Designer Youth Society Bangladesh
Designer Youth Society Bangladesh
আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ তার সংসদীয় এলাকা পিরোজপুরে অনুষ্ঠিত হইবে
আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জানাজা নামাজ পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে
- আল্লামা সাঈদী পারিবারিক কবরস্থান থেকে সরাসরি
স্বাদে গুণে অতুলনীয় বগুড়ার সেরা বারী পান
সরাসরি: টুঙ্গিপাড়ায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
রেজা কিবরিয়ার সংবাদ সম্মেলন । সরাসরি . . .
কি হবে বেচে থেকে
আইনুদ্দীন আল আজাদ
কুরবানী নিয়ে বর্তমান মুসলিম সমাজে যত ভুল
- শায়খ আহমাদুল্লাহ
লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান
আজ প্রবিত্র হজ্ব
🎯 OUR SERVICE 👇
👉Visual Identity Graphic Design
👉Marketing & Advertising Graphic Design
👉User interface Graphic Design
👉Publication Graphic Design
👉Packaging Graphic Design
👉Motion Graphic Design
👉Environmental Graphic Design
👉Art and illustration for Graphic Design
☎️Contact Our Team☎️
+8801712 708 716 (WhatsApp+Telegram)
🎯 OUR SERVICE 👇
👉Visual Identity Graphic Design
👉Marketing & Advertising Graphic Design
👉User interface Graphic Design
👉Publication Graphic Design
👉Packaging Graphic Design
👉Motion Graphic Design
👉Environmental Graphic Design
👉Art and illustration for Graphic Design
☎️Contact Our Team☎️
☎+8801712 708 716 ( WhatsApp & Telegram )
একটি বেগুনি লোগো: এটি কি আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার?
বেগুনী একটি সেকেন্ডারি কালার, এটি লাল এবং নীল এর মিশ্রনে তৈরি হয়। এর ফলে আপনি লাল এর শক্তি ও ক্ষমতা এবং নীল এর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্বের অনুভুতি একসাথে পাবেন। বেগুনী কালার মুলত রয়্যালিটি, সাহস, ম্যাজিক এবং রহস্যের সাথে সম্পর্কিত। তবে এটি অতিরিক্ত ব্যবহারে বিভ্রান্তি এবং অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে।
বেগুনী কালার সাধারনত পুরুষদের তুলনায় মহিলারা বেশি পছন্দ করে। আন্তর্জাতিক মহিলা দিবস এর লোগোর জন্য এই কালারটি বেছে নেয়া হয়েছিল। এই কালার নারীদের সাফল্যের প্রতিক হিসেবেও ব্যবহৃত হয়।
এছাড়া কিছু কোম্পানী তাদের রয়্যালিটি প্রদর্শনের জন্য বেগুনী কালারে ব্র্যান্ডিং করছে। যেমন:
০১. বেনকিউ
০২. হলমার্ক
০৩. ক্যাডবারি
০৪. ইয়াহু
অনেকে হয়তো ইতোমধ্যেই বেগুনি কালার ব্যবহার করছেন/করবেন, তবে এবার অবশ্যই এই কালারের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিবেন। যদি উল্লিখিত বৈশিষ্টের সাথে আপনার ব্র্যান্ডের কাজ এবং দৃষ্টিভঙ্গি মিলে যায় এবং কাস্টমার এটিকে পজিটিভলি গ্রহন করে, তাহলে অবশ্যই বেগুনী আপনার ব্র্যান্ডের জন্য সেরা কালার।
অ্যাডোবি ফটোশপ কি এবং এডোবি ফটোশপের কাজ কি ?
