অন্ধকার-ondhokar

রঙ বেরঙের মানুষকে দেখে দেখেই
আমি আজ এত বড় হইলাম,
সহজাত ঔদার্যবোধ নমনীয়তা নেই,

ভাল থাকার অভিনয় মাত্র।

13/09/2023

একাকিত্ব মানুষকে অন্ধকারে ঠেলে দেয়_

আর অন্ধকারের সাথে একাকিত্ব
কিয়্যাক্টা বিচ্ছিরি মুহূর্ত।😓

06/09/2023

মিথ্যা বলে সম্পর্ক গড়ার চাইতে,
সত্য বলে বিচ্ছেদ'ই ভাল।

~আল মোঃ সাহিন।

01/09/2023

আজ নাকি চিঠি দিবস🙂

তাতে আমার কি.?
আমার তো আর কেউ নেই🥹🫶

28/08/2023

আমি এমন এক ধোঁয়াশার মাঝে হারাতে চাই,
যেখানে স্বীয়-অর্থের কোনো
আবির্ভাব নেই।

~সাহিন।

27/08/2023

আমার নুন্যতম লজ্জা থাকলে,
নিজের অনুভূতি গুলো অন্যজনের কাছে প্রকাশ করতাম না!🫶💔

~AMS

19/08/2023

❝অতিরিক্ত চিন্তা বাদ দে❞
যারা এই শব্দটা বেশি ব্যবহার করে,
দিনশেষে তারা'ই_
অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকে।

~আল মোঃ সাহিন।

17/08/2023

সাদা কালো দুনিয়া,
অথচ_
কত রঙ বেরঙের স্বপ্ন"

~আল মোঃ সাহিন।

16/08/2023

তিনবার বিশ্বাস করেছি, বিশ্বাস ভেঙেছিস,
তুই তিন বার না, শতবার বিশ্বাস ভাঙলেও,
তোর প্রতি ভালোবাসা কমবে না।

~আল মোঃ সাহিন।

15/08/2023

বাস্তব জীবনে এমন হবে কল্পনাও করিনি😓

গতকাল অটো-গাড়িতে আসছিলাম,
সামনে সিটে এক ভদ্রলোক বসে ছিলেন, দেখতে শুনতে ভালই, কথা বার্তাও ভাল বলেন। ব্রিজের ওপর আসতে কিছু ছোট অর্থাৎ আমার মত বয়স হবে এমন কিছু ছেলে-পুলে সিগারেট টানছে, সে ভদ্রলোকটা বলে উঠলো কি জামানা আইলো এই পিচ্চি পুচ্চা পোলাপান প্রকাশ্যে সিগারেট টানছে।
এদের কোনো শিক্ষা দিক্ষা নেই, পরিবার থেকে কিছু শিখাইনি।
"আমি চুপচাপ বসে ফোন টিপি"

❝পরক্ষণেই❞ আমাকে indicate করে বলে উঠলো নাম কি তোমার.? দেখতে তো মাশা-আল্লাহ সুন্দর, লেখা পড়া করো তো.?
আমি- জ্বি করি, এবার ইন্টার ফাস্ট ইয়ার।

তো বাবা যায় করো না কোনো নেশা পানি করোনা, বাবা মায়ের স্বপ্ন পুরণ করো, ভাল করে পড়াশোনা করো।

ভদ্রলোক গাড়ি থেকে নেমে পকেট থেকে টাকা বের করতে গিয়ে আগে সিগারেট এর প্যাকেট বের করা লাগলো
_কারণ, পকেটে ভর্তি সিগারেট টাকা বের হচ্ছেনা।

❝ভাই রে ভাই তার উপদেশ শুনে আমি inspiration হবো নাকি খুশি হয়ে তাকে আগে দুই প্যাকেট সিগারেট কিনে দেবো এটাই ভেবে পাচ্ছিলাম না❞🤣

আল মোঃ সাহিন।

14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন,😓

13/08/2023

তোর তুলনা শুধু তুই,
কিছু বলতে চাইনি-
তবে তোর তারিফ করতে ভুলিনি।

আল মোঃ সাহিন।

09/08/2023

গোধূলির আলোমাখা আকাশে ছন্নছাড়া মেঘ গুলো যখন জমে একত্রে হওয়ার প্রবল চেষ্টা করে,
পরক্ষণে তা জমিনে বর্ষণ হয়ে আকাশের বুকটা খালি হয়।

হৃদে অনুভূতি গুলো জমে থাকা সত্ত্বেও আকাঙ্ক্ষা গুলো গুমরে মরে নিজের মধ্যে।
তখন আর বর্ষণ হয়না, হয় দীর্ঘশ্বাসের সঙ্গী।

❝বর্ষণ❞
~আল মোঃ সাহিন।

03/08/2023

যেখানে তোমাদের চেষ্টার কোনো কমতি ছিলনা,
সেখানে তোমাদের প্রতি আমার অভিযোগ করার_
কোনো প্রশ্নই উঠেনা।

