Md. Sopon Khan
Hi Everyone. I am Md. Sopon Khan. Professional Digital Marketer & Shopify Developer.
এতিম এবং অসহায় মেধাবীদের মধ্যে --
কিছু পড়ালেখা সামগ্রী বিতরণ করতে চাই.!
আপনার আশে পাশে কেউ এমন থাকলে ইনবক্সে তার বিস্তারিত দিয়ে রাখবেন.!
বিঃদ্রঃ যাচাই বাচাইয়ের মাধ্যমে সঠিক ব্যক্তিকে নিবার্চিত করা হবে
কোন কাজ করার আগে,
একবার মনুষ্যত্ব কে প্রশ্ন করেন?
আমি যখন মাটির নীচে থাকবো,
মানুষ আমার সম্পর্কে কি বলবে?
যদি আপনি মারা যাওয়ার পর, মানুষের আফসোস না হয় তাহল্র আপনার পুরো জীবন ব্যর্থ😔
জীবনে নিজের স্কিল দিয়ে এমন কিছু রেখে যেতে চাই, যেন আমি না থাকা অবস্থার আমার কৃতকর্মের মাধ্যমে মানুষ আমায় মনে রাখে 🥀💯
ইন শা আল্লাহ
পৃথিবীর মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে অন্যতম,
তোমার CV টা দিও, দেখি আমি কিছু করতে পারি কি না?😔
কেন জানি,
এই বাংলাদেশ টীমের জন্য আর Emotions কাজ করে না , অন্ধ ভক্ত ছিলাম, এই টীম এর জন্য, কিন্তু আজ একটা বল ও দেখিনাই, ইভেন, স্কোর এর খবর ও রাখি নাই😌।
জীবনের অনেক সময় নষ্ট করেছি এই টীম এর জন্য😊
৪৫ মিনিট একটানা দাঁড়িয়ে খেলা দেখতে পারেন আর ৫ মিনিট দাঁড়িয়ে নামাজের বেলায়, পায়ে ব্যথা , মাথা ব্যথা , বাথের ব্যথা, সারা অঙ্গে ব্যথা। 😂😂😂🤣🤣
A+ টা শুধু একটা সার্টিফিকেটে বসানো কিছু নাম্বার ছাড়া কিছু না, চোখের সামনে গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট দের জীবন যুদ্ধে হেরে যেতে দেখেছি😔।
যাদের রেজাল্ট খারাপ হয়েছে, উঠে দাড়ান, প্রমান করুন , এই মুখস্ত বিদ্যায় সফলতা আসল সফলতা না 💯
অভিনন্দন,
যারা A+ পেয়েছেন, পাঠ্যপুস্তক এর বাইরের জীবন টাকে ও জানেন😑
১৬ বছর বয়সে যাকে আপনি ভালবাসতেন ২০ বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেননা।
২০ বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন ২৫ বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিবেন।
স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেইল করে অঝোরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন।
ঠিক তেমনি, আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ!
নিশ্চিত থাকুন যে, সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে।
বিশ্বাস করুন,আল্লাহর ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়।
Mind it.
জীবনের প্রথম আপওয়ার্ক থেকে ইনকাম করেছিলাম ।
আবারও কাজে ফিরছি।
ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
শুনতে খারাপ লাগলেও
এটাই বর্তমানের বাস্তব চিত্র.!
ভালোবাসা সার্বজনীন❤️
অসুস্থ স্বামীকে (ক্রিকেটার মোশারফ রুবেলেকে) বই পড়ে শুনাচ্ছেন স্ত্রী।
দীর্ঘদিন ছায়ার মত আছেন তিনি,কখনো ক্লান্তি আসে নাই।
শুধু বিধাতার নিকট একটাই পার্থনা স্বামীর সুস্থতা।
অসুস্থতা হেরে যাক,জিতে যাক ভালোবাসা❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Pabna