এডোবি ফটোশপ (Adobe Photoshop) এমন একটি সফটওয়্যার যেটা রাস্টার ইমেজ এডিটিং টুল ,
গ্রাফিক্স ডিজাইনিং এবং ডিজিটাল আর্ট তৈরি করতে ব্যবহার করা হয়।
ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ও বিভিন্ন গ্যাজেট থেকে নেওয়া ফটো ,ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা
স্ক্যান করা যেকোনো ছবি এডিট করতে পারবেন।
এই সফটওয়্যারটির দুই ভাই (Thomas-John knoll) মিলে ১৯৮৭ সালে ডেভলপ করেন।
১৯৮৯ সালে jhon এই সফটওয়্যারটিকে অ্যাডোবি সিস্টেমকে বিক্রি করে দেয়। তারপর থেকে এর নতুন নাম হয় ফটোশপ।
এই সফটওয়্যারটি macOs এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রকাশিত করা হয়।
এডোবি ফটোশপ এর নাম থেকে এর পরিচিতি পাওয়া যায়,
ফটোশপ মানে বুঝতে পারা যাচ্ছে এখানে ফটো রিলেটেড কোন কাজ হয়।
যখন কোন ছবিকে এডিট করা বা তার মধ্যে ফিল্টার এপ্লাই ,ইফেক্ট এপ্লাই,মডিফাই করা,
রিটাচ করা,কনভার্ট করা আর নানান কাজ করার দরকার পড়ে,তখন ফটোশপ
এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়।main কথা হচ্ছে ইমেজ এডিটিং এর সমস্ত কাজ ও
যেকোনো raster আর্ট ফটোশপ থেকে করতে পারবেন।
একজন গ্রাফিক ডিজাইনার এর জন্য সবচেয়ে পাওয়ারফুল টুল বা সফটওয়্যার বলতে পারেন এই এডোবি ফটোশপ।
আমি আগেই উল্লেখ করেছি, ফটোশপ একটি raster (রাস্টার) বিশিষ্ট সফটওয়্যার।
এবার আপনি রাস্টার কি সেটা না জানলে আমি নিচে ছোট্ট সংজ্ঞা দিয়ে বোঝানোর চেষ্টা করছি-
Raster (রাস্টার) কি- সাধারণত ছবি দুই ধরনের হয় রাস্টার এবং
ভেক্টর (raster and vector) রাস্টার এমন অবজেক্ট যা পিক্সেল দিয়ে তৈরি হয়।
একটি পিক্সেল কালারের (color) কোন ইনফরমেশন নিজের মধ্যে ধারণ করে রাখে।
এইরকম হাজার হাজার কোটি কোটি পিক্সেল এক জায়গায় এসে আলাদা আলাদা ইনফরমেশন
নিজেদের মধ্যে শেয়ার করে, আর তখনই কোনো ইমেজ ফুটে আসে আর সেটা আমরা ছবিরূপে দেখতে পাই।
রাস্টার ইমেজ ওই গুলোকে হয় যে পিক্সেল এর উপর ভিত্তি করে তৈরী হয়।
এবার আমরা পরবর্তীতে এই সফটওয়্যার এর কিছুপ্রাথমিক দিকগুলো জানার চেষ্টা করব।
কম্পিউটারে সফটওয়্যার কিভাবে কাজ করে?
কম্পিউটারে হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানুন?
ফটোশপের টুলবক্স পরিচিতি
এডোবি ফটোশপের অনেকগুলো ভার্সন মজুত রয়েছে।বর্তমানে এই সফটওয়্যার এর CC 2020 সংস্করণ মুক্তি পেয়েছে।
আমাদের ভারত ও বাংলাদেশে সাধারণত ফটোশপ 7.0 খুব বেশি জনপ্রিয়।
আমি ছোটবেলায় 7.0 এই ভার্সনের ফটোশপ টি দিয়ে পরিচিতি হয়েছিলাম, ফটোশপের এই ভার্সনটি মুক্তি পেয়েছিল 2002 সালে।
আপনি নিচে যে ফটোশপ এর ছবি দেখছেন সেটি ফটোশপ cc 2018 (নিচে ছবিতে চোখ রাখুন)।
ফটোশপ টুলস পরিচিতি
অ্যাডোবি ফটোশপ cc 2018
আপনি যখন প্রথমবার এডোবি ফটোশপ ওপেন করবেন হয়তো এর ইন্টারফেস দেখে কনফিউজ হয়ে যেতে পারেন।
এতে কোনো দ্বিধা নেই যে এটা একটি খুবই ক্ষমতাসম্পন্ন ডিজাইন সফটওয়্যার এবং
এর মধ্যে অনেক কিছুই আপনি করতে পারবেন,
এই সফটওয়ারটি শুধু প্রফেশনালদের জন্যই তাই নয়,আপনি এই সফটওয়্যার এর
বেসিক জিনিস গুলো শিখে নিলে,নিজে থেকে খুব সুন্দর এই সফটওয়্যার মাধ্যমে গ্রাফিক্স বা আর্ট তৈরী করতে পারবেন।
তাই, আপনারা যারা এই সফটওয়্যার শিখতে আগ্রহী তাদের জন্য আমি 11 টি খুবই গুরুত্বপূর্ণ
ফটোশপের টুলস নিয়ে নিচে এক্সপ্লেইন করব সেগুলো সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো।
আর আপনি যদি ফটোশপের টিউটরিয়াল দেখতে চান তাহলে নিচে ইউটউব এর ভিডিও থেকে
গোড়া থেকে এটি শিখে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক-
সেরা এন্ড্রয়েড মোবাইলে ভিডিও এডিটিং apps
ফটোশপ টুলস পরিচিতি।(Introduction to Photoshop Tools)
উপরের ছবিতে বাঁদিকে টুলবার দেখছেন এই টুল গুলোর সাহায্যে আপনি যেকোনো ছবি বা
নিজের আর্ট কে পছন্দমত রূপ দিতে পারেন। নিচে আমরা 11 টি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে জানব।
