Nirupom

Nirupom

You may also like

Bushra-Borkha&Niqab House
Bushra-Borkha&Niqab House

We Will Bring Class To You

18/11/2023

আগামীকাল ফাইনাল ধামাকা ম্যাচ ইন্ডিয়া vs অস্ট্রেলিয়া।
কে হবে ওয়ানডে ওয়াল্ড কাপের 13 তম আসরের চ্যাম্পিয়ান।

আপনারা কাকে সার্পোট করবেন?

ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া।

17/11/2023

আল্লাহ্ আমাদের মনের সকল

নেক মকসুদ গুলো পূরণ করে দিন 🙏🙏

15/11/2023

The most unlucky player 💔🌸

Photos from Nirupom's post 15/11/2023

তো কি খবর সবার??
চাদর এর কালেকশন কিন্তু চলে এসেছে

সবাই কিন্তু নিয়ে নিবেন

15/11/2023

আজকে কে জিতে ফাইনালে যাবে?
আপনি কাকে সার্পোট করবেন?
ইন্ডিয়া
নিউ জিল্যান্ড

14/11/2023

—মাগরিবের আযানে বিশেষ কিছু স্মৃতি আছে। আযানের সাথে সাথে সেই দূর এক অতীতে এককালে আমাদের 'মা' লাঠি হাতে অপেক্ষায় থাকতো, সন্ধ্যায় কত দেরি করে আমরা বাসায় ফিরে আসি, হাতমুখ ধুয়ে পড়তে বসা, পড়তে বসে ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে গেলেই মায়ের হাতে উত্তম মধ্যম। এখন আর আমাদের মাগরিবের আযানে ঘরে ফিরার তাড়া নেই। এ বুঝি আমাদের শৈশব-কৈশোর হারিয়ে গেছে.! ✨🤍

12/11/2023

Predict the winners of the semi-finals 🏆⬇️

12/11/2023

চলে এসেছে আমাদের নতুন

চাদরের কালেকশন

এবার দুই ধরনের চাদর

আপনাদের জন্য আনা হয়েছে

তাই সবাই অবশ্যই চোখ রাখবেন 👀 নিরুপম এ

11/11/2023

এই ফেসবুক আর ইনস্টাগ্রাম এর যুগে যারা এখনো ফোন করে বলে এটা কোন জায়গা??

আমার মতে তাদের সাথে সম্পর্কে যাওয়া উচিত কারণ তারা এখনও অনেক সহজ সরল

বাণী তে আমার ভাবী 😍😍

10/11/2023

#খুব_চমৎকার_একটি_পোস্ট_অবশ্যই_পড়বেন!!!
""মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন মারা গেলেন, মহানবী উনার জানাজা পড়ালেন,

তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন, সবার সাথে আমাদের নবীও হেটে হেটে আসলেন,

দুই জন সাহাবী কবর খুড়তে শুরু করলেন, সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন, কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন, সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি, নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন,

একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, "তোমরা কি জানো, মানুষ মারা যাওয়ার পর, তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন, নবীজি একটু চুপ করে থাকলেন, সবাই উনার কাছে এসে ঘিরে বসলেন, কারন মৃত্যুর পর আত্মার কি হয়, এই তথ্য তাদের জানা ছিল না, আজ সেটা নবীর মুখে শুনবেন, কতো বড়ো সৌভাগ্য, শুনার জন্য সবাই অধীর আগ্রহে নবীর কাছে এসে বসলেন,

তখন নবীজি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন "শুনো, যখন মানুষ একেবারেই মৃত্যু শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন, তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, "হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো",

মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরণের ব্যথা ও বেদনা অনুভব করে না, নবী আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, "মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে",

সেই সময় দুই জন অন্য ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান, তারা যখন আকাশে পৌছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন, কাছে এসে সবাই বলেন, "সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রান"

তারপর সবাই জানতে চান, "এই আত্মাটি কার?" উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন, "উনি হলেন, ফুলান ইবনে ফুলান"
(নবী আরবিতে বলেছেন, বাংলায় হলো, "অমুকের সন্তান অমুক"), বাকি ফেরেস্তাগন তখন আত্মাটিকে সালাম দেয়, তারপর আবার জিজ্ঞেস করে, উনি কি করেছেন? উনার আত্মায় এতো সুঘ্রাণ কেন? আত্মা বহন কারী ফেরেস্তাগন তখন বলেন, "আমরা শুনেছি মানুষজন নিচে বলা-বলি করছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন, এতোটুকু বলার পর নবী একটু থামলেন,

তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, "তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহন কারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে", এই কথা বলে, তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন,
আবার বলতে শুরু করলেন,

এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, "যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো, মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো, সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিবো," তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুই জন ফেরেস্তা আসবেন,তাদের নাম মুনকার ও নাকির, তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন,

মুনকার নাকির চলে যাওয়ার পর,
আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে, সে এক ধরণের অজানা আশংকায় অপেক্ষা করবে, কোথায় আছে? কি করবে? এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে,

এমন সময় সে দেখবে, খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন, তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে, এতো মায়াবী ও সুন্দর তার চেহারা, সে জীবনে কোন দিন দেখেনি,

আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে, "তুমি কে?" সেই লোকটি বলবে, "আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও?",

আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও, লোকটি বলবে, "তোমার ডান দিকে তাকাও",
আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই, সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে,
বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, "আমি সেখানে কখন যাবো, কিভাবে যাবো?"

লোকটি মৃদু হেসে বলবেন, "যখন সময় হবে, তখনই তুমি সেখানে যাবে ও থাকবে" আপাততো শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিবো,

আত্মাটি তখন তাকে আবারো জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে ?
তখন লোকটি বলবে, আমি কে? আমি হচ্ছি তোমার এতোদিনের নেক-আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো, আমাকে আল্লাহ তা'আলা তোমাকে সঙ্গ দেয়ার জন্যই এখানে পাঠিয়েছেন,

এই কথা বলে, লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, "হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও, এই কথা বলার পর, আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে, নবীজি এতোটুকু বলে আবার একটু থামলেন, সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন....

(সহীহ্ বুখারী ও মুসনাদের দুইটি হাদিস থেকে নেওয়া।)

10/11/2023

আস সালামু আলাইকুম
সবাই কে জুম্মা মোবারক
এই জুম্মার উসিলায় আল্লাহ্ যেনো আমাদের সকলের মনের নেক মকসুদ গুলো পূরণ করে দেন
আমীন

08/11/2023

—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটা ফরয সালাতের পরে তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবার আল্লাহু আকবার বলবে এবং এরপর এই দুআ পাঠ করবে—'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদীর’, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, এমনকি তার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয় তবুও-♡🥀

(সহিহ মুসলিম : ৫৯৭; সুনানুন নাসায়ি : ৯৭৯৭)

07/11/2023

#রসূলুল্লাহর_দশটি_সোনালী_উপদেশ_ﷺ
মু‘আয (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াসিয়্যাত বা উপদেশ দিয়েছেন।
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

(১) আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেয়া হয়।
(২) পিতা-মাতার অবাধ্য হবে না, যদি মাতা-পিতা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয়।
(৩) ইচ্ছাকৃতভাবে কখনও কোন ফরয সলাত ছেড়ে দিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফারয্ সলাত পরিত্যাগ করে, আল্লাহ তা‘আলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন।
(৪) মদ পান হতে বিরত থাকবে। কেননা তা সকল অশ্লীলতার মূল।
(৫) সাবধান! আল্লাহর নাফরমানী ও গুনাহ থেকে বেঁচে থাক, কেননা নাফরমানী দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়।

(৬) জিহাদ হতে কখনো পালিয়ে যাবে না, যদিও সকল লোক মারা যায়।
(৭) যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ, তখন সেখানে তুমি অবস্থান করবে (পলায়নপর হবে না)।
(৮) শক্তি-সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার-পরিজনের জন্য খরচ করবে (কার্পণ্য করে তাদের কষ্ট দিবে না)।
(৯) পরিবারের লোকেদেরকে আদাব-কায়দা শিক্ষার জন্য কক্ষনও শাসন হতে বিরত থাকবে না এবং
(১০) আল্লাহ তা‘আলা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে।

📚আহমাদ ২১৫৭০, সহীহুত্ তারগীব ২৩৯৪

06/11/2023

ফেসবুকে কমেন্ট সেকশনে ঢোকার পর কার কার ব্যাক বাটন কাজ করছেনা?
কে কে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন?? 😐😐😈

05/11/2023

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!

Photos from Nirupom's post 31/10/2023

China Lown Collection

Jara Budget Friendly er moddhe lown khujtese

Tara eta niye nite paren

Khubi Kom dame paccho niye nio

Dam porbe matro 850 taka

Photos from Nirupom's post 31/10/2023

Alhamdulillah Sold.
Thank you Sharmin Razia
Do shopping again

31/10/2023

বাংলাদেশ এর প্রতিটি খেলায় আমি কিছু না কিছু প্রতিযোগীতা দেই
আজ ইচ্ছা করছে না

কারন নিজের দেশের খেলার এত বাজে অবস্থা নিতে

পারছি না। 💔💔😩😩😫😫

তো আপনারা বলুন

আজ কি বাংলাদেশ পারবে জিততে??

