Prachoriya's Elegance

Prachoriya's Elegance

We ensure excellence of elegance with quality

Photos from Prachoriya's Elegance 's post 02/08/2023

জামদানীর ডিজাইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক নকশা। ফুল, লতা, পাতা জ্যামিতিক ছকে ফেলে তাঁতীরা শাড়িতে নকশা ফুটিয়ে তোলেন। জামদানীর ডিজাইন গুলোর এক একটা আলাদা নাম ও রয়েছে যেমন পান্না হাজার, তেরছা, পানসী, বটপাতা, করলা, জাল, বুটিদার, জলপাড়, দুবলি, ডুরিয়া, বলিহার, কটিহার, কলকাপাড় ইত্যাদি ডিজাইন গুলোর জামদানী শাড়ি চাহিদা অনুযায়ী তাঁতীরা বেশি বুনন করে।

Photos from Prachoriya's Elegance 's post 15/07/2023

অনেক সময় আমরা গায়ে হলুদ, এঙ্গেজমেন্ট পার্টি বা একটি কোন নির্দিস্ট অনুষ্ঠানে একই রকম পোশাক পরার চিন্তা করি যেটা বর্তমানে খুবই ট্রেন্ডি কিন্তু বাজেটের দিকে চিন্তা করতে গেলে একটু রিজন্যাবলে পোশাক চাই। এই শাড়ি গুলো কালার কম্বিনেশন ও ডিজাইনের ও আগের চেয়ে পরিবর্তন এসেছে চাহিদার ওপর ডিপেন্ড করে।

Photos from Prachoriya's Elegance 's post 30/06/2023

বর্ষা সিজনে একটু স্যাঁতস্যাতে অবস্থা থাকে। এসময় আপনার শখের জামদানী টি নস্ট হবার উপযুক্ত সময়। প্রতি এক মাস অন্তর অন্তর শাড়ির ভাঁজ চেঞ্জ করে দিলে বা শাড়ি রোলিং করে রাখলে শাড়ি ভালে থাকে। জামদানী শাড়ি স্টীলের আলমারি তে বেশি ভালো থাকে। সুযোগ মতো কিছু দিন পরপর রোদ লাগাতে হবে জামদানী ফ্যাঙ্গাস রোধ করার জন্যে।

Photos from Prachoriya's Elegance 's post 19/01/2023

নরসিংদী সম্ভাব্য জি আই পন্য- জামদানী

নরসিংদী জেলার জামদানী তাঁতীদের বর্তমান অবস্থা

পর্যাপ্ত অর্থ সংকুলান না হবার কারনে জামদানী তাঁতীরা আবারও জামদানী শাড়ি বুনতে রূপগঞ্জে কাজ শুরু করেন নরসিংদী তে তাঁত চালু করার পরও। কিন্তু রূপগঞ্জে কাজ করা তাদের জন্য সন্তুষ্টজনক না হওয়ায় আবারও ২০১৯ সালে তারা নরসিংদী তে চলে আসেন৷ সারা বিশ্ব যখন স্থবির হয়ে গিয়েছিলো কোভিড সিচুয়েশানে নরসিংদী জেলার জামদানী তাঁতীরা তাদের জামদানী শাড়িতে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন।

নরসিংদী তাঁতীদের ভাষ্যমতে তারা যে কাজ বিগত ৩০ বছরে করতে পারেনি দেশের করোনা পরিস্থিতি থেকে শুরু করে তারা বিগত ৩ বছরে তা করে ফেলেছে। বর্তমানে তাদের শাড়ির চাহিদা ও বেশ ভালো, তাদের নিজের জেলায় নিজের মাটিতে বসে কাজ করায় কোন প্রতিবন্ধকতা নেই। তবে সরকারি কোন আর্থিক সহায়তা পেলে তারা আরও ভালো অবস্থানে নিজেদেরকে উন্নীত করতে পারবে বলে তারা মনে করে।

Photos from Prachoriya's Elegance 's post 18/01/2023

নরসিংদী জি আই সম্ভাব্য পন্য-জামদানী

নরসিংদী জামদানী তাতীদের জামদানী বুনার করার ইতিহাসঃ

বাংলাদেশের ঢাকাই জামদানীর সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে। কিন্তু এই পন্যটি বুনতে যেমন আবহাওয়া ও জলবায়ু প্রয়োজন তা শুধু ঢাকার আশেপাশের অঞ্চলেই রয়েছে। আর তাই এই জামদানীর নাম ই হয়েছে ঢাকাই জামদানী। সেই সুবাদে আজ থেকে বহু বছরের ও আগে যাদের বয়স এখন ৬০-৬৫ তারা তাদের ৮ বছর বয়সে জামদানী বুনন শেখার জন্য পারি জমান রূপগঞ্জে। সেখানে ১০ বছর কাজ শেখেন।

