NUR JARA's Collection
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NUR JARA's Collection, Clothing Store, Road:1, Padma Abasik, Vadra, Rajshahi.
We want to establish our brand to give you the raw taste of your deshi clothing with class.We want to be your trustworthy source of authentic hand-loom fabric.Here we are serving our best to give you the opportunity to carry your tradition with trend.
ধন্যবাদ পাশে থাকার জন্য।
Semi-balaka masleen
আমাদের ক্রেতাদের মাঝে তিনি অন্যতম ।আপুকে NUR JARA's Collection এর সেমি মসলিন শাড়িতে অসাধারণ লাগছে।
আপনাদের নিজের জন্য অথবা প্রিয়জনকে দিতে পারেন সুন্দর সেমি মসলিন শাড়িটি।
হ্যান্ডপেইন্ট, কাটওয়ার্ক, কাঁথাস্টিচ অথবা ব্লক-বাটিক কিংবা ভেজিটেবল ডাই। এমব্রয়ডারি, প্যাচওয়ার্কও চাই? কোন শাড়িতে পাবেন এই সব ধরনের নকশা? উপাদানটা মোটামুটি একই থাকল, হরেক নকশায় বেছে নিতে পারবেন একদম নিজের পছন্দের শাড়িটিই। মোটিফ আর বুননে বৈচিত্র্য অনেক বেশি আনা যায় সিল্ক শাড়িতেই। এত দিন বলাকা সিল্কটাই বেশি চলেছে, কয়েক বছর ধরে অ্যান্ডি আর মসলিনও যোগ হয়েছে সিল্কের সম্ভারে। জমকালো যেকোনো উপলক্ষে নজর কাড়তে সিল্ক শাড়ি সেরা, কথাটা বললে কি খুব ভুল হবে? তবে আরও থাকা চাই সাজ আর গয়নার বৈচিত্র্য। বলাকা সিল্কের ওপর জ্যামিতিক মোটিফে নানা নকশার ধাঁচটা পুরোনো হয়েছে। এখন মোটিফে বেশ নতুনত্ব এসেছে। পাশাপাশি পোলকা ডট, জ্যামিতিক বা লতাপাতার মোটিফে নকশা করা শাড়িও দেখা যাচ্ছে। সেগুলো নিত্যকার ব্যবহারের জন্য বেশ চলছে। আর জমকালো উপলক্ষে মসলিন, অ্যান্ডি সিল্কের শাড়ির চাহিদাই বেশি।
NUR JARA's Collection এ আপনিও চলে আসুন। বিখ্যাত সকল শাড়ি, উরনা, থ্রি পিচ, চাদর, শালসহ বাহারি জিনিসের Collection.
আলহামদুলিল্লাহ
জমে ওঠেছে NUR JARA's Collection, আপনিও চলে আসুন।
সময় যাচ্ছে জমে উঠেছে NUR JARA's Collection এখানে পাওয়া যাবে রাজশাহীর সিল্ক, মনিপুরী শাড়ি, রাজশাহীর বিখ্যাত কাঁথা, বিখ্যাত বাঁশের মগ, বাহারি ডিজাইনের চুরি, আইনা, মুসলিম শাড়ির বিভিন্ন কোয়ালিটি ও ডিজাইন, ওয়ান পিচ, কাঠের কলম, কাঠের নকেট, কাঠের গলার মালাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সমাহার। সুন্দর মনোরম পরিবেশে নিরাপদে কেনাকাটার জন্য চলে আসুন "NUR JARA'S Collection " এ জাম্বুরী Retail এলাকায়।
রাজশাহীর সিল্ক অনেক সুক্ষ এবং নরম মোলায়েম আঁশ। আঁশের উপাদান পিউপা। যা আসে তুঁত রেশম থেকে এবং এটি প্রোটিন এর আবরন যা সারসিনা নামে ডাকা হয়। সাধারনত তিন ধরনের সিল্ক হয়:
তুঁত সিল্ক
ইরি(অথবা ইন্ডি) সিল্ক এবং
তসর সিল্ক
এসকল বিভিন্ন পণ্যগুলো , তুঁত রেশম সুক্ষ এবং সেইজন্য সবচেয়ে মূল্যবান।
রাজশাহীর সিল্ক দিয়ে তৈরি শাড়ি কিনতে চলে আসুন "NUR JARA'S Collection " এ ৩২তম এপিআর ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর Retail এলাকায়, মৌচাক, গাজীপুর।
৩২তম এশিয়া প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে থাকছে কেনাকাটার বিশেষ সুযোগ!