28/10/2023

গিফট পেয়ে আপু খুশি

28/10/2023

হ্যাল্লো সবাই
কেমন আছেন??
আজকের কমেন্টস ই উইনার হলেন

Ayra Orin আপু

অনেক congratulations আপু

আপনি আপনার ইনবক্স চেক করবেন প্লিজ

28/10/2023

আস সালামু আলাইকুম

সবাই কেমন সবাই??

তো সবাই আজ ও কমেন্টস করে ফেলেন

আজ নেদারল্যান্ড কত Target দিবে বাংলাদেশ কে??

বলেন তো??

Photos from Nirupom's post 24/10/2023

পোস্ট করেছিলাম
যে সঠিক কমেন্টস করবে
তাকে গিফট দাওয়া হবে

খুব কাছাকাছি উত্তর দিয়েছেন Arfan Ahmed Ripon স্যার

Congratulations আপনার গিফট আপনার কাছে পৌঁছে যাবে

24/10/2023

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই??

আজ কম্মেন্টস এ বলে ফেলুন
যে সাউথ আফ্রিকা বাংলাদেশ কে কত টার্গেট দিবে??

যার উত্তর সঠিক হবে
তার জন্য থাকবে একটি সারপ্রাইজ গিফট

Photos from Nirupom's post 22/10/2023

আস সালামু আলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই??

চলে আসলাম ঘড়ি নিয়ে

করো পছন্দ হলে ইনবক্স করবেন

Photos from Nirupom's post 18/10/2023

😍 আর মাত্র ৪ টি বিছানার চাঁদর বাকি আছে
করো যদি ভালো লাগে তাহলে পিক সহ ইনবক্স করবেন

🌺বিছানার চাদর আপনার গৃহসজ্জায় সুরুচির পরিচায়ক।

🌺ঘরের সৌন্দর্য অনেক টা নির্ভর করে একটা সুন্দর বিছানার চাদরের উপর।

🌺আর সেই সাথে আরাম ও কোয়ালিটি সম্পূর্ণ বিছানার চাদর বাছাই করার কথা আমাদের মাথায় রাখতে হবে।
প্রতি টি চাদর
কিংসাইজ ৭/৮ ফিট

Photos from Nirupom's post 18/10/2023

আলহামদুলিল্লাহ

আজকে আমার অফলাইন সেল

অনেক অনেক ধন্যবাদ Arfan Ahmed Ripon স্যার

আবার শপিং করবেন

Photos from Nirupom's post 17/10/2023

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন??

আচ্ছা আপনাদের মতামত জানতে চাই

নিরুপম এ যদি আপনি শীতের কালেকশন পেয়ে যান

তাহলে কেমন হবে ??

সবাই কমেন্টস এ জানাবেন

দাম রিসনেবল থাকবে

Photos from Nirupom's post 14/10/2023

Bismillahir Rahmanir Rahim

Here comes beauty with Comfort

Original digital print and siquence work

So pretty and comfortable too

Perfect pick for office Going peoples

For those who likes cotton fabric

For Narayanganj Delivery charge Will be 50 only

For Dhaka 120

And for out side Dhaka 150

Full cash on delivery

But Delivery charge advance needed

You can pick it from pick up also

To order please inbox me with picture

Do not use any picture with out permission

Photos from Nirupom's post 14/10/2023

ডিসকাউন্ট পোস্ট

বাটার কাপরের থ্রি পিস

ওরনা ও সফট লিলেন এর

জলদি জলদি নিয়ে নিন

আগে ছিল 650

এখন পাচ্ছেন 550 এ

Photos from Nirupom's post 14/10/2023

ডিসকাউন্ট প্রডাক্ট

নরমাল কটন কাপরের টুপিস

দাম মাত্র ৩৯০

Photos from Nirupom's post 14/10/2023

৩৯০
জি যেকোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন
মাত্র ৩৯০ টাকায়

