MASUM

MASUM

Nearby public figures

Yeasir Arafat Bhuiyan
Yeasir Arafat Bhuiyan

Film & Media Studies
Jatiya kabi Kazi Nazrul Islam University
Mymensingh

04/11/2023

দেখছি রাতে বিষন্ন মেঘে তোমার মায়া কান্না,
মিথ্যা হয়ে ঝড়ছে অবিরত।
তবু কেন জানি ভালো লাগছে?
আমি দুঃখবিলাসী, অভিমানী ক্ষমা করছি অহরহ।

26/10/2023

সার্কাস

নব-নব সম্ভাবনার দোয়ার খুলেছে প্রভু।
দিয়েছে বহু,পেয়েছে জ্ঞাতি,সকলে আত্মীয় নয়।
প্রভুর অনাত্মীয় বলে পায় নাকো কেহ ছাড়!
কেউ মালা,কেউ বা জুতো, কপালে রয়েছে যা।
ভাগ্য গুণে হাফ ছেড়েছে মায়া মমতা।
যারা বেঁচে আছে অনাদরে,প্রভুর জ্ঞাতিরা সে জাতির মাথা।
হৃদয়, মন চপেটাঘাতে,পৃথিবী জড়দের দখলে,মনুষ্যত্ব যা তা!
কে দেখে বেঁচে থাকার কাতরানি,
পাকস্থলীকে লালসা দেখিয়ে, ভং ধরে তারা,
জীবন সার্কাসের ভং।।

17/10/2023

সকালের সোনালী রোদ আমার জন্য নয়। আমার কাছে প্রতিটি বিকেল একই রকম ধর্ম প্রকাশ করে নিজেকে বিলুপ্ত ঘোষণা করে। এটি বিকেলের পরাজয় কিনা জানি না। তবে নিজেকে পরাজিত মনে হয়। যে রোদ সর্বত্র বিসৃত আমার জন্য তার তীব্রতা আমি লুফে নিতে পারছি না।
তুমি আমার কাছে এক ফালি রোদ। যা থেকে বিরত রেখেছে আমার জরাজীর্ণ মন আর তোমার পিছুটান।

16/10/2023

নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন জাককানইবি এর আয়োজনে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।

16/10/2023

নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।

07/10/2023

তাঁকে হারিয়েছি...
তবে তোমাকে হারাতে চাই না।
বিষাদের স্রোত দীর্ঘ,তবে আর বাড়াতে চাই না।
যতটুকু রয়েছে ফারাক, চাই হাত দুটো তুমি বাড়িয়ে দাও..
মনমালিন্য সব উড়িয়ে দাও..

উড়তে শিখিনী আজও,
চাই তুমি আমাকে উড়িয়ে দাও..
হাত দুটি তুমি বাড়িয়ে দাও...

04/10/2023

কাশবন🖤

04/10/2023

মহিষের পাল🐃

29/09/2023

তোমার বিষন্ন ভগ্নহৃদয়, চোখে নিচে কালো দাগ,
বিধ্বস্ত চেহারায়, এলোকেশ একঝাঁক,
সবি চেনা আমার।
কত মলিন হয়েছে মনের দোয়ার, নেশা পেয়েছে আবেগে জোয়ার।
তাও চেনা।
আজ তোমার চোখের নিচের কালো দাগ মুছে গেছে!
মুছে গেছে পুরনো ছায়া।
তবুও মায়া লাগে অল্প কিছুই,
নিস্তব্ধতায় হতাশা আরও কিছু।।

18/09/2023

বিষাদ বহিঃপ্রকাশের কোনো প্রয়োজন নেই। এটি নিজেই একটি সক্রিয় স্বত্বা হয়ে ওঠে এবং জীবনকে মৃত্যুর দিকে পরিচালিত করে।

কেমন কাটছে সমতলের আদিবাসীদের জীবন। 31/08/2023

https://protidinbanglarnews.com/2023/08/30/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/?fbclid=IwAR2G5JZ589jdCc1y1QvEnV2474l2DLp6z_IB3ooYlDbk_qtZy5g2gPmMR20

কেমন কাটছে সমতলের আদিবাসীদের জীবন। বহুকাল ধরে সমতলে বসবাস করে আসা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে একটি ‘হদি’। বাংলা ভাষায় কথা বললেও তাদের রয়েছে নিজস্ব সংস্...