Layer Tool (লেয়ার টুল)
Color & Swatches Tool (কালার এবং স্বচেস টুল)
Custom Fonts and Text Tool (কাস্টম ফন্টস এন্ড টেক্সট টুল)
Custom Brushes and Brush Tool (কাস্টম ব্রুশেষ এন্ড ব্রাশ টুল)
Select Tool (সিলেক্ট টুল)
Move Tool (মুভ টুল)
Zoom Tool (জুম্ টুল)
Eraser Tool (ইরাসের টুল)
Crop Tool (ক্রপ টুল)
Fill Tool (ফিল টুল)
Eyedropper Tool (আইড্রপার টুল)
1- Layer Tool (লেয়ার টুল)
ফটোশপ লেয়ার কি – লেয়ার টুল ব্যবহার করা হয় ইমেজ,টেক্সট,ব্যাকগ্রাউন্ড কালার,ফিল্টার এর মধ্যে।
এই টুল টি ব্যবহার করা হয় যখন কোন ছবিকে ধাপে ধাপে বা আলাদা আলাদা বিভিন্ন অংশে
একত্রিত হয়ে একটা ফাইনাল ছবির বা ডিসাইন বা আর্ট এর রূপ নেই । তখন ওই বিভিন্ন অংশের
মধ্যে আপনি যে মডিফাই বা কাজ করেন সেগুলোকে সেই অংশ গুলোকে লেয়ার বলে।
লেয়ার হচ্ছে ফটোশপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। এটি এমন এলিমেন্ট যেটা আপনার
প্রথম প্রথম বুঝতে এবং শিখতে একটু সময় লাগতে পারে,কিন্তু যখন আপনি এই এলিমেন্ট ব্যবহার বা
কাজ শিখে নিবেন তখন যেকোন ডিজাইনের উপর কাজ করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে।
2- Color & Swatches Tool (কালার এবং স্বচেস টুল)
কালার এবং স্বচেস টুল এর সাহায্যে আপনি কালার কে মডিফাই করা,কপি করা বা
কাস্টম ভাবে নিজের পছন্দের যেকোনো কালার লাগাতে পারবেন। যেকোন ডিজাইনের উপর।
এটা পাওয়ারফুল ফিচারস এর ভিজুয়াল আপনার ডিজাইন বা কন্টেনের রুপ দেই।
3- Custom Fonts and Text Tool (কাস্টম ফন্টস এন্ড টেক্সট টুল)
এই টুল এর নাম থেকেই বুঝতে পারছেন যে আপনি যেকোন টেক্সট ফাইল এবং
অসংখ্য ফন্ট স্টাইল এর সাহায্যে কাস্টম ভাবে আপনার কনটেন্টের বা ডিজাইনের উপর যে কোন স্টাইলে লিখতে পারেন।
4- Custom Brushes and Brush Tool (কাস্টম ব্রুশেষ এন্ড ব্রাশ টুল)
ব্রাশ টুলটি সাধারণত ব্যবহার করা হয় কোন ডিজাই,আর্ট বা কনটেন্ট কে কালার দেওয়ার জন্য।
এখানে বিভিন্ন ধরনের ব্রাশ সেটিং এর মাধ্যমে আপনি ডিজাইনের উপর কালার করতে পারবেন।
আরও শুদ্ধ ভাবে বলতে গেলে আপনি যে ভিজুয়াল ইফেক্ট অর্জন করতে চাইছেন সেটা
এই ব্রাশ টুলের সাহায্যে করা সম্ভব।এছাড়া আপনি নিজের রয়ালটি ফ্রী কাস্টম ব্রাশ অ্যাড করতে পারেন।
5- Select Tool (সিলেক্ট টুল)
সিলেক্ট টুল এই এলিমেন্ট এর সাহায্যে আপনি আপনার গ্রাফিক্স এর মধ্যে পৃথক পৃথক
এলিমেন্ট কে কপি করতে,cut করতে বা পেস্ট করতে পারবেন।
আরো বিস্তারিত ভাবে বলতে গেলে এই টুলের সাহায্যে আপনি কোন কিছু এলিমেন্ট কে সিলেক্ট করে
তার মধ্যে কালার করতে পারেন cut করতে পারেন কপি পেস্ট করতে পারেন।
6- Move Tool (মুভ টুল)
এই টুলের সাহায্যে আপনি লেয়ারের মধ্যে আপনার ডিজাইন বা আর্ট কে মুভ করতে পারবেন,
আপনার ছবির বিভিন্ন অংশকে লেয়ারে মধ্যে মুভ করতে এই টুল কে ব্যবহার করা হয়।
7- Zoom Tool (জুম্ টুল)
এই টুলের নাম শুনেই এর কাজ বুঝতে পারছেন,zoom করে আপনি আরো চাক্ষুষ পরিদর্শন করে কাজ করতে পারবেন,
বা নিজের কাজের মধ্যে ভুল ধরতে বা নিখুঁত কাজ করতে এর দরকার পরে এবং জুম আউট করে পুরো ছবিকে কে পরীক্ষা করতে পারবেন।
8- Eraser Tool (ইরাসের টুল)
ইরাসের টুলের বেসিক ফাংশন ঠিক ব্রাশ টুলের মতো,এই টুলের মাধ্যমে আপনি যেকোন ভিজ্যুয়ালি কালার ডিফারেন্স নিয়ে আসতে পারবেন।
আপনার ডিজাইন বা কাজের উপর ব্যাকগ্রাউন্ড এর যেকোনো অনাবশ্যক এরিয়া যেগুলো আপনার ছবি কে
ভিজ্যুয়ালি দেখতে খারাপ লাগছে যেগুলো এডিট করার প্রয়োজন আছে,আপনি এই টুলের মাধ্যমে সেগুলোকে এডিট বা মুছে ফেলতে পারেন।
9- Crop Tool (ক্রপ টুল)
Crop tool এর কাজ কি– এটা একটা সিম্পল টুল,আপনি ছবি বা ডিজাইনের বা আর্ট এর যে এরিয়া টা
কেটে বাদ দিতে চাইছেন সেটা আপনি টুলের সাহায্যে কেটে বাদ দিতে পারবেন।সাধারণত কোনো নির্দিষ্ট size এর ছবি
বানানোর সময় ছবি ক্রপ করার প্রয়োজন পরে।