অরডার করতে পিক সহ ইনবক্স করুন

Photos from Nirupom's post 14/10/2023

আলহামদুলিল্লাহ সুন্দর টুপিস
নিয়ে নিলেন

আপি অনেক অনেক ধন্যবাদ

Photos from Nirupom's post 14/10/2023

আলহাম দুলিলাহ
সোল্ড আউট

Photos from Nirupom's post 14/10/2023

আলহামদুলিল্লাহ
সোল্ড আউট

Photos from Nirupom's post 11/10/2023

আসসালামু আলাইকুম

আজ আমি নিরুপম এর একজন অওনার হয়ে অনেক খুশি

কারন হলো আমাদের এই দুটি চাদর সুদুর লন্ডন যাবে ইন শা আল্লাহ

Umme Salma Haque

আপু অনেক ধন্যবাদ

Photos from Nirupom's post 11/10/2023

নিরুপম এর সব চেয়ে বেশি সেলিং আইটেম হলো
অরিজিনাল ডিজিটাল এর টু পিস

এটার মত আরাম আর কিছু হতে পারে না

অনেক বেশি সুন্দর আর এত সুন্দর আনকমন প্রিন্ট

জলদি জলদি বুক করে ফেলুন
আপনার পছন্দের টা

নারায়ণগঞ্জ এ ডেলিভারি চার্জ ৫০ টাকা

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ১২০ টাকা

ঢাকার বাইরে ১৫০ টাকা

ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে

Photos from Nirupom's post 11/10/2023

বিসমিল্লাহির রাহমানির রাহীম

চলে আসলাম নিরুপম এর নতুন সংযোজন

বিছানার চাদর

চাদরের জগতে পাকিজা এর চেয়ে উন্নত কোনো ব্রান্ড হয় না

আর এই চাদর গুলো সব পাকিজা ব্রান্ড এর

এগুলো সব ৭ হাত ৮ হাত

কিং সাইজ এর চাদর

আর সব গুলো ই অনেক বেশি সুন্দর

১০০% কটন আর ১০০% রং এর নিশ্চয়তা

ভালো লাগলো অবশ্যই পিক সহ ইনবক্স করবেন

আর হে ঢাকাতে ডেলিভারী চার্জ ১২০ টাকা

ও ঢাকার বাহিরে ১৫০ টাকা

নারায়ণগঞ্জ এ ডেলিভারি চার্জ ৫০ টাকা

আর পিক আপ থেকে যদি কালেক্ট করেন তাহলে ২০ টাকা চার্জ পড়বে

দাম টা জানার জন্য কমেন্টস করুন

Photos from Nirupom's post 10/10/2023

আলহামদুলিল্লাহ নিরুপম এর দ্বিতীয় সেল

Sajida Hakim Chowdhury

আমাদের রেগুলার কাস্টমার

অনেক ধন্যবাদ আবার শপিং করবেন

10/10/2023

আলহামদুলিল্লাহ
নিরুপম এর প্রথম সেল
Sonia Haque মেম অনেক ধন্যবাদ আপনাকে

10/10/2023

তো ইংল্যান্ড এর দাওয়া ৩৬৫ এর টার্গেট
কি চেজ করতে পারবে বাংলাদেশ

কি মনে হয় আপনাদের??

কমেন্টস করে আমাদের জানান??

Want your business to be the top-listed Clothing Store in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Narayanganj

Other Clothing Stores in Narayanganj (show all)
Style Loft Style Loft
Chitangroad
Narayanganj

Defining Style Everyday

DHAKA BAZAR DHAKA BAZAR
Narayanganj, 1214

WHOLSELL AND RETAIL MARKET

Rajoshree Fashion Rajoshree Fashion
Narayanganj
Narayanganj

100 % Quality full , fashionable produts & Trusted Clothing Store.

Turret Fashion and Multi Line Turret Fashion and Multi Line
104/2, Nabab Sirajuddula Road
Narayanganj

Fashion & craft

Candid Knit Fashion Candid Knit Fashion
Vulail, Narayangonj
Narayanganj, 1420

MTC Shop MTC Shop
Dhaka
Narayanganj, 1400

-_-

Ambia Fashion House. Ambia Fashion House.
Bhulta. Rupganj. Narayanganj
Narayanganj

Ambia Fashion Exclusive Ladies and Baby Party Wear Collections

Throb Fashion BD Throb Fashion BD
GIRIDHARA
Narayanganj, 1400

নকশি বাড়ি নকশি বাড়ি
Rupgonj
Narayanganj

"নকশি বাড়ি" একটি ব্যতিক্রমধর্মী অনলাইন/অফলাইন বিজনেস প্রতিষ্ঠান।

Versa Fabrics House Versa Fabrics House
Shop No. 534-535 (Goli No./22) City Corporation Hawkers Market, Chasara Narayanganj
Narayanganj, 1400

All kind of 100% Experts Garments Product Wholesaler & Retailer.

Trial Me Trial Me
Narayanganj, 1410

Shop the latest on trend Men's & women's fashion collection through online.

Baby's, Boys & Girls Dress Baby's, Boys & Girls Dress
Ukilpara
Narayanganj

Different types of fabrics are available here.