Miftahul Ummah Cadet Madrasah

পড় তোমার প্রভুর নামে

07/04/2023

ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। বেফাকুল মাদারিসের সাবেক মহাপরিচালক, শায়খুল হাদীস আল্লামা যুবায়ের আহমদ চৌধুরী আজ ইফতারের সময় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুক। আমিন!

#মাদ্রাসা #উম্মাহ #মিফতাহুল_উম্মাহ ুরআন_শিক্ষা #নামায #কুরআন #মাদ্রাসা #মাদরাসা #ক্যাডেট_মাদ্রাসা

14/03/2023

#রোজা #রমাদান #রমজান #রমজানের_গুরুত্ব #রোজার_ফজিলত #রোজা_রাখি_সুস্থ_থাকি #রোজা_রাখলে_ক্যান্সারের_জীবাণু_ধ্বষ #ক্যান্সার_নামের_মরন_ব্যাধি_থেকে_বাঁচা_যায়

09/02/2023

হৃদয় ছিঁড়ে যায়।

#সিরিয়া #ভূমিকম্প

29/01/2023

আলহামদুলিল্লাহ!
আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ থেকে,গাউসুল আজম জামে মসজিদ উত্তরা ঢাকা-য়। পূর্বের ন্যায় প্রতি মাসে ৩য় ও ৪ চতুর্থ জুমার নামাজ পড়াবেন পীরে কামেল,
আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী হাফি।

29/01/2023

পৃথিবীতে এমন একজন নারী ছিলেন তার বাবা ছিলেন নবী, স্বামি ছিলেন নবী, ভাই ছিলেন নবী, এমনকি সন্তান ছিলেন নবী, বলেন তো কে সেই ভাগ্যবতী নারী।

21/01/2023

প্রতিদিন সকাল সকাল ছোট্ট পিঁপড়াটি অফিসে এসেই কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রচুর কাজ করে সে, সময় কাটে তার চমৎকার সুখে।

অফিসের প্রধান, সিংহ অবাক হয়ে লক্ষ করে কোনো ধরণের সুপারভিশন ছাড়াই পিঁপড়া কাজ করে যাচ্ছে। সুপারভিশন ছাড়াই যদি পিঁপড়া এত কাজ করতে পারে, সিংহ ভাবে, তাহলে একজন সুপারভাইজার থাকলে তো সে আরো বেশি কাজ করতে পারবে।

সিংহ তাই তেলাপোকাকে সুপারভাইজার পদে নিয়োগ দিল; সুপারভাইজার হিসেবে তেলাপোকার রয়েছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং চমৎকার সব রিপোর্ট লেখায় তার বেশ সুনাম।

তেলাপোকার প্রথম পদক্ষেপ হলো অ্যাটেনডেন্স সিস্টেমে একটি ঘড়ির ব্যবস্থা করা। লেখার কাজে তাকে সাহায্য এবং লেখা টাইপ করার জন্য একজন সেক্রেটারিরও প্রয়োজন হলো তার।

তেলাপোকা মাকড়শাকে তার সেক্রেটারি পদে নিয়োগ দিল, যার কাজ হলো সব নথিপত্র ম্যানেজ করা এবং ফোন কল তদারক করা।

তেলাপোকার রিপোর্ট দেখে সিংহ খুব খুশি হলো। সে তেলাপোকাকে নির্দেশ দিল প্রোডাকশন হার এবং ট্রেন্ড অ্যানালাইসিসের গ্রাফ তৈরি করে দিতে যাতে সেগুলি বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা যায়।

তেলাপোকা এ কাজের জন্য একটি নতুন কম্পিউটার এবং একটি লেজার প্রিন্টার ক্রয় করল। এবং আই.টি. ডিপার্টমেন্টের দায়িত্ব নেয়ার জন্য মাছিকে নিয়োগ দিল।

পিঁপড়া, একদা যে প্রচুর কাজ করত এবং হাসি খুশি ছিল, এত সব পেপারওয়ার্ক, মিটিং অপছন্দ করা শুরু করল, কারণ এগুলি তার মূল কাজের অধিকাংশ সময় নষ্ট করতে লাগলো।

সিংহ এবার সিদ্ধান্ত নিল পিঁপড়া যে ডিপার্টমেন্টে কাজ করে, তার সামগ্রিক দায়িত্ব নেয়ার জন্য কাউকে নিয়োগ দেয়া দরকার। এ কাজের ভার দেয়া হলো সিকাডা'কে, যার প্রথম কাজ হলো একটি কার্পেট এবং একটি এরগোনমিক চেয়ার কেনা।

