Nazim Uddin
Biomedical Engineer(BMEian_3B) ll JUST
আমিন❤🖤
আসসালামু ওয়ালাইকুম
বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।
আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।
আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন শা আল্লাহ।
একইসাথে আমাকেও যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন.....আমি তাদের ক্ষমা করে দিলাম..
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন।
আমীন।🖤
পড়ে খুব ভালো লাগলো, তাই শেয়ার দিছি, আমিও মানুষ আমারও ভুল থাকবে। তাই সবাই ক্ষমা করবেন
Hmm...
Modern problem requires modern solution: ReadYellowPart
Follow@ NazimUddin
('..')🏃('..')
--𝓝@𝕫ï𝖒 𝓤ԂԂïቢ
End Line🏃
Uddin
--𝓝@𝕫ï𝖒 𝓤ԂԂïቢ
সারাদিন এর ক্লান্তি ভুলার আরেক নাম ইফতার🖤🌸
---𝓝@𝕫ï𝖒 𝓤ԂԂïቢ
𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮'𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦....
𝐈𝐭’𝐬 𝐚 𝐒𝐮𝐧𝐧𝐚𝐡 𝐭𝐨 𝐚𝐬𝐤 𝐟𝐨𝐫𝐠𝐢𝐯𝐞𝐧𝐞𝐬𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐡𝐨𝐥𝐲 𝐦𝐨𝐧𝐭𝐡 𝐨𝐟 𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐧.
𝐅𝐨𝐫𝐠𝐢𝐯𝐞 𝐦𝐞, 𝐢𝐟 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐡𝐮𝐫𝐭 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰𝐢𝐧𝐠𝐥𝐲 𝐨𝐫 𝐮𝐧𝐤𝐧𝐨𝐰𝐢𝐧𝐠𝐥𝐲.
𝐈𝐟 𝐈 𝐡𝐚𝐝 𝐢𝐠𝐧𝐨𝐫𝐞𝐝 𝐲𝐨𝐮 𝐢𝐧𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧𝐚𝐥𝐥𝐲 𝐨𝐫 𝐮𝐧𝐢𝐧𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧𝐚𝐥𝐥𝐲.
𝐈𝐟 𝐈 𝐡𝐚𝐝 𝐬𝐚𝐢𝐝 𝐬𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐛𝐚𝐝 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐲𝐨𝐮 𝐝𝐢𝐫𝐞𝐜𝐭𝐥𝐲 𝐨𝐫 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞 𝐞𝐥𝐬𝐞.
𝐈 𝐚𝐦 𝐬𝐨𝐫𝐫𝐲 𝐟𝐨𝐫 𝐚𝐥𝐥 𝐭𝐡𝐞 𝐩𝐚𝐢𝐧 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐜𝐚𝐮𝐬𝐞𝐝 𝐲𝐨𝐮 𝐚𝐧𝐝 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐡𝐚𝐝 𝐜𝐫𝐢𝐞𝐝 𝐚𝐧𝐲 𝐝𝐚𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐦𝐞.
𝐈𝐭’𝐬 𝐛𝐞𝐭𝐭𝐞𝐫 𝐭𝐨 𝐜𝐥𝐞𝐚𝐫 𝐨𝐮𝐫 𝐬𝐨𝐮𝐥𝐬 𝐬𝐨 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐮𝐫 𝐟𝐚𝐬𝐭𝐬 𝐚𝐧𝐝 𝐝𝐮𝐚𝐬 𝐚𝐫𝐞 𝐚𝐜𝐜𝐞𝐩𝐭𝐞𝐝 𝐛𝐲 𝐀𝐥𝐥𝐚𝐡 (𝐬𝐰𝐭).
𝐈 𝐰𝐢𝐥𝐥 𝐝𝐨 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐦𝐞 𝐟𝐨𝐫 𝐲𝐨𝐮, 𝐈𝐧 𝐒𝐡𝐚𝐚 𝐀𝐥𝐥𝐚𝐡.
𝐘𝐚 𝐑𝐚𝐛𝐛𝐮𝐥 𝐚𝐥𝐚𝐦𝐢𝐧, 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐠𝐫𝐚𝐧𝐭 𝐮𝐬 𝐚𝐥𝐥 𝐇𝐢𝐝𝐚𝐲𝐚𝐭, 𝐈𝐦𝐚𝐚𝐧, 𝐓𝐚𝐪𝐰𝐚𝐚 𝐚𝐧𝐝 𝐒𝐚𝐛𝐫.