10- Fill Tool (ফিল টুল)
সাধারণত এটা একটা পেইন্ট টুল। এটির সাহায্যে কোন বড় জায়গা কে পেইন্ট করতে ব্যবহার করা হয়।
কোনো বড়ো জায়গা বা ব্যাকগ্রাউন্ড কে পালটাতে সেখানে ব্রাশ টুল কে ব্যবহার নাকরে এই টুলের সাহায্যে
আপনি সেই এরিয়া কলার ফিল বা পূরণ করতে পারবেন।
11- Eyedropper Tool (আইড্রপার টুল)
এই টুলের সাহায্যে গ্রাফিস বা যেকোনো ছবির কালার কে রিসিভ করতে ব্যবহার করা হয়।
আমরা যখন কোনো ছবির কালার কে match করতে smae কালার কে use করি
তখন এই টুলের সাহায্যে সেই কালার কে কপি করে ব্যবহার করি।
আমাদের শেষ কথা,
আশাকরি,অ্যাডোবি ফটোশপ কি,কিভাবে কাজকরে সেটা আপনারা জানতে পেরেছেন।
এবং ফটোশপের টুলবক্স পরিচিতি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
সাধারণত Adobe Photoshop একটি পেইড সফটওয়ার,তবে অনেকেই এর creak ভার্সন ব্যবহার করে থাকে।
এই সফটওয়ার এর টিউটোরিয়াল ভিডিও আমি নিচে দিলাম,
আপনি চাইলে এখান থেকে শিখে editing করে একজন প্রফেশনাল ফটোশপ ফ্রীলান্সার হয়ে কাজ করতে পারেন।
ফটোশপ টুলবক্স পরিচিতি
টুলবক্স পরিচিতি
ফটোশপ চালু করলে এর বামদিকে দেখতে পাবেন টুলবক্স। ফটোশপে ছবির কাজ করার সময় টুলবক্স অত্যন্ত জরুরি একটি বিষয়।
ফটোশপের বর্তমান সংস্করনে প্রায় ৩০ রকম টুল আছে। কার্যকারিতার সুবিধার্থে এদেরকে ৬ টি গ্রুপে ভাগ করা যায়।
প্রতিটি টুলে আবার দু থেকে তিনটি করে সাব টুল আছে। টুলের উপর রাইট ক্লিক করলেই এগুলো পাওয়া যায়।
MARQUEE TOOL
Marquee Tool চার প্রকার
Rectangular Marquee Tool: এটি দিয়ে আপনি চার কোনা আকারে ছবি নির্বাচন করতে পারেন। সাধারনত ড্র্যাগ করে নির্বাচন করা যাবে।
আর যদি আপনি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে বর্গাকারে নির্বাচন হবে।
Elliptical Marquee Tool: এটি দিয়ে আপনি বৃত্তাকারে ছবিতে নির্বাচন করতে পারেন। নরমালি ড্র্যাগ করে নির্বাচন করা যাবে।
আর যদি আপনি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে বর্গাকারে নির্বাচন হবে।
Single Row Marquee Tool: এটি দিয়ে আপনি ছবিতে Row আকারে দাগ ভাবে নির্বাচন করতে পারবেন।
Single Column Marquee Tool: এটি দিয়ে আপনি ছবিতে Column আকারে দাগ ভাবে নির্বাচন করতে পারবেন।
MOVE TOOL
এই টুলটির নাম Move Tool এটি দিয়ে আপনি আপনার ছবির কোন লেয়ারকে স্হানান্তর করাতে পারি।
আপনি এখানে ক্লিক করলেই দুই বা ততোধিক লেয়ার থাকলে এ্যাকটিভ লেয়ারটি নির্বাচন হবে এবং আপনি ড্র্যাগ করে Move করাতে পারেন।
LASSO TOOL
বিভিন্নছবির স্থানে নির্বাচন করতে এর জুড়ি নেই। Lasso Tool তিন প্রকার
Lasso Tool: এটিকে একটি পেন্সিল ভাবুন। পেনসিলের মত চাপ দিয়ে যতটুকু আঁকাবেন তারপর ছেড়ে দিলেই ঐ অংশটুকু নির্বাচন হবে।
Polygonal Lasso Tool: প্রথমে এক যায়গায় ক্লিক করে নিয়ে বিভিন্ন পয়েন্ট তৈরির মাধ্যমে ছবিতে বিভিন্ন জায়গা নির্বাচন করতে পারবেন।
Magnetic Lasso Tool: এটিতে তেমন কোন পরিশ্রম হবে না। শুধু ছবিতে যেখানে যেখানে যাবেন সেখানে এটি রং পার্থক্য দেখে নির্বাচন করে যাবে।
MAGIC WAND TOOL
এটি দিয়ে আপনি যে কোন এক রং এর উপর ক্লিক করেই সে অংশটুকু নির্বাচন হয়ে যাবে।
CROP TOOL
এটি ব্যবহার করে আপনি ছবিকে যে কোন সাইজে Crop বা রিসাইজ করতে পারবেন।
এটিতে ক্লিক করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে নিচের মত আসবে। এখানে আপনি সাইজ দিয়ে ক্রপ করতে পারেন।
HEALING BRUSH TOOL
এতে কয়েকটি অংশ আছে
spot healing brush tool: এটি ফটোশপ সি সি এর খুবই কার্যকরী টুল৷
এর মাধ্যমে যে কোন দাগ অথবা অবাঞ্ছিত কিছু খুব সুন্দরভাবে মুছে ফেলা যায়৷
Healing Brush Tool: একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ।
এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন।
তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি হয়ে যাবে।
Patch Tools: এটা লেসো টুলের মতই তবে হয়ত একটু বিশেষত্ব আছে।