সিকাডা'রও দরকার হলো একটি কম্পিউটার, এবং একজন ব্যক্তিগত সেক্রেটারির, যাকে সে তার আগের অফিস থেকে নিয়ে আসলো। সিকাডা বাজেট কন্ট্রোল স্ট্রাটেজিক অপটিমাইজেশন প্ল্যান এর উপর বেশ জোর দিল।

কিন্তু পিঁপড়ার ডিপার্টমেন্ট এখন একটি বিষণ্ণ জায়গায় পরিণত হলো; সেখানে কাজ করে কেউ আর হাসে না, সবারই মন ভার থাকে।

ঠিক সে মুহূর্তে সিকাডা সিংহকে বুঝালো যে একটি ক্লাইমেটিক স্টাডি বেশ জরুরি হয়ে পড়েছে। পিঁপড়ার ডিপার্টমেন্টের পারফরমেন্স পর্যালোচনা করে সিংহ দেখল প্রোডাকশন বেশ কমে গেছে, তাই সে পেঁচার শরণাপন্ন হলো সমাধানের জন্য। পেঁচা বিশ্বখ্যাত, স্বনামধন্য একজন কনসালট্যান্ট।

পেঁচা তিন মাস ধরে কাজ করে বিশাল এক রিপোর্ট তৈরি করল। রিপোর্টটি কয়েকটি বড় বড় খন্ডে বিভক্ত, যার সারমর্ম: পিঁপড়ার ডিপার্টমেন্ট ওভারস্টাফড।

মোটিভেশনের অভাব এবং নেগেটিভ অ্যাটিটিউডের কারণে পিঁপড়াকে ছাটাই করা হলো।

[গল্পে বর্ণিত সব ঘটনা, চরিত্র কাল্পনিক]

#উম্মাহ #ক্যাডেট #মাদ্রাসা #মাদরাসা

10/11/2022

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শঃ
-------+
#এক : বাচ্চা মেধাবী কিনা নাজেরা শিক্ষককে জিজ্ঞাসা করুন । বাচ্চা মেধাবী হলে হিফযে দিন। মেধা দুর্বল হলে হিফযে দিবেন না।

#দুই : মেধা ভালো। হিফযে দিছেন। কিন্তু সে হিফযে পড়তে বিলকুল আগ্রহী না। অসহ্য লাগে। পালিয়ে আসে। হিফযের চিন্তা বাদ দিয়ে কিতাবখানার ক্লাসে ভর্তি করে দিন।

#তিন : মেধা দুর্বল। তবুও আশা করে হিফযে দিছেন। পারছে না। শত চেষ্টা করেও হচ্ছে না। অতিরিক্ত চাপ না দিয়ে কিতাবখানার ক্লাসে ভর্তি করে দিন।

#চার : হাফিয হওয়া ফরয ওয়াজিব কিছু না। অতিরিক্ত আবেগী হয়ে বাচ্চার সময় ও জীবন নষ্ট করবেন না।

#পাঁচ : উস্তাদের দোয়া নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দোয়া ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার পড়ার উন্নতি হবে না।

#ছয় : আল্লাহর খাস রহমত ও বাচ্চার স্বতস্ফুর্ত অবিরাম চেষ্টা সাধনা ছাড়া হাফিয হওয়া যায় না। এজন্য হালাল হারাম মেনে চলুন। বেশি বেশি দোয়া ও আমল করতে থাকুন।

#সাত : হাফিয হওয়া সম্মানের সৌভাগ্যের। তবে বাচ্চার অবস্থা বিবেচনা করতে হবে। অভিভাবকের ভুলের কারণে বাচ্চার জীবন যেনো হুমকির মুখে না পড়ে।

#আট হাফিয হওয়ার পর ভালো আলিম বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু হাফিয হওয়ার মধ্যে পরিপূর্ণ কল্যাণ নেই।

আল্লাহ জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত কুরআনের খেদমতের জন্য কবুল করে নিন।আমিন

কালেক্টেড

#ক্যাডেট #মাদ্রাসা #উম্মাহ

06/11/2022

29/10/2022

তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ এটা কাউকে বুঝতে দিও না। কারণ ভেঙে যাওয়া বাড়ির ইট, বালু, রাবিশ পর্যন্ত মানুষ খুলে নিয়ে যায়।

22/10/2022

একটু হাসি
😅🤣😚
স্ত্রী চিঠি লিখছে স্বামীর কাছে। কিন্তু, দাড়ি-কমা সম্বন্ধে কোন জ্ঞান না থাকায় ভুল স্থানে দাড়ি বসাতেই সেই প্রিয় চিঠি হয়ে গেল আজব চিঠি !
চিঠিটি হলো••••😉🙃

