Writer The Nawab Himel

Writer The Nawab Himel

কিছু কিছু লিখাগুচ্ছো

16/04/2024

মানুষ বলে -
সপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয়।

আর আল্লাহ বলেন -
তুমি সপ্ন দেখো আর সেই অনুযায়ী চেষ্টা করো, পূর্ণ করার দায়িত্ব আমার।

26/03/2024

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন।

একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন। এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __

"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)
হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ!❤️

26/03/2024

শ'য়'তা'ন হচ্ছে অ্যাডভাইজার, আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শ'য়'তা'ন পরামর্শ দিয়ে থাকে, আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপকাজের পথ দেখিয়ে দেয়; আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে।

বই: নফসের বিরুদ্ধে লড়াই

27/02/2024

তুমি বরং আমায় বৃদ্ধ বয়সেই ভালোবেসো,
আমার সাথে না হয় তুমি শেষ হাসিটা হেসো!
প্রিয়াতমা
বৃদ্ধ বয়সে যখন দেবে না কেউ আশা,
তুমি না হয় আমার জন্য জমিয়ে রেখো একটু ভালোবাসা!
শেষ বয়সে যখন কেউ হবে না সাথী,
তখন আমি না হয় ঘটা করে বলবো,
তোমায় অনেক অনেক ভালোবাসি!

24/02/2024

২৫ তারিখ শবে বরাত তাই এশার নামাজের পরে বেতের নামাজের আগে ২ রাকাত করে ১২ রাকাত নামাজ পড়বেন ৪ রাকাত পর মোনাজাত করবেন ২ রাকাত পর এ দোয়া টা পড়বেন --আল্লাহুমমা বারিক লানা ফি রজাবা ওয়া শা;বান ওয়া বাল্লিগনা রমাদন নামাজের নিয়ত ঃ শবে বরাতের নামাজ পড়ি* নামাজের নিয়ম ঃ সুরা ফাতিহা ১বার সুরা ইখলাস ৩বার আর যদি পারেন আয়তুল কুরসি পড়বেন * নামাজ শেষ করে এই আমল গুলো করবেন * সুরা দোখান পরবেন কুরআন শরীফ দেখে : কালেমা তাইয়েবা ও তামজিদ পড়বেন ৫০+৫০---১০০ বার * সা: ১০০ বার * ২৫ তারিখ আছরের পড়ে এ দোয়া টা পড়বেন ১০০ বার-- সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার!!!

06/02/2024

অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় । তখন সে সর্বপ্রথম হাতে লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠি টাই তার দুঃসময়ের সঙ্গী ছিলো, আসলে প্রয়োজন, ছাড়া কেউ কাউকে মনে রাখে না ।

@ হুমায়ূন ফরিদী

19/01/2024

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবে না, এই দু:সাহস আল্লাহ তায়ালা কাউকে দেননি।
“কারন রিজিকের ফায়সালা আসমানে হয়,জমিনে না”

যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না;
তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে।”

শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!

টাকা পয়সা,
পেশাজীবনের সফলতা,
নেক জীবনসঙ্গী,
নেক সন্তান,
উত্তম আখলাক,
নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
টাকা পয়সা রিজিকের নিম্ন স্তর।

সুতরাং হতাশ না হয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করুন। আপনার আমার জন্য আল্লাহ ই যথেষ্ট।
ইনশাআল্লাহ!!!

17/01/2024

- জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া!

❝আল্লা-হুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযুবিকা মিনান্নার❞

10/01/2024

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

~সুবহানআল্লাহ❤

03/01/2024

৪টি সুন্দর শব্দঃ 🌼
সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্, আল্লাহু-আকবার!' 💙

01/01/2024

কেবল ক্যালেন্ডার বদলাবে!!!
জীবনের গতি-পত রয়ে যাবে জীবনের নিয়মেই! রোজ-কার নিয়মে সকালের সোনালী রোদ উকি দিবে পুর্ব দিগন্তে, সন্ধ্যা নামতেই একটা আস্ত সূর্যকে গিলেখাবে পশ্চিমের আকাশ! রাতের অন্ধকারে মনমগজে ভিরজমাবে ভালোবাসা বা বিষাদ কিংবা বিষন্নতা নিয়ে!!!

