Need You
আমাকে ছোট করে যারা বড় হতে চায়, আমাকে আঘ?
হুম❤️❤️
I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
বোকার সাথে বন্ধুত্ব করোনা 🙂
Kotha sotto👌
🙂❤️🖤
প্রিয় মানুষকে পেয়ে গেলে যে আনন্দ তা বলে বুঝানো যায় না 😇❤️🖤
বোকা মানুষগুলোই সুন্দর ❤️🖤
যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। কিন্তু ভালবাসা থেকে যায় আক্ষেপে নয়তো বা অপেক্ষায়❤️🙂
মইরা গেলে কাদবা ঠিকি বাইচা থাকতে খুজলা না,💔 হাতের ধন ফেললা পায়ে, আপব মানুষ খুজলা না💔
আমরা চোখ দিয়ে সব কিছু দেখি,কিন্তু চোখে কিছু পড়লে তা দেখতে পাইনা কেন?🤔
নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে আর কাউকেই দেখতে ভালো লাগে না ❤️🥰
কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি; প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়লক্ষী নারী।"
__কাজী নজরুল ইসলাম
আজ তুমি অনেক ব্যস্ত🖤
কালও কি থাকবে?🙂
যেদিন তুমি সব হারাবে💔
সেদিন আমায় ডাকবে।🥀
'বিজি লাইফ' ই সুন্দর! 'আজাইরা' জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভারথিংকিং করার সময় হয়ে উঠেনা, 'লাইফে নাই' এমন মানুষ এর কথা ভেবে মন খারাপ করার সময় ও হয়ে উঠে না। বিজি লাইফ ই সুন্দর! ❤️
অভিমান লুকিয়ে রাখো যদি 😭
থাকবো সারাজীবন অপরাধী💔
XT Unique Tech
এর পক্ষ থেকে সবাইকে
💖ঈদ মোবারক💖
মানুষের পাশে থেকে সবসময় সাহস অনুপ্রেরণা যোগানো উচিত। যেটুকুসময়ই আপনি মানুষের পাশে থাকবেন সেটুকু সময় আপনি মানুষটির ভরসার পাত্র হোন। মানুষের সাহস যোগানো একটি অন্যতম বড় মহৎ কাজ । #শিক্ষা #শিক্ষনীয়
#লক্ষ্য_পূরণ_করাটাই_স্বপ্ন_হওয়া_উচিত। দুনিয়া এমন একটা যায়গা। এখানে এক ইঞ্চি মাটি কেউ ছেড়ে দেয় না। নিজের পায়ের তলা নিজেকেই শক্ত করতে হয়। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত । নিজের জায়গা নিজেরই তৈরি করতে হয়।
#জীবনের_সফলতা_কাকে_বলে???
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের Success. যখন হাটতে শিখলাম মনে হল এটাই success, যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,
কিন্তু ভুল ভাঙল,
এরপর স্কুলে গেলাম,শিখলাম first হওয়াটা success, এরপর বুঝলাম আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,
কিন্তু আবারও ভুল ভাঙল,
বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,
এটাও ভুল ছিলো😔
এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,
আবারো ভুল করলাম😭
পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success,
এরপর বুঝলাম নাহ ,নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,
উফফ সেটাও নয়,
নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,
আবার ভুল ভাঙল,
এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,
বছর ঘুরলো,দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,
এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকা সঠিকভাবে কাজে লাগানো ই success...
আবারও ভুল করতেই যাচ্ছিলাম, কিন্তু
এরপর সবাই মিলে কবরে শুইয়ে দিল,তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয় ,
পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।
তাই যথাসম্ভব নিজের চাহিদাকে সীমাবদ্ধ করে রাখুন । নিজে ভালো কাজ করুন, অন্যকে উৎসাহ প্রদান করুন ।আল্লাহর দেখানো পথ অনুসরন করুন। ইনশাআল্লাহ Successful হবেন।
অন্যের সাথে লড়াই করা, হয়তোবা একটু সহজ। নিজের সাথে লড়াই কর, শুকিয়ে যাবে মগজ ।
Click here to claim your Sponsored Listing.