কাজ করার এক পর্যায়ে তারা উপলব্ধি করলেন যে জামদানী শাড়ির সকল কাঁচামাল গুলো যদি তারা নির্দিস্ট বাজার থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারে তাহলে তারা নরসিংদী তে বসেও জামদানী বুনতে পারবে। তারা কিছু টাকার ব্যবস্থা করে একটি তাঁত দিয়ে বুননের যাত্রা শুরু করে।

তাদের কাছে পর্যাপ্ত অর্থ ছিলো না যা দিয়ে তারা জামদানী শাড়ি বুননের কাজ চালিয়ে নিতে পারবে। তাই আবারও তারা নিজের বিজনেস সাময়িক সময়ের বিরতিতে রূপগঞ্জের বড় বড় তাঁতীদের কাছে নির্দিস্ট মজুরির বিনিময়ে কাজ শুরু করেন।

Photos from Prachoriya's Elegance 's post 17/01/2023

নরসিংদী জি আই সম্ভাব্য পন্য - জামদানী

নরসিংদী যেসকল জামদানী বোনা হয় তার ইতিহাস একটু ভিন্ন। যদিও এখানে ৪০ বছরের বেশি আগে থেকে জামদানী বুননের কাজ শুরু হয়েছিলো। কিন্তু উপযুক্ত অর্থভাবে তাঁতীরা তাদের কাজ সচল রাখতে পারেনি। তাই তারা নিজেদের কাজে বিরতি দেন।

নরসিংদী জেলার জামদানী তাঁতীরা মূলত কাজ শেখে রূপগঞ্জ থেকে। তারা সেখানে কাজ করা শুরু করে আজ থেকে ৫৫-৫৬ বছর আগে। সেখানে কাজ শিখে ১০ বছর পর তারা সিদ্ধান্ত নেন যে নরসিংদী তে এসব কাপড় বোনার পরিবেশ উপযুক্ত তখন তারা নরসিংদী জেলায় মাত্র একটি তাঁত নিয়ে কাজ শুরু করে।

সেসময়ে সরকার কতৃপক্ষ গ্রামের মানুষদেরকে শিল্প সম্প্রসারনে তাঁত লোন দেয়। তখন স্থানীয় জনগন সে সুবিধা গ্রহন করলেও, জামদানী তাঁতীরা সে সুবিধা নিতে পারেনি।

সরকারের কাছে তাঁত লোন পেয়ে তারা নিজস্ব উদ্যোগে সেসময় বাড়ি বাড়ি তাঁত চালু করে। কিন্তু তারা সকলে জামদানী শাড়ি বুনতে জানতো না।

শুরুতে একটি তাত থাকলেও দৌলতপুরে এখন সেই তাঁতীর একারই ১০ টি তাঁত রয়েছে এবং তার সাফল্য আশেপাশের মানুষ দেরও উৎসাহ যুগিয়ে জামদানী বুননে আগ্রহী করে তুলেছে। বর্তমানে এই গ্রামে ৩০ টি তাঁত রয়েছে এবং ক্রমান্বয়ে এই সংখ্যা দিনদিন আরও বাড়ছে।

Photos from Prachoriya's Elegance 's post 16/01/2023

জি আই সম্ভাব্য পন্য- জামদানী

নরসিংদী জেলা বিভিন্ন গ্রাম অধ্যুষিত একটি জেলা যেখানেই ছোট বড় অনেক গ্রাম রয়েছে বিভিন্ন থানা ও উপজেলা কে কেন্দ্র করে। তেমনি একটি গ্রাম হচ্ছে মনোহরদীর দৌলতপুর গ্রামটি। শহর থেকে যাতায়াতের তেমন কোন সুব্যবস্থা এলাকাটিতে নেই। সেই সুবাদে এখানকার লোকজন অটোরিকশা ব্যবহার করে থাকে।