~আল মোঃ সাহিন।

23/07/2023

❝সৌন্দর্য❞ সে তো নিজের কাছেই শোভা পায়,
অন্যরা তো শুধু মজা নেই।

আল মোঃ সাহিন।

15/07/2023

আমার পরিবর্তন দরকার।
বাকিটা আল্লাহ ভরসা।

আল্লাহ রাব্বুল আলামীন আমার সহায় হোন।❤️

08/01/2023
23/10/2022

লেখাঃ আমি তোমাকে ভালবাসি।©
লেখকঃ আল মোঃ সাহিন।®

স্তব্ধ নগরের বকুল তলায়
নির্জনতার আবির্ভাব-
এইরকম পরিবেশে
আমি তোমাকে বলতে চাই।
বরং'চ আমি তোমাকে ভালবাসি।

তোমার ঠোঁটের ওই চিলতে হাসি
কালো চোখে কাজল দিঘি
তোমার মায়াবী হাসির রহস্য-
আমি উদঘাটন করতে চাই।
বরং'চ আমি তোমাকে ভালবাসি।

সহসা তোমার দিকে তাকিয়েই-
আমি মুগ্ধতার মোহজাল ভেঙে দিতে চাই।
বরং'চ আমি তোমাকে ভালবাসি।

16/10/2022

কবিতাঃ আক্ষেপ, অভিযোগ, বিষাদ কিংবা অভিমান।
লেখকঃ আল মোঃ সাহিন।
আবৃত্তিঃ আমিনুল ইসলাম প্রিয় কবি।❤️🙏

08/10/2022

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

07/10/2022

❤️💚

04/10/2022

বিদঘুট ঘোলাটে, সম্পর্ক যায় লাটে।
~আল মোঃ সাহিন
"
"
মন খারাপের সময়টাতে
তোমাকে কাছে পেলাম না
সময় যত গড়িয়ে যায়
আমি আমাকেই খুজতে ব্যস্ত হয়ে পড়ি।

গভীর রাতে চাঁদের দিকে তাকিয়ে
তোমার ওইই মায়াবী মুখটা দেখি,
আফসোস হয়,
চাঁদের মত করে তোমার ওই মনটাও যে
কোনো এক তৃতীয় ব্যক্তি ভেঙে দিয়েছে
সেটাও বুঝতে বাকি রাখিনি।

আলতো ভাবে তোমায় কাছে পাওয়ার যে আক্ষেপ হয়তো আমাকে পুড়াবে,
তবে তুমি তাদের নিয়েই সুখী থাকো
এতেই আমার পরাণ টা জুড়াবে।

খারাপ চাওয়ার আমার অভ্যাস নেই
তাইতো বারবার ক্ষমা করে দিই তোমাকে,
আমার সাধ্যে কিংবা সামর্থ্য নেই
তোমাকে কেউ আটকাবে।

পাগলামোর সীমা থাকে
সম্পর্কের নয়,
না চাইতেই কতশত বাঁধা আসে
সব চোখ বুজে মেনে নিতে হয়।

29/09/2022

❤️❤️

28/09/2022

আলহামদুলিল্লাহ❤️
সকল কিছুর জন্য😊

06/08/2022

দুর্ভোগ নাকি দুর্ভাগা.?
~আল মোঃ সাহিন।
"
দুর্ভোগ নাকি দুর্ভাগা.?
দেশের পন্যের দাম চাঙ্গা,
আসেন, বসেন, দেখেন
তবে চুপ থাকেন,
হ্যাঁ, চুপ থাকতে হবে
উন্নয়ন এর দেশে বলা যাবেনা কিছু
সামনে একজনকে আন্দোলন করতে দেখলে-
হটে যায় আমরা পিছু।

দুর্ভোগ নাকি দুর্ভাগা .?
দেশের নিয়ম একেবারে চাঙ্গা।
চুরি করার আভাস মিললে
ডাকাতেরা দেশটা গিলে,
অধম বাঙালিরা কুসংস্কার পাগল
তাইতো সব প্রয়াসে নিচ্ছে মেনে।

সকল দাম বাড়ল ভাল
মানুষের দাম কনে গেলো.?
কৃষক এর মাথায় হাত
বেসরকারিদের গেলো জাত।

দুর্ভোগ নাকি দুর্ভাগা.?
দেশের আইন একেবারে চাঙ্গা।
উন্নয়নের জোয়ারে ভাসছি আমি
ভাসছে সোনার দেশ,
উন্নয়ন উন্নয়ন করতে করতে
হলো জনসাধারণের জীবন শেষ।

