Md. Himel

Md. Himel

~ভালো থাকি বা খারাপ থাকি �
_মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি।��

21/06/2023

{বৃষ্টির সময় লেকপাড়ে}
{লেখকঃ মোঃ হিমেল }

আজ আমি বৃষ্টিতে ভিজে,
অন্যমনস্ক হয়ে হাঁটছি লেকপাড়ে।
কিসের যেন টেনশন আমার মাথায়!
নিজেও বুঝতে পারছি না।
ঠিক এমন সময় লেকপারে বসে আছে একটি মেয়ে!
দেখতে যেন হরু পরীর মতো সুন্দর!
মেয়েটিকে দেখার পর আমার সমস্ত টেনশন দূরে চলে গেল।
আর আমার হৃদয়ের ভেতরে ধুকধুক শুরু হয়েছে,
আর বার বার ইচ্ছে হচ্ছিল মেয়েটির সঙ্গে কথা বলি।
কিন্তু তার সামনে যেতে খুব ভয় হচ্ছে!
যদি সে কিছু মনে করে,
ঠিক এই একটা কারণ আমি তার সামনে গেলাম না।
কিন্তু দূর থেকে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে,
অনেকক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে।
আর ইচ্ছা হচ্ছে একগুচ্ছ কদম হাতে,
বৃষ্টিতে ভিজে আমি তার সাথে।

06/01/2023

কবিতাঃ( সেদিন এসে ছিল বসন্ত-)
(লেখকঃ মোঃহিমেল)

সেদিন এসে ছিল বসন্ত-
বুকে ছিল ভালোবাসা - অফুরন্ত;
তুমি আসবে বলে
এনেছিলাম ফুল গোলাপ,কদম ও কৃষ্ণচূরা;
লিখেছিলাম ভালোবাসার কবিতা, গান আর ছড়া।
তবুও তুমি এলেনা - ভালোবাসা দিলে না.....
আজও তুমি জেনে নাও-
ভালোবাসা না দাও - শুধু ভালোবাসা নাও।
আর কিছু চাই না আমি-
হাসিমুখে ব্যাথা দিলে তুমি।
জানি তুমি আসবেই - ফিরে এক দিন;
মরণের আগে - পরে, হয়তো কোনো এক দিন। ......যদি তুমি ফিরে আসো-
কোনো এক শ্রাবণ মাসে.......
হয়তো আমায় নয়- স্মৃতিগুলো পাবে পাশে....||

31/12/2022

[কবিতাঃ{রংধুনুর সাত রঙের প্ররসে}]
[লেখকঃ {মোঃ হিমেল}]

রংধুনুর সাত রঙের প্ররসে রাঙাবো তোমায়,
চাঁদের পাকা হাসিতে সাজাবো তোমায়।
তুমি রাণীহিন বা রাণী,
যে ভাবে সামনে এসে
দারাও মুকুট করে রাখবো।
ভালোবাসার নীল পদ্মে জড়িয়ে তোমায় বাঁধবো।
লাল রঙের রেশমি চুড়ি, নয়তো সিঁথির সিঁদুর;
নীলে তুমি সাগরের অথই জলে,
আমার স্বপ্নে কাতোর।
আসমানীতে ঝড়িয়ে তুমি, আকাশের যত নীল,
হলুদে তুমি নববধূর স্নান, আমার কল্পনার অন্তরে,
কমলায় তুমি গোধুলির হাসি!
কবিতার ছন্দে বসবাস;
ভালোবাসি ভালোবাসি বলে করো আমার সর্বনাশ।

24/12/2022

কবিতা (নতুন বালক)
লেখকঃমোঃ হিমেল
হঠাৎ একদিন একটা নতুন বালক এলো শহরে
মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল
মেয়ে টির দিকে
কাজে যায় না কথা বলে না
দূর থেকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটির দিকে
বলে উঠল বাহ কী সুন্দর মেয়েটি
কী রুপ তার!
মাথায় থোকা থোকা বেলি ফুলের মালা
পড়নে একটি লাল শাঁড়ি
খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল সেই বালক
মেয়ে টির ইচ্ছে করতে লাগলো
বালক টির সঙ্গে চলে যেতে
কিন্তু পারল না
কারণ মেয়ে টির পিছু টান
যেতে দিল না বালক টির সঙ্গে

18/12/2022

[কবিতাঃ{আজ বৃষ্টি নামুক}]
[লেখকঃ{মোঃ হিমেল}]
তুমি আসবে তাই গোলাপের পাঁপড়ি ঝরতে থাকুক,,
তুমি আসবে তাই আজ বৃষ্টি নামুক।।
সরষে ফুলে সরষে পোকা আসতে থাকুক
বৃষ্টি যদি নামতে চাই, তবে নামুক
সে যদি আজ ভিজতে চাই তবে, ভিজুক
তোমাকে তো খুজে পাব বৃষ্টির কলধ্বনিতে,,,
কিশোরী যখন লাফিয়ে লাফিয়ে ভিজবে বৃষ্টিতে।।
থাকবো আমি কচুর পাতায় পানির ফোঁটা হয়ে!!
শিহরিত হবে মন বৃষ্টি যখন পড়বে গায়ে
বৃষ্টি যখন থেমে যাবে ভিজে থাকবে ঘাস,,
শিরশিরিয়ে উঠব তখন হাসবে মিষ্টি বাতাস।
বৃষ্টি ভেজা মুখে তার মিষ্টি মিষ্টি হাসি,,
কামিনী ফুল ঝরে যাবে আসবে যখন বৃষ্টি।
তবুও নামুক বৃষ্টি, ভিজব নুপুর পায়ে
অনুভবে তোমাকে পাব বৃষ্টি পড়লে গায়ে।।
আজ খালে- বিলে শাপলা ফুটতে থাকুক,
বৃষ্টি যদি নামতে চাই তবে নামুক।

16/12/2022

Dybala-র উপর ক্রাশ খাইনি এখন কি আমি জীবন যুদ্ধে পিছিয়ে যাবো!🙂

~অধরা🌸

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Jalkuri
Narayanganj
1420