LOL Bangla

The right choice for you

04/08/2024

পাইছে এক কারফিউ! খেলায় না পারলেই ছ্যাপ মাইরা দৌড় দিবো।😁

03/08/2024

কেউ জানত না,আমরা দেশটাকে এত ভালোবাসি!❤️

03/08/2024

উত্তরবঙ্গ 💥🔥

ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড
৩আগষ্ট, ২০২৪

03/08/2024

আমার বাচ্চাদের গায়ে একটা টোকা দিবেন না

Photos from Saardar's-সরদার'স's post 15/04/2022

একটা কমন প্রশ্ন থাকে,"এই যে,আপনারা প্রোডাক্ট রিটার্ন নেন আপনাদের লস হয়না?"

আমাদের উত্তর হলো "না"। এর কারন হলো আমরা কোনো ফেইক পিকচার ইউজ করে অর্ডার নেইনা।প্রত্যেকটা আমাদের নিজেদের তোলা ছবি।তারমানে আপনারা ছবিতে যেমন দেখে চুজ করবেন সেম জিনিস হাতেও পাবেন।তাহলে ব্যাক আসবে কেন?

তবুও সবসময় আমাদের রিটার্ন অপশন এভেইলএবল আছে।যেকোনো প্রব্লেম পেলে রিটার্ন করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ❤️

Photos from Saardar's-সরদার'স's post 10/04/2022

স্টক আপডেট❤️

08/04/2022

রিজিক!!

ফোনে কথা বলতে বলতে আফসোস করছিলাম যে হায়রে পাঁচ রোজা চলে গেলো তারপরেও গরু খাইতে পারলাম না এখনো।

এরপর টিউশনে গেলাম। টিউশনে ঢুকেই ফোন আসলো। ইফতারের দাওয়াত একটা। ফোন পেয়ে আমিও খুশি হয়ে গেলাম যাক ইফতার হবে আজকে।

টিউশন থেকে বের হতেই শরীর খারাপ করা শুরু করসে, ডিসিশন নিলাম যাবো না, বাসায় ইফতার কিনে আজকেও ইফতারি করবো। লালখান বাজারে আসতেই আমার রুমের ছোটো ভাই ফোন দিয়ে বললো ভাই রুমে তালা, চাবি ওর কাছে।

গাউসুল আজম বাসে ঝুলতে ঝুলতে আসছি আর ভাবছি বাসার পাশের মসজিদেই এই ঘামে ভেজা শরীর নিয়ে ইফতার করতে হবে আজকেও। দুই নাম্বার গেট এ এসে একবার ভাবলাম আজকে সেভেন ডেইজ এ কাচ্চিই মেরে দেই। পরে পকেট বললো যা বাপ তুই মসজিদেই যা।

হেলেদুলে ওজু করে মসজিদে ঢুকতেই চোখ কপালে উঠে গেলো।

আজকে মসজিদে একজন ইফতার দিয়েছে। গরুর মাংস, পরোটা আর ফিরনি।

কি আর বলবো, কাউকেই কিছু বলার নাই। আর রোজাদারকে ইফতার করানো যে কতোটা সওয়াবের কাজ এইটা নিয়ে বলার নাই। একদম মন থেকে শুকরিয়া চলে আসলো আর দোয়া সেই ব্যক্তির প্রতি যিনি আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদে ইফতার দিয়েছেন।

আলহামদুলিল্লাহ ❤️

- আহমেদ ইশতিয়াক

Photos from Saardar's-সরদার'স's post 05/04/2022

প্রোডাক্ট চেক করে নিতে পারবেন,যেকোনো প্রব্লেমে ব্যাক করে দিতে পারবেন ইনশাআল্লাহ ❤️

সাধারনত অনেকে বিক্রিত পন্য ফেরত নেয়না।কিন্তু "বিক্রিত পন্য ফেরত নেওয়া নবীজি (সা.) এর সুন্নত"।আমাদের থেকে নেওয়া যেকোনো পন্য ডেলিভারি বয়ের সামনে চেক করে নিতে পারবেন এবং যেকোনো প্রব্লেমে ব্যাক নিব আমরা ইনশাআল্লাহ।

সারা বাংলাদেশের জেলা এবং উপজেলা সদরে হোম ডেলিভারি হবে ইনশাআল্লাহ 🥰

02/04/2022

❤️❤️

18/03/2022

কালো🖤

Photos from Saardar's-সরদার'স's post 07/03/2022

আদিবাসীদের ব্যাগ কালেকশন❤️

06/03/2022

আইফোনের দিন শেষ 🥴
সয়াবিন তেলের বাংলাদেশ 😂

06/03/2022

BLACK🖤🖤

05/03/2022

কলাপাতা💚

04/03/2022

বধূয়া❤️

03/03/2022

হলুদিয়া💛

Photos from Saardar's-সরদার'স's post 01/03/2022

শাড়িতেই নারী🥰
পোষাক যাই পড়ুক কিন্তু বাঙালি মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতে❣️

