m.a.ajgur

এম.এ.আজগর

11/12/2023

আল্লাহর কাছে যা চেয়ে পাননি এমন সব জিনিসের লিষ্ট যদি করেন, সম্ভবত লিষ্টটা বেশি বড় হবে না। কিন্তু আপনি না চাইতেও আল্লাহ আপনাকে যা দিয়েছে সে লিষ্টটা যদি করেন, দেখবেন লিখে শেষ করতে পারবেন না। তাই সর্বাবস্থায় বলুন الحمد لله

10/12/2023

ফেইসবুকের নতুন চমক,
কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি নীল হয় তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবংসহজে কেউ হ্যাক করতে পারবে না ।

01/12/2023

ধন্যবাদ
P Tv Patiya / পি টিভি পটিয়া

24/11/2023

ডিপ্রেশন দুর করার অন্যতম উপায়।

20/11/2023

.গা*লি দেয়াকে বর্তমান তরুণ প্রজন্ম একটা আর্ট মনে করেন ।😪
এই গা*লির ভেতরে কুরুচিপূর্ণ শব্দের সাথে জুড়ে দেয়া হয় মা বোন নানী বা বাবা দাদাদের।💔

আর এসব ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ ও করে না ।বন্ধু বন্ধুকে বিশ্রী ভাষায় গা*লি না দিলে নাকি ক্লোজ বন্ধু হওয়া যায় না ।তাছাড়া ভিজ্যুয়াল থেকে ভার্চুয়াল সব জায়গায় গা*লি দেয়াকে একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম ।😔
আসলে এই ট্রেন্ড তরুণদের মস্তিষ্ককে দিন দিন অসুস্থ করে তুলছে ।😓🥀

17/11/2023

ফুলের সুঘ্রাণ পেতে হলে, ফুলকে কাছে নিয়ে সুঘ্রান নিতে হয়,
আর দুর্গন্ধ আপনাআপনি নাকে চলে আসে।

ঠিক তেমনি অযোগ্য লোক আপনাআপনি কাছে চলে আসে,
কিন্তু যোগ্য লোক কে কাছে টেনে নিতে হয়।

13/11/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল। তাই, স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেবে।'

এডিসন তার মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন, ‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন, ‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।

স্যালুট মা ❤️❤️❤️

29/10/2023

সমাজ যত'ই চরিত্রের কথা বলুক,
মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে

28/10/2023

মানুষ যত উক্তিই শুনাক না কেন। দিন শেষে টাকা ছাড়া পুরুষ মানুষের কোন মূল্য নেই !

26/10/2023

𝗜'𝗺 𝗬𝗼𝘂𝗿...🥺❤️‍🩹🫶

𝗖𝗿𝘂𝘀𝗵
𝗕𝗲𝘀𝘁𝘂
𝗘𝘃𝗲𝗿𝘆𝘁𝗵𝗶𝗻𝗴
𝗳a𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱
b𝗲𝘀𝘁𝗳𝗿𝗶𝗲𝗻𝗱
𝗟𝗶𝗳𝗲𝗹𝗶𝗻𝗲
𝗷𝗮𝗻
𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗟𝗼𝘃𝗲𝗿
𝗟𝗶𝗳𝗲 𝗽𝗮𝗿𝘁𝗻𝗲𝗿
𝗻𝗼𝗿𝗺𝗮𝗹 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱
🌼✨..

20/10/2023

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দখলদার ইসরাইলে অগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল🇵🇸

?aksh

I Love Palestine ❤️❤️❤️
Today's the best Photo 🌿🥰
•🔵Beautiful
























🇸

16/10/2023

কেউ আপনার নাম ভাঙ্গালে,
চুপ থাকুন, দেখবেন আপনার
চুপ থাকা টাই ওর টেনশন এর কারণ হবে..।
🖋️এম.এ.আজগর

13/10/2023

প্রকৃত সুখ কিসে?শিক্ষা মূলক ভিডিও....

12/10/2023

ক্ষমার গুন টা সবার থাকে না,
ক্ষোভ নিয়ে একটি শিক্ষা মূলক ভিডিও...

10/10/2023

মাশাআল্লাহ,
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ট ধনি...

05/10/2023

নিজের লক্ষ উদ্দেশ্য নির্ধারণ করে,
প্রচেষ্টা বা পরিশ্রম করে গেলে,
সফলতা আপনার কাছে ধরা দিবে।

03/10/2023

পৃথিবীকে আপনি যতটুকু দিবেন,
টিক ততটুক ফেরত পাবেন!

25/09/2023

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ
নাতে রাসুল (দঃ) সন্ধা.

22/09/2023

ঈদে মিলাদুন্নবী(দঃ) সম্পর্কে শিক্ষামূলক ভিডিও
পাঠ-১
উৎসাহ পেলে আরো বানাবো। ইনশাআল্লাহ
ধন্যবাদ প্রিয় বন্ধু Iftekar Islam Tuhin
🎥Nayemur Rahmann

#মিলাদুন্নবী
#জুলুস
#চট্টগ্রাম
#পটিয়া

15/09/2023

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে।

প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,

‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'
-----
"আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বিপদের সময়ও সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে। "
✍🏼এম.এ.আজগর

08/07/2023

This reality ❤️💚🫠
m.a.ajgur

Photos from m.a.ajgur's post 07/07/2023

বিকাল টাইম রিফ্রেশ মোড.!

