ঘি - Ghee
আমরা নিশ্চয়তা দিচ্ছি শতভাগ পাবনার নি?
ঘি আমাদের শরীরের ভিতরে আর্দ্রতা ভারসাম্য রাখতে সাহায্য করে। আসলে এতে ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে যা ভিতর থেকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। পুষ্টিবিদের মতে ঘি খাওয়া ভালো বিশেষত গরমের সময় যখন শরীরে জলের অভাব হয়। শুধু তাই নয়, ঘি খেলে ত্বকেও অনেক উপকার পাওয়া যায়।
মূল্য তালিকাঃ
পরিমানঃ
২৫০ গ্রাম ৫০০ টাকা
৫০০ গ্রাম ৭০০ টাকা
১ কেজি ১৪০০ টাকা
একসাথে ৩ কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সবসময়ের জন্য। ঘি নেয়ার পর যদি ভালো না লাগে তবে ইনবক্সে জানানো মাত্র পুরো মূল্য ফেরত দেয়া হবে!
★★তবে পেজের প্রমোশনের জন্য পাচ্ছেন বিশেষ ছাড়!!!!! ★★
★★★একসাথে ২ কেজি অর্ডার দিলেই ডেলিভারি চার্জ দেশব্যাপী একদম ফ্রি!! ফ্রি!! ফ্রি!! ✌️✌️✌️★★★
সারাদেশে কুরিয়ার করা হয় সুন্দরবন কুরিয়ার/এস এ পরিবহন/রেডেক্সের মাধ্যমে।
তবে আর দেরী কেন?? নক দিন এবং অর্ডার করে ফেলুন পাবনার একদম খাঁটি গাওয়া ঘি!!
অনেকের ভেতর এই ধারনা বলা যায় বদ্ধমূল হয়ে আছে যে গরমকালে ঘি খাওয়া ঠিক নয়। এর কারন হিসেবে অনেকে হজমের সমস্যা তুলে ধরেন। কিন্তু গবেষণায় বলছে অন্য কথা। আপনি যদি গরমে ঘি খান, তাহলে শরীরের জন্য এটা বহুবিধ উপকারিতা নিয়ে হাজির হয়।
কি রকম? বলছি সে কথাই। ঘিতে রয়েছে শরীর কে ভাল রাখার জন্য উপকারি অনেক ফ্যাট। এটা দরকারি ফ্যাট, যেটা শরীরের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। নিয়মিত যদি আপনি ঘি খান, তাহলে শরীর থেকে ক্ষতিকারক ফ্যাট গুলি বের হয়ে যাবে খুব সহজে।
আসুন জেনে নেই, কেন গরমে ঘি খাওয়া শরীরের জন্য ভাল।
১) হজম সমস্যায় সমাধান করে ঘি
গরমে আমাদের অনেকের হজমে অনেক সমস্যা দেখা দেয়, বিশেষ করে গুরুপাক করা কোন তরকারি খেলে। এই সমস্যা হতে ঘি মুক্তি দিতে পারে। গবেষণায় বলছে, আপনি যদি ঘি খান খালি পেটে, তাহলে আপনার শরীরের হজম শক্তি অনেক বাড়বে। এছাড়াও যদি আপনি কোষ্ঠকাঠিন্য নিয়ে সমস্যায় ভুগেন, ঘি নিয়মিত খেলে এই সমস্যায় আপনি স্বস্তি পাবেন।
২) শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা করে তোলে ঘি
এখন আমরা করোনাকে সাথে নিয়ে দিন কাটাচ্ছি। রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কেমন, সেটা করোনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এর থেকে তো আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে। আশার কথা হল, ঘি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক খানি বাড়াবে। আমাদের শরীরের যে কোষগুলি একটু দুর্বল, সেগুলিকে ঘি সতেজ করে তোলে। এর পাশাপাশি ঘি বারায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
৩) শরীরের হরমোনের একটা ভারসাম্য রাখে ঘি
শরীরের হরমোনের সংখ্যা কম না। এদের কোন টার ভারসাম্য যদি এদিক সেদিক হয়, তাহলে শরীর খারাপ হয়ে যায়। শরীর কে আদ্র রাখার জন্য ঘি এর কোন তুলনা নেই। ঘি হচ্ছে এমন একটা খাবার, যেটা প্রাকৃতিক ভাবে শরীরকে ঠাণ্ডা রাখে।
তবে আর দেরী কেন?? নক দিন এবং অর্ডার করে ফেলুন পাবনার একদম খাঁটি গাওয়া ঘি!!
পরিমানঃ
২৫০ গ্রাম ৫০০ টাকা
৫০০ গ্রাম ৭০০ টাকা
১ কেজি ১৪০০ টাকা
একসাথে ৩ কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সবসময়ের জন্য। ঘি নেয়ার পর যদি ভালো না লাগে তবে ইনবক্সে জানানো মাত্র পুরো মূল্য ফেরত দেয়া হবে!