খুব কম ছেলেই আছে যে তার বউকে শাড়িতে দেখতে চায়না।শুধু ছেলেরা কেন,মেয়েরাও নিজেকে স্পেশাল করে তুলতে প্রথম পছন্দ হিসেবে শাড়িই বেছে নেয়।❤️

"শাড়িতে অনন্যা নারী" 🥰

11/01/2022

# collected

আট দশ পদের রান্না করেছিলাম সেদিন, সব গুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শ্বাশুড়ী যখন মুখ বেকিয়ে বলল,
- লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে?

আমি বলেছিলাম, এত গুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবে৷ আমি তো আর রোবট না।

উনি পাত থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন, বউ হতে গেলে রোবটের চেয়ে বেশি হতে হয়।

ঘর ভর্তি গেস্টের সামনে আমি পানি দিয়ে ভাত আর রাগ দুইটায় গিলে খেয়েছিলাম।সবাই চুপ ছিলো কেউ কোন উত্তর দেয় নি আমার হয়ে।

রাতের বেলা, শুধু সে তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম।

সবাই বুঝে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলো, যেন আমি একটা আতংক। আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শুনানো হয়েছিলো সেটা দিয়ে খেয়ে নিলাম।
পরে সবাই বলেছিলো,
-সকালে সব ভালোই ছিলো৷ শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিলো।

কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথা বলে নি।

এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেত না৷
এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই। ব্যাপার টা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি, সেটার মূল্যায়ন তারা করে নি৷ নয় টা রান্নার গুন যখন একটাকে ছাপিয়ে যায় নি, সেখানে আমার মূল্যায়ন হয় নি। আমার কষ্টের মূল্যায়ন হয় নি।
পরবর্তীতে এইরকম কিছু বলার আগে তারা ভেবেছে। এবং ভাববে৷

প্রতিদিন বিকালে নানা রকম নাস্তা বানাই আমি, ঘরের এক সদস্য বলেছিলো, তার খেতে ইচ্ছে না। তবে সে খেত সব। তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চড়িয়ে বলত।

পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছে৷ বেশ ভালো পদের৷ শুধু তাকেই দেওয়া হলো না।

এক গাল হেসে বলেছিলাম,
- ভালো লাগে না যখন, কষ্ট করে কেন খাবেন রোজ? আপনার ও কষ্ট কমল। আমার ও।

সে এমন দৃষ্টিতে তাকিয়ে ছিলো, যেন কোন শব্দেই খুঁজে পাচ্ছে না। তার বিরক্তি প্রকাশ করার জন্য।

এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না। কিন্তু সে আমার যত্ন টা দেখতো না। আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারী সাজে, সেটার মূল্য দিতো না। আমার মূল্যায়ন সে করে নি। তাই আমি তাকে বুঝিয়েছি, কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার৷

ভোর বেলা কেউ বের হচ্ছে, আমি রাতের র্নিঘুমতার শর্তেও ঘুম ঘুম চোখে উঠে কারো জন্য রুটি বানালাম, সে দেখল আমি বানাচ্ছি, নিষেধ করল না৷ সময় সুযোগ থাকার শর্তেও সে না খেয়ে চলে গেল৷
এরপরের বার থেকে আমি ঘুম থেকেই উঠি নি। যতই আমাকে ডাকা হোক।

এমন না যে আমি উঠতে পারব না কারো জন্য। কিন্তু তার জন্য আমার উঠাটা তাকে মূল্যায়ন করতে হবে।

আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্না ঘর থেকে আসার আগেই খাওয়া শুরু দিতো, আমি খেয়েছি কিনা দেখতো ও না।

পরের বার থেকে আমি আগেই ভালো পিস টা দিয়ে খেয়ে বসে থাকতাম।

এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না। তার জন্য আমি কেন বসে থাকবো?

তার হাজার দোষ থাকার শর্তেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্টহাসিতে ফেটে পড়েছে।
আমি তার হাজার খানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে।
এমন না যে আমি প্রতিশোধ প্রবণ। কিন্তু তাকে বুঝিয়েছি, প্রিয় মানুষ টার সম্মান রাখা নিজেরেই দায়িত্ব।
আমাকেও মূল্যায়ন করতে হবে, সে আমার একটা দোষ জানলে আমি তার হাজার টা জানি, আমি যখন কাউকে বলছি না সে কেন তা নিয়ে অন্য দের সাথে হাসাহাসি করবে?

