Chithi - চিঠি

Chithi - চিঠি

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chithi - চিঠি, Writer, Narayanganj.

27/05/2023

নামাজে এক শান্তি যা কথাও পাওয়া যায় না! ❤️🥀

23/05/2023

নামাজ ছাড়বেন না! যতই বাধা-বিপত্তির মুখোমুখি হননা কেনো ধৈর্য্য ও সালাত শেষে আপনার যে সমস্যা সেটি অভিযোগ নয়, বিনয়ী হয়ে মোনাজাত এ বলুন। ☘️

21/05/2023

মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো! ফকিরদের অভিনয় করতে হয়না! কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়! 😊

21/05/2023

প্রতিটি মানুষকে যে সুখী হতে হবে এমনতো কোনো কথা নেই,কিছু কিছু মানুষের জন্মই হয় নিজের সুখকে ত্যাগ করে কাছের মানুষকে সুখী রাখার জন্য।

বইঃ সুইসাইড নোট

21/05/2023

‘বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী,
পরম ক্ষমাশীল। ❤️

20/05/2023

একদিন আমারও সমাপ্তি হবে,
কোনো এক অন্ধকার কবরে...

20/05/2023

কাফনের কাপড়ে মোড়ানো লাশটার জন্য প্রিয়জনদের আর্তনাদ কাঁপিয়ে তোলে মানুষের হৃদয়,, সেটা কি স্থায়ী থাকে? না, স্থায়ী থাকে না,, সবাই ব্যস্ত হয়ে পড়ে তাদের নিত্যদিনের কাজ নিয়ে.. মৃত মানুষটাকে নিয়ে ভাবার সময় কই তাদের.. সময়ের সাথে সাথে মানুষটা যে কোনো এক সময় ছিলো সেই অস্তিত্বটাও হারিয়ে যায়..

-সানজিদা আক্তার

20/05/2023

ভালো মানুষের খোঁজে বেরিয়েছিলাম,
ঘরে ফিরে দেখি নিজের যা একটু ভালোমানুষি ছিলো ভিড়ের মাঝে সেটা চুরি হয়ে গেছে! 🍂

20/05/2023

- হুজুর! মহিলারা নাক ফুল না পরলে নাকি স্বামীর অম'ঙ্গল হয়, ঘটনা কি সত্যি?

শায়খঃ "নাক ফুল না পরলে যদি স্বামীর অম'ঙ্গল হতো তাহলে ঝ গড়া লাগলেই মহিলারা নাক ফুল খুলে বলতো চান্দু এইবার যাইবা কোথায়? 😑

- শায়খ আহমাদুল্লাহ

19/05/2023

সুখী আর দামি হতে চান?
অল্প তুষ্টি, কম কথা বলা, নির্জনতা আর ভোর রাতে তাহাজ্জুদ নামাযে চোখ জলে রবের দুয়ার সিক্ত করতে শিখুন। শুধু সুখী না অনেক দামি হয়ে যাবেন। আল্লাহ তায়ালা আপনার হয়ে যাবে। আপনকে দুনিয়ার পিছনে ছুটতে হবে না, দুনিয়া আপনার পিছনে দৌড়বে।

~আদিব সালেহ।

19/05/2023

- স্মরণজিৎ চক্রবর্তী

বইঃ জোনাকিদের বাড়ি

18/05/2023

মানুষকে ভালোবাস কিন্তু তার ভেতরে হারিয়ে যেওনা, আঘাত পাবে।
আল্লাহকে ভালোবাস এবং তাঁর মাঝে হারিয়ে যাও, সুখ পাখি ধরা দেবে। 🖤🍂

17/05/2023

আপনার এমন কোনো ফ্রেন্ড আছে,
যেকিন আপনার প্রতিটা দুঃখের সময় সান্তনা দেয় ? 😊

dite paren caile.

16/05/2023

সময় আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার এক নিয়ামত, এই সময় কেউ মন্দ কাজ করে আর কেউবা উত্তম কাজে লিপ্ত থাকে।

আপনি কী মসজিদের মাইকের চূড়ার থেকে আসা সেই মধুর ধ্বনি
আল্লাহ মহান, আল্লাহ মহান।

ঠিক পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হওয়ার জন্য সবাইকে আহবান জানায় কিন্তু আফসোস মসজিদে যতজন না মুসল্লী হওয়া দরকার তার বাহিরে বেশি নয় হাতে গুনায় ৫/৬ একটিভ মুসলিম ইত্যাদি।

আর কিছু লোক সিগারেট হাতে নিয়ে অলিতে-গলিতে লুকোচুরি খেলছে!
শুনতে অবাক লাগলেও সত্য। প্রতি নামাজে যেনো তারা বেখেয়ালি ভাব!