31/12/2023

কখনো কাউকে বলবেন না, তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর কপালে অনেক কষ্ট আছে! মনে রাখবেন ভবিষ্যৎ একমাত্র আল্লাহই ভালো জানেন। সুতরাং এসব কথা বলে শিরক করবেন না।

কার কি হবে, হবেনা।এসব আমাদের জানা নেই। এসব আল্লাহই ভালো জানে!🖤

14/12/2023

রাসূলুল্লাহ (সঃ) বলেছে:-

"যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায়,সে যেন আত্নীয়তার সম্পর্ক রক্ষা করে।"

বুখারী হাদীস:৫৫৫৯

21/11/2023

রাসূল(সাঃ) বলেছেন না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারনা রেখো না এটা সবচেয়ে বড় গুনাহ॥

বুখারী-৫১৪৩

18/11/2023

সত্য আর শক্তি দুটোর মধ্যে একটা আলাদা ভাব রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ বুঝুক আর নাই বুঝুক সত্যের পক্ষে না থেকে, শক্তির পক্ষে থাকে।। অধিকাংশই নিজে যখন নির্যাতিত হয় তখন সততা খুঁজে কিন্তু এর আগ পর্যন্ত নিজেও শক্তির সাথে তাল মিলিয়ে চলে।।

16/11/2023

❝একজন মানুষ যতবার আল্লাহর কাছে প্রার্থনা করে ততবার তার ভাগ্য পরিবর্তন হয়❞

আলহামদুলিল্লাহ!!!

06/11/2023

আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও সুন্দর হবে 🖤
- (সূরা আদ-দোহা, আয়াত ৪) -

05/11/2023

নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই !

29/10/2023

সৃষ্টিকর্তা মানুষের মধ্যে কিছু খুত মিশিয়ে দিয়েছেন,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে আমরা কোনো
মানুষই খুঁজে পাবো না।

27/10/2023

বর্তমান এই সমাজে শিক্ষিত সমাজের দাম খুবই শোচনীয়! কিন্তু তুমি মূর্খ হও কিংবা থার্ডক্লাশ সেটা বিবেচনা করবে না যদি তোমার কাছে টাকা থাকে! আমি এমন একজন মূর্খ ব্যাক্তিকে চিনি জিনি কোটি কোটি টাকার মালিক! তার কোনো সাধারণ জ্ঞান নেই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তাও সে জানে না, সেই মূর্খ ব্যাক্তির কিছুটা পরিবর্তন হয়েছে তার আছে পাশে শিক্ষিত সমাজের কারণে! শিক্ষিত সমাজের সাথে মিশতে মিশতে ব্যাপক পরিবর্তন হয়েছে! একজন শিক্ষিত মানুষ তার সমাজ শিক্ষা এবং আনুষঙ্গিক ধ্যান ধারণা নিতে নিতে ১০,১৫ বছর চলে যায়! কিন্তু একজন মূর্খ লোক ওই শিক্ষিত সমাজের সাথে মিশতে মিশতে সেটা ধারন করে ফেলে এবং অনেক দূর চলে যায় কারণ মূর্খ লোকটা তো কোটি টাকার মালিক। বর্তমান সমাজে টাকার কাছে সকল কিছু হেরে গেলেও, মূর্খতা কখনো টাকার ব্যবহারে শিক্ষিত হতে পারবে না!

26/10/2023

❝ইবাদত গোপনেই সুন্দর❞

16/10/2023

নিয়তি কখনো হিসেব ভুল করে না! ভুল করি আমরা ভাবনায় - স্বপ্নে - বিশ্বাসে!!!

11/10/2023

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??

যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!

১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

১০. পবিত্র কোরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

কালেক্টেডঃ

03/10/2023

❝রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসনাতন ওয়া-ফিল-আখিরাতি হাসনাতন ওয়া-কিনা আজাবান-নার❞

❝হে আমাদের পালনকর্তা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন❞

27/09/2023

❝পৃথিবীতে সবচেয়ে মুূল্যহীন হলো মানুষের লাশ, কাউকে ফ্রীতে দিলে ও নিবেনা❞ হোক সেটা কোটিপতি কিংবা গরীবের লাশ!!!!

24/09/2023

আমরা রোজ সুন্দরের স্বপ্ন দেখবো। পূরন হবে না, আবার পরেরদিন কিছুটা বিয়োগ করে দেখবো! সেটাও না হলে স্বপ্ন বদলে নেবো, তুমি ভেবো না..
তুমি আছো- এর চেয়ে বড় সুন্দর আমার কাছে আর কিছুই নাই!

20/09/2023

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?
❝ কথার ❞
কথা বলার ধরন, শব্দ স্বর আর রুচিবোধ!
শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়। কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।

19/09/2023

ভাবছিলাম তোমার পিছনে মশার মতো ঘুরবো!
কিন্তু বিশ্বাস করো ভাবিনি তুমি হঠাৎ করে কয়েল জ্বালিয়ে দিবে!
😁😁😁

28/08/2023

কেউ আপনাকে মূল্যায়ন করলো না বলে মন খারাপ করবেন না। আপনার পরিবার ও নিজের কাছে যদি আপনি ভালো মানুষ হন তবে সেটাই যথেষ্ট.!!

26/08/2023

জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো, চিত্র দেখলে মনে হয় কত সহজ: কিন্তু প্রমাণ
করতে গেলে বুঝা যায় কতটা কঠিন!!!

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

তুমি 🔥🔥🔥
ভালোবাসার বিচার চাই!!!

Category

Website

Address

Khanpur Hospital Road
Narayanganj
1400