Nidhi
Think postive , Choose Authentic. This page gives you authentic & effective product.
শুরুতেই বলেছিলাম মাসের শুরু থেকেই ঈদ আপডেট নতুন ড্রেসগুলো পেজে দেখতে পাবেন।
ইনশাআল্লাহ কাল থেকে নতুন ড্রেসগুলো দেখানো শুরু হবে, প্রত্যকটা ড্রেস সামনাসামনি অনেক বেশি সুন্দর,জাস্ট হাতে পাওয়ার পর বলবেন কী দামে কী রাজকীয় ড্রেস পেলেন?
ছবি তোলার কাজ শুরু হয়ে গেছে, এখন আপনারা বলুন এই ড্রেসটা কয়টাকায় দিলে আপনারা খুশি হবেন?
কাজের প্রেশারে অনেকদিন পেজে কোনকিছুর আপডেট দিতে পারিনি, ব্যস্ততা আপনাদের ঘিরেই ছিল। চাচ্ছিলাম, এবার ঈদে কম খরচে সবচেয়ে সুন্দর ঈদ ড্রেসগুলো একদম নামমাত্র দামে আপনাদের হাতে তুলে দিতে,এজন্য এত ব্যস্ততা।
ইনশাআল্লাহ মাস শুরুর প্রথম সপ্তাহে সকল নতুন ড্রেসের আপডেট পাবেন। এবারের সকল সুবিধা রাজশাহীর মানুষদের কেন্দ্র করেই বেশি হবে।
ড্রেসের দাম শুনে আপনারাই চমকে যাবেন এতটুকু কথা দিচ্ছি, Nidhi এর সাথে থাকুন সকল নতুন আপডেটর জন্য।
আপনাদের বিশ্বাসই আমাদের কাজের আগ্রহ দৃঢ় করে। প্রতিনিয়ত চেষ্টা করি, কার্যকারী হেয়ার ওয়েল আর হেয়ার প্যাকটা আপনাদের কর্ণারে পৌঁছে দেওয়ার।
এগুলো আজকের পার্সেল,আপনাদের কর্ণারে পৌঁছে দেওয়ার জন্য রেডি করছি।
বয়স বাড়ছে অভিজ্ঞতার ঝুলি আরো শক্ত হচ্ছে। কখনো সময় পেলে আমাকে দোয়ায় রাখবেন, যেন সবার জন্য আরো ভাল কিছু করতে পারি।
কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে হেয়ার নষ্ট করার চেয়ে অর্গানিক হেয়ার কেয়ার করুন,স্থায়ী হবে চুলের সৌন্দর্য। ন্যাচারাল সাইড ইফেক্টহীন যত্ন এমনিই আপনার চুলের গ্রোথ, শাইন ঠিক রাখবে।
নারী আসলে কীসে আটকায়!!এই ধরনের প্রশ্ন আসলে কতটা যোক্তিক!আপনি কী জানেন এসব প্রশ্ন আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে।
মানুষ সৃষ্টির সেরা জীব,সৃষ্টিকর্তা ভীষণ যত্ন করে যাকে বানিয়েছেন, আপনি তাকে আটকাতে চাচ্ছেন!!
আপনাকে সে সার্মথ্য সৃষ্টিকর্তা দিয়েছেন নিজেকে প্রশ্ন করুন প্রথমে।
সেরা জীবকে আপনি ভালবাসতে পারেন,আদর করতে পারেন,সম্মান করতে পারেন,আগলে রাখতে পারেন,মায়ার জাল বিছিয়ে দিতে পারেন,থাকার দায়িত্ব সুন্দর মানুষটার।
আপনি ভালবাসা বাদ দিয়ে,শাসন নামক সোনার খাঁচা বানিয়ে দিলে কেউ আটকাবে না, সে নারী হোক বা পুরুষ হোক।
সময়ের সাথে ভালবাসা পরিবর্তনশীল,বিয়ের সময় যেমন মেয়ের রুপ আর বাবার টাকা দেখে ছেলেরা আটকে যায়। কিছু সময় পর আবার গুণ,দায়িত্ব,ভালবাসা,সম্মান খোঁজা শুরু করে, মানুষকে আটকিয়ে রাখার টেকনিকটাও ঠিক তেমন।
শুধু একটা ভালকিছু দিয়ে একজনকে আটকানো যায় না।
যে মেয়েরা সুন্দরের বলেই ডাক্তার, ইন্জিনিয়ার,বিসিএস ক্যাডার চেয়ে বসেন,দিন শেষে তারাই সবচেয়ে বেশি ডোমিনেট, ভায়োলেন্সের স্বীকার হয়,কারণ ওই যে একটা গুণ দিয়ে খুব বেশিক্ষণ কাউকে মোহিত করা যায় না।
নারী আসলে কীসে আটকায়? আপনাদের কী মতামত।
হেয়ার ওয়েল কেন ব্যবহার করবেন!!