06/07/2023

এই ছবিতে পাইথনটি কিং কোবরা কে শ্বাসরুদ্ধ করেছে তখন কিং কোবরাটি পাইথনটিকে কামড় দিয়েছে। দুটি সাপই মারা গেছে। একটি মারা গিয়েছে বিষক্রিয়ায় অন্যটি মারা গিয়েছে শ্বাসরুদ্ধ হয়ে।

এভাবেই মানুষ পরস্পরকে ধ্বংস করে। বন্ধুত্ব শেষ করে, সম্পর্ক শেষ করে, পরিবার শেষ করে এবং নিজেদের বড় বলে জাহির করতে গিয়েই পরস্পরকে ধ্বংস করে।

কিছু মানুষ তাদের শক্তির অহংকারে অন্যদেরকে গলা টিপে ধরে। একে অপরকে ধ্বংস না করা পর্যন্ত পরচর্চা, হিংসা এবং প্রতারণার মাধ্যমে বিষক্রিয়া করে।

ভালবাসা, সমবেদনা, আনুগত্য এবং সততা ছড়াই।

The python suffocated the King Cobra while the king cobra bit it. Both snakes died, one from asphyxiation and the other from the venom.

And that is how people destroy each other. Friendships end, relationships end, and families end up decimating themselves because one always wants to be better than the other.

Some "smothering" people with their ego of superiority, others end up poisoning with gossip, envy, and deceit until they destroy each other.

Choose love, compassion, loyalty and honesty 🙏🏿
(ইংরেজিতে লিখা ক্যাপশনটি সংগৃহীত এবং ছবিটিও)

05/07/2023

সু-সময়ে সবাই পাশে থাকলে ও
দূর সময়ে কেও পাশে থাকে না,
তবে হ্যা দূর সময়ে যে আপনার পাশে থাকে
সেই আপনার প্রকৃত বন্ধু.
m.a.ajgur

05/07/2023

★একজন শিক্ষক কতটা হৃদয় বান হতে পারে আপনাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না
জানিনা লাইফে এরকম আর কাউকে পাবো কিনা, তবে আজকের এই দিনে বলতে পারি যে আমার লাইফে দেখা উন্নত মন-মানসিকতা এবং ভালো মনের মানুষের মধ্যে আপনি অন্যতম।

┏┓。・゚゚・。。゚♡🎈🎈
┃┗┛ 𝐚𝐩𝐩𝐲•°•♡🎁
┃┏┓┃ . 𝐛𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 🧁🍰
┗┛┗┛  ♡🎂 to you my dear sir
🎂
🌻জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন💐সুন্দর ও প্রাণবন্ত হোক আগামীর পথ চলা💐

★মহান রব্বুল আলামীন এর কাছে প্ররিয়াদ করছি যে আল্লাহ তায়ালা যেন মৃত্যুর আগে পর্যন্ত সন্মান এর জিন্দিগী দান করে,
প্ররিয়াদ করছি যে আল্লাহ যেন আপনার মতো এই মহান কর্মবীর কে নেক হায়াত দান করে,
আমিন

🖋️এম.এ.আজগর

05/07/2023

Assalamuallikum ✨
I hope your replay my salam ✨🖤

আমার অনুপস্থিতিতে যাদের হৃদয়ে নাড়া দেয় না...😅
আমি ধীরে ধীরে তাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছি... 🙂
✍এম.এ.আজগর

01/07/2023

এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। উপরোক্ত বগিতে
বৃদ্ধ একাই ছিলো।
হঠাৎ ১২ জন যুবক চলন্ত ট্রেনের
ঐ বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিলো।
ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিলো ।
হঠাৎ একটি যুবক বলে উঠলোঃ
"চল আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে
থামিয়ে দেই।"
>২য় যুবকঃ "না দোস্ত, লেখা আছে পাঁচ
শত টাকা জরিমানা অনাথায় ছয় মাস জেল।"
>১ম যুবকঃ "আমরা একশো টাকা করে
চাঁদা তুলি। বারোশো টাকা হবে বাকী
সাত শো টাকা দিয়ে লাঞ্চ করবো।
Let's fun friends" (বারোশো টাকা
তুলে ১ম যুবকের পকেটে রাখলো)

>৩য় যুবকঃ "দোস্ত, আমরা চেইন টেনে
ঐ বুইড়াটাকে দেখিয়ে দিলে পাঁচ শো
টাকাও বাঁচলো Fun হলো। আমরা ১২
জনে সাক্ষী দিলে টিটি মেনে যাবে।"
বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোড় করে
বললোঃ "বাবা, তোমরা আমার ছেলের
বয়সী। কেনো আমাকে বিপদের মধ্যে
ফেলবে?"

যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে
চেইনটা টান দিতেই। টিটি চলে এসে
জিজ্ঞাসা করলোঃ "কে চেইন টেনেছে?"
যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বললোঃ
"ঐ চাচা মিয়া টেনেছে।"
টিটি বৃদ্ধকে বললোঃ "অকারনে চেইন
টানলে পাঁচ শত টাকা জরিমানা অথবা
ছয় মাস জেল।"যুবকগুলো চিৎকার
করে বললোঃ "স্যার, বুইড়া অকারনেই
টেনেছে। হো হো হো হো........."

বৃদ্ধ একটু দাঁড়িয়ে বললোঃ
"টিটি সাহেব আমি বিপদে পড়েই চেইন
টেনেছি।"
টিটি বললোঃ "কি বিপদ?"
বৃদ্ধ বললোঃ "ঐ যুবকগুলো আমার
গলায় ছুরি ধরে আমার বারো শো টাকা
ছিনতাই করেছে।"
টিটি বললোঃ "কি সর্বনাশ?"
বৃদ্ধ বললোঃ "দেখুন ঐ যুবকটির পকেটে
টাকা আর ঐ ব্যাগে ছুরি।"
টিটি পুলিশ কল করে ১২জন যুবককে
গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো।
তখন বৃদ্ধ তার পাকা চুল/দাড়ি দেখিয়ে
যুবকগুলোকে বললোঃ
"এইগুলো বাতাসে পাকে নাই"

একটু হাসানোর চেষ্টা। 😁কেমন লাগলো সবার?

এম. এ. আজগর
m.a.ajgur

28/06/2023

দেশ-প্রবাসের সবার তরে ঈদুল আযহার শুভেচ্ছা !
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক ♥️

Want your business to be the top-listed Media Company in Patiya?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ধন্যবাদ P Tv Patiya / পি টিভি পটিয়া
ডিপ্রেশন দুর করার অন্যতম উপায়।
ফুলের সুঘ্রাণ পেতে হলে, ফুলকে কাছে নিয়ে সুঘ্রান নিতে হয়, আর দুর্গন্ধ আপনাআপনি নাকে চলে আসে। ঠিক তেমনি অযোগ্য লোক আপনাআপ...
দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দখলদার ইসরাইলে...
কেউ আপনার নাম ভাঙ্গালে,চুপ থাকুন, দেখবেন আপনার চুপ থাকা টাই ওর টেনশন এর কারণ হবে..।🖋️এম.এ.আজগর
প্রকৃত সুখ কিসে?শিক্ষা মূলক ভিডিও....
মাশাআল্লাহ,পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ট ধনি...
নিজের লক্ষ উদ্দেশ্য  নির্ধারণ করে, প্রচেষ্টা বা পরিশ্রম করে গেলে, সফলতা আপনার কাছে ধরা দিবে।
আপনি যতটুকু দিবেন,পৃথিবী টিক ততটুকু ফেরত দিবে আপনাকে।
হুজুর আল্লামা তাহের শাহ(মা.)সম্পর্কে কিছু কথা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ নাতে রাসুল (দঃ)  সন্ধা.
ঈদে মিলাদুন্নবী(দঃ) সম্পর্কে শিক্ষামূলক  ভিডিও পাঠ-১উৎসাহ পেলে আরো বানাবো। ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় বন্ধু Iftekar Islam...

Category

Telephone

Address

Patiya
Patiya
20201

Other Digital creator in Patiya (show all)
Fifa world cup Fifa world cup
Patiya

All Tournament highlight,All drama,life style,and cultural vedio.

Rainbow page TRP Rainbow page TRP
Patiya

travel

It’s Arman It’s Arman
Patiya, Chattogram
Patiya

Assalamualaikum this is my new page �

চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু
Patiya
Patiya

আপনি আমার জীবনে কঠোর রোদ্দুর দিনে অঝোর ধারায় বৃষ্টি হয়ে আসুন! 🌺💚 A 🫶🌻

Dr. Ris Guy Dr. Ris Guy
Patiya, 4370

🇧🇩⚕️👨‍⚕️🇨🇳 Failures are temporary but success is Permanent💪 Life is nothing without struggle🤗

Jannatul Mawa Jannatul Mawa
Patiya

আইডিতে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছি! একসেপ্ট করো। জুলায়ে লাভ নাই ✅ পরে জুলতে হবে ✍️💝🎋 ধন্যবাদ প্রিয়..

𝕁𝕦𝕤𝕥 𝕊𝕞𝕚𝕝𝕖. It’s Jahid 𝕁𝕦𝕤𝕥 𝕊𝕞𝕚𝕝𝕖. It’s Jahid
Patiya

Ami Nijer mato kore takte balobashi

K.S Tipu K.S Tipu
Patiya

Hi...My name is Kazi Tipu I am a Blogger ...plz Like & share My page ... Thank you....�

Joya Shill Joya Shill
Patiya
Patiya, 4370

Bi Go TV Bi Go TV
Asiya
Patiya

বি গো টিবি সবাই বিডিও গুলা সাপোর্ট করবেন