" ওগো, সারাটা জীবন বিদেশেই কাটালে এ ছিল। তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়াছে উঠানটা। জলে ডু*বিয়া গিয়াছে ছোট খোকা।স্কুলে যেতে চায় না ছা*গ*লটা। সারাদিন ঘাস খাইয়া ঘুমাইয়া থাকে তোমার বাবা। বার মাস পেটের অ*সুখে ভুগিতেছে বাগানটা।আমে ভরিয়া গিয়াছে ঘরের চালটা। স্থানে স্থানে ফুটো হয়ে গিয়েছে গা*ভীর পেট। দেখিলে মনে হয় বা*চ্চা দিবে করিম এর বাপ। রোজ দুই হালি করিয়া ডিম দেয় বড় বউ। রান্না করিতে গিয়া হাত পু*ড়িঁয়া ফেলেছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা। দাড়ি কাটিতে গিয়ে গা*ল কাটিয়া ফেলেছে নুড়ীর মা। প্র/স/ব বেদনায় ছটফট করিতেছে নুড়ীর বাপ। বার বার ফিট হইয়া যাইতেছে ডাক্তার। সাহেব আসিয়া গিয়াছে। এমতাবস্থায় তুমি বাড়ী আসিবে না । আসিলে অত্যন্ত দুঃখিত হইব।

ইতি
তোমার বউ।

20/10/2022

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন তা জানার চেষ্টা করি না।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি। আর কথা বলা পাখির মতই অন্যদেরকে সুদ ঘুষ যেনা ব্যবিচার পরনিন্দা থেকে বিরত থাকতে বলতেছি। আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।

আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন -আমীন।

-সংগ্রহ

#ক্যাডেটমাদরাসা #মাদ্রাসা #উম্মাহ

18/10/2022

বিশ্ব ইজতেমা সফল হোক। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমীন!

29/09/2022
Want your school to be the top-listed School/college in Pirojpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

হৃদয় ছিঁড়ে যায়।#Madrasah #ummah #সিরিয়া #ভূমিকম্প

Category

Telephone

Website

Address

Pirojpur
Pirojpur
8541

Other Schools in Pirojpur (show all)
Haji Gonj High School, Mathbaria, Pirojpur Haji Gonj High School, Mathbaria, Pirojpur
Pirojpur, 8560MOTHBARIA,PIROJPUR

Talimul Raju's Online School Talimul Raju's Online School
Parerhat Road
Pirojpur, 8500

It is a online school for all learners around the world.

Indurkani F.Karim Alim Madrasah Indurkani F.Karim Alim Madrasah
Sadar Road
Pirojpur, 8502

Addmision going on

Parerhat rajlaxmi online school Parerhat rajlaxmi online school
Parerhat, Indurkani
Pirojpur

Parerhat R.L. Secondary School & College is an ancient institute located at Umedpur,Indurkani,Pirojpur.EIIN no 102960.It was established on 06 january,1921,by famous land lord SURJ...

হরিণপালা -২ সপ্রাবি হরিণপালা -২ সপ্রাবি
Bhandaria
Pirojpur

It's a primary school

Little Flower pre-cadet School Little Flower pre-cadet School
Chalna, Namazpur
Pirojpur, 8500

"Little flower pre-cadet school" শিশুদের জন্য একটি ফুলের বাগান।

Khan Online School Khan Online School
Pirojpur

শিশুশিক্ষার অনলাইন সহায়ক। আমি যা জানি/শিখি, তা আপনাদের সাথে শেয়ার করি। #প্রাথমিকশিক্ষা #শিশুশিক্ষা

Genius English  Medium School,Pirojpur. Genius English Medium School,Pirojpur.
Pirojpur, PIROJPUR

Educational Service (present kids)

ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়
Indurkani
Pirojpur, 8502

সমা‌জের বি‌শেষ চা‌হিদা সম্পন্ন শিশু‌দের মা‌ঝে শিক্ষার আ‌লো ছ‌ড়ি‌য়ে দি‌তে আমরা বদ্ধ প‌রিকর।

HSC  ICT Solutions HSC ICT Solutions
Mathbaria Pirojpur
Pirojpur, 8560

You can get answers about your problem with Information and Communiton Technology Subject

Fahaman foyaz Fahaman foyaz
পিরোজপুর সদর
Pirojpur, ৮৫০০

আসসালামু আলাইকুম আমাদের নতুন পেইজে আপনাদের সবাইকে স্বাগতম