এক আত্মীয়ের জন্য স্বেচ্চায় নিজেকে ছোট করেছিলাম, কিন্তু সে আড়ালেও আমাকে একটা ধন্যবাদ দেয় নি, এরপর থেকে আমি তার হাজার ডাকেও ফিরে তাকাই নি।

কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করে নি। আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না।

যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগে ছিলাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিলো, যখন আমার কাউকে দরকার ছিলো, আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করি নি৷

কারণ সে আমাকে ব্যবহার করেছে, মূল্যায়ন না৷

ঘরে হোক বা বাইরে যেকোন কাজে মূল্যায়ন দরকার। সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র।
আপনি যখন অফিসের র্নিদিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন। যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না। তখন আপনার মূল্যায়ন দরকার।

ঘরে সবাইকে খুশি আপনি করতে পারবেন না৷ কিন্তু যখন আপনি চেষ্টা করছেন তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয় মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না। কোন দিনেই না।

সংসার এইটা এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা, প্রত্যাশা শুধু বাড়বেই। কখনো কমবে না।

আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষেই নয়, হয় ঈশ্বর নয় কোন যন্ত্র। কিন্তু ঈশ্বরের মূল্য ও আপনাকে দেওয়া হবে না।
অকথ্য ভাষা বলতে দুইবার ভাববে না। সত্যি ভাববে না। বিশ্বাস করুন।
তাই নিজেকে অত টা বিলিয়ে দেবেন না প্লিজ যেখানে সবাই মাড়িয়ে যাবে আর একটা শব্দ ও করবেন না।

এতে যদি আপনি ঝগড়াটে বা বেয়াদব আখ্যা পান, মেনে নেবেন। বিশ্বাস করুন অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন। এইসব মানসিক যন্ত্রনা থেকে দূরে থাকবেন৷

বেশি করে কথা শোনার চাইতে, কম করে দেখবেন বেশি সুনাম পাবেন যদি মূল্যায়ন টা দাঁড় করাতে পারেন।
অনেক পরিবারে দেখবেন কিছু মানুষ কে যা ইচ্ছে শোনানো যায়, কারণ তারা আবার ঠিক তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষ কে অন্যরা ভয় পায় কারণ তার মুখে কিছু আটকায় না। বললে রাগ করে ফেলে। ভুলেও কিছু বলে ফেললে রেশ থাকে অনেক দিন।
এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায়।

মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে না এমন না৷ স্রেফ নিজেও যে একটা আলাদা মানুষ। ভুল হবে, দোষ থাকবে, আবার ভালোও হবে সেটা বুঝাবেন হেসে৷ সড়ে গিয়ে, চুপ থেকে৷ কিংবা আমার মতো লবণ ঢেলে দিয়ে।
কারণ মূল্যায়ন ব্যাপার টা কেউ এসে এইটা আপনাকে হাতে ধরিয়ে দিয়ে যাবে না। নিজেকেই করতে হবে সে জায়গা। সে মূল্যায়নের মনোভাব।

তাই নিজেকে মাঝেমধ্যে স্বার্থপর ও বানান যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যরা বুঝে।

#মূল্যায়ন

#দোলনা_বড়ুয়া_তৃষা

Photos from Saardar's-সরদার'স's post 08/01/2022

Stock out🙂

Photos from Saardar's-সরদার'স's post 04/01/2022

্রোডাক্টের_উপর_ছাড়

পেজের ১ বছর পূর্তি উপলক্ষে পেজের সব প্রোডাক্টের উপর পাবেন ১২% ছাড়।সব প্রোডাক্ট মানে সব প্রোডাক্ট।স্টকে থাকা সকল প্রোডাক্টের উপর এই ছাড় পাবেন।

প্রায় সকল প্রোডাক্টই লিমিটেড সংখ্যক স্টকে আছে।সো যে আগে নিবে সে আগে পেয়ে যাবে।
স্টক আউট হয়ে গেলে পরে আবার রিস্টক করে অফার প্রাইজে দিতে বলবেন না প্লিজ।
শাড়ি,শাল,ব্যাগ,টেবিল রানার সবগুলোর উপরই ছাড় পাবেন।

Photos from Saardar's-সরদার'স's post 16/12/2021

Stock out😊

Photos from Saardar's-সরদার'স's post 13/12/2021

একদম রিজেনেবল প্রাইজে পেয়ে যাবেন শাড়ি & মনিপুরী শালগুলো।
অল্প কিছু পিস স্টকে আছে,যেকোনো শাড়ি বা শাল অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি।