*চুল পরে যাওয়ার সমস্যা কমাবে। (২০/২৫ দিনের মাঝে পরিবর্তন বুঝতে পারবেন, চুলের পরার সমস্যা অনেকদিনের হলে একটু সময় বেশি লাগবে।)
*নতুন চুল গজাবে।
*চুল দ্রুত লম্বা করবে
*চুল সফ্ট করবে একবার ব্যবহারেই।
*চুলের ফাটা বন্ধ হবে।
*চুল সিল্কি হবে, একবার ব্যবহারেই বুঝতে পারবেন।
*খুব দ্রুত খুশকি দূর করবে।
*চুলের গোড়ায় পুষ্টি যোগাবে,চুলকে প্রানবন্ত রাখবে।
*চুল অকালে পেকে যাওয়া রোধ করবে।
*চুল দ্রুত লম্বা করবে।
*মাথার স্কিনে এলার্জি / চুলকানি সমস্যা থাকলেও ব্যবহার করা যাবে।
*চুল প্রানবন্ত উজ্জ্বল রাখবে।
*চুলে অতিরিক্ত জট পরা রোধ চুলকে মসৃণ রাখবে।
১০০% অর্গানিক,তাই কোন প্বার্শপ্রতিক্রিয়া নেই।
জীবন সুন্দর হয় না,সুন্দর বানিয়ে চলতে হয়। কখনো ধৈর্য্য ধরে, কখনো সুন্দর করে কথা বলে,কখনো মুচকি হেসে, কখনো ছাড় দিয়ে,কখনো উত্তর দিয়ে।
আপনি যা দিবেন,তার দ্বিগুণ ফেরত পাবেন। এখন সিদ্ধান্ত আপনার আপনি কী পেতে চাচ্ছেন!
শুক্রবারের দিনটা সুন্দর হওয়া উচিত, কিন্ত এত ব্যস্তময় হয় কেন?
শুক্রবারের দিন মুভি দেখব,ঘুরতে যাবো,আড্ডা দিব,সব ভালো খাবার টেবিলে থাকবে, কিন্তু তা হয় না!
ক্লাস করো,রান্না করো,বাসা পরিষ্কার করো, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো।🥺
শুভ শুক্রবার।
ব্যস্ততার জন্য কয়েকদিন পেজে এক্টিভ থাকতে পারছিনা, কিন্তু সামনে হেয়ার ওয়েলে উপরে থাকছে অফার, যারা সামনে হেয়ার ওয়েল নিবেন তারা পেজের অফারগুলো খেয়াল করবেন।
Happy Friday. ❤️
Late but not forget.. ❤️
অনেকদিন পর নিজের জন্য সময় বের করতে পাচ্ছি,ঘরের সদস্যগুলোর অনেকদিন খোঁজ নেওয়া হয়নি, কেমন আছেন আপনারা সবাই? আমাকে ভুলে যাননি তো?
সময় থাকলে কেমন আছেন জানাতে ভুলবেন না!
