Rakib Engineering World

✅..........সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ই পারে তোমাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে.......✅.(REW)

18/03/2024

“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”

17/03/2024

মাজে মাজে মনে হয় যে হাল ছেড়েদি। কিন্তু পরক্ষনেই মনে পরে যে আমি নিজকে কথা দিয়েছি,, যে আমি প্রমান করে দেখবো যে আমিও পারি!!

01/03/2024

প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।

27/02/2024

"আকাশের দিকে তাকাও। আমরা একা নই , পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব"

26/02/2024

“বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ, তারা লক্ষ্য নিয়ে ঠিকমত পরিকল্পনা করে না, এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায়, এবং কিভাবে পৌঁছাতে চায়”

25/02/2024

“যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”

20/02/2024

“সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না”

20/02/2024

“একজন মানুষের অর্জন কত বড়, তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে”

20/02/2024

“যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো”

15/02/2024

স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না ——— ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।

15/02/2024

অন্যকে দেখে নিজেকে কখন ছোট ভাববেন না, বা নিজেকে দুখীঃ ভাববেন না। অনের দৃষ্টিতে নিজেকে দেখুন দেখবেন আপনি অনেক বেশী সুখী

14/02/2024

“তােমার একটি ছােট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রার শুরু হতে পারে।”

14/02/2024

সফলতা নিয়ে বিখ্যাত ১০ টি উক্তি

১.“ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”
– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

২. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি”
– পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)

৩. “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”
– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)
৪. “যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে”
– ম্যালকম এক্স

৫.. “আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া”
– মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)

৬. “একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন”
– উইলিয়াম জেমস (আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী)

৭. “সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”
– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

৮. “সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”
– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)

৯. “অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার”
– উইলিয়াম ফেথার (বেস্ট সেলিং লেখক)

১০. “রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে”
– স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স
Rakib Engineering world

14/02/2024

“প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন।”

13/02/2024

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”

-হযরত আলী (রাঃ)

13/02/2024

তোমার পরে যাওয়া মানে হেরে যাওয়া নয়, তুমি মানুষ কোনো দেবতা নয়.. পরে যাও, ওঠো, দৌড়াও, নিজেকে গড়ে তোলো…সফলতা তোমায় ধরা দিবে ইনশাআল্লাহ..

12/02/2024

নিজেকে নিজেই টেনে তুলতে হবে.. কেউ আসবেনা ভরসা হতে… যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, নাহয় দুর্বল করে দেবে…নিজেকে নিয়ে নিজেকেই চিন্তা করতে হবে,,

09/02/2024

Rakib Engineering world

08/02/2024

যারা মূল্য দিতে জানে তাদের কাছে আপনি মূল্যবান গল্পটি পড়ুন মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'

ছেলেটা বললো, 'একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে...'।
Rakib Engineering World
Rakib Engineering world

06/02/2024

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, "হ্যাঁ, এমন একজন আছেন, যিনি আমার চেয়েও ধনী।" এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, "এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না।" আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, "হ্যাঁ, আপনি বিল গেটস।" আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, "আপনার মনে আছে?! আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, "হ্যাঁ, মনে আছে।" আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব।’' বিক্রেতা বললেন, "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?" আমি জিজ্ঞাসা করলাম, "কিন্তু, কেন?" তিনি বলেছিলেন, "আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখন-ই যখন আপনি বিশ্ব৷

26/01/2024

“যতক্ষণ মোবাইল হাতে থাকে, ততক্ষণ আমরা ভালো থাকি। জরুরী কোন কাজ নেই, তবুও মোবাইল ছাড়া আর কিছুই ভালো লাগে না। জানি পড়ালেখা করা উচিত, কিন্তু বই হাতে নিলে আর পড়তে ইচ্ছে করে না। জানি ফেসবুক নেশা হয়ে যাচ্ছে, নেশা কাটানো উচিত, কিন্তু পারি না। মোবাইল না থাকলে নিজেকে অসহায় এর মতো লাগে...ইত্যাদি”
এগুলো আমাদের অসুস্থ মানসিকতার পরিচয় দেয়!💔
রুচিবোধ উন্নত করুন। জীবনটা কে বুঝতে শিখুন, মোবাইলই আমাদের জীবন নয়। পড়ালেখা করে সুন্দর একটা ক্যারিয়ার গঠন করতে হবে! এরপর জীবনে অর্থপূর্ণ কিছু একটা করে যেতে হবে আপনাকে,🔥 পৃথিবী তাকিয়ে আছে!