𝐀𝐦𝐞𝐞𝐧.(𝐜𝐨𝐥𝐥𝐞𝐜𝐭𝐞𝐝)
নিজের পাপের কথা ভেবে দুশ্চিন্তা হয়?
মানুষের কষ্টের কথা ভাবলে মন খারাপ
হয়?
এই কষ্ট আসলে একটা ভালাে জিনিস।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেছেন,
إن الله يحب كل قلب حزين
“নিশ্চয়ই আল্লাহ্ প্রত্যেক ব্যথিত ও
চিন্তিত অন্তরকে ভালােবাসেন।
[বায়হাকি, শু'আবুল ঈমান: ৮৬৬]
Uddin
রমজানে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না,
রমজান আসেই,মানুষকে পরিবর্তন করার জন্য!🖤🌸
@17 পৃষ্ঠা
Uddin
না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়,আমার কি দোষ খালি পাপ জমায়,,,🖤
Chirkutt
Uddin
দেখা হচ্ছে,,,
হ্যালো, জাস্টিয়ান, আমরা নেমেসিস, আসছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৩১ মার্চ, সেন্ট্রাল র্যাগ ডে উপলক্ষে। দেখা হবে সকলের সাথে আগামী ৩১ মার্চ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) মাত্র ৩৫ একরের ক্যাম্পাস।আর এই ৩৫ একরে রয়েছে শুধু ভবনের পর ভবন এ যেন দম বন্ধ হয়ে আসার মত অবস্থা।
বিশুদ্ধ খাবার পানির সংকট, স্যানিটেশনের অব্যবস্থাপনা, লিফট সমস্যা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত যবিপ্রবির একাডেমিক ভবন ও ক্যাফেটেরিয়া। তবে এসব বিষয়ে কোন নজরই নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
শিক্ষার্থীদের ভোগান্তিতে উদাসীন যবিপ্রবি প্রশাসন নাজিম উদ্দিন,যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) মাত্র ৩৫ একরের ক্যাম্পাস।আর .....
স্পট লাইটঃ
*** রাত ৯ টা ৫০ মিনিটের দিকে ইজি বাইকে টেনে তুলে হেলিপেডের পাশের জেলা প্রশাসন স্কুলে নিয়ে ঘটনাটি ঘটানো হয়।
*** ৭-৮ জন ধর্ষক ছিলো। যাদেরকে স্থানীয় বখাটে হিসেবে ধারণা করা হচ্ছে।
*** ঘটনা ঘটে যাওয়ার পরে ছেলেদের ৬ তলাতে একটা ছেলেসহ মেয়েটি আশ্রয় নেয়। সাথে থাকা ছেলেটি মেয়ের সহপাঠী এবং তারা ২ জনই এই ঘটনার সাক্ষী। ছেলেটিকে ধর্ষকেরা অনেক মারধরও করে। ঘটনার পরে তারা কি করবে ভেবে সিদ্ধান্ত নিতে না পেরে এক প্রকার তাড়াহুরু করেই ৬ তলায় আশ্রয় নিয়ে ফেলে এবং মেয়ের পরিচিত ১-২ টা মেয়েকে জানানোর পর তারাও সেখানে এসে অবস্থান নেয়। সেখান থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয় এবং তারপর স্যার-ম্যাম ৬ তলাতে যান ।
*** গোপালগঞ্জে নতুন হওয়ায় এখনও মেয়েটি এমনকি ছেলেটিও কাউকে চিনতে পারে নি। কিন্তু সামনে নিয়ে আসলে চিনতে পারবে বলে মনে করছে।
*** বিশ্ববিদ্যালয় প্রোক্টর বাদী হয়ে এজাহার দায়ের করা হয়েছে।
*** ধর্ষকদের ধরতে ২৪ ঘন্টা সময় চাচ্ছে জেলা পুলিশ। কিন্তু ছাত্রছাত্রীরা আরো দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের আটক করে শাস্তির আওতায় নিয়ে আসার আল্টিমেটাম দিচ্ছে।
PSC JSC SSC HSC AdmissionTest JobCareer