Photos from MASUM's post 23/08/2023

সবুজের সমারোহ নজরুল বিশ্ববিদ্যালয়ের রাস্তা🍀🌱

18/08/2023

প্রকৃতি🌱🍀

18/08/2023

একটি স্বপ্ন🥺
কিছুক্ষণ অপেক্ষা, তারপর আরো কিছুক্ষণ। ধৈর্যের সবটুকু জয় করে এবার দাঁড়িয়ে গেলাম। আজ বলেই দিব তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি ততক্ষণে ছাতা নিয়ে রাস্তার ওপর পাশে! আমি আর তোমার মাঝে দুফোঁটা বৃষ্টি ছাড়া আর কোনো ব্যাবধান ছিল না। কিন্তু আমি থমকে গেলাম অনাকাঙ্ক্ষিত বজ্রপাতের শব্দে। তারপর বৃষ্টির আড়ালে তুমি হারিয়ে গেলে।

18/08/2023
Photos from MASUM's post 17/08/2023

🍌🍌

17/08/2023

তাল গাছ একপায়ে দাঁড়িয়ে...

Photos from MASUM's post 09/08/2023

গ্রাফিতি আঁকা দেয়াল।
বঙ্গমাতা হল,
নজরুল বিশ্ববিদ্যালয়।

08/08/2023

আধো আধো কিছু কষ্ট
থেমে থাকা কিছু মিথ্যা
সরিয়ে নিয়েছো দৃষ্টি
মেপে ফেলেছো রাস্তা
আবেগ হচ্ছে দগ্ধ
নিজেকে করছি নষ্ট...

Photos from MASUM's post 08/08/2023

ফুল🌸

07/08/2023

যত্ন🖤

04/08/2023

সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

Photos from MASUM's post 04/08/2023

নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্লান্ত কুকুর😺

Photos from MASUM's post 04/08/2023

বঙ্গবন্ধু হলের ভদ্র বিড়াল😽

01/08/2023

সব চেইঞ্জ করতে পারলেও,ইচ্ছে করলেই নিজের অবয়ব চেইঞ্জ করা যায় না। এটা সৃষ্টিকর্তা কারো হাতে দেননি।

31/07/2023

সেই যে চোখের দেখা,কেটেছো মনে রেখা।
নিত্যদিনে স্বপ্নে দেখি,ঐভাবে হয়নি কথা।
পিছুটানে পিছু হাঁটি, বলিলাম মোর আবেগ খাঁটি।

30/07/2023

মৃত্যু হয়েছে চেতনার,
মৃত্যু হয়েছে বিবেক, একটুখানি আবেগের।
মৃত্যুতেও সাড়া দেয় সে,
দুঃস্বপ্নে সব ধেয়ে আসে।
চেতনার হয় পূনর্জন্ম,
আকাঙ্খায় যা আজন্ম।

30/07/2023

বাঙালি আত্মহত্যা করবে কেন
ওরা তো ভিক্ষা করে হলেও বাঁচে

27/07/2023

মানুষের অদ্ভুত কিছু স্বপ্ন থাকে যা কোনোদিন পূরণ হয় না। কারণ এগুলো পূরণ হবার নয়।জীবন নিয়ে চিন্তা করতে,জীবনের গতি ধরে রাখতে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত এগুলো জীবনের মসলা হিসেবে কাজ করে। রান্নার স্বাদ যেমনভাবে মসলা বৃদ্ধি করে তেমনি ভাবে এই যে অপূরণীয় স্বপ্ন গুলো বেঁচে থাকার স্বাদ জাগায়।

17/07/2023

"আহত আত্মার টানে বেঁধে আছি"