NUR JARA'S Collection " এ পাওয়া যাবে রাজশাহীর সিল্ক, মনিপুরী শাড়ি, রাজশাহীর বিখ্যাত কাঁথা, বিখ্যাত বাঁশের মগ, বাহারি ডিজাইনের চুরি, আইনা, মুসলিম শাড়ির বিভিন্ন কোয়ালিটি ও ডিজাইন, ওয়ান পিচ, কাঠের কলম, কাঠের নকেট, কাঠের গলার মালাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সমাহার। সুন্দর মনোরম পরিবেশে নিরাপদে কেনাকাটার জন্য চলে আসুন "NUR JARA'S Collection " এ জাম্বুরী Retail এলাকায়।
আমরা বরাবরই কাজ করতে পছন্দ করি বাংলাদেশের ঐতিহ্যবাহী সব পণ্য নিয়ে। এবারে নিয়ে এসেছি চমৎকার কিছু শাড়ী। মোলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে মুনিপুরীদের তাঁতীপল্লী থেকে এসেছে এই চমৎকার সুন্দর মুনিপুরী শাড়ী গুলো। । মুনিপুরের শাড়ী গুলো দেখতে কেমন জানাতে ভুলবেন না। আর পছন্দ হলে অবশ্যই ইনবক্স করবেন।
মনিপুরী শাড়ির ইতিহাস
বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাস অতি প্রাচীন।বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং- এর ভ্রমণ কাহিনীতে মনিপুরী বস্তু শিল্প অর্থাৎ মনিপুরী তাঁত শিল্পের উল্লেখ রয়েছে। সে দিক থেকেও বলা যায় মনিপুরী তাঁত শিল্পের ঐতিহ্য অতি প্রাচীন, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। এই শিল্পের সাথে জড়িত আছে এদেশের সংস্কৃতি। আর তাঁত শিল্প আমাদের ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক। দেশের সর্ববৃহৎ কুটির শিল্প বা লোকশিল্পও এটি। সিলেট বিভাগের মনিপুরী তাঁত শিল্প, এই সর্ব বৃহৎ শিল্পের অন্যতম অংশীদার।
বর্তমানে মনিপুরী তাঁতের শাড়ির জন্যই মনিপুরীদের সুনাম বা পরিচিতি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মনিপুরী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এখন দেশে যে ক’টি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম মনিপুরী সম্প্রদায়। তাদের ভাষা, বর্ণমালা, সাহিত্য ও সমৃদ্ধসংস্কৃতি এ দেশে যোগ করেছে ভিন্ন মাত্রা। মনিপুরীরা বুননশিল্পে খুব দক্ষ। নিজেদের কাপড় তারা নিজেরাই বুনে। প্রবাদ আছে- মনিপুরী মেয়েরা জন্মসূত্রেই তাঁতি ও প্রায় ৯০ শতাংশ নারী তাঁতের সাথে যুক্ত।
মনিপুরীদের উৎপাদিত তাঁতপণ্যের মধ্যে রয়েছে- ফানেক অর্থাৎ মনিপুরীদের বিশেষ এক ধরনের পোশাক, শাড়ি, শাল, ওড়না, থ্রি-পিস, গামছা, ফতুয়া, পাঞ্জাবি, বিছানার চাদর ইত্যাদি। এখন তারা অত্যন্ত সুন্দর নকশিকাঁথা, বকুল কাঁথা ও তৈরি করে থাকে।
মনিপুরী ভাষায় তাঁতকে বলে ‘ইয়োং’। ইয়োং আবার দু’ধরনের। মোয়াং ও পাং। মোয়াং তাঁতে সাধারণত মোটা সূতার কাপড় তৈরি করা হয়। আর পাং তাঁতে সাধারণত চিকন সুতার কাপড় তৈরি হয়।
মনিপুরী শাড়ির মূল বৈশিষ্ট্য হলো- এর দুই পাড়ে মাইরাংগ অর্থাৎ টেম্পল বা মন্দিরের প্রতিকৃতি থাকবে। তাই প্রায় প্রতিটি শাড়ির আঁচল, জমিন ও পাড়ের নকশায় দেখা যায় এই প্রতিকৃতি। মনিপুরী শাড়ি তৈরি হয় বরাবরই উজ্জ্বল রঙের সুতায়। বর্তমানে আঁচল, জমিন ও পাড়ে মন্দির প্রতিকৃতির পাশাপাশি আঁচল ও জমিনে বিভিন্ন নকশা থাকে। মনিপুরী শাড়ির রঙ ও নকশা দেখলেই বোঝা যাবে, এটি মনিপুরী শাড়ি।
মনিপুরীদের শাড়ি বুননের প্রক্রিয়াও অনেকটা আমাদের জামদানি বা দেশী তাঁতের শাড়ির মতো।
একটি তাঁতে দু’জন তাঁতি কাজ করেন দুই দিকে বসে। প্রথমে সুতা মাড় দিয়ে শুকাতে হয়। তারপর শুকানো সুতা চরকায় পেঁচিয়ে গুঁটিতে ভরে সেখান থেকে মাকুতে নিয়ে বুনতে হয়। আর সবার আগে শাড়ির টানা বাঁধতে হয়। তারপর বুনন কাজ চলে।
