A.N.M Shaiful Islam

Full Stack Developer, WordPress, Wix and Shopify Expert.

22/09/2022

Clients Give Feedback Automatically When They are Happy with My Work

18/05/2022

This is My New Portfolio Website: https://freelancerabunayem.com

07/01/2022

⭕ ওয়েব ৩.০ আসলে কি?
✅ ওয়েব ৩.০ টেকনোলোজির দুনিয়ায় সাড়া জাগানো একটি নতুন সৃষ্টি। সহজ করে বলতে গেলে ওয়েব ৩.০ হলো “ওয়েব ২.০ + ক্ষমতার হস্তান্তর”।
⭕ ওয়েব ৩.০ কি এটি নিয়ে কথা বলার আগে আমরা জেনে নিই ওয়েব ১.০ ও ওয়েব ২.০ কি?
✅ ওয়েব ১.০ - ওয়েব এর সর্বপ্রথম যুগ হলো ওয়েব ১.০। ওয়েব ১.০ কে বলা হতো “রিড অনলি ওয়েব”। ওয়েব ১.০ এর সময় যদি আপনার সামনে কোনো কন্টেন্ট অর্থাৎ কোনো ছবি কিংবা কোনো আর্টিকেল আসতো আপনি সর্বোচ্চ সেটা দেখতে পারতেন কিংবা রিড করতে পারতেন। কিন্ত কোনো ধরনের এঙ্গেজমেন্ট সম্ভব ছিলোনা। আপনি চাইলেই সেখানে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারতেন না। যার কারনে এটাকে “রিড অনলি ওয়েব” বলা হয়েছে।
✅ ওয়েব ২.০ - ওয়েব ২.০ কে বলা হয় “রিড রাইট টেকনোলজি”। ওয়েব ১.০ তে আপনারা যেই কন্টেন্ট গুলো শুধু রিড করতে পারতেন সেগুলোতে এখন ওয়েব ২.০ এর বদৌলতে ইন্টারেকশন করতে শুরু করলেন। অর্থাৎ এতদিন যেগুলো দেখার মধ্যে সীমাবদ্ধ ছিলো আপনি চাইলেই এখন সেখানে নিজের মতামত জানানোর মতন কাজ করতে পারতেন। যার ফলে যেকোনো কন্টেন্টে আপনার মতামত, চিন্তাভাবনা শেয়ার করার কাজ ও করতে পারলেন (অপরপক্ষের ভালো লাগুক কিংবা খারাপ 😛) আপনি আপনার অপিনিওন লিখে দিতে পারেন।
ওয়েব ২.০ এর কারনে অনেক জনপ্রিয় কিছু অ্যাপ চলে আসে যেমন - “ফেসবুক, ইউটিউব, টুইটার, আমাজন” ইত্যাদি।
কিন্তু অসুবিধার জায়গা সৃষ্টি হয় যখন নিরাপত্তার কথা আসে। ওয়েব ২.০ তে মানুষের ডাটা একটি কেন্দ্রীয় সার্ভারে জমা থাকে। যার ফলে ব্যবহারকারীর প্রাইভেসি হুমকি তে থাকে। বড় বড় টেক জায়ান্টগুলো তাদের একটি নিজেদের সার্ভারে ব্যবহারকারীদের তথ্য জমা রাখে এবং প্রয়োজনে ব্যবহার করে। কিছু কিছু প্রতিষ্ঠান ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছে এমন নিউজও আছে।
✅ ওয়েব ৩.০ - কেন ওয়েব ৩.০ কে “ওয়েব ২.০ + ক্ষমতার হস্তান্তর” বলেছি? ওয়েব ৩.০ এর ফলে ইন্টারনেটের সবচেয়ে নিরাপদ যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি।
ওয়েব ৩.০ তে সবধরনের ক্ষমতা ব্যবহারকারীর হাতে থাকে। অর্থাৎ ওয়েব ৩.০ তে আর ডাটা গুলো কেন্দ্রীয় সার্ভারে জমা থাকেনা। এর ফলে ব্যবহারকারী নিজেই তার তথ্য নিয়ন্ত্রন করতে পারে।
ওয়েব ৩.০ ব্লকচেইন টেকনোলোজি এর উপর নির্মিত। ব্লকচেইন টেকনোলোজি হলো সেই প্রযুক্তি যা ক্রিপ্টোকারেন্সি কিংবা NFT তে ব্যবহৃত হচ্ছে। যার কারনে হ্যাকিং করাও হয়ে যাবে অসম্ভব।
ইতোমধ্যে ইথারিয়াম কিংবা বিটকয়েন এ ব্লকচেইন প্রযুক্তি দেখা গিয়েছে এবং এখানে সাইটের মালিক কে তা কেউ জানে না। এসব সাইট কিংবা সার্ভিস গুলো সরকার অথবা অন্য কোনো অথোরিটি চাইলেই বন্ধ করে দিতে পারেনা।
বর্তমানে টেক জায়ান্ট গুলো ব্যবহারকারীর তথ্য স্টোর করে রাখে এবং প্রয়োজনে বিলিয়নে ডলারের বিনিময়ে সেগুলো কেনা-বেচা করতে পারে। কিন্ত ওয়েব ৩.০ এসব তথ্য এনক্রিপ্টেড করে দিবে যার ফলে প্রতিষ্ঠান গুলো এমন কিছু করার ক্ষমতা হারাবে।
এছাড়া ও আরও বিভিন্ন অঙ্গনে ওয়েব ৩.০ নতুন মোড় সৃষ্টি করতে চলেছে। যার ফলে সৃষ্টি হবে টেকনোলজির একটি নতুন যুগ।
এটি ওয়েব ৩.০ নিয়ে প্রথম পর্ব। ক্রমান্বয়ে সিরিজ আকারে আরও খুঁটিনাটি ইনফরমেশন আসবে।