সকল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও ভার্সিটি ভর্তির তথ্য সহায়তা কেন্দ্র
উদ্যোক্তা ও চাকরি
২৪ ঘন্টা আপডেট খবর।Live
Nazim Uddin
মানতে না চাইলে প্রয়োজনে মারবি, তবুও ছেড়ে যাবি না।🤍
Uddin
𝓝@𝕫ï𝖒 𝓤ԂԂïቢ
বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন আপনি ফাইনাল ইয়ারে বা মাষ্টার্সে পা দিবেন তখন রঙিন দুনিয়াটা ক্রমশই সাদাকালো হয়ে উঠবে। বছরের পর বছর পরিবার টাকা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বে।বাবার অসুস্থতা,ছোট বোনের বিয়ের টেনশন, ডায়বেটিকস নিয়ে সারাদিন মায়ের কাজের কষ্ট,সংসারের অভাব অনটন সবকিছুর দায়িত্ব আপনার মাথায় এসে পড়বে।
এদিক ৪/৫ বছর ধরে ধরে গভীর রাত জাগা, সকালে না খাওয়ার বদঅভ্যাস আর হলের অপুষ্টিকর খাবার খেয়ে খেয়ে নিজের শরীরে অজান্তে বিভিন্ন রোগ ব্যাধি জন্ম নিবে।
এখন আর বন্ধু-বান্ধবী, আড্ডা, সংগঠন,থিয়েটার,নাটক,সিনেমা, সিরিজ,গভীর রাতের ক্লাবের ম্যাচগুলো কোন কিছু আর ভালো লাগবে না।অন্যদিকে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা,ভিডিও কথা বলা, সবকিছুতে অবসাদ হয়ে পড়বে, ভালোবাসার মানুষটার ও বিয়ের চাপ এসময়ে এসে পড়বে। সবদিক থেকে একটা মানুষ কোণঠাসা হয়ে পড়বে।টিউশনি গুলোতে গিয়ে ছাত্রকে লেখতে দিয়ে অন্যমনষ্ক হয়ে ভাবতে থাকবে।এদিকে দামি মোবাইল টা ৪/৫ বছরের মধ্যে পুরাতন হয়ে যাবে ঠিকমতো থাকবে না চার্জ,ক্যামেরা টা হয়ে যাবে ঝাপসা। প্রোফাইল পিকটা যেমন আছে তেমনি থাকবে ইচ্ছে ও হবে না চেন্জ করি, নতুন কোন স্টোরি দেই।দিনের পর দিন,রাতের পর রাত GK,Mp3,Job Solution পড়তে পড়তে মাথার চুল পেকে যাবে, পড়তে শুরু করবে চুল।টেবিলের উপর থাকা চাকরির আবেদনের ফাইলটা ভরে যাবে।এমনকি সেমিষ্টার শেষে গ্রীষ্মের বা শীতের ছুটিতে বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। কাছের মানুষগুলোকে ও মনে হবে সবাই পর,নিজেকে খুব একা মনে হবে।সেই ভার্সিটি জীবনের প্রথম বর্ষে ভর্তি হওয়া একগাদা স্বপ্ন আশা গুলো ক্রমশই ছোট হতে হতে শুধু মনের মধ্যে একটা কথা বলবে যেকোনো একটা সরকারি চাকরি হলেও চলবে।
দেখতে দেখতে আরও ৪/৫ টা বছর এভাবে চলবে।হয়তো ২৭/২৮ বছর বা চাকরির বয়সের শেষ কিনারায় গিয়ে একটা ভালো স্যালারির চাকরি পাবেন।আর ততদিনে হয়তো ছোট বোনের বিয়ে হয়ে গেছে, মা আর ঠিকমতো চলাফেরা করতে পারছে না,বাবা অসুস্থায় মারা গিয়েছে অথবা কাছের সেই ভালোবাসার মানুষটার ও বিয়ে হয়ে গেছে।
আর এভাবে জীবনের ৩০ টা বছর( অর্ধেক সময়) আইনস্টাইনের থিওরি,নিউটনের মহাকর্ষ সূত্র, পিথাগোরাসের উপপাদ্য আর পদ্মা সেতুর পিলার সংখ্যা পড়তে পড়তে চলে যাবে।
কেউ এই সংগ্রামী মানুষগুলোর ভেতরের কষ্টের বা অনুভূতি গুলো বুঝবে না।কিন্তু আশেপাশের মানুষগুলো আপনার সফলতা দেখে অবাক হবে আর প্রশংসায় ভেসে বেড়াবে।
চলতে.......
চলতে........
সময়ের কোন এক ক্রমে......
