Fast Care Physiotherapy Center

Fast Care Physiotherapy Center

ফাস্ট কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যা

31/10/2023

জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক ছেলে মেডিক্যাল সেন্টার এর জন্যে প্রয়োজন ৮ম শ্রেণী পাশ হলেও চলবে যারা কাজ করতে ইচ্ছুক ইনবক্সে মেসেজ করুন ডিউটি টাইম সকাল ৯:০০ হতে শুরু রাত ৮-৯ টায় শেষ তবে রুগীর উপর ভিত্তি করে। বেতন আলোচনা সাপেক্ষে। ০১৬১১৫৫৬৩৭৩ এই নাম্বার এ যোগাযোগ করুন,

30/07/2023
Photos from Fast Care Physiotherapy Center's post 17/03/2023
15/07/2022
Photos from Fast Care Physiotherapy Center's post 16/09/2021

1. PLID
2. Herniated Disc
3. Sciatica :- Sciatic Nerve Pain

Photos from Fast Care Physiotherapy Center's post 16/09/2021

Calcaeneal Spur/ পায়ের গোড়ালি ব্যাথা—ঃ

মানুষের পায়ের দুটি অংশঃ-
- গোড়ালি
- পায়ের পাতা

সাধারণত ক্যালকেনিয়াল স্পার - ই গোড়ালি ব্যথার কারণ।

আর ক্যালকেনিয়ান স্পার নামক রোগটি হলো, পায়ের ক্যালকেনিয়াম হাড়ের একটু বাড়তি হাড় তৈরী হয় যার কারণে পায়ের গোড়ালিতে ব্যথা হয়।

কাদের হয়ঃ-
- উচ্চতার তুলনায় ওজন বেশি।
- ডায়াবেটিস।
- মেয়েদের মধ্যে এ সমস্যা বেশি হয়।
তবে যেকোন লোকেরই হতে পারে।

কি কারণে হয়ঃ-
-অধিক ওজন,
-অধিক হাটা,
-শক্ত তলা বিশিষ্ট জুতা /খরম ব্যবহার,
-পায়ের গোড়ালিতে আঘাত,

কি করে বুঝবেনঃ-
- সকালে ব্যথার মাত্রা বেশি থাকবে, পরবর্তী বেলায় আস্তে আস্তে কমে যাবে।
- ব্যথার ধরন শুই এর খোঁচার মতো মনে হবে।

স্পেশাল টেস্টঃ- ফিজিক্যল এক্সামিনিশন

যে ভাবে করবেন -
পায়ের গোড়ালিতে হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরে এদিক ওদিক নাড়ুন ব্যথা বাড়লে টেস্ট পজেটিভ।

প্রতিরোধ এর উপায়ঃ-
- ঘরে এবং বাহিরে সব সময় নরম স্যান্ডেল পায়ে দিন
- এমন জুতা পায়ে দিন যাতে পায়ের গোড়ালি আঙ্গুল থেকে একটু উপরে থাকে।

চিকিৎসাঃ- ফিজিওথেরাপি
- হট পেক/ গরম সেক
- আল্ট্রাসাউন্ড থেরাপি
- ওয়াক্স/ মোম থেরাপি
- নিডিং

উপদেশঃ-
- হাই হিল জুতা পরবেন না।
- অতিরিক্ত ওজন বহন করবেন না।
- কোন প্রকার মালিশ ব্যবহার করবেন না।
- মোটা ব্যক্তিদের ওজন কমতে হবে।
- নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিন।

সুতরাং ফিজিওথেরাপির নামে কোন টেকনিশিয়ান নয়,অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর শরণাপন্ন হউন সুস্থ থাকুন।

একমাত্র আমাদেরই রয়েছে অভিজ্ঞ ডাক্তার, ফিজিওথেরাপিস্ট,অান্তরিক সেবা ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত ফিজিওথেরাপি সেন্টার।
এছাড়াও আমাদের রয়েছে ফিজিওথেরাপি হোমসার্ভিস।স্ট্রোক,প্যারালাইসিস রোগীদের বাড়িতে গিয়ে সল্প খরচে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি হোমসার্ভিস দেওয়া হয়।
যোগাযোগ এর ঠিকানা —ঃফাস্ট কেয়ার ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলেটেশন সেন্টার, নাজমা প্যাথলজির পশ্চিমে, এ্যাপোলো ভিলার নিচ তলা, কাটাবাড়ি রোড, ফুলবাড়ি, দিনাজপুর
মোবাইল নং —ঃ 01711244419 অথবা 01723110102
সেবা নিন,আস্থা রাখুন,সুস্থ্য থাকুন।

09/07/2021

My Chamber fast care physiotherapy and rehabilitation center

Want your practice to be the top-listed Clinic in Phulbari?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Katabari(near Nazma Pathology)Phulbari, Dinajpur
Phulbari
5260

Other Medical & Health in Phulbari (show all)
TIENS - Fulbari Shop TIENS - Fulbari Shop
TT Mor, Fulbari, Dinajpur
Phulbari, 5260

TIENS – Fulbari Shop হলো সরাসরি কোম্পানীটির অনুম?