একটু ভিন্নতা,মিলে গেলে কমেন্ট করতে ভুলবেন না।
২বছরের মধ্যকার পরিবর্তন।
বড় চুল সামলিয়ে রাখা আমার জন্য কষ্টকর মনে হওয়া শুরু হলেই আমি চুল কেটে ফেলি। অযত্ন করার চেয়ে একটু চুল ছোট করেও যত্ন করাটা আমার কাছে প্রিয়। এই ২বছরে ৪ বারের বেশি চুল কেটেও এই পর্যন্ত আছে চুল আছে, আলহামদুলিল্লাহ।
জন্ম থেকে আল্লাহ সুবাহানাতা'লা চুলের গ্রোথ যথেষ্ট ভাল দিয়েছেন, আম্মু ছোটবেলায় টাক্কু করিয়েছেন হাতগুণে ৩/৪ বার।আমি বুদ্ধির পর কখনো নিজের চুল ছোট দেখিনি।
কিন্তু সময়,পরিবেশ পরিবর্তনে চুল উঠে গেছে, পড়ে গেছে, আগা ফেটে গেছে,টেনশনে গোঁড়া থেকে চুল উঠে গেছে, এমন সমস্যার সম্মুখীন হয়েছি বহুবার।
হেয়ার সলুশন তৈরির যাত্রা শুরু হয় যখন আমি ক্লাস ৮ পড়ি, তখন থেকে,চেয়েছিলাম নিজের চুলটুকু সুন্দর আর ধরে রাখতে,আর আশে পাশের নিজের মানুষগুলোর।
কিন্তু জানেন তো!! ভাল কিছু সবসময় প্রকাশ পেয়েই যায়, আপনি বলেন আর চুপই থাকেন না কেন? ইন্টারের পর নিজেদের মানুষগুলো এত উপকার পেয়েছিল তারাই পরবর্তী সময়ে আমাকে তেল বানানোর পরামর্শ দেয়, আর কাছের মানুষগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় আমার পক্ষে সম্ভব ছিল না সবাইকে ফ্রি হেয়ার সলুশন দেওয়ার।
চুলকে ভালবাসলে সপ্তাহে তিনদিন হেয়ার সলুশন দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে,প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, পরবর্তী সময় নিজেই চুলের প্রতি যত্নবান হয়ে যাবেন।
সময় থাকতে নিজের দিকে একটু খেয়াল রাখুন।💛
সকালের শুরুটা সুন্দর হলে,দিনটা এমনিই সুন্দর হয়ে যায়।
তাই যারা রাত দেখে ভয় পাচ্ছেন,তারা সকালের অপেক্ষা করুন।কোন সময় চিরস্থায়ী না।
আজ হয়তো আপনার দিনটা সুন্দর হচ্ছে না,আপনার পরিশ্রম স্বরুপ ফলাফল পাচ্ছেন না, চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা আছেন,আপনার ধৈর্য্যর ফল দ্বিগুন করে দেবার জন্য।
অনেক অল্প পরিশ্রমে অনেকে আপনার সামনে অনেক শাইন করবে, ট্রাস্ট মি সেগুলো ক্ষণস্থায়ী। সেগুলো দেখে কখনো মন ছোট করবেন না এবং আপনার পরিশ্রম কমিয়ে দিবেন না। আপনি আপনার পরিশ্রম করুম,উওম প্লানকারী সৃষ্টিকর্তা,উনিন জানেন কাকে কী দিতে হবে,কতটুকু দিতে হবে।
সুন্দর থাকুন,সময় যেমন হোক,নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকুন,শেষ হাসিটা আপনারই হবে।❤️❤️
দিন দিন আমরা মানুষজাতি খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি জানেন?
কথায় কথায় ফেসবুকে পোস্ট, উঠতে বসতে ছবি, একটু মনমালিন্য হলে ট্রক্সিক হয়ে পড়া, সবসময় হেডলাইনে থাকার তাগিদ আমাদের নিজেদের কখনো সেলফিস অনেকক্ষেত্রে নোংরামির সীমানা অতিক্রম করে ফেলছি,তা আমরা খেয়াল করছি না।
এই যে কথায় কথায় বলেন না, আপনার লাইফ আপনি যা মন চাই করবেন,যা ইচ্ছে দেখাবেন,দেখবেন, অসভ্যতাকে প্রশয় দিবেন দিনের পর দিন, সত্যি কী জানেন আপনি একা কিছু পারেন না, না থাকতে, চলতে, না বাঁচতে। মরার পর লাশ পরে থাকলে বুঝবেন এসব কথার তেজ কোথায় গিয়ে পড়ে!!যদি লাশ সমাজের মানুষ দাফন না করে। পঁচা মাংসের কী যে বিচ্ছিরি গন্ধ তখন টের পাবেন?
