ইচ্ছেগ্রাফি - ART PRO

ইচ্ছেগ্রাফি - ART PRO

আপনার তোলা ছবি আমাদের কাছে পাঠিয়ে দিন আমারা আপনার নাম মেনশন করে পোস্ট করবো 🌸🌷

অবশ্যই ফুলের ছবি হতে হবে 🥰

12/06/2024

কোকে ওয়াক থু!!!!

11/06/2024

বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা.-কে বললেন,

يا عليُّ، لا تُتْبِعِ النظرةَ النظرةَ، فإن لك الأولى، وليست لك الآخرة

হে ‘আলী! কোন নারীকে একবার (অনিচ্ছাকৃত) দেখার পর দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখবে না। কেননা তোমার জন্যে প্রথমবার (অনিচ্ছাকৃত) দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বার (ইচ্ছাকৃত) দেখা জায়েয নয়।

সুনানে আবু দাউদ, হাদীস ২১৪৯

Photos from ইচ্ছেগ্রাফি - ART PRO's post 10/06/2024

সমস্ত ব্যবসায়ীরা গর্জে উঠুন ঈমানি শক্তিতে। এই কচু বিক্রি না করলে আপনার রিজিক কি থেমে থাকবে? রিজিকের মালিক তো আপনার রব। আপনার চিন্তা কীসের?

▪️আর রাস্তাঘাটে রেষ্টুরেন্টে এখানে সেখানে এখনো যাদের হাতে কোকের বোতল দেখা যায় আল্লাহর সন্তুষ্টির জন্য এদের প্রতি আমার ঘৃণা কাজ করে। আপাতত এদের সম্পর্কে আর কিছু লিখার রুচি নেই!

◾ম/জ/লু/ম দের পক্ষ নিয়ে জা/লি/ম দের পন্য #বয়কট এখন আমাদের ঈমানের দাবি। আমরা তো কিছুই করতে পারিনি আমাদের নি*র্যা/তিত ভাইদের জন্য। আল্লাহর কাছে কি জবাব দিবো? অন্তত এই সামান্য কাজটুকু ও কি করতে পারবো না❓

10/06/2024

আয়িশা রা. থেকে বর্ণিত,

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} ، وَ{قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} ، وَ{قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ.

প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয্যা গ্রহণকালে সূরা ইখ্‌লাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দু’হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তাঁর দেহের সম্মুখভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন।

সহীহ বুখারী, হাদীস ৫০১

09/06/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহ্‌র রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ ، وَلاَ يَجْهَلْ وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ ، أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا

সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্‌র নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।

(সহীহ বুখারী, হাদীস ১৮৯৪)

09/06/2024

জাবির রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ لِلَّهِ عز وجل عِنْدَ كُلِّ فِطْرٍ عُتَقَاءَ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ

আল্লাহ্‌ তাআলা প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে (জাহান্নাম থেকে) মুক্তি দেন। আর প্রতি রাতেই তা সংঘটিত হয়ে থাকে।

সুনানে ইবনে মাজাহ ১৬৪৩

09/06/2024

এমন এক যুগ আসবে,

যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল,হালাল হতে না হারাম হতে।

-সহিহ বুখারী, হাদিস নং ২০৫৯-

09/06/2024

আনাস রা. বলেন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَالَ - يَعْنِي ، إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ -: بِسْمِ اللهِ ، تَوَكَّلْتُ عَلَى اللهِ ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ، يُقَالُ لَهُ : كُفِيتَ ، وَوُقِيتَ ، وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ.

যে ব্যক্তি (ঘর থেকে বের হওয়ার সময়) বলে,بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِঅর্থ : আমি আল্লাহর নামে বের হচ্ছি, আমি আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহর সাহায্য ছাড়া কারও পক্ষে গুনাহ থেকে বাঁচা এবং তাঁর তাওফিক ছাড়া কারও পক্ষে নেক কাজ সম্ভব নয়।তাকে বলা হয়, তোমাকে হিদায়াত দিয়ে দেয়া হলো। তোমার দায়িত্ব নিয়ে নেয়া হলো এবং তোমাকে রক্ষা করা হলো।আর শয়তান তার থেকে দূরে সরে যায়।

জামে তিরমিযী, হাদীস ৩৪২৬

09/06/2024

জাবির ইবনু আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ، وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ، وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ

প্রতিটি নেককাজই সদকা। তোমার কোনো (দ্বীনি) ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেয়াও নেককাজের অন্তর্ভুক্ত।

জামে আত-তিরমিযী, হাদীস ১৯৭০

08/06/2024

আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ مَنْ كَانَ فِى حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِى حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ

এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করে না এবং তাকে দুশমনের হাতে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে কিয়ামত দিবসে তার একটি বিপদ দূর করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।

সহীহ মুসলিম, হাদীস ২৫৮০

08/06/2024

৮ জুন থেকে ১৬জুন ইনশাআল্লাহ...এই ১০ দিন একটা মুহুর্তও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। ❤️

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলঃ

১.অধিক পরিমাণে তাকবির পড়া।
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)।
৩. আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ।
৪. প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ।
৫. ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা।
৬. সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা।
৭. যথাসম্ভব নফল নামাজ পড়া।
৮. কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত।
৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল,দুরুদ পড়া।
১০. অধিক পরিমাণে তওবা করা।
১১. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম)।
১২. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে।
১৩. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

__আলহামদুলিল্লাহ..!! ❤️

08/06/2024

প্রতিটা মানুষ হাসি আনন্দে দিন কাটাচ্ছে, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও নিকটে!

সহিহ বুখারী-১৮৮৯

08/06/2024

বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয়তো? ___হযরত আলী(রাঃ)

08/06/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّار

ইযারের যে পরিমাণ টাখনুর নিচে থাকবে, সে অংশ জাহান্নামে যাবে।

08/06/2024

পবিত্র কুরবানী কে উদ্দেশ্য করে এই রকম " এক দিনের ক'সাই " লেখা যুক্ত পোশাক/ T- Shirt পরিধান থেকে বিরত থাকুন!
একজন মুসলিম / মুমিন আল্লাহর হুকুম পালন ও তাকওয়া অর্জনের জন্য পশু কু'রবানী করে থাকেন ( একদিনের ক'সাই হওয়ার জন্য নয় ) -হজরত ইব্রাহিম (আ:) তার পুত্র হজরত ইসমাইল ( আ:) কে যে অনুভুতি নিয়ে ( দুনিয়ার সব চেয়ে প্রিয় বস্তু) কু'রবানী করতে যাচ্ছিলেন, সেই অনুভুতি নিয়ে আপনার পশু কে কু'রবানী করুন!

08/06/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَ تُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ۝۲۷ فَاِنْ لَّمْ تَجِدُوْا فِیْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰی یُؤْذَنَ لَكُمْ ۚ وَ اِنْ قِیْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰی لَكُمْ ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ۝۲۸

হে মুমিনগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত অনুমতি গ্রহণ না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর। এটাই তোমাদের জন্যে উত্তম। আশা করা যায়, তোমরা উপদেশ গ্রহণ করবে। যদি তোমরা তাতে কাউকে না পাও, তবুও অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এটাই তোমাদের জন্যে শুদ্ধতর। তোমরা যা কিছুই কর, আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত।

সূর আন-নূর, আয়াত ২৭, ২৮

08/06/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوةَ وَ اْمُرْ بِالْمَعْرُوْفِ وَ انْهَ عَنِ الْمُنْكَرِ وَ اصْبِرْ عَلٰی مَاۤ اَصَابَكَ ؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ

(লুকমান [আঃ] তাঁর পুত্রকে উদ্দেশ্য করে বললেন) হে বাছা! তুমি নামায কায়েম কর, সৎ কাজের আদেশ কর আর মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে সবর কর। নিশ্চয় এটা অত্যন্ত হিম্মতের কাজ।

সূরা লুকমান, আয়াত ১৭

Photos from ইচ্ছেগ্রাফি - ART PRO's post 08/06/2024

-_-প্রকৃতির আর ফুলের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি,তাকে অন্য কিছুই মুগ্ধ করতে পারবেনা 🌸🩵

07/06/2024

-_-সাদা জবা 🌺

07/06/2024

-_- ফুল প্রেমীদের স্পেশাল কোনো ফুলের প্রয়োজন হয় না। তাদের কাছে সব ফুলই সুন্দর।❤🌸🌼🌺🌻