যদিও এই এলাকার রাস্তাঘাট নরসিংদী শহররের চেয়ে ও অনেক উন্নতমানের কিন্তু যানবাহন একেবারেই অপ্রতুল।যাতায়াতের জন্য রিজার্ভ করা গাড়ি বা অটো ই একমাত্র ভরসা। কিন্তু এমন পরিবেশে ও ব্রম্মপূত্র নদ কে কেন্দ্র গড়ে গড়ে ওঠেছে সে এলাকায় জামদানী শাড়ির তাঁত।

তাঁতীদের সাথে কথা বলে জানা গেছে ১৯৮৪ সালের আগে অর্থাৎ আজ থেকে ৪০ বছরের আগে থেকে এই ইউনিয়নে জামদানী শাড়ি বোনা হয়ে এসেছে। কিন্তু উপযুক্ত তথ্য ও প্রচারের অভাবে তারা অনেকটা রূপগঞ্জের কিছু তাঁতিদের সাহায্যে এখনও জামদানী বুননের কাজ করে যাচ্ছে।

পর্যাপ্ত আর্থিক সহায়তা, কোন প্রকার সরকারের লোন ও অন্যান্য সুবিধা বঞ্চিত হয়ে তারা এখনও রূপগঞ্জের বড় বড় তাঁতীদের হয়ে সকল এক্সক্লুসিভ জামদানী শাড়ি গুলো বুনে চলেছেন। নরসিংদী জেলায় শুধু জামদানী শাড়ি গুলো তৈরি হয়, কোন প্রকার ওয়ান পিস, টু পিস, বা থ্রি পিস এখানে বোনা হয়না।

21/12/2022

জামদানী শিল্প গ্রীন বিজনেসের আওতাভুক্ত একটি পন্য যা তাঁতিদের দক্ষ হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি করা হয়। এতে নিযুক্ত সকল প্রসেসিং কোন প্রকার পরিবেশের ক্ষতিকারক কোন স্টেপ নেই। সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি দেশীয় পন্য যা আমাদের দেশীয় সংস্কৃতি কে বিশ্ব দরবারে বছরের পর বছর রিপ্রেজেন্ট করে এসেছে।

06/12/2022

বিয়ের সিজনে একটি প্রোগ্রাম ও জামদানী ছাড়া পূর্ণ নয়। শীতের পুরো সিজনটাই যেন হলুদ আর লালের অসাধারণ কম্বিনেশনে সবকিছু ফুটে থাকে। প্রকৃতি নির্জীব নিস্প্রভ হয়ে এলে নারী পোশাকেই প্রকৃতির রঙিন আভা যেন গিয়ে বাসা বাঁধে....

18/10/2022

গতবছর দূর্গা পূজাতে দশমী শেষ করে কালী পূজাতে সাহা মশাই কী পাঞ্জাবি পরবেন এ নিয়ে একটা চিন্তায় পড়ে গেলাম, আমি যেহুতু জামদানী পরবো সুতরাং জামদানীর শাড়ির সাথে ওয়ান পিস গুলো দিয়ে সহজেই পাঞ্জাবি বানিয়ে নেয়া যায়।

আর ইউনিক ড্রেসে সকলের মধ্যে বিচরণ করা যায়। তারপর যেই কথা সেই কাজ, কালী পূজাতে সিঁদুর লাল টাই অনবদ্য সুন্দর লাগে। আর জামদানীর প্রতি একটা আলাদা মোহ কার না থাকে!!! 🥰🥰🥰

12/10/2022

পরম করুণাময়ের নামে আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আমার জামদানীর প্রডাক্টের যাত্রা। জামদানী শুধু আভিজাত্যের পোশাক নয় এটি একটি শিল্প যা আমাদের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি কে ধারণ করে আছে। বাংলাদেশের ঢাকাই জামদানী সারা বিশ্বে বহুল সমাদৃত একটি পন্য। জামদানীর শিল্প কে আরও একটু খানি ভিন্ন আঙিকে তুলে উপস্থাপন করা এবং সারা বিশ্বে বাংলাদেশ কে আরও সগৌরবে মহিমান্বিত করে তোলাই আমার উদ্যোগের মূল লক্ষ্য। সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি।

Want your business to be the top-listed Clothing Store in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নতুন কালেকশন গুলো
পূজো কালেকশন
রিজন্যাবল কালেকশন
বাজেট ফ্রেন্ডলি কালেকশন
বাজেট ফ্রেন্ডলি ফিরোজা জামদানী 🥰
কটন জামদানী ওয়ান পিস।
জামদানী কটন ওয়ান পিস

Telephone

Website

Address

Moddho Kanda Para, Deshpriyo Road, Dhaka
Narsingdi
1600