসুন, ভালো থাকবেন।

05/09/2023
03/09/2023

who says money cannot buy happiness ?money is every thing

06/08/2023

আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আছে— এই ব্যাপারটা ইবলিশের জন্য ছিলো খুবই অস্বস্তির। আদম হলো তার চিরশত্রু। আদমের কাছে হেরেই তাকে অভিশপ্ত হতে হয়েছে একদিন। সেই চিরশত্রুকে চির সুখের উদ্যানে চিরস্থায়ীভাবে থাকতে দেখাটা অসুবিধার বৈ কী!

ইবলিশ পরিকল্পনা করতে লাগলো— ছলে-বলে-কৌশলে— যে করেই হোক আদম আর হাওয়া দুইজনকেই জান্নাত থেকে তাড়াতে হবে। কিন্তু কোন উপায়ে?

অবশেষে বুদ্ধি পেলো সে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে থাকতে দিয়েছেন, জান্নাতের অবারিত, সীমাহীন নিয়ামত ভোগের অনুমতি দিয়েছেন ঠিক, তবে একটা নির্দিষ্ট গাছের কাছে ঘেঁষতে নিষেধ করেছিলেন। ইবলিশ এই তথ্য জানতো। ফলে— সেটাকেই সে কৌশল হিশেবে কাজে লাগালো।

ছদ্মবেশ ধরে এসে সে আদম আর হাওয়া আলাইহাস সালামকে ফুসলাতে লাগলো। যে গাছের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদের ঘেঁষতে নিষেধ করেছেন সেটার কাছে যাওয়ার এবং সেই গাছের ফল খাওয়ার ব্যাপারে কানপড়া দিতে লাগলো ইবলিশ।

এই কানপড়া দেওয়ার সময় ইবলিশ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামকে কী বলেছিলো, জানেন? সে বলেছিলো:

‘নিশ্চয়ই আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী’- আল আরাফ, ২০।

ইবলিশ বলছে সে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের শুভাকাঙ্ক্ষী, ভাবতে পারেন ব্যাপারটা?

ইবলিশ আদম আলাইহিস সালামের জান্নাতে থাকাটা মেনে নিতে পারেনি। জীবনে চারপাশে আপনিও এমনকিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার অবস্থান মেনে নিতে পারবে না। আপনার উন্নতি, আপনার সুখ-সমৃদ্ধি, আপনার অর্জন— এসবের কোনোকিছুই তারা সহ্য করতে পারবে না। কিন্তু তারা যে সহ্য করতে পারছে না সেটা কখনোই মুখ ফুটে বলবে না। ইবলিশ যেমন আদম আলাইহিস সালামের কাছে এসে কানপড়া দিয়ে বলেছিলো, ‘আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী’, ওই মানুষগুলোও আপনার অর্জনকে বাঁধাগ্রস্ত করতে, আপনাকে আপনার গন্তব্য থেকে পিঁছু হটাতে নানান পরামর্শ নিয়ে হাজির হবে। তারাও বলবে— ‘ভাই, আপনার কল্যাণের জন্যই কিন্তু বলছি’।

যদিও মুখে বলে যে তারা আপনার কল্যাণকামী, কিন্তু অন্তরে তাদের আছে এক দগদগে হিংসের গা। এখন— কারা আসলে সত্যিকারের কল্যাণকামীতা নিয়ে আসে আর কারা ইবলিশের মতো শুভাকাঙ্ক্ষী সেজে আসে সেটা বুঝতে পারাটাই হলো ম্যাচিউরিটি।

02/07/2023

ইনশাল্লাহ

03/05/2023

অবিচ্ছেদ্য বিচ্ছেদ!🖤

16/04/2023

বিশ্বাসের মাঝে মিশে থাকা ভয়ংকর

05/04/2023

বঙ্গবাজারের দোতলা, বিয়ের লেহেঙ্গার শোরুম। রমজানের শুরুতে চাকরিতে যোগ দেয় এগার বছরের রিপন। জোহরের নামাজ শেষে মহাজন গদিতে এসে বসে। রিপন কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মহাজন বলে, কিছু কবি?