15/12/2021
Photos from A.N.M Shaiful Islam's post 23/11/2021
Photos from A.N.M Shaiful Islam's post 23/11/2021

আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য Website Development নিয়ে ভাবছেন। ই-কমার্স, নিউজ-পোর্টাল, কর্পোরেট সহ যেকোন ধরনের website development এর যোগাযোগ করুন।
একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে একটি কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচার এবং প্রসারের পাশাপাশি সেই প্রতিষ্ঠানকে নিয়ে যেতে পারেন অনলাইন দুনিয়ায়।
আমি একজন প্রোফেশনাল Web Developer, যেকোন প্রতিষ্ঠানের যেকোন ধরনের website develop করতে যোগাযোগ করতে পারেন।
আমরা ডোমেইন-হোস্টিং কোন সস্তা company server বা share hosting server ব্যবহার করি না। আমরা ডোমেইন-হোস্টিং World wide company " " থেকে রেজিস্ট্রেশন করে থাকি। তাই ডোমেইন-হোস্টিং নিয়ে থাকতে পারেন ১০০% নিশ্চয়তা।
💁‍♂️ওয়েবসাইটে যাযা থাকবে:-
🌑 .com |.xyz |.live |.info |.online |.shop ডোমেইন।
🌑 হোষ্টিং।
🌑 প্রিমিয়াম থীম/কাস্টম থীম
🌑 সী-প্যানেল।
🌑 SSL সার্টিফিকেট।
🌑 ১বছরে ফ্রি সার্ভিস।
🌑 ডোমেইন কন্ট্রোল প্যানেল।
🌑 ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল।
🌑 24/7 ঘন্টা অনলাইন সার্ভিস।
🌑 সার্বক্ষণিক সমস্যার সমাধান।
🌑 মানসম্মত ওয়েবসাইট ডিজাইন।
🌑 মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন।
🌑 ফুল ডায়নামিক ওয়েবসাইট ডিজাইন।
🙋‍♂️আমরা যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে থাকি যেমন:-
🟢 নিউজ পোর্টাল।
🟢 ই-কমার্স ওয়েবসাইট।
🟢 ব্যাক্তিগত ওয়েবসাইট।
🟢 ব্লগ ওয়েবসাইট।
🟢 ট্রেইনিং প্রতিষ্ঠান ওয়েবসাইট।
🟢 কোম্পানী ওয়েবসাইট।
🟢 শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
🟢 ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট।
🟢 রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট।
🟢 ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট।
🟢 হোটেল ও পর্যটন ওয়েবসাইট।
🟢 কোচিং সেন্টার ওয়েবসাইট।
🟢 ল-ফার্ম ওয়েবসাইট।
🟢 হাসপাতাল ওয়েবসাইট।
🟢 গার্মেন্টস ওয়েবসাইট।
🟢 কন্সট্রাকশন কোম্পানীওয়েবসাইট।
🟢 মার্কেটিং ফার্ম ওয়েবসাইট।
🟢 ক্লিনিক ওয়েবসাইট।
💁‍♂️ ডেমো দেখতে ইনবক্স করুন:-
🚛 ডেলিভারি সময় ১ থেকে ৭ দিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

19/07/2021

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়
নতুন চাঁদের আলো এসে পড়লো সবার গায়
**** ঈদ মোবারক ****