আপনার ও একদিন সুন্দর বাড়ি হবে,গাড়ি হবে,আপনি ও বাবা হবেন, আপনার ও একটা পরিবার হবে।
কোন একটা সময় গিয়ে মাথার চুলগুলো,মুখের দাড়িগুলো পেকে সব সাদা হয়ে যাবে।চেয়ারে হেলান দিয়ে চোখে চশমা দিয়ে হয়তো কোন একটা বই পড়বেন আর মনের অজান্তে অতীতের স্মৃতিময় দিনগুলোর কথা ভাবতে থাকবেন আর মৃদু করে হাসবেন অথবা চোখের কিনারায় একটু জল আসবে।আয়নার সামনে গিয়ে দাড়িয়ে নিজের তাকিয়ে মনে হবে এইতো সেদিন এসেছিলাম পৃথিবীতে আবার এখন যাবার সময় হয়ে গেলো, তবুও যেনো মনে হবে এই জীবনের একটুখানি কেন জানি অপূর্ণতা রয়ে যাবে
news24
আহ্ স্বপ্ন ভেঙে চুরমার 😪🥺
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
About Covid-19 misconception & Truth:::
Q1 /BCCI বস সৌরভ গাঙ্গুলী করোনার ডাবল ডোজ নেওয়ার পরও কেন করোনায় অাক্রান্ত হলেন???
উত্তর : করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া থাকলে করোনা হবেনা এটা ভুল ধারণা। কারণ, প্রতিটি ভ্যাকসিনের কাযক্ষমতা সর্বোচ্চ ৬-৯ মাস।
Q2/ বুস্টার ডোজ নিলে কি অামি আজীবন নিরাপদ???
উত্তর : না। কারণ, বুস্টার ডোজ ১ বছরেরও কম সময় নিরাপত্তা দিবে।
Q3/ করোনা কবে যাবে??
উত্তর : it's a never ending process.করোনা খুব সহজে যাবেনা অার এজন্য দায়ীও অামরা। কিন্তু কিভাবে? করোনা ভাইরাসের ছড়াতে দরকার host/পোষক। অামি অাপনি টিকা নিয়েছি কিন্তু ১৮ বছরের কম বয়সীদের কি পযাপ্ত টিকার অাওতায় অানা হয়েছে?? উত্তর না। এখন দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে অাছে কিন্ত অার ৬ মাস পর যখন ভ্যাকসিন অার সুরক্ষা দিবেনা তখন অাপনি ঐ ১৮ বছরের কম বয়সীদের থেকে অাবার করোনায় অাক্রান্ত হবেন।অার এভাবেই চলতে থাকবে।
বাংলাদেশ পরিস্থিতি :: উন্নত দেশ তাদের জনগণদের ১ বছর পরপর বুস্টার ডোজ দিয়ে বাচিয়ে রাখবে। কিন্তু অামাদের মত উন্নয়নশীল দেশ টিকা কিনতে, কিনতে গরীব হয়ে যাবে ফলে অামাদের অথনীতি ভেঙ্গে পড়বে। ক্রমেই টিকার অভাবে মৃত্যু পাল্লা দিয়ে বাড়বে।
সবাই কে (মুবিজবর্ষের) শুভেচ্ছা 🌚🙄
দেশে ২ ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
-- স্বাস্থ্যমন্ত্রী
আজ শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।ভোর প্রায় ৫টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে মার্কিন সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হচ্ছে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, খুলনা, বাহ্মণবাড়ীয়া, বাগেরহাট, রংপুর ও কুড়িগ্রামে এই কম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
6596
Silkcity, Rajshahi
Rajshahi, 6100
If u Love others they will Love u ......... If u cheat others They will Kick u.....
University Of Rajshahi
Rajshahi
Asst. Professor Dept. of Finance & Banking University of Rajshahi
Narayonpur, Pananagor, Durgapur
Rajshahi, 6240
আসসালামু আলাইকুম প্লিজ আমি নতুন সবাই একটু সার্পোট করবেন. ফলো করলে ফলো ব্যাক ১০০%
Rajshahi
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" i ❝আমি আল্লাহর বান্দা রাসূলুল্লাহ্ (সাঃ)-এর উম্মত❞
Dhamoirhat
Rajshahi, NAOGAON
সৎ পথে করিও ভ্রমন যদিও হয় দেরি,, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পরী,,
Rajshahi
Rajshahi, 6000
My name is Rahul Islam. I am work at Facebook. I am new blog on Facebook.