এই সমাজ কিছু না,আবার অনেককিছু। আপনি যে এত বোল্ড, এত শার্প হওয়ার চেষ্টায় দিনরাত কাটাচ্ছেন ওটাও কিন্তু সমাজের মানুষের জন্য, অন্যর চোখে সেরা হবার চিন্তায়।
সমাজের কিছু জিনিস পরিবর্তন হওয়া জরুরি,তবে সেটার জন্য নোংরামি বা অসভ্যতার দরকার হয় না,সুশিক্ষা দরকার হয়। চিল্লাচিল্লি করে বাসা থেকে বের হলে দিনটা কিন্তু খারাপ যায়, একটু সময় নিয়ে হাসিমুখে বাসা থেকে বের হলে সম্পূর্ণ দিন সুন্দর।
এখন সিধান্ত আপনার,জীবনটা আপনি কীভাবে শেষ করতে চাচ্ছেন?
আমাদের সুন্দর সবকিছু পছন্দ অথচ নিজের সুন্দর সবকিছুর চর্চা, নিজের সৌন্দর্য জিনিসগুলো বুঝতে পারা বা যত্ন করায় ভীষণ অনীহা।
প্রত্যকের মধ্যই সুন্দর কিছু আছে, কারো ভয়েস সুন্দর, কারো চোখ,কারো কথা বলার ধরণ,কারো হাসি, কারো চুল!
নিজেকে ভালবাসা এবং ভাল রাখতে পারাটা একটা সুন্দর গুণ। সৃষ্টিকর্তা প্রত্যককে সুন্দর ও সুস্থ রাখুক।
#শুভসূচনা
সবকিছুই ততক্ষণ সুন্দর যতক্ষণ আপনি আগলে রাখবেন!
আসুন আজ আপনাদের সাথে আবার একটু পরিচয় হয়, আমার Nidhi ফ্যামিলির সদস্যদের সাথে?
আমি নিধি,আপনি?
Nidhi এর পথচলা তিনবছর অতিক্রম করেছে, এই তিনবছরে আপনারা আমাকে না চিনেও আমার কথায় আমার প্রত্যকটা পণ্যকে এতটা ভরসা করেছেন এবং সুন্দর ফিডব্যাকও দিয়েছেন, আমি ভীষণ কৃতজ্ঞ।
আপনারা সার্পোট না করলে এই যাত্রায় পথচলা সম্ভব ছিল না।
নিধিতে নতুন কিছু পণ্য এড হবে, এবং নতুনত্বের সাথে। আশা করি আপনারা সাথে থাকবেন। নতুনত্বের শুরু নতুন লগো দিয়ে।
বিঃদ্র: [ যারা আমার থেকে পণ্য নিয়েছে, তাদের আমার পণ্য কেমন লেগেছে, ভালো বা মন্দ সেটা রিভিউ পোস্ট করলে, পরবর্তী পারচেজিং এ ১৫% ডিসকাউন্ট দেওয়া হবে। ]
জীবনে যা চাইবেন,তা কিন্তু আপনি সবসময় পাবেন না। এমনও সময় আসবে আপনার খুব প্রিয় জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
আপনাকে কষ্ট দেওয়া হবে, কাঁদানো হবে,বেঁচে থাকার দ্বিধায় ভুগবেন, কিছুটা সময় পার হলে রিলাইজ করবেন আপনার আর কষ্ট হচ্ছে না আগের মত, বুকের ব্যথা নেই,আফসোসের জায়গায় আলহামদুলিল্লাহ বলছেন তখন।
অনেক সময় সৃষ্টিকর্তা আমাদের থেকে প্রিয় জিনিস কেড়ে নেন আমাদের ভালোর জন্য এবং শিখিয়েন দেন ধৈর্য্য ধরা।
কখনো প্রিয় কিছু হারিয়ে ফেললে মন খারাপ করুন,কষ্ট পান, কাঁদেন সমস্যা নেই, শুধু ভুল কোন সিদ্ধান্ত নেবার আগে একটু সময় দেন নিজেকে।
❤️
আমার লাইফটাই বোরিং,ওর মত সুন্দর না।
সে কত চামিং,গ্লোয়িং,চাকচিক্যময়,চাইলে এটা কিনছে,ওটা কিনছে, এই দেশ কাল ওইদেশ, ওর ক্যারিয়ার কত ভাল,সেটেল্ড, অল্প বয়সে কত কী করছে, অথচ সৃষ্টিকর্তা আমাকে দেখতে পায় না!
