Mining Engineers of Bangladesh
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mining Engineers of Bangladesh, Engineering service, Rajshahi.
আরেকটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তত্ত্বাবধানে ভোলার ইলিশা-১ কূপে মিলেছে গ্যাসের সন্ধান, চলছে পরীক্ষামূলক টেস্টিং। আগামী মাসের মাঝামাঝি জানা যাবে গ্যাসের সম্ভাব্য মজুদের পরিমাণ।
দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন করে ৪৬টি গ্যাস কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভারের কাজ করছি। ২০২৫ সালের মধ্যে এসব কূপ থেকে আশা করছি আরো ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে পারব দেশের জাতীয় গ্রিডে।
নির্ধারিত সময়ের পূর্বেই বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেইস হতে কয়লা উত্তোলন শুরু:
বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেইস হতে ২৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১,৫০০ থেকে ২,০০০ টন এবং পরবর্তীতে দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন হারে কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। ফেইসটির রোডওয়ে উন্নয়ন কাজ গত ০৪ জুলাই ২০২২ তারিখে শুরু হয়। রোডওয়ে উন্নয়ন কালীন সময় বেল্ট গেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাঙ্খিতভাবে পরপর দুটি বড় ধরণের রুফফল সংঘটিত হওয়ায় বিসিএমসিএল ও চীনা কনসোটিয়াম ১১১৩ ফেইস তথা খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে পূর্বের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্ঘের নতুন ওপেন অব কাট নির্মাণ কাজ শুরু করে। রুফফল-এর কারণে নতুন ওপেন অব কাট নির্মাণ কাজের জন্য উক্ত ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করার পরিকল্পনা মে-২০২৩ মাসের মাঝামঝি সময় থেকে পিছিয়ে জুন-২০২৩ মাসের ১ম সপ্তাহে নির্ধারণ করা হয়। আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় বিসিএমসিএল-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, চীনা কনসোর্টিয়াম-এর কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শ্রমিকদের সর্বাত্মক প্রচেষ্টায় ১১১৩ ফেইসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৩০৬ ফেইস হতে সকল ইক্যুইপমেন্ট স্য্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১১১৩ ফেইসে স্থাপন শেষে নির্ধারিত সময়ের বিশ দিন পূর্বেই এ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে। ১১১৩ ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩.০০ লক্ষ টন এবং উক্ত ফেইস হতে আগামী আগস্ট ২০২৩ মাস পর্যন্ত কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। উত্তোলিত সমুদয় কয়লা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।
যাঁদের রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই সব শহিদের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেদনের জন্য ইন্সটিটিউটের সম্মানিত পরিচালক মহোদয়ের নেতৃত্বে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ ডাঃ আবুল কাসেম ময়দানে জয়পুরহাট জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ইন্সটিটিউটের শহিদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। উপরোক্ত কর্মসূচি শেষে বাদ যোহর আইএমএমএম মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা দেওয়া হয়।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
Post: Assistant Driller
Circular: 14/07/2022
Exam Date: 20/01/2023
-----------------------------------------------------------------------------
Question Type:
1. MCQ--- (6*6=36 Marks)
Bangla (6), English (6), Math (6), GK: Bangladesh (6), GK: International (6), Oil & Gas (6).
2. Written (Technical) ---- (6*4=24 Marks)
Please See Below Photos.
-----------------------------------------------------------------------------
Credit: Amit Mondal &
আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাট এ অনুষ্ঠিত "বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৩"এ ১৯ জানুয়ারী ,২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে, মাননীয় সংসদ সদস্য জনাব সামসুল আলম দুদু, জয়পুরহাট -১ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলা মহোদয়কে পর্ষদ পরিচালকবৃন্দের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে স্বাগত জানানো হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর পক্ষ হতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ সাইফুল ইসলাম সরকার মহোদয় কর্তৃক বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর নবাগত চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব জনাব মোঃ মাহবুব হোসেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় মহোদয়কে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !
ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর জয়পুরহাট-এর আয়োজনে অদ্য ২১-১২-২০২২ তারিখে “দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইএমএমএম” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্সটিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামান সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসঅাইআর এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ শাহ আলম। কর্মশালায় জয়পুরহাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আগত বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং গবেষণাগারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শন, রেলি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর স্থায়ী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান পাটওয়ারী বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (পরিকল্পনা)-এর দায়িত্ব পাওয়ায় কোম্পানির পক্ষ হতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ সাইফুল ইসলাম সরকার।
আশুলিয়ায় গ্যাসের অবৈধ ৭০০ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় ৩ কিলোমিটার জুড়ে অবৈধভাবে বাসা-বাড়িতে নেওয়া প্রায় সাড়ে ৭০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভ....
কেপিআই সার্ভে টিম কর্তৃক ২৮ নভেম্বর ২০২২ তারিখে বড়পকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (কয়লা খনি) জরিপ করা হয়। জরিপকালে সার্ভে টিমের সদস্যবৃন্দ ১ (ক) শ্রেণির এ কেপিআই-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন এবং কেপিআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (অর্থ) ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) ও বিসিএমসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব সেখ আকতার হোসেন ২৪ - ২৫ নভেম্বর ২০২২ তারিখে বিসিএমসিএল পরিদর্শন করেন। এ সময়ে তাঁরা বিসিএমসিএল-এর কয়লা উৎপাদন ও কোম্পানির সার্বিক বিষয়াদি নিয়ে কোম্পানির কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিসিএমসিএল-এর স্ক্রাপ ইয়ার্ড, কোল ইয়ার্ড ও ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া পরিদর্শন করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী “সেবা প্রদান প্রতিশ্রুতি” শীর্ষক একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ (১ম ব্যাচ) ১৬ নভেম্বর ২০২২ তারিখ দিনব্যাপী আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ সাইফুল ইসলাম সরকার মহোদয় প্রধান অতিথি ও রিসোর্স পারসন এবং কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোহাম্মদ ছানা উল্লাহ রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্র্রোবাংলা) এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল আহসান, অতিরিক্ত সচিব গত ১২ ও ১৩ নভেম্বর ২০২২ তারিখ বিসিএমসিএল সফর করেন। সফরকালে তিনি বিসিএমসিএল -এর কর্মকর্তাবৃন্দ এবং ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের উচ্চপদস্থ কর্মকর্তাগণের সঙ্গে সভায় মিলিত হয়ে খনির উন্নয়নকল্পে অত্যন্ত সময়োপযোগী বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি খনির শিল্প এলাকা, কোল ট্রান্সপোর্ট কনভেয়ার, অক্সিলিয়ারি ও মেইন শ্যাফট এবং কোল ইয়ার্ড পরিদর্শন করেন। এছাড়াও চেয়ারম্যান মহোদয় বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন করাসহ স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং কোম্পানির পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মুরশেদুল কবীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টরসহ অগ্রণী ব্যাংক লিমিটেড এর অন্যান্য কর্মকর্তাগণসহ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম সরকার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণের মধ্যে ০৫ নভেম্বর ২০২২ তারিখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কয়লা উৎপাদনের কাজে ব্যবহৃত অত্যাবশ্যকীয় বৈদেশিক মালামাল আমদানির লক্ষ্যে চলমান এলসি’র বিপরীতে বৈদেশিক মুদ্রা পরিশোধসহ নতুন এলসি খোলার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
Barapukuria Coal Mining Company Limited
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর পক্ষ হতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৮ অক্টোবর ২০২২ তারিখ ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।
মধ্যপাড়ায় ফের পাথর উত্তোলন শুরু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন তিন শিফটে পূর্ণমাত্রায় কাজ চলবে। এতে প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথ.....