Color Replacement Tool: এক কালারের পরিবর্তে আরেক কালার দেওয়ার জন্য এটি ব্যবহার হয়।
কালার প্যালেটে শুধুমাত্র কালার নির্বাচন করে ড্র্যাগ করুন।
Brush Tool: ফটোশপের সবচেয়ে কার্যকরী টুল হল এটি।
STAMP TOOL
এখানে দুটি টুল আছে
Clone Stamp Tool: এটির ব্যবহার Healing Brugh Tool এর মতই।
একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ।
এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন।
তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি হয়ে যাবে।
Pattern Stamp Tool: বিভিন্ন প্যাটার্ন দেওয়ার জন্য এটির ব্যবহার করা সহজ।
এটি সক্রিয় করলে ষ্ট্যান্ডার্ড টুলবার থেকে আপনি বিভিন্ন প্যাটার্ন পছন্দ করে ছবিতে প্রয়োগ করতে পারেন।
HISTORY BRUSH TOOL
আপনার ছবির প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবহার করুন এই টুলটি। এখানে দুটো টুল পাবেন।
ERASER TOOL
এটি দিয়ে মুছতে বা ডিলিট করতে হয়। এতে তিনটি টুল আছে
Eraser Tool: এটা নির্বাচন করে ড্র্যাগ করে আপনি অপ্রয়োজনীয় অংশ মুছতে পারবেন।
Background Eraser Tool: এর মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা কোন রং কে শুছে ফেলা যাবে।
Magic Eraser Tool: ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর এইটির কাজ একই শুধুমাত্র একটু প্রার্থক্য হল
ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ইরেজ করলে টুলটির আকারের স্থানের অংশটুকু ইরেজ হবে।
আর এটি দিয়ে ইরেজ করলে যতটুকু এক কালার আছে তার সবটুকুই ইরেজ/ডিলিট হবে।
GRADIENT TOOL
গ্র্যাডিয়েন্ট হলো বিভিন্ন কালারের সমন্বয়। এখানে দুইটি টুল আছে
Gradient Tool: গ্রিডেন্ট টুল সক্রিয় করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে গ্র্যাডিয়েন্ট অপশন দেখতে পাবেন।
এখানে বিভিন্ন গ্রাডিয়েন্ট নির্বাচন, সাইজ ও বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।
Paint Bucket Tool: এই টুল দিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন দিতে পারেন।
তবে এজন্য অবশ্যই Fill থেকে প্যাটার্ন নির্বাচন করুন।
BLUR TOOL
ছবি মসৃন করার জন্য এটির ব্যবহার হয়। এটি সক্রিয় করলে নিচের মত ষ্ট্যান্ডার্ড টুল বারে আসবে।
এখান থেকে আপনি বিভিন্ন অপশন পরিবর্তন করতে পারেন।
SHARP TOOL
ছবিকে সার্প করার জন্য এই টুলস ব্যবহার করা হয়।
SMUDGE TOOL
এটা দিয়ে সহজেই ছবিতে কোন দাগ থাকলে তা মুছে দিতে পারেন।
এজন্য এটি নির্বাচন করে দাগের সমপরিমাণ সাইজ করে ছবিতে ড্র্যাগ করুন।
DODGE TOOL
অত্যন্ত কার্যকরী টুল। এখানে তিনটি সাব টুল আছে -
Dodge Tool: এই টুল দিয়ে ছবির ব্রাইটনেস বাড়ানো বা আলো দেওয়া যায়।
Burn Tool: এটার কাজ ঠিক Dodge Tool এর উল্টো।
অর্থাৎ এটি দিয়ে ব্রাইটনেস কমানো বা কালো করা হয়।
যেমন, চুল কালো করা, চোখের মনি কালো করা, ভ্রু কালো করা ইত্যাদি।
Sponge Tool: ছবিতে Sponge দেওয়ার জন্য। এখানে দুটো অপশন আছে।
PATH SELECTION TOOL
এখানে দুটো সাব টুল আছে -
Path Selection Tool: ছবিতে কোন প্যাথ বা লেয়ার নির্বাচন করার জন্য।
Direct Selection Tool: পুরো লেয়ার নির্বাচন করার জন্য।
PEN TOOL
ফটোশপের কার্যকরী একটি টুল। এতে ৫টি সাব টুল আছে -
Pen Tool: পেন টুলের সাহায্যে ছবিকে নির্বাচন করা যায়।
লেসো টুল দিয়েও ছবি নির্বাচন করতে পারেন।
কিন্তু লেসোটুলো ছবি নির্বাচন করার পর আনডু বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না।
কিন্তু পেন টুলে সহজেই আপনি ধাপে ধাপে করতে পারেন।
এতে ছবি নির্বাচন করা একটু কঠিন তবে এতে ছবির মান ভাল হয়।
Free Form Pen Tool: স্বাধীন ভাবে ছবি নির্বাচন করার জন্য।
Add Anchor Point Tool: প্যাথ অ্যাড করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Shift ধরেও করতে পারেন।
Delete Anchor Point Tool: প্যাথ রিমুভ করার জন্য এটির ব্যবহার। অবশ্য এটি আপনি কিবোর্ড থেকে Alt ধরেও করতে পারেন।