মনিপুরী দেশীয় বুননশিল্পের অন্যতম একটি মাধ্যম। মনিপুরী শাড়ি এখন দেশীয় রমনিদের অন্যতম পছন্দের শাড়ি। তাই মনিপুরী শাড়ি এখন দেশীয় শাড়ি হিসেবে পরিচিত। মনিপুরী তাঁতশিল্প পুরোটাই চলছে মনিপুরীদের লোকজ্ঞানে।
রাজশাহী সিল্ক শাড়ির উপকরণ
রাজশাহী সিল্ক শাড়ির মূল উপকরণ রেশম কাপড়। প্রাচীন কাল থেকেই বাংলায় রেশমের চাষাবাদ হয়। তা থেকে কাপড় প্রস্তুত করত বাংলার সাধারণ জনগন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভের পর; নবান মুর্শিদকুলী খাঁর সৃষ্ট জমিদারি অঞ্চল গুলোকে জেলায় রূপান্তর করে ১৭৮৬ সালে। এর ফলে রাজশাহী জেলা হয়ে ওঠে। কারণ, সে সময় বা তার আগে থেকেই রাজশাহী ও তার আশেপাশের অঞ্চল রেশম চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। তবে কবে নাগাদ এই রেশম চাষ বাঙলায় শুরু হয় তা নিশ্চিত ভাবে বলা যায় না। হয়তবা এরও প্রায় কয়েকশত বছর আগে রেশমের চাষ শুরু হয়েছিলে এই বাংলায়।
অনেকেই সিল্কের কাপড় না চেনার কারণে ঠকে যায়। তাই আজ জানাব সিল্কের কাপড় চেনার সবথেকে সহজ একটি উপায়।
সিল্ক কেনার সময় কাপড় থেকে একটু সুতা বের করে পুড়িয়ে নিন। পোড়ানোর পর কাপড় থেকে যদি রেশম পোকার পোড়া পোড়া গন্ধ বের হয় এবং সুতা পুড়ে ছাই হয়ে যায়, তখনই বুঝবেন কাপড়টি আসলেই রেশম সুতায় তৈরি। অন্যদিকে পলিয়েস্টার সুতা পোড়ালে কোনো গন্ধ তো বের হবেই না, বরং তা আঠার মতো আটকে যাবে হাতে।
আমরা চাই ক্রেতাকে পিউর কাপড়টা দিতে।তার জন্য আজকের আয়োজন।
ছাই রংয়ের সাথে কপার আচল।একটি ক্লাসিক কম্বিনেশনে করা বলাকা সিল্কের শাড়ীটি আপনাকে দিবে দারুন সুন্দর একটি লুক। এক কথায় ঐতিহ্যের সাথে আধুনিকতা।
বিনিময় মুল্যঃ ৫০০০ টাকা
পিউর মসলিনের উপর কপার গোল্ডের জামদানি মোটিভের কাজ।
বিনিময় মুল্যঃ
সেলাইসহ ৩৫০০ টাকা
সেলাইছাড়া ৩১০০ টাকা
এন্ডি সিল্কের কামিজ।
বিনিময় মুল্য ঃ ২২০০ টাকা
https://www.facebook.com/100539532466889/posts/112939541226888/
লাল কমল নিবেন লাল কমল ?
চমৎকার লাল নীল কম্বিনেশনে এই মসলিন এন্ডি কম্বিনেশনের ওড়নাটিতে ফ্লোরাল মোটিফের পেইন্ট করা।
প্রডাক্টের নামঃ লাল কমল
মূল্যল ১০০০ টাকা মাত্র
নতুন টুপিছ কালেকশন।
coming soon.....
Alhamdulillah.
Sold https://m.facebook.com/groups/664499254807268/permalink/669544957636031/
নতুন বছরে নতুনের আগমন।নতুন বছরের শুভেচ্ছা নিবেন সবাই।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Rajshahi
Rajshahi, 6000
Welcome To Sassy Boo for men and women Where you can find your desired, most unique and exclusive fashion wear. Come join us and be amazed by the most aristocratic fashion line-up ...
Rajshahi, 6206
our shop sells hand paint shari and panjabi. All the product are handmade by us. We have many design
Rajshahi, 6240
Welcome to Faria's Fashion Gallery. On our page you will find all the new design clothes, ornaments.
51, Horogram Bazar, Rajshahi Court, Rajpara
Rajshahi, 6201
আস্সালামুআলাইকুম..পরম করুনাময় আল্লাহ
Bhabanigonj, Bagmara
Rajshahi
Hi i am joy At present we only do T-shirt printing. We have various color T-shirts. Our products are comfortable and high quality. We print t-shirts for various organizations and c...
Jamur, Sherpur, Bogura
Rajshahi, 5840
wellcome to my page. Check out my page. I hope you like it.