দূরে কোথাও চলে যেতে মন চায়,গিয়েছি!
বহু দূরে, মরুভূমি, সমুদ্র, পাহাড়-পর্বত,জঙ্গল পেরিয়ে দিগন্তের শেষ সীমান্তে।
কিন্তু সে-তো ছিল কল্পনায়।
আমিতো চোখের পলকে আটকে যাওয়া অভিশপ্ত উড়ন্ত ভীতু পোকা!
বিনা অপরাধে অভিযুক্ত, পরাধীনতার বাজে পড়ে রসাতলে সিক্ত অপরাধী।
ডানা ঝাপটানোর অধিকার থেকেও বঞ্চিত।

মন্দ জনে আন্দাজে দোষ, আরও দোষ কল্লোলে,
মহা দোষী সে যে গুরু, মহাগুরু ভন্ডা আনলে।
নীতিবাক্যের ছন্দ ছেড়ে, হৃদয় কর জালা পালা,
দৈব কর্ণের ভাঙো তালা,আত্মা পাবে জয়মালা।

19/06/2023

তোমায় দেখছি ভিন্ন চোখে,
যেখানে শূন্যতার মাঝে দূরবর্তী আবছা রঙিন আলো। কালো মেঘে চেয়ে যাওয়া পৃথিবীতে মনে হচ্ছে এই বুঝি আমার আশ্রয়স্থল। তবে তোমার দিকে ছুটে চলার একটা ক্ষীণ ভাসনা মনের ভিতর সুপ্ত অবস্থায় কুকড়াচ্ছে। কিন্তু লজ্জাশীল আত্মা বারংবার মনটাকে দাবিয়ে রাখতে ব্যস্ত। তবে এই যে রঙিন আলো,বেঁচে থাকার জলজ্যান্ত অক্সিজেন আমাকে আমৃত্যু বাঁচিয়ে রাখবে। তাইতো বেঁচে আছি।

17/06/2023

জলজ্যান্ত সব কথা,
হেসে খেলে বেড়ানো সব অযথা,
গম্ভীর যে যত অর্জিত কলরবে,
মনে যে সিংহাসন, এগিয়ে সে আরোহনে,

14/05/2023

আমি ভুলে গেছি মায়ের মুখ,
ভুলে গেছি স্নেহ,আদর,মায়ের সুখ।
কেমন ছিল তাঁর শাসন?কতই বা ছিল তাঁর বাড়ন?
মা হাসলে টোল পড়তো কি গালে?
ক্ষমা কর মা গেছি তোমায় ভুলে।
বাবা বলে,চোখে ছিল তোমার জাদুর মায়া,বিষন্ন ঢাকতে কথা দিয়া।
আরও বলে,তোমার কুঁকড়ানো চুলে ঢেকে যেত তোমার কপাল উলে।
ক্ষমা কর মা গেছি তোমায় ভুলে।। 🥲🥲

05/05/2023

চাদর,ধুঁয়া,কুয়াশা। ঢেকে রাখার তিনটি উদাহরণ।

চাদরঃনিজে নিজেকে ঢাকা।
ধুঁয়াঃনিজেকে ঢাকার পরিবেশ সৃষ্টি করা।
কুয়াশাঃপ্রকৃতিই ঢেকে ফেলে।
চাদর খুলে নেওয়া সহজ।নাও না! তারপর...

28/04/2023

।৷। ট্রেন যার্নি ।।।

ধীরে ধীরে উৎকন্ঠা তারপর হতাশা!
কি করে! কি করে!
দুপুর বেলা,টিকেট খেলা,
মারামারিতে হলো সাড়া,
কাউন্টারের আতুর দশা,
এই আমি ভাঙা প্লাটফর্মে আজও বসা।
অবশেষে কদর মেলে,
টিকেট বুঝি আমারও ঘরে,
এবার না হয় নয়গুন বলে,
প্রতিদিন তো একই চলে,

মাহেন্দ্রক্ষণ হলো বলে,
এবার উঠবো মরার ডলে,
রেলগাড়ী নয় টেলাগাড়ী,
পিছন দিয়ে টেলায় যারে,
পিছনে না হয় টেলায় তারে,
উপরে মানুষ কি করে,
মই দিয়ে আর কি করে,
বাঁশ দিয়ে তো সুজা চলে,
মহিলা আর পুরুষ ঝানে,
আমি অধম কোন মহলে..
ভিতরের হাল মালুম ছেড়ে,
টিকেট দিয়ে আর কি হবে,
মালের বগিতে ভুতের দেখা,
অবশেষে চললো বগা....
ঝনঝনানি নয় ভনভনানি.....