Convert Point Tool: আপনার আকানো সব প্যাথকে একটি প্যাথে কনভার্ট করার জন্য।
NOTES TOOLS
ছবিতে কোন নোট বা কথা থাকলে তা সেভ করার জন্য এটিকে ব্যবহার করতে পারেন।
AUDIO ANNOTATION TOOL
ছবিতে রেকর্ড করা কথা যোগ করার জন্য এটির ব্যবহার। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার মাইক্রোফোন থাকতে হবে।
HAND TOOL
ছবিকে স্হানান্তর করার জন্য এটির ব্যবহার।
How to use the pen tool in photoshop
ফটোশপে পেন টুলের ব্যবহার
Step 1
Don’t think you’ve already made it as we will be tracing over the image!
Open the image in Photoshop and re-size it to what you want. I re-sized mine to 1800 px by 2546 px.
I lowered the opacity of the penguin image to 50% as it’s much easier to see your paths and curves your creating.
To do this, simply duplicate the layer, delete the bottom, original layer and then set the opacity to 50%.
Step 2
Create a new layer, name it ‘Body’ and select the Pen Tool (the shortcut for the Pen Tool is ‘P’).
Make sure that Paths are selected.
Step 3
To start with we will work on the outline of the body.
Left click on the very top of the head. A small square box will show. This is called an anchor point.
It’s the beginning of the path.
For larger areas I like to create larger lines as I feel it creates a smoother curve rather
than creating lots of anchor points, but, if you want, you can create smaller lines and use
more anchor points. Try both methods and see which works best for you.
When you come to do smaller and more detailed areas,
e.g. the foot, you will have to create smaller lines and curves.
Step 4
Click (and hold) on the start of the arm.
Now drag your mouse down and you will notice that the line will bend.
Drag and release your mouse button when the line curves round and fits round the edge of the head.
If a line isn’t as good as what you want it to be, no problem, the Pen Tool is very forgiving.
One option is to delete the last anchor point you made. To do this, press Delete.
This will delete the last anchor point. After you’ve deleted an anchor point
you must remember to click on the last anchor point you made or else it will create a new sub-path.
You can also edit the angle of the line by choosing the convert point tool.
When you created the curve you probably noticed these two lines appear.
These are called guide/direction lines. They control the angle and length of the curve.
With the Pen Tool still selected, hold down the key ‘Alt’ (this is the shortcut key
for the Convert Point Tool) and hover over the top direction line.
(you’ll notice that your cursor won’t change until you hover over the ends of a direction line or an anchor point).
Now if you click and hold the top direction line you will be able to edit the curve and make any fine tuning to it.
The last way of editing paths is holding down the ‘Ctrl’ key.
This enables you to move anchor points and direction lines and again make any edits to your lines and curves.
If you want, play about with a few lines to get to grip with what you can do.
Step 5
The bottom direction line will be long and like this, if you have not edited it.
If you try to continue and click on the outline of the arm with the Pen Tool,
the line will not go where you want it to!
