KhanaPina Vlogs
চলে এসেছি আপনাদের মাঝে খানাপিনার ভ্লগ নিয়ে���
সুন্দরী মডার্ন স্মার্ট মেয়ে দিয়ে সুন্দর প্রেম হয়, সুন্দর কাপল পিক তুলে ডিপি দেয়া যায়, রেস্টুরেন্টে খেতে যাওয়া যায়, সবার আলাদা একটা এটেনশন পাওয়া যায়। কিন্তু সংসারটা হয় না। সংসার হলো বড় ময়দান! এখানে Netflix-Insta-Weeknd এগুলা কাজে আসবে না। কাজে আসবে সাংসারিক জ্ঞান, ধৈর্য্যশক্তি, পরিশ্রম, মেধাবী ও বাস্তববাদী মেয়ে। সুতরাং এই জটিল জগতে সাধারণ মেয়ে গুলোই এখন অসাধারণ!'💜🌸
(সংগৃহীত)
কারো সাফল্য দেখার পর গর্ব না হয়ে যদি হিংসা হয় তাহলে বুঝে নিন আপনি ছোটলোক।
ধন্যবাদ!
অদ্ভুত সুন্দর
চুপ থাকা এমন একটি ইবাদত, ফেরেশতারা কিছু লিখতে পারেন না, শয়তান কিছু বুঝে উঠতে পারেনা। হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ সেটা বুঝতে পারেনা!
চুপ থাকুন দেখবেন, একদিন হঠাৎ করেই সব দোয়া কবুল হয়ে যাবে; হৃদয়টাও প্রশান্ত হবে,ইনশাআল্লাহ! আল্লাহ সবাইকে বিপদে ধৈর্য ধরার তৌফিক দিন।
-collected
তুমি ঠিক বলছো, তার মানে এই নয় যে আমি ভুল!
তুমি আমার জায়গায় আসো,
দেখবা আমিও ঠিক!'😊
পৃথিবীতে ২ শ্রেণীর লোক আছে যারা তাদের কাজের বিবরণ নিম্নরুপ ভাবে দিবে:
১ম শ্রেণী: ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভেজেছি।
২য় শ্রেণী:ফ্রিজ থেকে মাছ নামাবো,মাছ তো খুলে না,বরফ হইয়া আছে।খুন্তি দিয়া ঠেইল্লা ঠেইল্লা উঠাই আর আল্লাহ রে ডাকি ও খোদা আজকে কেম্নে মাছ ভাজবো।
অনেক কষ্টে মাছ খোলার পর পানির টেপ ছাড়ছি,বড় বালতি তে ভিজাইছি।তারপর লবণ দিয়া কচলাইয়া ধুইছি। ধোয়ার পর হলুদ দিছি,মরিচ দিছি,লবন দিছি,,,দিয়া ভালো করে মেখে রেখে দিছি।কড়াই তেল দিছি,দিয়া আস্তে আস্তে কড়া করে ভেজে প্লেট এ সুন্দর করে তুলছি,,তোমরা খাবা,,তোমাদের জন্য তো আমার কলিজা ও ভাজি করে ফেলতে পারমু,মাছ তো কোন ব্যাপার ই না😬
উপরের লেখা বিশ্লেষন করলে দেখা যায় ২জনের কাজের পরিমান ই সমান🤔
কিন্তু
আদতে বেশি বকবক করতে না পারার কারনে ১ম শ্রেনীর লোকেদের কাজ সব সময় আন্ডার রেটেড থাকে
আর ২য় শ্রেনীর লোকগন বেমালা এচিভমেন্ট এর খেতাব পায়🫣।
----
রাজশাহীর সেরা শিক বার্গার।
খেয়ে থাকলে জানাবেন কেমন???
গ্রাম থেকে নানী আসছে বেড়াতে।আমি সোফায় বসে নুডুলস খাচ্ছি আর নানী পাশে বসে নানার সাথেই ইমুতে কথা বলতেছে।নানা যখন ফোনে জিজ্ঞেস করলেন, 'নাতি ছেলে কি ,কি করতাছে নাতি ছেলে?
নানী তখন আমার নুডুলস এর বাটির দিকে তাকিয়ে বলেন, আপনের নাতি ছেলে তো খাইতাছে, কি জানি নাম..ওই যে আমাগো দেশের কেইচ্চার মতো কাজ কতুডি খায়না শহরের মাইনষে! চিনেন নাই? সাপের বাইচ্চার মতন,চিকন লম্বা পিছলা পিছলা যেডি গালে দিলেই ফুরুৎ করি ভিত্রে হান্দায় যায়। এবার চিনছেননি? আরে আফনে বেহুব্ ।পেডে যে সাদা সাদা কীরমি অয় হেডির মতন এক্কেরে,অহন চিনছেন? হ হ লুডুস লুডুস,,,লুডুস খাইতাছে নাতি ছেলে,,,🙂🙂
(সংগৃহীত)
এই মু'হূ'র্তে যাদের ফোনে চা'র্জ 45%উপরে, এরা বড়লোক..!😒
আমার 84%😏
ফেসবুকের সবচেয়ে 'বাজে' জিনিস টা হচ্ছে মন যখন যেই পরিস্থিতি তে থাকে,তখন ঠিক তখন তেমন পোস্ট চোখের সামনে পড়ে যায়!
শিল পাটায় বড়ই মাখা 🥹🥹🥹
আবার কবে খাবো জিভে জল চলে এলো 🤤🤤🤤🤤
#আচাররেসিপি
একতু আচার খাচ্চি, সেই স্বাদ😮💨😋😋😋😋😋
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Telephone
Website
Address
Baneswar
Rajshahi, 6000
Here all types of melamine board and liquor board products are bought and sold online.
Rajshahi
Rajshahi, 2606
Pleas follow the page to see the many of Unknown materials making video
Rajshahi, 61000
"Handpaint & Mehendi artist" Art is the language of the heart, Understood & felt by all🎨
Nandigram
Rajshahi, 5860
Apurbo food means good food. People's food is changing over time and a lot of food items have been l
Meherchondi, Koroitola
Rajshahi
We work with all kinds of art including mural, terracotta, sculpture, wood collage, painting, etc.