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচই লি জিমিং গত ১১ অক্টোবর, ২০২২ তারিখে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিদর্শনে এলে বিসিএমসিএল-এর সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম সরকার মহোদয় মান্যবর চীনা রাষ্ট্রদূত লি জিমিং-কে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় তিনি বিসিএমসিএল-এর সারফেসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
পেট্রোবাংলা’য় স্বাস্থবিধি মেনে ই-গভর্নেন্স ও উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত (২৬-০৯-২০২২)
সংকটের মধ্যে সম্ভাবনার হাতছানি | Gas Lifting | Bapex | Somoy TV জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে নিজস্ব সম্পদ অনুসন্ধান কাজ। এরই অংশ .....
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর বিভিন্ন কার্যক্রম এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট এলাকার লৌহ আকরিক ক্ষেত্র ও দীঘিপাড়া কয়লা ক্ষেত্র পরিদর্শনের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়াধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি ও যুগ্মসচিব (অপারেশন-১) জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী মহোদয় ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিসিএমসিএল-এ আগমন করেন। এ সময়ে তাঁরা কয়লা উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়ে চীনা ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন; বিসিএমসিএল-এর সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন; কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বড়পুকুরিয়া কয়লা খনির বিভিন্ন স্থাপনা; সাবসিডেন্স এলাকায় প্রস্তাবিত ফ্লোটিং সোলার সিস্টেম স্থাপনের স্থান এবং দীঘিপাড়া কয়লা ক্ষেত্র পরিদর্শন করেন।
সৌদি আরবের মাটির নিচে ৩ লক্ষ ২৩ হাজার কেজি স্বর্ণ! | Gold Mine | Saudi Arabia | Medina | Somoy TV ানবী হযরত মুহাম্মদ (স.) স্মৃতিবিজড়িত পবিত্র নগরী মদীনা। ইসলামের গৌরবজ্জ্বল নানা ইতিহাসের সাক....
আজ (১০-০৯-২০২২) থেকে শুরু হলো বিয়ানীবাজার-১ নং কূপের ওয়ার্কওভার কাজ। বাপেক্স ও সিলেট গ্যাস এর মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় উক্ত কূপ ওয়ার্কওভারের লক্ষ্যে আজ বাপেক্সের বিজয়-১১ রিগ মাষ্ট উত্তোলন করা হলো। উল্লেখ্য, দেশীয় জ্বালানীর উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এ লক্ষে ২০২২-২৫ সময়কালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬ টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহন করেছে। এরই অংশ হিসেবে সিলেট গ্যাসের আওতাধীন বিয়ানীবাজার-১ ওয়ার্কওভার কার্যক্রম বাপেক্স কতৃক শুরু করা হলো। ডিসেম্বর, ২০২২ এর মধ্যে উক্ত ওয়ার্কওভার কাজশেষে এ কূপ হতে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করা যায়। মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের অধীন প্রতিদিন ৪ (চার) হাজার ব্যারেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট (সিএফপি) ও প্রতিদিন ৩ (তিন) হাজার ব্যারেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন ক্যাটালাইটিক রিফরমিং ইউনিট (সিআরইউ) পরিদর্শন (২ সেপ্টেম্বর/২০২২, শুক্রবার)। পরিদর্শনকালে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Kumar Para
Rajshahi, 6100
এখানে সুদক্ষ কারিগর দ্বারা সকল প্রকা?
Arani Bazar, Bagha
Rajshahi, 6280
এখানে আখ মাড়াই মেশিন, ধান-গম-মশুর-ভুট্?
Rajshahi
Rajshahi, 6300
Welcome to Herbal Products Easy Online Shopping Platform We offer a wide range of products all ove
Buri Bot Tola Pirgong , Natore
Rajshahi
M/S Allahor Dan Engineering workshop & Hardware, here are window , door , grass straw cutter machine
Rajshahi
We are here to help you all kind of ELEVATOR, GENERATOR, SUBSTATION sales install service & maintenance.
Office : Mirpur #Dhaka & Newmarket #Rajshahi
Rajshahi, 6000
This is a Structural Design Firm Our Servi: Structural Design Architectural Drawing Estimate,survey
Rajshahi
A R&D based company, currently working on Embedded System, IOT and App Development with a view to pr