Sarkar Engineering and Construction
Committed to superior quality and result. Our reputation is solid as concrete.
সরকার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর আজকে ৫ম নাম্বার সয়েল টেস্ট হচ্ছে।
স্ট্রাকচারাল ড্রইং করার পূর্বে অবশ্যই সয়েল টেস্ট করা দরকার।
একটি সুন্দর, ব্যবহারযোগ্য এবং নিরাপদ আবাসস্থল আমাদের সবার আজন্ম লালিত সপ্ন। আমরা অনেকেই প্রচুর অর্থ ও শ্রম দিয়ে বাড়ি নির্মান করে থাকি কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তা কতটা সাশ্রয়ী, ব্যবহার উপযোগী ও নিরাপদ হয় তা নিয়ে সন্দিহান তথা আজীবন ভুক্তভোগী থাকি। তাই সঠিক পরিকল্পনার মাধ্যমে সাশ্রয়ী, সুন্দর, ব্যবহার উপযোগী এবং নিরাপদ আবাসস্থল নির্মান করুন, আজীবন নিশ্চিন্ত থাকুন।
Our visiting Card is on the way..keep us in your prayer.
হলো ব্লক গাঁথুনি।
হলো ব্লক গাঁথুনির অন্যতম সুবিধা হলো - ভ্যান্টিলেশন। আপনি চাইলে যে কনো যাইগাই ব্লক কে ঘুড়িয়ে ভ্যান্টিলেশন তৈরি করতে পারবেন।
হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণের সুবিধা
* কাঠামোর ওজন কমে যাওয়া।
* একটি ব্লক ৫ টি ইটের সমান।
* ১ টি ইটের দাম ১নং ইট [ আমাদের বগুড়া শেরপুরে ১০ থেকে ১১ টা = ৫x১১ = ৫৫ টাকা। যেখানে একটি ব্লকের মূল্য ৪৫ টাকা।
* একটি ব্লকের সাইজ = দৈর্ঘ ১৬"x প্রস্ত ৮" x উচ্চতা ৪"= যা বর্গফুট করলে =. ৮৭ বর্গফুট হয়। মসলা সহ .৯৫ বর্গফুট।
*ইট দিয়ে ১০০ বর্গফুট গাঁথুনি করতে ইট লাগবে -৫০০ টি
যার বাজার মূল্য = ১১*৫০০ = ৫৫০০ টাকা।
* ১০০ ফুট হলো ব্লক গাঁথুনি করতে ব্লক দরকার = ১০০÷.৯৫ = ১০৫.২৬=~ ১০৬ টি * ৪৫ টাকা = ৪৭৭০ টাকা।
* ব্লক তাপ পরিবাহী।
* ব্লক গাঁথুনিতে মসলার পরিমাণ খুবি কম লাগে।
* ব্লক গাঁথুনিতে প্লাস্টারের সারফেসটা অনেক সুন্দর হয়।
* ব্লক গাঁথুনিতে প্লাস্টারের পরিমান খুবি কম লাগে। প্লাস্টারের থিকনেস ৮-১০ মিলিমিটার হয়ে থাকে।
* ব্লক গাঁথুনিতে মিস্ত্রি খরচ কম।
* ১০-১৫ ফিট হাইট গাঁথুনির জন্য জানালা বা দরকার উপর কাটা লিন্টেল ব্যাববার করলেই হয়। সমুস্ত ওয়ালে লিন্টেল ব্যাবহার করতে হয়না।
* ইলেকট্রনিক লাইন / প্লাম্বিং লাইনের জন্য ওয়াল কাটতে হয়না - ব্লোগের মাঝের ফাঁকা অংশ দিয়ে কনসেল পাইপ ব্যাবহার করা যাই।
* বাউন্ডারি ওয়ালে ব্লক গাঁথুনিতে প্লাস্টার করতে হয়না। জাস্ট পয়েনটিং করলেই বাউন্ডারি ওয়াল দেখতে সুন্দর দেখাই।
* হলো ব্লকের ক্ষেত্রে ওয়েস্ট % জিরো। তবে অসতর্কতার কারণে আমরা ব্লকের ওয়েস্ট পারসেন্ট ২-৩% বলে থাকি।
* ইটে ১নং এর সাথে ১.৫০নং দের নাম্বার বা ২নং ইট চলে আসতে পারে। কিন্তু ব্লক এর ক্ষেত্রে সেই সুযোগ নেই।