তাদের অনেক ব্যস্ততা তাই না! মসজিদে আসতে কষ্ট হয় তাদের! আপনার জন্য মালাকুল মউত মৃত্যুর অপেক্ষার প্রহর গুনছে আপনাকে কখন ঠিক কিভাবে নিতে পারলে স্বস্তি । আর আপনি ভাবছেন দুনিয়ায় পরিশ্রম করে সফল হলে বাঁচি।

আপনার হাতে যদি এখনো সময় থাকে তাহলে এক্ষুনি ছুটে জান জায়নামাজ বিছিয়ে সিজদাহ রোতো হোন।

আর অবশ্যই আল্লাহর কাছে আপনার অতীতের ও বর্তমানের সকল প্রকাশ্যে - গোপনে করা সমস্ত পাপের দায়ের জন্য রবের কাছে ক্ষমা চান।

নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী।

লেখক : মশিউর রহমান

#সংগ্রহ

15/05/2023

তাদের কোনো আশ্রয়কেন্দ্র নেই!

#কক্সবাজার

14/05/2023

অপরিচিতা গল্প পরার পর থেকে এখন মামার সাথে যোগাযোগ কমাই
দিছি.. ☹️

13/05/2023

একটু সাবধানে থাকবেন।আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য অনেকগুলা মানুষ বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়ে ছিলেন। 🥀

13/05/2023

- মা ফুলের চেয়েও বেশি সুন্দর! 🙂

13/05/2023

‘হুট করে 'দ্বীনে' ফেরা মানুষগুলো
দুনিয়ায় বড্ড একা।''☘️

12/05/2023

~ জুম্মা শুধু নয়! সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে চাই "ইনশাআল্লাহ" 🍀

Photos from Chithi - চিঠি's post 12/05/2023

আপনার বান্ধবী বা বন্ধু যেকিনা যেখানে সেখানে সেলফি নেয়

~Mention চাই 🙂

11/05/2023

কাল আমি অথবা আপনারা সকালের আলো দেখবেন এমন কোনো গ্যারেন্টি আছে কী! ❤️🥀

11/05/2023

‘মৃ"/ত্যু’ শব্দটা কারো কাছে খুব ভয়ংকর!
আবার কারো কাছে ‘মুক্তির’ উপায়। ❤️

11/05/2023

কোন "সূরা" শুনলে আপনার মনে অন্যরকম ভালো লাগা কাজ করে? 🙂

11/05/2023

"পুরুষ_যতই শিক্ষিত হোক,সুদর্শন হোক,
টাকা না থাকলে তার কোথাও মূল্য নেই! 🖤🥀

11/05/2023

এক্সাম হলে ভালো প্রিপারেশন নিয়ে যাওয়ার পরও পরীক্ষা খারা'প হওয়ার ক'ষ্ট ভাষায় প্রকাশ করা অসম্ভব! 🙂

11/05/2023

ঠিক কিভাবে ধৈর্য ধারণ করবো?
এই প্রশ্ন আমাদের সকলের কিন্তু আসলে এই প্রেসক্রিপশন একটি গল্পের মাঝে দিয়ে দিচ্ছি চলুন তবে।

এতো পবিত্র, সবচাইতে তাকাওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তার চারপাশের সবাইকে বন্ধু হিসবে পাননি। তিনি আলামিন তথা বিশ্বস্ত। সবার কাছে ন্যায় ও আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিরও সমালোচক ছিলো। নিন্দুক ছিলো। কুৎসা রটনাকারী ছিলো।
মানুষের সমালোচক তির মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামকে বিদ্ধ করতে ছাড়েনি।

নবীজি যখন মানুষের কটুবাক্যে অন্তর ক্ষতবিক্ষত হয়। যখন তার হৃদয় ভারী হয়ে আসে তখন আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা বলেন:

- আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষতবিক্ষত হয়।সুতরাং, আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হোন সিজদাকারীদের।