16/04/2023

মাতাল পৃথিবীর বিষন্ন সম্রাট। তাকিয়ে থাকায় বহুরূপী স্বাদ।
অনুভবে, ললিতার চুম্বন মিশে থাকা সিগার, দূষিত সমাজে ব্যাক্তিগত সম্পদ।
শূন্য বুকে ধোঁয়ায় মিশা হাহাকার, আমি স্বৈরচারী নয়।
আপন বিদায়েই নতুন জীবনের মুক্তি.....

16/04/2023

মুক্তি!স্বাধীনতা! খাপছাড়া!উড়নচণ্ডী! আরও কিছু শব্দ আছে যেগুলো এই মূহুর্তে আমার মগজে নেই।কিন্তু মানুষের চাওয়াটা কি?সৃষ্টিকর্তা কি আমাদের স্বয়ং সম্পূর্ণ করে পাঠাননি! তাহলে প্রতিটা মূহুর্তে যে অধিকারের নেশায় আন্দোলিত হয় মন,মস্তিষ্ক। সেটা কেন হয়? অধিকার যদি লুপে নেওয়ার জিনিসই হতো তাহলে সমাজের এই হাল কেন? স্বাধীনচেতা মানুষগুলোই কেন অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমেই নিজেকে প্রমাণ করার তাড়নায় লিপ্ত?সমষ্টিগত ভাবে সমাজেই যেখানে স্বাধীনতা খুঁজে বেড়াচ্ছে সেখানে কেন সমাজ জীবন ত্যাগ করে বৈরাগ্য স্বাদন করার উড়নচণ্ডীয় ভণ্ডামি।

06/04/2023

খোলসে আবদ্ধ জীবন,
আধারে ঢাকা আপন ভুবন,
দম ছেড়েছি বার বার,
তাগিদে খুঁজেছি বিচিত্র দ্বার।

06/03/2023

ঝিমোতে থাকা মস্তিষ্কের আর্তনাদ কেউ দেখে না।

Want your public figure to be the top-listed Public Figure in Netrokona?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশন জাককানইবি এর আয়োজনে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।
নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।
নেত্রকোণা স্টুডেন্ট'স এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।

Category

Telephone

Website

Address

Satpai
Netrokona

Other Writers in Netrokona (show all)
Misti valovasha Misti valovasha
Netrokona

Daimond

Hmmシ︎ Hmmシ︎
Netrokona

Spriha's Story Spriha's Story
Netrokona

Rudra Fakir Rudra Fakir
Netrokona

Shakil Ahmed Shakil Ahmed
Netrakona
Netrokona

Md Majharul Islam Samrat Md Majharul Islam Samrat
Netrokona
Netrokona, 2400

A small eport to express your precious fellings to someone.

Edu Ghor Edu Ghor
Netrokona, 2410

Emotional post Plz follow

Sumyia Akther Bristy Sumyia Akther Bristy
Kendua
Netrokona

আমার লিখা গল্প

Khalad Noman Khalad Noman
Netrokona, 2250

Follow to Follow Follow to Follow
Purbadhla Netrokona
Netrokona

➳♥𝑭𝒆𝒂𝒓 𝒐𝒏𝒆 𝑮𝒐𝒅 ➳♥ Follow the right path, make some sacrifices. Achieve success in life.

Monirul Alam Kayes Monirul Alam Kayes
Choto Bazar
Netrokona, 2400

যখন যা প্রয়োজন

মায়া মায়া
Modon Netrokona Mymansingh
Netrokona, 2400

আমি সেই নব্বই দশকে এর মতো তোমাতেই আসক্ত ☺️