আপনার বাড়ির তাপমাত্রা কতটা নিয়ন্ত্রণে থাকবে তা অনেকটাই নির্ভর করে বাড়ি কোনদিকে মুখ করে তৈরি করছেন তার উপরে। বাড়ি পূর্ব কিংবা পশ্চিমমুখী হলে সারাদিন সূর্যালোক জানালা দিয়ে সরাসরি প্রবেশ করবে। আবার উত্তরমুখী হলে শীতকালে প্রচুর ঠান্ডা বাতাস ঘরে প্রবেশের সুযোগ থাকে। তাই সবদিক বিবেচনায়, বাড়ি দক্ষিণমুখী করা সবচেয়ে সুবিধাজনক।
মাটি পরীক্ষা এবং ভবনের গুরুত্ব বিবেচনা করে বিল্ডিংয়ে কোন ধরনের ফাউন্ডেশন হবে তা শুধুমাত্র একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নির্ধারণ করে থাকেন।
কত তলা ভবনের ফাউন্ডেশের জন্য কত গভীরে যেতে হবে তা ইঞ্জিনিয়ার মাটি পরীক্ষা করে নির্ধারন করেন।
Helpful :)
এভাবে দেয়াল করলে খরচও কম হয়, একইসাথে হেলে পড়ে যাওয়ার সুযোগ নেই বিধায় মজবুতও হয় বেশি।
আঁকাবাঁকা করে দেওয়াল তুললে যে মজবুত হয় সেই সমান মজবুত দেওয়াল সোজা করতে গেলে ডাবল ইট লাগবে। অর্থাৎ যেখানে ৮ থেকে ১০ ইঞ্চি ইট লাগার কথা সেখানে ৫ ইঞ্চি তে হয়ে যায়।
অন্যদিকে এক হাজার ইট সমান ১০০০ ফিট যদি দেওয়াল লম্বা হয় সে ক্ষেত্রে একেকটা ইট হিসেবে আঁকাবাঁকা করলে ৬৫০-৭০০ ফিট হবে।
সোজা দিলে মাটির অনেকটা গভীর থেকে দেয়ালের গাঁথুনি দিতে হবে এবং মাঝে মাঝে রড সিমেন্টের কলাম দিতে হবে বা হেলে পরে যাবে হালকা কোন প্রেসারেই।
কিন্তু এভাবে আঁকাবাঁকা করে দিলে মাটির উপর থেকেই ইট দিয়ে করে নেওয়া যায়।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Puran Bogra
5840
FH Plaza(1st Floor), Projabahini Press Lane, Kabi Kazi Nazrul Islam Road, Shatmatha, Bogura
Puran Bogra, 5800
Our Service. #Soil Test And Piling #Plan And Design #3D Design(Exterior & Interior) #Interior Design With Service #Construction Service #Project Management For Better Support About...
Bogra Sadar, Bogura
Puran Bogra
The Structures & Geotech Ltd (SnG) is a Civil Engineering Construction Consultancy Firm in Bangladesh
Pirgachha Bazar
Puran Bogra, 5800
আর্কিটেকচারাল & স্ট্রাকচারাল ড্রয়িং (2D/3D), Building Consultancy etc
Sherua Bottala, Sherpur
Puran Bogra, 5840
Concrete Hollow Blocks, Solid Bricks, Uni Blocks, Carb stone, Pavement Tiles manufacturer
House : 682, 1st Floor , Chandanbaisha Road
Puran Bogra
We are a structural designing firm based in bogura. Feel free to connect and design your dreams!
Bogra, Bangladesh, Bogra
Puran Bogra, 5800
সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট Civil Engineering Esti
Puran Bogra, 5826
Supply, Construction, installation, maintenance, Service, Security etc