রোজ রোজ এইসব আফসোস আর কমপ্লেইন নিয়ে কত মানুষ ডিপ্রেশন ভুগছে, অজান্তেই কতটা অন্যর সাথে নিজের কম্পেরিজন করে ফেলছে, ভিতরে ভিতরে বলে ফেলছে "আমাকে দিয়ে কিছু হবে না," নামিয়ে ফেলছে কনফিডেন্স লেভেল নিজেরাই জানে না।
সোশ্যাল প্লার্টফমটাই চাকচিক্যময়, এখানে সবাই নিখুঁত।
অন্যর ধার করা গাড়ি,বাড়ি,ড্রেস,স্বামী,বউ নিজের বলে চালিয়ে দেওয়া যায়,বোঝানো যায় আমি মস্ত কিছু। অভাব কী জিনিস,জানিই না। অথচ খুঁতালে দেখা যাবে তিনবেলা খাবার জোগাতে শরীরে হাড় নড়েচড়ে যাচ্ছে একেকজনের।
কেউ কেউ রাতে ঘুমাতে পারেনা,টাকার হিসাব কষতে,কেউ আবার দিনরাত নির্যাতন হচ্ছে টাকার বিড়ম্বনায়।
শুনন,হালাল ইনকাম এবং সফলতা খুব কঠিন জিনিস, কিন্তু আপনি যখন পাবেন সেটার তৃপ্তি অন্যরকম।
একটু খেয়াল করে দেখেন,কত কী আপনার আছে,কত ভাল কিছু আপনার সাথে হচ্ছে সেটার হিসাব কষছেন না।
যেটা পাননি তারজন্য মন খারাপ করে,ভালোগুলোর জন্য আলহামদুলিল্লাহ বলছেন না।
খেয়াল করলে দেখা যাবে, আপনার মা বাবা বেঁচে আছে তাদের ভালবাসা পাচ্ছেন,নিজের কথা বলার মানুষ পাচ্ছেন।
হয়তো আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতি ভীষণ লয়াল। সিনেমার নায়িকার মত সুন্দর আপনার বউ না, কিন্তু বউ থেকে পাওয়া সম্মান, ভালবাসা অনেক। আপনার স্বামী হয়তো চাইলেই আপনাকে ১০ হাজার টাকার শাড়ী বা আপডেট আইফেন ভার্সন কিনে দিচ্ছে না, অথচ আপনার ঘরের কাজে সাহায্য করছে, আপনি তার নজরে সবচেয়ে রুপবতী,আপনার প্রতি সে ওনেস্ট। কোনদিন জোরে কথা বা কমতি গুলো নিয়ে কিছু বলেনি।
আপনি সে পজেটিভ জিনিসগুলো এপ্রিসিয়েট করছেন বা ভেবেই দেখেননি,এটা অন্যায়।
সবার জীবনে পজেটিভিটি থাকে,কিন্তু নেগেটিভিটি চর্চা করতে আমরা নিজেরা পছন্দ করি।
আমি খুব অলস প্রকৃতির মানুষ,কতদিন থেকে ভাবছি আপনাদের সাথে হেয়ার সলুশনের রিভিউগুলো শেয়ার করবো কিন্তু আজ করবো কাল করবো বলে করা হয়নি। আরো অনেকগুলো রিভিউ জমে আছে ওগুলো একটু চেক করে অন্য একসময় আপনাদের দেখাবো। এই তিনবছরে হেয়ার সলুশন আপনাদের মনে জায়গা করেছে, আপনাদের বিশ্বাস ধরে রাখছে এটাই আমার শান্তি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Smrity Omlan Chattar, Vadra, Balia Pukur, Boalia
Rajshahi, 6205
ভারতীয় রেল ও বিমানের টিকিট কনফার্ম কর সবচাইতে কম রেটে টিকিট পেতে যোগাযোগ করুন
Stylo Premises Market
Rajshahi
OPPO, VIVO, XIAOMI, SAMSUNG, REALME, NOKIA ONEPLUS, INFINIX etc all Brand mobile phone you can purchase here at reasonable price. Also you can find all kind of mobile excessories.