দুর্ভোগ নাকি দুর্ভাগা মোরা,
এ কোন উন্নয়নের ভরাডুবিতে ভাসছি আমরা।🙏

26/07/2022

__সেই তুমিটা.!

কি নিয়ে লেখব,
লেখার মত কিছুই পাইনা,
যদিও তোমাকে নিয়েও লেখা হয়না।
আজ ডাইরিটা খুলে দেখিবার চেষ্টা করলাম,
প্রথম পাতায় সুন্দর করে তোমার ডাকনাম টা লিখে রেখেছিলাম।
চোখ না গিয়ে কি আর হয়।
দ্বিতীয় পাতাই চোখ বুলালে তোমার আমার সেই প্রথম দিনের যত কথা।
বার বার পড়তে মন চাই।
আজ বিশেষ একটা দিন,
তুমি পাশে নেই
আনমনে সবার সাথে কথা বলি
তোমাকে ভাবতে গিয়েই।

~আল মোঃ সাহিন।

24/07/2022

___সময়ের বিবর্তন।

সমাজের শান্ত মানুষ গুলোও
একদিন চঞ্চল ছিল,
জিজ্ঞেস করে দেখেন তাদের,
সময়ের বিবর্তনে কেনো চুপ হয়ে গেল.?

আকাশসম আঘাতে এখন-
তাদের বুক ফাটে না
অজস্র ব্যথা দিলেও-
তাদের চোখে পানি আসেনা।

তারা সয়ে গেছে,
সময়ের বিবর্তনে হারিয়ে গেছে
হয়তো তাদের অতীত ছিল খুবই ভয়ংকর
এখন তাদের জীবন মুর্তি পুতুলের মত ভাস্কর।

~আল মোঃ সাহিন।

23/07/2022

__অগন্তক ভালবাসা.!

তোমাকে পাবার জন্যই ভালবেসিলাম
হয়তো পাওয়া হবেনা,
তোমার দেওয়া কথা গুলো
তোমাকে কি কখনো পোড়াবে না.?

নিজেও অগন্তব্য হারিয়ে যায়
তোমার সৃতির কাতরে,
বৃষ্টির মত অঝোরে ঝরে পড়ে
তোমার সেই আবেগ এর অশ্রু গুলো।

আমি তোমাকে ভালবাসি
এটা যেমন সত্য,
আমি তোমাকে ছাড়া বাঁচবোনা
এটা তেমনই মিথ্যা।

~আল মোঃ সাহিন।

অন্ধকার-ondhokar 23/07/2022

support please

অন্ধকার-ondhokar she you.!

Want your public figure to be the top-listed Public Figure in Nawabganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chapainawabganj
Nawabganj

Other Writers in Nawabganj (show all)
কাব্য কথা কাব্য কথা
Nawabganj

আপনার নামাজের কথা মনে আছে তো

Affiliate Marketing Affiliate Marketing
Nawabganj, RANINAGOR

পাশে থাকলেই মানুষ আপন হয় না😄..! কারণ নবাবের পাশেও মিরজাফর ছিল..!!🙁 support me 🥀❤️🖤

NGC Short Stories NGC Short Stories
Chapainawabganj
Nawabganj, 6320

নবাবগঞ্জ সরকারি কলেজ নিয়ে লিখে ফেলুন আপনার মনের কথা কিংবা কোন ঘটে যাও যেকোনো ঘটনা।

Mk Mithon akka Mk Mithon akka
Bosnoil Tompar
Nawabganj

আমি একজন সাধারন ছেলে আমি চাই সবাই আমাকে সাপোট করেন

𝐓𝐨𝐧𝐦𝐨𝐲 𝐓𝐨𝐧𝐦𝐨𝐲
Nawabganj, 6300

Sumo Sumo
Nawabganj

SUMON

What I wrote isn’t enough? What I wrote isn’t enough?
Nawabganj

হাজারো ভাঙা হৃদয়ের মানুষকে ঘিরেই এই পেজ ।

I don't know why I'm so afraid to lose you, when you're not even mine. I don't know why I'm so afraid to lose you, when you're not even mine.
Nawabganj

হাজারো ভাঙা হৃদয়ের মানুষকে ঘিরেই এই পেইজ।

Md.osman Ali.8654 Md.osman Ali.8654
Nawabganj, 6321

সত্যের পথ

শেষ কান্না - Sesh Kanna শেষ কান্না - Sesh Kanna
Nawabganj, 007

- পেজের লেখাগুলো পড়ে যদি একটুও ভালো লাগে তবেই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন (ধন্যবাদ) 💙🌻

Asma Khatun Asma Khatun
Rajshahi
Nawabganj, 6300

অনেক ছিল বলার,,যদি সেদিন ভালোবাসতে পথ ছিল গো চলার,,যদি দু'দিন আগে আসতে আজকে মহাসাগর-স্রোতে

𝐒𝐡𝐚𝐦𝐢𝐦'𝐬 𝐏𝐨𝐞𝐭𝐫𝐲 𝐒𝐡𝐚𝐦𝐢𝐦'𝐬 𝐏𝐨𝐞𝐭𝐫𝐲
Nawabgonj, Shibgonj, Kansart, Sonamosjid Road, Jeropoint, Kamalpur
Nawabganj, 6341

আমি হৃদয়ের, কবি নই! তবুও কবিতা লিখি। আমার সে অচেনা, অদেখা, দুষ্টু বালিকার জন্য।