সূরা হিজর, আয়াত: ৯৭-৯৮

এই কথাগুলো শুধু নবীজির প্রসঙ্গে পুরো মানবজাতিকে বুঝানো হয়েছে। এই কথাগুলো যদি একমুহূর্তের জন্য অন্তর নাড়া দেয় তাহলে চলুন ঠিক এই সময় নিজেকের পরিবর্তন নিয়ে ভাবুন।
রবের কাছে ফিরতে জমজমাট কোনো আয়োজন করতে হয় না শুধু একটুখানি 'চোখের পানি' ও 'তাওবা'।

#বেলাফুরাবার
#বই #হতে #সংগ্রহ

10/05/2023

ধৈর্য রাখুন সব ঠিক হয়ে যাবে "ইনশাআল্লাহ"

29/04/2023

#সংগ্রহ

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই।
এরা যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়,
মানে তারা ভুল জায়গায়াতে আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো তাই না ____?
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো ?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো ।
আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো,
না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে,
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ।
তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখতে হয় ।

©

26/04/2023

''নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি।

আল ইনশিরাহ : ৬ আয়াত

25/04/2023

"একজন মুমিনের সত্যিকার শূন্যতা এটাই আমি ঠিকমতো 'মসজিদে' বা
'জায়নামাজে' ঠিক ভালোমতো উপস্থিত ছিলাম না! 🖤🥀

24/04/2023

🫤

24/04/2023

"দেরি হবে, কিন্তু একটা সময় সব হবে, তুমি যেটা মনে মনে চাও, সেটাই হবে। এখন সময়টা খারাপ, কিন্তু জীবনটা তো নয়! ভরসা রাখো একদিন সব হবে ইনশাআল্লাহ ❤️

24/04/2023

ওহ্ তাই 🥲

#মাঝেমাঝেবিনোদন

24/04/2023

কখনো গুনাহ করে ফেল্লে ভেঙে পড়বেন না, যথা লোকদের কাছে বলে বেড়ানোটা বন্ধ রাখুন।
এটা বলার কারণ হচ্ছে যখন আপনি গুনাহ করে ফেলেন তখন নিজেকে অনেক অসহায় বা নিজেকে অগোছালো মনে হয় তখন দেখা যায় কারো কাছে সঠিক পরামর্শ তখন পাচ্ছেন না, কেউবা আপনার কথা শুনার মতো মানসিকতা রাখে না।

আপনি কী করবেন আসলে এটাই মূল কথা?

আপনি যখন কোনে খারাপ কাজ করে ফেলবেন আমি খারাপ উল্লেখ করে বলছি না উল্লেখ করে বলতে গেলে আবার অনেক বড় লেখা হবে।
আপনার মনে অনুশোচনা নামক শব্দ আসলে এটি একটি পাওয়ারফুল একটি রিমাইন্ডারএটা আপনার অন্তরে আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা অন্তরে সৃষ্টি করে দিবেন এটি একটি এলার্ম সেট করা ঘড়ির মতো কাজ করে।

দেখুন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সমস্ত যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার পর যখন আপনি গুনাহ করেছেন শয়তানের ফাঁদে পড়ে এখন কী করার! আপনাকে তাওবার হাতিয়ার দিয়েছেন তো তাওবা করুন কিন্তু খাঁটি মনে, নিজেকে সবসময় ব্যস্ত রাখার ট্রায় করুন।

- ইনশাআল্লাহ
Stay Connect ❤️

23/04/2023

❤️

23/04/2023

মাকে ছাড় কারা এবার ঈদ উদযাপন করেছেন?

প্লিজ কমেন্ট করে যান

21/04/2023

"আমি তো তোমাকে ডেকে কখনো নিরাশ হইনি... ☹️

30/01/2023

মনে রাখবেন, পৃথিবীতে আপনার প্রয়োজন আছে বলেই, মহান আল্লাহ তায়ালা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে কে আপনাকে পছন্দ করে আর কে করে না তাদের মতবাদ এখানে কোন ভ্যালু রাখে না। যেখানে আল্লাহর কাছে আপনি গুরুত্বপূর্ণ সেখানে কে কি ভাবলো এতো মতামত নিয়ে তো আপনার জীবন চলতে পারেনা।

আপনার আসল ঠিকানা আপনার রব!🖤

26/05/2022

অন্তরের গোপন ব্যাকুলতা প্রকাশ করতে না পেরে যখন আমাদের মন'আকাশে মেঘ জমে! তখন আল্লাহ বলেন; আমি তোমাদের অন্তরের খবর জানি,তুমি তা প্রকাশ কর অথবা গোপন রাখো! 🌸💙

-Surah Al-Imran 3/29 🌻

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Narayanganj