Smrity - স্মৃতি
Hi! I'm Smrity.I like to share everything about my daily life with you.Please follow my page.Thanks.
পেটে ধরলাম আমি,ব্যথা সহ্য করলাম আমি,তাই নাম রাখার অধিকারও আমার☺️ ছেলের নাম রাখার দিনে যা বলল স্বামী😊 #স্মৃতি
🤭
শুভ সকাল 😊
তাজমহল কে বানিয়েছে?🙄
১. সম্রাট শাহজাহান
২. রাজমিস্ত্রী
সঠিক উত্তর কমেন্টে জানান...
রমজান মাসে ডালের বড়া খাওয়ার জন্য বুটের ডাল আনা হইছিলো,সেখান থেকে কিছু ডাল ছিল। ভাবছিলাম কি রান্না করা যায়! আমার ছেলে মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে।পরে ভাবলাম মতিচুর লাড্ডু বানাই,কিন্তু এর আগে আর কখনো নিজে ট্রাই করি নি!
তাই ভয়ে ভয়ে বানালাম। মাত্র ২ মুঠো ডাল দিয়ে ২৫ টা লাড্ডু হয়েছে এবং দেখতে যতটা সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হইছে😊 মজার কথা কি জানেন?মাত্র আধা ঘন্টা লেগেছে। ছেলে আর জামাই এত পছন্দ করবে আর এত পারফেক্ট হবে কল্পনাও করিনি! 😇 আসলে নিজের হাতের বানানো কোন খাবার ঘরের লোকজন যদি তৃপ্তি নিয়ে খায় তাহলে কিন্তু উৎসাহটা কয়েকগুণ বেড়ে যায়😇
লাড্ডু পছন্দ কার কার?😋
কেমন হয় যদি শীতের সকালে ধোয়া উঠা গরম ভাতের সাথে সরিষা ফুলের বড়া হয়?সাথে ১ টা শুকনা মরিচ😋উফ হেব্বি টেস!😋😋
সরিষা ফুলের বড়া খেয়েছেন কি কখনো?
Foodappi r onar ex er kahini shunte shunte nijer nam vule jacchi...🥲
”ঠেস মেরে কথা বলা, কৌশলে দুটা কথা শুনিয়ে দেওয়া, আঘাত করে কথা বলা, অন্যকে ছোট দেখিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করা ত কিছু মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এদের কাছ থেকে আঘাত পেয়ে প্রতিউত্তরে কিছু বলতে না পেরে আপনার হৃদয় যখন ক্ষত বিক্ষত হয়ে যায় ঠিক তখন চিন্তা করুন এটা আপনার মা বাবার দেয়া উত্তম শিক্ষার একটি যে তারা আপনাকে মানুষকে আঘাত করে কথা বলা শিখায় নাই। আর এ শিক্ষাটাই আপনার আখিরাতকে সহজ করে দিবে। '' ২ টা কথা আমি শুনাই দিসি'' ভেবে যারা শান্তির নিশ্বাস ছাড়ে পরকালেই এই নিশ্বাস ভারি হয়ে যাবে যতক্ষণ না কথা শুনে যাওয়া ব্যক্তি আপনাকে মাফ না করে।"
©
শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ...
গত পরশু রাতে মাহিরের আব্বুর কলেজ থেকে শিক্ষা সফরে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম...প্রথম গন্তব্য হয়রত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ....❤️❤️
সন্ধ্যা হলেই বইয়ের পাতাগুলো নিয়ে আসবে,আমাকে বলবে ওকে পড়াতে!😊মাশাআল্লাহ,বড় হলেও যেন এমন থাকে😊 ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না 😊
দুপুরের মেনু আতপ চাল ও মুসুরি ডালের খিচুড়ি সাথে মুরগির ঝোল😋😋 আহা কি যে মজার!😋😋 খিচুড়ি প্রেমি কে কে আছেন?