★★তবে পেজের প্রমোশনের জন্য পাচ্ছেন বিশেষ ছাড়!!!!! ★★
★★★একসাথে ২ কেজি অর্ডার দিলেই ডেলিভারি চার্জ দেশব্যাপী একদম ফ্রি!! ফ্রি!! ফ্রি!! ✌️✌️✌️★★★
সারাদেশে কুরিয়ার করা হয় সুন্দরবন কুরিয়ার/এস এ পরিবহন/রেডেক্সের মাধ্যমে।
ঘি এমন একটি খাবার যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু, স্বাদে গন্ধে অতুলনীয় 🤤🤤।আর তা যদি হয় খাঁটি ঘি,তবে তো কোন কথাই নেই! কব্জি ডুবিয়ে খাওয়া যায়।😋😋
পরিমানঃ
২৫০ গ্রাম ৫০০ টাকা
৫০০ গ্রাম ৭০০ টাকা
১ কেজি ১৪০০ টাকা
একসাথে ৩ কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সবসময়ের জন্য। ঘি নেয়ার পর যদি ভালো না লাগে তবে ইনবক্সে জানানো মাত্র পুরো মূল্য ফেরত দেয়া হবে!
★★তবে পেজের প্রমোশনের জন্য পাচ্ছেন বিশেষ ছাড়!!!!! ★★
★★★একসাথে ২ কেজি অর্ডার দিলেই ডেলিভারি চার্জ দেশব্যাপী একদম ফ্রি!! ফ্রি!! ফ্রি!! ✌️✌️✌️★★★
সারাদেশে কুরিয়ার করা হয় সুন্দরবন কুরিয়ার/এস এ পরিবহন/রেডেক্সের মাধ্যমে।
তবে আর দেরী কেন?? নক দিন এবং অর্ডার করে ফেলুন পাবনার একদম খাঁটি গাওয়া ঘি!!
প্রাচীনকাল থেকে পাবনার ঘিয়ের কদর বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর কদর রয়েছ। এটি এতই বিখ্যাত যে, একটি বিখ্যাত প্রবাদও প্রচলিত আছে‘পদ্মার ইলিশ আর পাবনার ঘি, জামাইয়ের পাতে দিলে আর লাগে কী? 😄😃
আর এই বিখ্যাত সুস্বাদু খাঁটি ঘি আপনাদের হাতে তুলে দিতে এসেছে এই পাবনারই "ঘি - Ghee"। আমরা নিশ্চয়তা দিচ্ছি শতভাগ পাবনার নিজস্ব খাঁটি, স্বাদে-গন্ধে অতুলনীয় ঘি- এর৷
আমাদের এই ঘি স্বল্প পরিমাণে নিয়েও পরখ করে যাচাই করতে পারেন। যদি ভালো না লাগে বা খাঁটি মনে না হয় তবে নির্দ্বিধায় আমরা মূল্য ফেরত দিয়ে দিব। 😊😊
খাঁটি ঘি-এর উপকারিতা:
গরুর ঘি কোলেস্টেরলের সমস্যার চিকিৎসায় খুবই উপকারী। গরুর ঘি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে যেসব সুবিধা পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক:
১. গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা দূর করে।
২. চোখের জ্যাতি বাড়ায়।
৩. মানসিক চাপ,উদ্বেগ কমিয়ে ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৪. ঘি হলো প্রদাহ বিরোধী।
৫. ক্ষুধা বাড়াতে সাহায্য করে ঘি।
৬. গর্ভকালীন ঘি খাওয়া অনেক উপকারী। তবে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে।
৭. ঘি খেলে মিনারেল ও ফ্যাটি এসিড ভালোভাবে শোষিত হয়।
৮. ত্বক ভালো রাখতে সাহায্য করে ঘি। এছাড়া মুখের ঘাসহ যেকোন সমস্যা দূরে রাখে।
ঘি পুষ্টিকর ও নিরাময়কারী। এজন্য শরীরের সুস্থতার কথা বিবেচনা করে ঘি খাওয়া শুরু করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Pabna
Ataiqula Road
Pabna, 6600
এখানে বিভিন্ন ধরনের মৌসুমী খাবার পন্য পাইকারী দামে পাবেন এবং মানসম্মত পন্য পাবেন 💓
Pabna
Pabna, 6762
"Ghee zone" is a ghee protected and pure organic ghee. Manufactured in Bangladesh.
Pabna Sadar
Pabna, 6600
Eshrun-এর মূল লক্ষ সঠিক ভেজালমুক্ত এবং ভালোমানের প্রডাক্ট প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়া।
Pabna, 6620
দাওয়াই অর্গানিক ফুড এর প্রধান লক্ষ্য আপনাদের কাছে নিরাপদ ও অর্গানিক খাদ্য এবং ভেষজ ঔষধ পৌঁছে দেওয়া।