BD News 24

BD News 24

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD News 24, Video Creator, Rajshahi.

10/10/2022

বিমানটিকে তোলার পর সবাই হতবাক😯

09/10/2022

খেলা হবে দে লারা চিনি ছাড়া🖕

08/10/2022

অবাক কান্ড কি টেকনিক 🙀

07/10/2022

কই গো ভাই তুমি রাকিব বাবার রাকিব 😂😂

06/10/2022

Cow 🐄🐮games funny

03/10/2022

ষাড় মানুষের লড়াই অবাক কান্ড😱

02/10/2022

I am অবাক😱😳

19/06/2020
28/05/2020

করোনাভাইরাসের টিকা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা বলবো না বলে জানিয়েছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এমনকি স্বল্প সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয় পরিচালনার পথেও হাটবেন না তিনি।
সোমবার (২৫ মে) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যেখানে শিক্ষার্থীরা একে অন্যের কাছাকাছি যাওয়ার শঙ্কা থাকবে, সেই পরিস্থিতিতে টিকা ছাড়াই আমি বিদ্যালয় খুলে দেবো না। রদ্রিগো দুতার্তে মনে করেন, টিকা ছাড়া বাচ্চাদের স্কুলে পাঠানোর বিষয়টি বড় ধরনের বিপর্যয়ে ফেলে দেয়ার সমান।

তিনি আরও জানান, আমি মনে করি টিকা সবার আগে দরকার। যদি টিকা চলে আসে, তাহলে খুলে দেবো। এমনকি একজনও যদি স্নাতক না হতে পারে, টিকা না এলে বন্ধই থাকবে (শিক্ষা প্রতিষ্ঠান)।
এখন পর্যন্ত ফিলিপাইনে ১৪ হাজার ৬৬৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫০।
সূত্র: আল-জাজিরা

24/05/2020

গ্রূপ এর পক্ষ থেকে সকল কে ঈদ এর শুভেচ্ছা ঈদ মোবারক

21/05/2020

করোনাভাইরাস পরিস্থিতিতে
যাত্রীবাহী ট্রেন বন্ধ। তবে এবার
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে
ট্রেনেই আম যাবে ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিতে
কেজি প্রতি আমের ভাড়া লাগবে দেড়
টাকা। আর রাজশাহী থেকে ভাড়া এক
টাকা ৩০ পয়সা। বুধবার (২০ মে)
রাজশাহী জেলা প্রশাসকের
কার্যালয়ে আম সংগ্রহ, পরিবহন ও
বাজারজাতকরণ নিয়ে অনুষ্ঠিত এক সভায়
এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক
মো. হামিদুল হক। সভায় বিভিন্ন
কুরিয়ার সার্ভিস, কৃষি বিভাগ,
পশ্চিমাঞ্চল রেলওয়ে, জেলা ও মহানগর
পুলিশসহ বিভিন্ন সরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত
ছিলেন। সভায় অংশ নেন রাজশাহীর
বিভিন্ন এলাকার আম চাষি এবং
ব্যবসায়ীরাও।
সভায় সিদ্ধান্ত হয়, আম নামানো শুরু
হওয়ার পর শুধু আম পরিবহনেই
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রয়োজনীয়
সংখ্যক ট্রেন চলবে। এই জেলা থেকে
ব্যবসায়ীরা এক কেজি আম দেড় টাকায়
ভাড়ায় ঢাকায় নিয়ে যেতে পারবেন।
একই ট্রেনে এক টাকা ৩০ পয়সায় আম
নিয়ে যাওয়া যাবে রাজশাহী থেকে।
ঢাকায় পৌঁছানোর পর ব্যবসায়ীদের
সুবিধামতো স্টেশনে ট্রেন থামানো
হবে। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ
থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিস
প্রতিষ্ঠানগুলোও সাধ্যমতো কম খরচে
ঢাকায় আম নিয়ে যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে
আম, লিচু ও অন্যান্য মৌসুমী ফল বিপণন
এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে গত
শনিবার (১৬ মে) ভিডিও কনফারেন্সে
চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ভিডিও
কনফারেন্সে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র
মজুমদার, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
বেগম মতিয়া চৌধুরী, নৌপরিবহণ
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার
আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক, জাতীয় সংসদের হুইপ
ইকবালুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
সভাপতি ডা. আ ফ ম রুহুল হক,
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড.
আতিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের
সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ
শিমুল, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ
সিরাজও যুক্ত ছিলেন।
আরও পড়তে পারেন : বাংলাদেশ-
ভারতের মধ্যে নতুন নৌ রুটের সংযোজন
সেদিনই ট্রেনে আম পরিবহনের কথা
ওঠে। এর পর রেলমন্ত্রী নুরুল ইসলাম এ
বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য পশ্চিম
রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে
অনুযায়ী এই সভা করে রাজশাহী ও
চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে আম
পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত হলো। এর
আগে কখনও ট্রেনে এভাবে আম ঢাকায়
নিয়ে যাওয়া হয়নি। এবার বর্তমান
পরিস্থিতিতে ট্রেনে আম পরিবহনের
ব্যবস্থা করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা
খুশি। তারা বলছেন, সড়কে আম
পরিবহনে তারা নানারকম হয়রানির
শিকার হন। ট্রেনে আম পরিবহন হলে
এবার তারা শিকার হবেন না।

17/05/2020

hello

05/05/2020

নওগাঁয় নতুন ৩২ জন করোনা পজিটিভ সনাক্ত!
সাপাহার ৭
রাণীনগর ৭
মহাদেবপুর ৬
নিয়ামতপুর ৮
বদলগাছী ১
পত্নীতলায় ২
ধামুইরহাট ১
এখন পর্যন্ত নওগাঁয় করোনা পজিটিভ মোট ৪৯ জন।
তথ্যসূত্রঃ সিভিল সার্জন, নওগাঁ

03/05/2020

সম্মানিত নওগাঁবাসী, আমাদের কাছে (৩/৫/২০২০ রাত ১১টা) ৩৮টি নমুনার ফলাফল এসেছে। আল্লাহর রহমতে কোনটিতেই করোনা সনাক্ত হয়নি (আলোচিত ১৬বছর বয়সী রাহাতের নমুনা সহ)।
প্রিয় নওগাঁ বাসী, আপনাদের কাছে অনুরোধ,দয়া করে কেউ গুজব সৃষ্টি করবেন না অথবা গুজবে কান দিবেন না। নওগাঁ শহরের কোন শিশু বিশেষজ্ঞ করোনায় আক্রান্ত হয়েছেন, এমন কোন তথ্য আমাদের কাছে নেই। আমাদের আগে করোনা সংক্রান্ত কোন তথ্য কেউ পাবেও না। কাজেই কোন গুজবে কান দিবেন না। আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশী।..কন্ট্রোল রুম, সিভিল সার্জন অফিস, নওগাঁ।

Want your business to be the top-listed Media Company in Rajshahi?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Rajshahi