শীতের আগমনে স্নিগ্ধ সকালের হিমেল বাতাসের ন্যায় সকলকে জানাই একরাশ গোলাপের শুভেচ্ছা...
শুভ সকাল😊
স্বামীর মন জয় করতে এমন মজার রান্না পাতে তুলে দিন😋 খেয়ে প্রশংসা করবে😊
মাতৃত্ব ভয়ংঙ্কর সুন্দর! ❤️💔
গর্ভের ৪০ সপ্তাহ আর ব্রেস্টফিডিং এর ২ বছর। মায়ের ৯০% নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে উঠে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যাথা,ফ্যাকাশে চোখ,খসখসে চামড়া,মুঠো মুঠো চুল পড়ে যাওয়া,নখ ভেঙে যাওয়া আর ভুলোমন,এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ংকর রকমের সুন্দর। আর এই ভয়ংকর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, ক্যারিয়ার, চাওয়া-পাওয়া,ভালো-লাগা,মন্দ-লাগা সবকিছু নিমিষেই বিসর্জন দেয়। তাই কেউ অতি দরদী হয়ে জানতে চাইবেন না যে,তোমার মেজাজ এত খিটখিটে কেন?চেহারার এই বেহাল দশা কেন?বুড়ি বুড়ি লাগে!
এই অবান্তর কথা গুলো একটা মা'কে খুব কষ্ট দেয়, অস্থির করে তোলে।যদি পারেন তাকে একটু সাহায্য করুন,আনন্দ দিন।
ভুনা খিচুড়ি রান্না দেখতে দেখতে শুনে নিন স্বামীর যে দোষে স্ত্রী খারাপ হয়
Good morning!
আমাকে চিনতে পেরেছো তো?☺️
বিয়ের পরে মায়ের হাতে রান্না খাওয়ার জন্যও মেয়েদের অপেক্ষা করতে হয়!😅
Good morning...🥰
আমার ঘরের মেসি☺️
বল পেলেই চলে,সেটা রাস্তায় হোক বা মাঠে বড় বড় ব্যাটা দের সাথেই হোক,কিক তার দিতেই হবে...
কাচকি শুটকি ভর্তা,সকালে বা দুপুরে গরম ভাতের সাথে দারুণ মজা!😋
জানো মা!আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি!
তারপর,বলেন আপনাদের কি খবর?🙄
সন্তান প্রতিটি ঘরের আলো,সুখের উৎস...মাহিরের আব্বু বলে আমি যতই টায়ার্ড হইনা কেন,বাসায় ঢুকে যখন তোমাদের,বিশেষ করে মাহিরের মুখটা দেখি আমার সকল ক্লান্তি চলে যায়...এটাই আল্লাহর রহমত❤️
মাশাআল্লাহ অনেক কিছুই বলতে পারে মাহির এখন😊
খাজানা নাইট ক্রিম (থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড)
ফেসের সমস্ত দাগ দূর করে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মাত্র ৭-১৫ দিনে স্কিনকে স্বাস্থোজ্জল করে ভেতর থেকে ফর্সা করে...😍
সারাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয়, ফুল ক্যাশ অন ডেলিভারি...অর্ডার করতে ইনবক্স করুন...😊
বইয়ের সাথে প্রথম সাক্ষাৎ উনার....সবার দোয়া চাই😊
তেল দিতে না জানলে মাথার চুল হোক অথবা মানুষের সাথে সম্পর্ক হোক কোনটাই ভালো থাকে না!😅
সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।
এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?