কাকা। ইদের পর বড় বোনের বিয়া। আমারে একটা লেহেঙ্গা দিবেন, রোজার মাসের বেতন, বোনাস কাইটা রাখার পর যেই টেকা বাকী থাকবো, হেই টেকা মাসে মাসে বেতন থিকা কাইটা নিয়েন।

মহাজন হাসে, কত দামেরটা নিবি?

ভালোটা। আমার বড় বইন। হের কোলে কইরা বড় হইছি। হেই বইন।

মাসে মাসে বেতন থিকা কাটতে হইবো না। তোর যেইডা ভালো লাগে, নিয়া যাইস।

খুশিতে অনেকক্ষণ কথা বলতে পারে নাই রিপন। মন দিয়ে কাজ করে। লেহেঙ্গা ভাঁজ দেখে আর শিখে। পাইকারদের মালের গাট্টি কাঁধে করে নিয়ে নামিয়ে দেয়। মার্কেট বন্ধ হলে দোকানেই ঘুমাতো রিপন, আর মনে মনে ভাবতো, কোন রঙের লেহেঙ্গায় বড় বোনকে সুন্দর দেখাবে।

আজ খুব ভোরে আগুন লাগে মার্কেটে। ভয়াবহ আগুন। পাশাপাশি তিনটা মার্কেট, দুপুরের মধ্যেই পুড়ে ছাই। পঞ্চাশটা দমকল ইউনিট, পুলিশ, সেনা, নৌ, বিমান বাহিনী এবং সাধারণ মানুষের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল থেকে রিপমের মামা পাগলের মতো খুঁজছে। আর্তনাদ করে বলছে, আমার ভাইগ্নারে কি মরনের লাইগা আমি চাকরিতে দিছি? আমার রিপন, রিপনরে। তোর মারে আমি কি জবাব দিমু!

এখন সন্ধ্যা, রিপনকে পাওয়া যায় নাই। হয়তো লেহেঙ্গার ছাইয়ের সাথে মিলে মিশে আছে, আলাদা করতে পারবে কেউ?

#পোড়া লেহেঙ্গা #বঙ্গবাজার
মোস্তফা মনন
#ভূতু

05/04/2023

বেশিরভাগ যায় ভীড় বাড়াতে, অনেকে যায় চুরি করতে, আর হিরোরা যায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে 👏
এই বাচ্চা ছেলে থেকে অনেক কিছুই শিখার আছে আমাদের..

26/03/2023

ভুলে গেলেন নাকি ২৬ মার্চ ২০২১সাল

26/03/2023

আসলেই

23/03/2023

❤️❤️

22/03/2023

প্রিয় রমাদান!

এ দুর্বল হৃদয়ে হেদায়েতের নুর নিয়ে এসো।❤️

19/03/2023

বৃষ্টির পরে যে বাতাসটা শরীরে এসে লাগে, এই বাতাসটা অনেক বেশি সুন্দর।
শান্তির বাতাস! ❤️

19/03/2023

শ্রেষ্ঠ দোয়া‼️

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

অর্থ:-
ইয়া আল্লাহ্!
আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল‍্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

____ (সুরা: বাকারা, আয়াত: ২০১‍)

19/03/2023

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।
আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

লেখা- আরিফ আজাদ

08/03/2023

বাবা
ইতিহাসের পাতায় এক মহানায়ক!🙂🖤

07/03/2023

হাদীসে আছে,,
বেহেশতের মধ্যে স্বামী স্ত্রী প্রথম দেখাতে
৪০ বছর একে অপরের দিকে তাকিয়ে থাকবে।
সুবহানআল্লাহ

