kawser._vai.0055
এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনি থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প, আর স্মৃতি
HERFY restaurant
কারো বদলে যাওয়াতে আমার দুঃখ নেই !! কিন্তু কেউ একজন ছিলো, যার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস ছিলো, কিন্তু সেই আমাকে বুঝিয়েছে সবার উপর বিশ্বাস করতে নেই....
Cox’s Bazar
বৃহস্পতিবার রাতে আকাশের চাঁদটাকে অনেক সুন্দর লাগছিল., ❤️❤️
আজ কেউ গুরুত্ব দিচ্ছে বলে যাকে অবহেলা করছো, সেই মানুষটা প্রতিনিয়ত এভাবে গুরুত্ব দিবেনা... কোনো একদিন সেই মানুষটাও বদলে যাবে শুধুমাত্র তোমার অবহেলা কিংবা গুরুত্ব না দেওয়ার কারণে... তখন তুমি বুঝতে পারবে জীবনে কারো থেকে মূল্য পাওয়াটা কিংবা গুরুত্ব পাওয়াটা কতটা সৌভাগ্যের ll
Coto vai ❤️ar sate selfie ❤️❤️❤️
কাউকে ভালো লাগার,পরেও, ভালোবাসি কথাটা বলতে না পারাটা হলো এক ধরনের ব্যর্থতা!!
এই ব্যর্থতা হলো আমার, আমি একটি মেয়েকে, ২০১৮ সালে পছন্দ করি, তার সাথে কথাও হয়েছে, অনেক দিন, কিন্তু ভালোবাসি কথাটি, কোনো একটা কারণে বলা হয়নি!!
তারপরে যে যার মত।
আর এখন ২০২২ সাল, তার সাথে এখনো কথা হয়।
কিন্ত না বলা সেই কথাটা এখনো বলতে পারিনি 😥😥
(আমার ভালো লাগার মানুষকে, ভালোবাসি কথাটা, না বলতে পারার ছোট্ট একটি গল্প)
Hi, friends,.🌷❤️🌷🥀
How are you..?
🥰🥰🥰🥰🥰
My page, everybody like or follow please.. 🙏🙏🙏
প্রায়ই অন্তর বিদ্রোহ করে উঠে; কেন আমার সাথে এমন হলো!
জীবনে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে যায়, অপ্রত্যাশিত কিছু হয়ে গেলে সাথে সাথে আমাদের মন ভেঙ্গে তছনছ হয়ে যায়, আমাদের মন বিদ্রোহ করে, কোন কিছুই তখন আর মানতে ইচ্ছা করে না!
আমার সাথেই কেন এমনটা হলো?
আমিই কেন?
এরকম পরিস্থিতিতে আমরা ধর্মীয় শিক্ষার কথা একেবারেই ভুলে যাই, যে কোন পরিস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা অনুসরণ করার মাধ্যমেই জান্নাত লাভ সম্ভব তাও ভুলে যাই!
প্রকৃতপক্ষে শয়তান মনের ভেতর সব সময় প্ররোচনা দেয়, অন্তর কে বিষিয়ে তোলে, বান্দা যাতে আল্লাহর বিরুদ্ধাচারণ করে এবং নাফরমানী করে।
আল্লাহ তা'য়ালা বলেছেনঃ
“যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”(সূরা হা-মীম সিজদাহ ৪১:৩৬)
এমন কিছু কথা মনে উদয় হবে যার কারনে গুনাহ হবে, জাহান্নামে পর্যন্ত যেতে পারেন! তাই সতর্ক থাকাই কর্তব্য।
যা যা করা উচিত -
▪️প্রথমেই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন "আলহামদুলিল্লাহ"। এর চেয়ে বড় কিছুও হতে পারতো!
▪️মন কে শান্ত করার চেষ্টা করুন, অযূ করুন কিংবা নিজ অবস্থান পরিবর্তন করুন ( দাড়িয়ে থাকলে বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন )
▪️কুরআন-হাদিসে বর্নিত দুয়া পড়ুন,
أَعُوذُْ بِاللّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
“আউযুবিল্লাহি মিনাস শায়তানির রাজীম”
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। (সহীহ বুখারী হা: ৬১১৫, ৬০৪৮, ৩২৮২, সহীহ মুসলিম হা: ২৬১০ )
رَّبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِ وَأَعُوْذُ بِكَ رَبِّ أَنْ يَّحْضُرُوْنِ
হে আমার প্রতিপালক! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি সকল শয়তানের প্ররোচনা হতে, আর হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি হতে।”(সূরা মু’মিনুন ২৩:৯৭-৯৮)
أَعُوذُ بِاللّٰهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ
সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর নিকট শয়তানের খোঁচা, ফুৎকার ও প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি। (আবূ দাঊদ হা: ৭৭৫, সহীহ)
اِنَّا لِلّٰہِ وَ اِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ
নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী। (সূরা আল-বাকারাহ, আয়াত ১৫৬)
"আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর'ই আর আল্লাহ'ই সব কিছুর উপর ক্ষমতাবান"।
[ সুরাঃ আল ইমরান, আয়াতঃ ১৮৯ ]
"অধিক পাওয়ার আকাঙ্খা
মানুষকে নিশ্বেষ করে দেয়।
(সূরা- (তাকাসুর-১)
মনে রেখো নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। যেদিন তারা তাঁর কাছে প্রত্যাবর্তিত হবে, সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে। আল্লাহ প্রত্যেক বিষয়ই জানেন।
সূরা নুর ৬৪]
- হে মু’মিনগণ! ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"
[আল বাকারা :আয়াত ১৫৩]
প্রিয় সন্ধ্যার সাথে বহুদিন ধরে যোগাযোগ নেই।
ফিরে যাওয়া কালো পাখিদেরও খবর নেয়া হয়না!
কফির মগ হাতে লাল আকাশ দেখা এবং
নিজের চুলের গন্ধ নিজেই নেয়ার নেশাটাও চলে গেছে।
কোথাও হারিয়ে গেছি,
বা কোনো হারানো বিরল এক রত্নের অনুসন্ধানে গেছি।
যেই রত্ন গত কয়েক জনম আমারি ছিল।
বহুদূর দেশ থেকে বাতাসে ভেসে আসে কষ্টেরা,
আমার গায়ে জড়ায়।
আমি ওই বাতাস শ্বাস-প্রশ্বাসে ভরি।
ওদের মাঝে খুঁজি একটা প্রিয় গন্ধ, খুঁজেও পাই।
নিজের হৃদস্পন টের পাইনা।
দিনে মনে হয় হাজার বার দেহত্যাগ করি!
উন্মুক্ত করে দেই আত্মাকে!
চলে যাই বহুদূরে, সাক্ষাৎ করে আসি প্রেমের দেবতার সঙ্গে!
তখন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়।
আমি হারাই গভীরে, আরো গভীরে…!
হারাতেই ভালোবাসি।।
নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Durgapur
Rajshahi, 6240
all time live stream : personal blog sports funny video real video
Uposohor Newmarket
Rajshahi, 6000
This is a learning platform for cadet college admission
Natore
Rajshahi, 6430
মানুষ হয়ে মানুষের পাশে দারাই মানবিকতা ফুটিয়ে তুলি সবার মাঝে।সকল অসহায় মানুষ দের পাশে থাকি।🤗🤗❤️❤️