I've received 2,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
সবারই দুটি চোখ আছে,কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়😅
হাজার 'ভালোবাসা' থাকা সত্ত্বেও যে 'অপমান' করে তার কাছে থাকা অপরাধ, যে তোমার 'মূল্য' দেয়না তার কাছে বার বার ফেরা বোকামি, যে তোমার 'ইমোশন' বুঝে না তার কাছে কান্না করা বেমানান! তুমি অভিমান করলে যার 'হৃদয়' কাপে না তার কাছে ভালোবাসা আশা করা বোকামি!😅
নিজে থেকে চুপচাপ অবহেলা সহ্য করে ভালোবেসে যাওয়া নিজের সাথে নিজেকে ঠকানো ছাড়া আর কিছুই না! এসব ছেড়ে দূরে চলে আসা উচিৎ।একটা কথা আছে সব কিছুর সাথে আপোষ চললেও নিজের 'আত্মসম্মানের' সাথে আপোষ চলে না!' 🖤
চারপাশে এত চেনা মানুষদেরও কেমন যেন অচেনা মনে হয়। মুহূর্তে মুহূর্তে তারা রূপ পাল্টায়,আপন বলতে কেউই নেই!🙂
বড় হবার সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে চাইলেই আপনি আর আগের মতো কিছু পাবেন না।😅
আপনার বাবা-মা বৃদ্ধ হতে শুরু করবে,কালো চুলে পাক ধরবে,চোখে কম দেখবে,একগাদা মেডিসিন ঠাঁই হবে টেবিলের কোনায়। আপনার যে দাদা-দাদী,নানা-নানী কোলেপিঠে করে রেখেছে বয়সের ভারে তারা ন্যুজ হয়ে যাবে।কানে শুনবে না,ফোঁকলা দাঁতে হাসি দিয়ে বলবে, "দাদু,কিছু কইছো আমারে?"
আপনার বোনের বিয়ে হয়ে যাবে।ভাই পড়াশুনোর জন্য অন্যত্র চলে যাবে কিংবা নয়টা থেকে পাঁচটা অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ঘুমোবে।চাইলেই উপলক্ষ্য ছাড়া আগের মতো আপনাদের আর খুনসুটি হবে না।
আপনার বন্ধু-বান্ধব দিন দিন কমতে থাকবে। আপনার মাথায়ও ক্যারিয়ারের টেনশন জেঁকে বসবে। যে আপনি একটা খেলনা ভেঙ্গে গেলে কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলতেন সে আপনি হৃদয় ভাঙ্গার যন্ত্রণা সহ্য করে হাসিমুখে থাকবেন অথচ কেউ জানতে অবধি পারবে না।
এই যে আমরা ছোটবেলায় চাইতাম বড় হতে। বড় হলেই সুখ নাকি হাতের মুঠোয় চলে আসে অথচ বড় হয়ে আমরা ফিরতে চাই ছোটবেলায়।গুণাক্ষরেও যদি বড় হবার যন্ত্রণা আগে জানতে পারতাম তাহলে কী আমরা বড় হতে চাইতাম?
উঁহু,একদম ই চাইতাম না!😔
-আয়শা তাজনীন
ভালো নেই,
কথাটি আজকাল কেউ কাউকে বলে না।
ভালো না থাকলেও,
ভালো আছি বলাটা প্রচলিত হয়েছে😅
ভালো নেই
কথাটি আসলে সবাইকে বলা যায় না,
যাকে বলতে পারি
সেই মানুষের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি😅
ভালো নেই
কথাটি শোনার পর সহানুভূতি দেখিয়ে,
পিছনে উপহাস করা
মানুষ গুলোর সংখ্যাও নেহাতই কম নয়😅
ভালো নেই,
কথাটি কাকে বলবে বুঝতে সমস্যা হয়,
নিজেদের কষ্ট কিংবা দুর্বলতা প্রকাশ করতে
মানুষ মনের মধ্যে ভয় অবিশ্বাস সংকোচ কাজ করে😅
মানুষ এখন নিজের সঙ্গে কথা বলতে শিখেছে
নিজেদের দুঃখ নিজের মধ্যে রাখছে,
তাই এখন কেউ কষ্টে থাকলেও মুখে হাসি রেখে
ভালো আছি বলবে, কিন্তু কখনো ভালো নেই বলবে না😅😅
Click here to claim your Sponsored Listing.