This is because the direction line is large and creates a large curve (basically a long direction line = a long curve,
a short direction line = a short curve!).
Hold down the ‘Alt’ key, click and drag the bottom end of the direction line upwards so it sits reasonably close
to the anchor point and follows the direction of the arm.
Now you should be able to draw around the arm using these different methods to edit the line/curves.
Following the information in Step 3 to 5 you should now be able to draw around the whole body.
Remember,
Keep hold of your mouse and drag in a direction to curve the line
Long direction lines = long curves
Short direction lines = short curves
If you delete an anchor point, click on the last one you created
Use the convert point tool to shorten/lengthen the direction lines
Zoom into the areas that are quite detailed and need small curves and lines
It does not matter if your lines are not perfectly traced around the edges
Take your time!
Step 6
As you finish the right arm you’ll be able to click on the 1st anchor point you made.
This will close and finish the path.
Your image should look similar to this.
Now change your foreground colour to black.
Now right click (with the Pen Tool still selected) and this box will appear.
Click on ‘Fill Path’ and use these settings.
The outline of the Pen Tool will be around the body so press delete to get rid of this.
Your image should now look like this.
Step 7
Click the small eye symbol next to the Body layer to hide that layer.
Create a new layer above the layer ‘Body’ and name it ‘Stomach’.
Use the Pen Tool to draw around the outline of the white part of the body.
When you’ve finished and closed the path, set the foreground colour to white,
right click and choose Fill Path. Click delete to get rid of the pen outline.
Now your image should look like this with the body layer showing.
Step 8
Create a new layer on top and name it ‘Left Eye’.
Hide the other layers accept the original penguin image.
As the eye is a circle you can either create it with the ellipse tool,
or,
draw around the left eye with the Pen Tool and fill it with the colour Black.
After you’ve finished the left eye,
duplicate the layer (Ctrl & J/Apple Option Key & J) and move it over to the other eye.
Name this layer, ‘Right Eye’.
Here’s how the image is looking with all the layers visible.
Step 9
Create another layer on top and name it, ‘Beak’.
Again hide the other layers so you can trace around the beak.
Use the Pen Tool to draw around the beak and set the foreground colour to .
Fill the path and then press delete to get rid of the pen outline.
Step 10
Delete the background layer (the original penguin image) and make all your layers visible.
I added a layer filled with the colour white at the bottom and cropped the image
so the penguin was sat neatly in the centre.
Here’s the final image that we’ve created. I hope you’ve enjoyed the tutorial.
# এই টুউটরিয়াল টি আমার দেখা সবচাইতে ভাল পেন টুল ব্যবহার টুউটরিয়াল। আশা করি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ।
Make a 3D packaging mockup in Photoshop
Making a 3D mockup to display a packaging design is a great technique that can give any
designer an extra edge on their competition. Done right, mockups can enhance a design and
help show clients what the design would look like if it was implemented in the real world.
In this video tutorial, we’re going to show you how to make a simple 3D mockup of a box in Photoshop.
A step-by-step version of the tutorial can be found below:
1. Place your files
To prepare for the mockup, we created the foldout in Illustrator and made each side of the box into a jpg file.
We start by placing 3 files into our Photoshop document. The 3 files are jpg of the top,
front and right side of our box. Let’s place them into the document by clicking File > Place,
and selecting each jpg file. As each placed files appears in your document, hit Enter.
2. Rasterize your files
After we’ve got all 3 files in Photoshop, we’re going to rasterize them so that they can be edited later.
Do this by selecting those three layers, click on the tab called Layers > Rasterize > Layers.
3. Use the free transform tool
In this step, let’s start manipulating each of the 3 sides to make our box look 3D.
Start by selecting the front side of the box by clicking Edit > Free Transform. A selection box will appear.
Now hold down the command key for Macs or the control key for PCs,
click on the middle dot on the side of the box you want to manipulate, and drag it up a bit.
Now it looks like the front side is at an angle.
Let’s do the same to the top and right side of the box by clicking Edit > Free Transform > Hold down the
Command/Control Key > Drag. With each side, we’re going to drag around the images’
edges until the corners match up.
4. Trim off the back corner
Now that you have your basic box shape, let’s add a couple of effects to polish it up.
We’re going to trim off the back corner to make it look a little more realistic.
Let’s do that with the Rectangular Lasso tool.
Select a small segment of the top’s back and left side with the rectangular lasso tool, and hit Delete.
Next, click the “Select” tab, and select “Deselect.”
5. Add a drop shadow
Now let’s make a drop shadow under the box. We’re going to make a black square with the rectangle tool and
distort it using the Command/Control keys again.
Then, we’ll move the new layer underneath the layers for the box itself.
Then when it’s under the box we’re going to click Layer > Layer Styles > Drop Shadow > Adjust the drop shadow
settings > OK.
6. Add a reflection
For this, we’re going to duplicate the front and right side layers by clicking Layer > Duplicate Layer.
Now that we have copies of the front and rights sides of the box we’re going to rotate them so
that they’re sitting upside down under their copy. Do this by clicking Edit > Free transform > Rotate.