👉 যেকোন কিছুর প্রতি নেশা এক ধরনের প্রতিবন্ধকতা, নিজকে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত রাখুন।🖤 অসুস্থ মানসিকতা পরিহার করুন।
সফলতার বুনেন,,, স্বপ্নকে বড় করে দেখুন,,,

Rakib Engineering World

Rakib Engineering World - YouTube 19/01/2024

সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এর জন্য,Auto CAD,2D,এবং 3D Max এর বেসিক ফ্রি ক্লাস করানো হবে Rakib Engineering world ইউটিউব চ্যানেলে যদি কেউ ক্লাস করতে চান তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন,, কিছু দিনের মধ্যে ই ক্লাস শুরু করা হবে ইনশাআল্লাহ,

Rakib Engineering World - YouTube Welcome to Rakib Engineering world. Rakib Engineering World is an Engineering institute ..........

15/01/2024

আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন,, আপনাকে অবশ্যই বাস্তব কাজ জানতে হবে,,,,,, আপনাকে জানতে হবে Auto CaD এর কাজ,,,, জানতে হবে 3Ds Max এর কাজ,,, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আপনি যদি না জানেন যে কিভাবে Auto Cad এর ম্যাধ্যমে একটি বিল্ডিং এর ডিজাইন করতে হয়?,,,,, তাহলে কি লাভ হবে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে? আপনি যদি বাস্তব কাজ না জানেন তাহলে আপনাকে কখনোই কোনো চাকরিতে নিবে না,,,,,, তাহলে তো মানুষের মুখে প্রচলিত ঔ কথাটাই রয়ে গেলো যে ডিপ্লোমা করে চাকরি পাওয়া যায় না,,!!
আসলে মানুষ তো জানে দোষটা ডিপ্লোমার না দোষটা আপনার এবং আমার,,,,,!!

তাই সবাই যে যেই ডিপার্টমেন্ট এ আছেন তার বস্তব কাজ গুলো দ্রুত শিখে নিন,,,,, যদি আপনার জীবেন একটা ভালো পর্যায়ে যাওয়ার বা বড় কোনো চাকরি পাওয়ার স্বপ্ন দেখে থাকেন....

Rakib Engineering World

12/09/2023

ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এর একজন ছাত্র কীভাবে স্কিল অর্জন করে থাকে,,,, পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়াশোনার সাথে সাথে বাস্তব প্রশিক্ষন করানো,,, বইয়ের পড়ার সাথে মিলিয়ে বাস্তবে প্রশিক্ষন করানো হয়,,,, ছাত্রদের শেখানো হয় কিভাবে কঠোর পরিশ্রম করতে হয় ,,,, কিভবে এই পড়াশোনাকে বাস্তবে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়,, আর যারা কঠোর পরিশ্রমকে ভয় পায় না তারাই হয়ে ওঠে একজন আদর্শ ইঞ্জিনিয়ার,,

(Rakib Engineering Institute)

03/09/2023

⭕বাস্তবতা ⭕

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ দামী গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

(কথাগুলো সাবিদ রায়হান স্যার এর কাছ থেকে নেওয়া)

(Rakib Engineering Institute)

28/08/2023

⭕ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজির জব সেক্টর⭕

✅বিপিএসসি(BPSC) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

১. বিআরটিএ (BRTA)

২. জুনিয়র ইন্সট্রাক্টর (পলিটেকনিক)