05/03/2023

সুন্দর🌸

18/02/2023

তিনটা ফুল 🌼

18/02/2023

কথা গুলো কলিজায় লাগলো😌

10/02/2023

Pray for Turkey & Syria 🥹

11/01/2023

নিজেকে কম প্রকাশ করে অথবা 'ইন্ট্রোভার্ট' মানুষগুলো একেকটা অভাগা। এরা অনেককিছুই না পারে সহ্য করতে, না পারে মুখ ফুটে বলতে। এরা কেঁদে ফেলে; তবুও নিজের ভেতরটাকে প্রকাশ করতে পারে না, নিজের প্রয়োজন কিংবা অসুবিধার কথা কারো কাছে তুলে ধরতে পারে না।
দিনশেষে মানুষ এদের ভুল বুঝে বসে থাকে, নয়তো এদের মন ভাঙে।

27/12/2022

যে জীবন নিয়ে তুমি অভিযোগ করতেছো,
অন্য কারো কাছে তা শুধুই স্বপ্ন....

25/12/2022

শুধু টাকা থাকার মানে রিজিক নয়!
নেক জীবন সঙ্গী,নেক সন্তান,উত্তম আখলাক,নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
মাওলানা তারিক জামিল হাফিঃ

14/10/2022

"নিশ্চয়ই নারীদের ছলনা খুব মারাত্মক"
-(সূরা ইউসুফ-২৮) 📖☘️

11/10/2022

অণুগল্প : ভিখারি
লেখিকা : গীতিলেখা মজুমদার

Photos from Ramim's post 07/10/2022

Wedding time NH Aminul Islam

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#reelsvideo #viralvideo #viralpost
#reelsvideo #viralvideo #viralpost
#viralvideo #viralpost #reelsvideo
#reelsvideo #viralvideo #reelsvideo
#reelsvideo #viralvideo #virulreels
#reelsvideo #viralvideo #virulreels
ফিরে এসো আল্লাহ্‌র দিকে
যা পাবার সেটা আমি পাবোই ইনশাল্লাহ #viralvideo #reelsvideo
pray for them#virulreels #reelsvideo #viralvideo
নিজের রব কে ভালবাসুন
নিজেকে ভালবাসুন, নিজের রব কে ভালবাসুন, ভালো থাকবেন।

Category

Telephone

Website

Address

Narayanganj
Narayanganj

Other Public Figures in Narayanganj (show all)
Quran telaoat MH Quran telaoat MH
Chashaara B B Road
Narayanganj, 1977

quran teleoat

Jr.rayhan gaming Jr.rayhan gaming
Narayongonj
Narayanganj, 6969

follow me

Aslam Khanッ Aslam Khanッ
Narayanganj

MR Narayanganj Place 4 Men fejix Mr ali Roton budy building place 3 � Mr Narayanganj body building � place 3. Mr Dhaka men Fejix place 6.Mr V I P Men fejix Champion � Bangabandhu I...

নীল পরী নীল পরী
Dhaka Sylhet Highway Road
Narayanganj, 1464

Hi. this is nill pori . I'm fb vlogger I. have a FB page please follow me to get my videos every time !

বালু মিয়া বালু মিয়া
Narayanganj, 1430

বালু মিয়ার ফ্যান্দের জন্য ��

Faruk Hossen Faruk Hossen
Narayanganj, 1400

I am student of green University of Bangladesh

Entertainment e Video Entertainment e Video
Narayanganj, 1432

This page is dedicate to entertainment ,specially we makes videos of entertainment .if you are entreing entertainment videos than this is the right page for you

HÅppy 2 BÜY HÅppy 2 BÜY
Narayanganj
Narayanganj

Md Najmul Hasan pinto shikder Md Najmul Hasan pinto shikder
Narayanganj

Md nazmul Hasan pinto shikder groupe

Medha Makeup tutorial Medha Makeup tutorial
Narayanganj

Shopno Shopno
Narayanganj

আপনাদের মনের কথা আমাদের inbox এ এসে জানান

Be Continue Be Continue
Narayanganj

This Page For All Type Of Entertainment.