Now that these duplicated layers are sitting directly under their originals
we’re going to make them faded at one end so that it gives the appearance of a reflection.
I’m going to select the layer for each of the reflections in turn,
click the “Layer Masks” button, click the “Gradients” button and do a simple click and drag over the
edge of our reflection layer. This will give you a reflection.
7. Finish up with the brush tool
Lets add one last shadow in the back, using the Brush Tool. We’re going to click the Brush Tool
button and using a soft and feathery dark gray brush, we’re going to apply it behind all these layers.
Now we’ve got a slight shadow in the back.
We’re going to do the same routine with the back side of the box, and then we’ll all have a complete mockup!
There’s a lot of different ways to do a 3D mockup, such as using fancier backgrounds and added effects,
but even this simple one makes a huge difference in terms of presentation.
Got any of your own tips on making 3D mockups?
How to Insert a Photo Into a Product Mock-Up in Adobe Photoshop
In this Quick Tip, I'll show you how to use Adobe Photoshop to add your own custom imagery to a
product mock-up purchased from Envato Market.
Envato Market is an excellent resource for stock photos, graphic templates, and product mock-ups.
These resources are a great way to produce high-quality marketing shots in a very short amount of time.
Alternatively, if you don't have the right software or are not confident using it, consider using Placeit,
an online product mockup generator.
Follow along with us over on our Envato Tuts+ YouTube channel, video created by Andrei Stefan.
1. How to Select a Product
One of the advantages of using a purchased template is that the creators usually provide a very clean,
organized file that makes it easy to insert your own imagery. So for example,
if you are promoting a new app that uses the device's camera and GPS to provide street view directions,
what better way to market the app than by showing it being used on a device?
Step 1
There are lots of product mock-ups available on the marketplace.
The one I chose to use includes a hand holding the device.
Step 2
Download the zipped folder and extract the separate files from the package.
Open the file named Hand1_Transparent.psd in Photoshop.
Notice that the file has multiple layers and this easily accommodates the process of updating the file
to include your own custom imagery.
2. How to Replace the Background
Step 1
In our hypothetical ad, the app should show what the device's camera is seeing.
The background image is within the Smart Object layer labeled EDIT BACKGROUND.
Double-click on the thumbnail to open the contents in its own document.
The file opens—it's called Layer1.psb. Notice that it only has a single layer, the current background image.
Step 2
Go to File > Place Linked and select a new photo as the background for the ad.
I've chosen a street view from my own photos.
Step 3
Go to File > Save and then close the file. The contents of the background in the initial
file update to reflect the new background. Notice that the file automatically adds a blur and
colorization effect to the new background too.
3. How to Replace the App Interface
Step 1
The interface is updated with the same method. Double click on the EDIT OBJECT layer thumbnail to
open that Smart Object.
Step 2
That file, called Camera.psb, includes two layers. There's a hidden layer for a white version of the device,
and the currently visible black version. Both of these are also Smart Objects.
So they are smart objects within smart objects—that's like Smart-Object-ception!
Double click the thumbnail for the darker-colored device to dig another level deeper and open that file.
Step 3
That file, called Camera1.psb, contains the different layers used to illustrate the device and
another Smart Object named REPLACE CONTENTS for the screen.
Double-click on that thumbnail to open that file.
Step 4
This new file, called Screen11.psb, contains the actual screen image.
Insert the new app interface image with File > Place Linked.
Step 5
Save and close each of the open smart object files. There should be three of them: Screen11.psb,
Camera1.psb, and Camera.psb. The original file is now updated with the new interface seamlessly
incorporated into the shot.
That's It!
It really is that simple! Just updating the smart objects within the template easily creates a
customized marketing shot. Keep in mind that the file is still editable, so you can swap out the
contents of the smart objects at any time to update the image with new backgrounds and new app interfaces.
Placeit: The Toolless Alternative
Placeit is a simple and easy-to-use online mockup generator with over 11,000 Smart Templates to pick from.
No Photoshop skills needed because everything you need to do is on the online tool. It doesn't get any quicker than this.
Phone Mockup on Placeit
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
5870
B-block Cantonment, Shajahanpur, Bogura
Puran Bogra, 5800
Alhamdulillah For Everything! 🖤🥀
Shariakandi
Puran Bogra
Wellcome to our page graphic design and education update.so stay us and making update yourself.Dont forger to follow page to get your helful vedios and information.Thanks a lot.
Majhira, Shajahanpur, Bogura
Puran Bogra, 5801
Professional photo editing service provider company Philippines Photo Editor is possible at low price
West Godarpar
Puran Bogra
Here I will provide you best quality premium app(software) and website in discount
Rajshahi
Puran Bogra
Digital Growth Partner: Fueling Your Online Success
Jamil Shopping Center
Puran Bogra, 5800
Top rated graphic artist team for outstanding and quality full services!
Shakpala More, Bogra
Puran Bogra, 5800
Creative Graphic Studio is all about high-quality logo designs, branding,t-shirt,flyer