৩. জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)

৪. ইনস্ট্রাক্টর/সিনিয়র ইনস্ট্রাক্টর ( TTC , টেকনিক্যাল ট্রেনিং সেন্টার)

৫. RHD ( রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট)

৬. গণপুর্ত অধিদপ্তর (PWD)

৭. রেলওয়ে

৮. নৌ পরিবহন মন্ত্রণালয়

৯. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

১০. ড্রিলিং প্রকৌশল (বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ সম্পদ মন্ত্রণালয়)

বিদ্যুৎ সেক্টরঃ

১. বিপিডিবি BPDB (Bangladesh power development board)

২. ডিপিডিসি DPDC (Dhaka power distribution company limited)

৩. BREB (Bangladesh Rural Electrification Board)

৪. PBS

৫.ডেসকো DESCO (Dhaka electric supply company limited)

৬. ইজিসিবি EGCB (Electric supply company limited)

৭.পিজিসিবি PGCB (Power grid company of Bangladesh)

৮.আরপিসিএল RPCL (Rural power company limited)

৯. এপিএসসিএল APSCL (Ashuganj power station company limited)

১১. B R POWEGEN LTD

এবং আরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেঃ-

১. বিএডিসি BADC (Bangladesh agricultural development board)

২. BWDB (Bangladesh water development board)

৩. BARC

৪. BEPZA

৫. DTCA

৬. BDDCL

৭.DNCC

৮.DSCC

৯. SGCL

১০. TGDCL

১১. BGFCL

১২. RPGCL

১৩. PGCL

১৪. BGDCL

১৫. MES

১৬. CAAB

(Rakib Engineering Institute)

Want your school to be the top-listed School/college in Patuakhali?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address

Mirzagong
Patuakhali
8610

Other Education Websites in Patuakhali (show all)
TTC Patuakhali TTC Patuakhali
Kalikapur
Patuakhali, 8600

TTC Patuakhali

Prodip ovi Prodip ovi
Patuakhali
Patuakhali, 8600

Education is the process of facilitating learning, or the acquisition of knowledge, skills, values, beliefs, and habits. Educational methods include teaching, training, storytellin...

MD.Kalam-cfm-education MD.Kalam-cfm-education
Galachipa
Patuakhali, 8640

it's online educational page

Siddik Paramedical & Technology Foundation, Patuakhali Siddik Paramedical & Technology Foundation, Patuakhali
Beyamagar Moor
Patuakhali, 8600

সমাজসেবা ও আত্মনির্ভরশীল চিকিৎসক প্র

Jainkathi A.k.M Islamia Dakhil Madrasah Jainkathi A.k.M Islamia Dakhil Madrasah
Patuakhali
Patuakhali

Education is the process of facilitating learning, or the acquisition of knowledge, skills, values, morals, beliefs, and habits. Educational methods include teaching, training, sto...

Sakiks Academy Sakiks Academy
Mohila Collecge Road
Patuakhali, 8600

Sakiks Academy is the online education platform in Bangladesh. We Provide Quality education each day

লাওহে মাহফুজ মডেল মাদ্রাসা লাওহে মাহফুজ মডেল মাদ্রাসা
Patuakhali
Patuakhali, 8600

বিশ্বজয় যাদের স্বপ্ন ,আমরা আছি তাদের জন্য,

Teach for Kuripaika Teach for Kuripaika
পশ্চিম কুড়িপাইকা
Patuakhali, 8600

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্রী পাঠশালা। পাশাপাশি সামাজিক-সেচ্ছাসেবী কাজ করা হয়।

Friends n family - fnf Friends n family - fnf
Patuakhali
Patuakhali

Hult Prize at PSTU Hult Prize at PSTU
Patuakhali Science And Technology University
Patuakhali, 8600

We challenge young people to solve the world’s toughest issue.

Niall-TecH Niall-TecH
Dashmina
Patuakhali

This page will be uploaded to YouTube channel videos, upload videos and other videos, including news and stories, stay tuned.