07/06/2024

-_-ফুলের মতো সুন্দর আপনি! 🌸🙂

07/06/2024

-_-রাস্তার পাশে খুব অ-যত্নে বেড়ে উঠছে,ভৃঙ্গরাজ ফুল....🌼🧡
খুব সুন্দর তাই না !🙂

Photos from ইচ্ছেগ্রাফি - ART PRO's post 07/06/2024

-_-আহহহহ! পদ্মফুল কতো-ই না সুন্দর! 💝🌸

06/06/2024

_-_আমি দুঃখ হয়ে ঝরে গেলে তুমি ফুল ভেবে কুড়িয়ে নিও 🌸🌼💮

06/06/2024

_-_ রাস্তার পাশে খুব অ-যত্নে বেড়ে উঠছে,নাম না জানা ফুল,
খুব সুন্দর তাই না !,🙂🌻💛

Photos from ইচ্ছেগ্রাফি - ART PRO's post 06/06/2024

_-_বাগান' বিলাসের শহর 🌸💝

Photos from ইচ্ছেগ্রাফি - ART PRO's post 06/06/2024

মানুষকে কাছে টানার যে ঐশ্বরিক ক্ষমতা বেলী ফুলের আছে, তা আর অন্য কোনো ফুলের মধ্যে নেই। 🌸🤍

06/06/2024

ফুল সুন্দর, তবে তার থেকেও বেশি সুন্দর তুমি 💞
পিয়তমা 🦋

05/06/2024

অসম্ভব সুন্দর 🥺🌸🫶

Want your business to be the top-listed Photography Service in Noakhali Sadar Upazila?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

- প্রতিটি ফুল যেন প্রকৃতির এক আত্মাস্বরূপ। 🌸💝
এক আকাশ পরিমাণ....অভিমান তার প্রতি... ❤️
Keya Payel ART PRO 🖤🫰
পার্সেলটি চলে যাবে মিরপুর ২ ঢাকায় 🖤🥰
ফ্রেম টি চলে যাবে খুলনা, কোন এক ভালোবাসার মানুষের জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসেবে 😍🖤
🖤Gift for Jannat Priya Chowdhury  ❤️
🖤Gift for  Keya Payel ❤️
🖤Gift for  Mehazabien Chowdhury ❤️
🖤Gift for Anamika Dolon ❤️
🖤Gift for @Tasnuva Tabassum Hridi ❤️
🖤Gift for  𝐋𝐚𝐝𝐲 𝐛𝐢𝐤𝐞𝐫 𝐬𝐡𝐨𝐯𝐚 ❤️
🖤Gift for Sakira Sahrin Dipa ❤️

Website

Address

Noakhali Sadar Upazila

Other Photography Videography in Noakhali Sadar Upazila (show all)
0 To 0 Toper 0 To 0 Toper
Char Mojid, Ward No-08
Noakhali Sadar Upazila, 3813

ডিজিটাল কিং

Mobarak Mobarak
Chowmuhani, Noakhali
Noakhali Sadar Upazila, 3821

Please Everybody Follow this page

বিয়ের গল্প বিয়ের গল্প
Maijdee
Noakhali Sadar Upazila, 3800

Premium Wedding Photography & Cinematography, Stage & Venue Decorate Service.

ছবি-ছন্দ ছবি-ছন্দ
Noakhali Sadar Upazila

photographer

বেখেয়ালি ফটোগ্রাফার বেখেয়ালি ফটোগ্রাফার
Maijdi
Noakhali Sadar Upazila, 3800

ছবি তোলা আমার শখ

Pagla pagli 2 Pagla pagli 2
Noyakhali
Noakhali Sadar Upazila

zobayer

Entertainment By DH Rasel Entertainment By DH Rasel
Noakhali Sadar Upazila, 3809

I always respect my personality.

ArmAn HosEn OntOr ArmAn HosEn OntOr
Noakhali Sadar Upazila

It’s Anik saheb It’s Anik saheb
Noakhali Sadar Upazila

This page is made for images and videos

Remon Photography & Cinematography Remon Photography & Cinematography
Noakhali Sadar Upazila

Hi, I am Mosleh Uddin Remon who loves Traveling, Videography and Photography. Subscribe my YTC💌👇

K.R Photography.N K.R Photography.N
Noakhali Super Market, Maijdee Court
Noakhali Sadar Upazila, 3800

Call-01721116867

pe.pritom pe.pritom
Noakhali Sadar Upazila

Its my personality daily Dey post page