08/07/2021

How to become an ethical hacker (some steps)...
Basic Requirements:
1. Problem solving
2. Patience
3. Creative thinking
4. Discipline
5. Practice
Steps:
1. Learn Linux / Unix
লিনাক্স / ইউনিক্স একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম। এটি হ্যাকিংয়ের জন্য অন্যতম ব্যবহৃত ওএস এবং হ্যাকারদের জন্য পর্যাপ্ত টুলস সরবরাহ করে। লিনাক্সের কয়েকটি সাধারণ distribution হল, রেড হ্যাট লিনাক্স, কালি লিনাক্স, উবুন্টু, ব্যাকট্র্যাক ইত্যাদি। কালী লিনাক্স সর্বাধিক ব্যবহৃত লিনাক্স সিস্টেমগুলির মধ্যে একটি এবং হ্যাকিংয়ের জন্য এটি বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে।
2. Learn programming language
নিয়ম ভাঙার আগে আপনাকে নিয়ম শিখতে হবে। হ্যাকাররা হলেন problem solver এবং tools নির্মাতা। এটি আপনাকে স্ক্রিপ্ট কিডিজ থেকে আলাদা করে দেয়।
1. C, C++, Java, Python
2. HTML, XML, JavaScript
3. PHP, SQL etc.
3. Love to solve problems
কোনও সমস্যা কখনও দু'বার সমাধান করা উচিত নয়। এটিকে এমন একটি community ভাবুন যেখানে প্রত্যেকের সময় হ্যাকারদের কাছে মূল্যবান। আপনি যখন সমস্যার সমাধান করেন, সবাইকে একই সমস্যা সমাধানে সহায়তা করার জন্য তথ্যটি সার্বজনীন করুন।
4. Learn how to stay anonymous
হ্যাকার হিসাবে আপনি অনেক কিছু করতে পারেন, কিছু আইনী হতে পারে, কিছু অনুমতি ছাড়াই হতে পারে। সুতরাং কীভাবে anonymous থাকা যায় এবং কীভাবে অনলাইনে পরিচয় গোপন করা যায় তা জানা দরকার।
5. Learn networking concept
হ্যাকার হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য পদক্ষেপ হলো নেটওয়ার্কিং ধারণা এবং নেটওয়ার্কগুলি কীভাবে তৈরি হয় তা বোঝা ভাল understanding. আপনার বিভিন্ন নেটওয়ার্ক, প্রোটোকল সম্পর্কে জ্ঞান থাকা উচিত যেহেতু এর দুর্বলতাগুলি কাজে লাগাতে সুবিধাজনক। সুতরাং বিভিন্ন নেটওয়ার্কিং ধারণা এবং বিভিন্ন নেটওয়ার্কিং tools যেমন ওয়্যারসার্ক, এনএমএপ ইত্যাদি শেখা উচিত।
1. Firewalls, Router, IPS, DNS, DHCP
2. LAN, WAN, VPN and
3. TCP / IP, Ports etc.
6. Learn cryptography
ইন্টারনেট এবং নেটওয়ার্কিংয়ের জন্য ক্রিপ্টোগ্রাফি এবং এনক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া, ক্রিপ্টোগ্রাফি এটিএম কার্ড, কম্পিউটার পাসওয়ার্ড এবং ই-কমার্সে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এসএসএল ভিত্তিক ইন্টারনেট যোগাযোগে ক্রিপ্টোগ্রাফি বেশি ব্যবহৃত হয়। বিভিন্ন এনক্রিপশন অ্যালগরিদমগুলি সম্পর্কে পড়ার চেষ্টা করুন এবং দেখুন কেন সেগুলি ডিক্রিপ্ট করা কঠিন।
7. Explore the Dark Web
ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন একটি অংশ যা সার্চ ইঞ্জিনগুলিতে দৃশ্যমান নয় এবং অ্যাক্সেস করার জন্য টর ইত্যাদি একটি ব্রাউজার ব্যবহার করা দরকার। আমার মনে হয় আপনি অপরাধমূলক ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু হিসাবে "ডার্ক ওয়েব" এর কথা শুনেছেন। তবে সবকিছুই অবৈধ নয়, ডার্ক ওয়েবের একটি বৈধ দিক রয়েছে। সুতরাং এটি কী এবং কীভাবে কাজ করে সে সম্পর্কে কিছুটা জানা দরকার।
Part: 1.
**কিছু ভুল লিখলে শোধরাতে সাহায্য করলে কৃতজ্ঞ থাকব!

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Noakhali?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Maijdee Court, Noakhali Sadar
Noakhali
3802

Other Web design in Noakhali (show all)
Omar Faruk Omar Faruk
Begumgonj
Noakhali, 3825

Hi! Welcome to my page. I am front end developer || wordpress expert ||

Shara Hoque Shara Hoque
Momotaj Mohol, Companigonj
Noakhali, 3850

Assalamu Alaikum.This is Shara Hoque, a digital marketer and web designer.

Zannatul Naim Zannatul Naim
Maijdee Court Noakhali, Maijdee Court
Noakhali, 3800

I am proposal graphic designer and web developer. I like coding.

Wahidul Islam Wahidul Islam
Pekua, Cox's Bazar
Noakhali

Hello, I am Wahidul Islam. I Am a WordPress & eCommerce Expert. I have been working since 2019.

Abdullah Al Raju Abdullah Al Raju
Hatiya
Noakhali, 3890

Professional Web Developer & WordPress Expert.