Photos from Saardar's-সরদার'স's post 13/12/2021

আমরা এডভান্স কোনো টাকা নেইনা,প্রোডাক্ট হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন।সাথে সারাদেশে সদর এরিয়াতে হোম ডেলিভারি পাবেন।

সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনে থাকার পরেও এমন একটা মাস্ট নিডেড ব্যাগ সবারই দরকার হয় যেটার ভেতরে প্রচুর স্পেস থাকবে,অনেক জিনিসপত্র ক্যারি করা যাবে,টেকসই হবে,দেখতে ট্রেন্ডি হতে হবে।এছাড়া এত জিনিস ক্যারি করতে নোংরা হলেও যেন ওয়াশ করা যায়।এই সবগুলো আদিবাসীদের তৈরি এই ব্যাগগুলোতে পাবেন।সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস প্রাইজ একদম রিজেনেবলে পাবেন।

Photos from Saardar's-সরদার'স's post 24/11/2021

এগুলো কিসের ব্যাগ?
-এগুলো আমাদের দেশীয় আদিবাসীদের তৈরি মারমা প্রিন্টেড থামি কাপড়ের ব্যাগ। কাপড়ের ব্যাগ মানে শুধু কাপড় নয় ভেতরে ফোম & এক্সট্রা পার্ট দেওয়া আছে।
ব্যাগগুলো যেখানে খুশি ফোল্ড করে রেখে দেওয়া যাবে,ওয়াশ করা যাবে & সাথে ম্যাচিং পার্স থাকবে।

প্রাইজ অনেক রিজেনেবল হওয়া ছাড়াও সারাদেশে ক্যাশ অন & হোম ডেলিভারির সুবিধা পাবেন।

Want your business to be the top-listed Shop in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

স্বাধীন বাংলাদেশ,আমাদের বাংলাদেশ🇧🇩❤️🇧🇩
আচ্ছা?😁
Spiderman from Jamuna Television তোমাদের অবদান আমরা কখনো ভুলব না🥰
স্টুডেন্টস পাওয়ার🔥🔥
জীবনে কখনো এমন কিছু দেখি নাই❤️✊
চাচা রকস🔥
কেউ জানত না,আমরা দেশটাকে এত ভালোবাসি!❤️
"Bir Chattala"A Day to Remember🇧🇩📍New market,Chittagong || August 3,2024~Salekin Siraj
রত্নগর্ভা মা🥰বাঘ জন্ম দিছে🔥🔥
বাঙালি দাবায়ে রাখতে পারবানা🥰উত্তাল জনসমুদ্র,ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার🔥৩ আগস্ট,২০২৪
উত্তরবঙ্গ 💥🔥ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড ৩আগষ্ট, ২০২৪
উত্তরবঙ্গ 💥🔥ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড ৩আগষ্ট, ২০২৪

Website

Address


Pabna

Other Shopping & Retail in Pabna (show all)
Anu Handicrafts Anu Handicrafts
Pabna, 6640

handicrafts

Hashtag DOT COM Hashtag DOT COM
Jalalpur Bazaar, Pabna Sadar
Pabna

Our main service is retail and wholesale. We believe in best quality and better service's.

Dola's Online Market Dola's Online Market
Atua Khapara , Pabna Sador
Pabna, 6600

এখানে মেয়েদের যাবতীয় থ্রি-পিচ এবং বিছ?

Roy mobile gallery Roy mobile gallery
Chatmohar
Pabna, 6630

new all offer

Ehan's Shop Ehan's Shop
Kasipur
Pabna, 6600

We sell all women fashion dress collection

Mother's collection Mother's collection
Bera
Pabna

PabnarLungi PabnarLungi
Ataikula
Pabna, 6601

পাবনার বিখ্যাত তাঁতের লুঙ্গী এবং গামছা

Shonali Dukkho fasion house Shonali Dukkho fasion house
Dhaka
Pabna, PABNA

Shonali dukkho fasion house offers you a best deal in time.select the product which you want and we

শখের ভুবন - Shokher Vubon শখের ভুবন - Shokher Vubon
Pabna, 6660

আস্সালামু আলাইকুম। ক্রুশের তৈরি ও হাতের কাজের তৈরি সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের পেইজে। –Sabrina

Norivo shop Norivo shop
Pabna

Mûmû Shops Mûmû Shops
Santhia Upozilla
Pabna, 6670

The quality of our products is very good, we want to satisfy the customer with our best. We want to get everyone's love through our product, everyone wants to be remembered.

Grand Attire Grand Attire
Paban
Pabna, 6600

Here we sell Latest Designed,High Quality Cotton Fabric,Exclusive,Fashionable,Stylish & Comfortable Salwar Kameez for wemen , even also Semi Stitched Georgette Embroidery Work Free...