Videos by Madrasatul Hikmah Dhaka 590, Modhubag, Moghbazar in Ramna. হেফজ, নাজেরা ও নূরানী।
★মাদরাসায় সহযোগিতা★
২০১৭ সালে প্রতিষ্ঠিত আমাদের এই মাদরাসা-এতিমখানায় অনেক গরীব-এতিম ছাত্র বিনা খরচে তিনবেলা থাকা-খাওয়া ও পড়াশুনার সুব্যবস্থা পাচ্ছে। আপনি চাইলে এদের থাকা-খাওয়া ও পড়াশুনার খরচের জন্য সামর্থ্য অনুযায়ী গোরাবা ফান্ড তথা লিল্লাহ্ বোর্ডিংয়ে সদকায়ে জারিয়া হিসেবে যে কোনো পরিমাণ অর্থ সহায়তা করতে পারেন। সম্ভব হলে সরাসরি এসেও সহযোগিতা করতে পারেন৷ আল্লাহ তায়ালা সকলের সহায়তাকে কবুল করুন৷ আমিন৷
★★যাকাতসহ যে কোনো অর্থ সাহায্যে
★বিকাশঃ 01857-713237 (পার্সোনাল)
Name: MD Monsur Alam
★নগদ ও রকেটঃ 01721-385891 (পার্সোনাল)
★★মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা★★
৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯
প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম।
★মাদরাসায় সহযোগিতা★ ২০১৭ সালে প্রতিষ্ঠিত আমাদের এই মাদরাসা-এতিমখানায় অনেক গরীব-এতিম ছাত্র বিনা খরচে তিনবেলা থাকা-খাওয়া ও পড়াশুনার সুব্যবস্থা পাচ্ছে। আপনি চাইলে এদের থাকা-খাওয়া ও পড়াশুনার খরচের জন্য সামর্থ্য অনুযায়ী গোরাবা ফান্ড তথা লিল্লাহ্ বোর্ডিংয়ে সদকায়ে জারিয়া হিসেবে যে কোনো পরিমাণ অর্থ সহায়তা করতে পারেন। সম্ভব হলে সরাসরি এসেও সহযোগিতা করতে পারেন৷ আল্লাহ তায়ালা সকলের সহায়তাকে কবুল করুন৷ আমিন৷ ★★যাকাতসহ যে কোনো অর্থ সাহায্যে ★বিকাশঃ 01857-713237 (পার্সোনাল) Name: MD Monsur Alam ★নগদ ও রকেটঃ 01721-385891 (পার্সোনাল) ★★মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা★★ ৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম।
(মাদরাসা-এতিমখানায় দান) [আসসালামু আলাইকুম] মাদরাসার একজন শুভাকাঙ্ক্ষী ও দাতা হিসেবে গরীব-এতিম ছাত্রদের জন্য গোরাবা ফান্ড তথা লিল্লাহ্ বোর্ডিংয়ে সদকায়ে জারিয়া হিসেবে দান করতে পারেন যে কোনো পরিমাণ অর্থ। আল্লাহ তায়ালা সকলের সহযোগিতাকে কবুল করে নিন। আমিন৷ ★★যাকাতসহ যে কোনো সহায়তায়-- ★বিকাশঃ 01857-713237 (পার্সোনাল) ★নগদ ও রকেটঃ 01721-385891 (পার্সোনাল) ★★মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা★★ ৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম।
★মাদরাসা-এতিমখানায় সহায়তা★ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা। মাদরাসাটির অবস্থান খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন ৷ আমাদের এই মাদরাসা-এতিমখানায় অনেক গরীব-এতিম ছাত্র রয়েছে, যারা হাফেজ হবার জন্য বিনা খরচে তিনবেলা থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমানে ছাত্র-শিক্ষক সংখ্যা ৩৪ জন৷ এতসব লোকের ব্যয় বহন করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে অনেক কষ্টকর। তাই আপনারা চাইলে মাদরাসার গোরাবা ফান্ড তথা লিল্লাহ বোর্ডিংয়ে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে যাকাতসহ যে কোনো অর্থ দান করতে পারবেন। সম্ভব হলে সরাসরি এসেও কোনো বাজার যেমন: চাল-ডাল, তেল, আলু ইত্যাদি বা অর্থ দান করতে পারেন৷ ★★যাকাতসহ যে কোনো অর্থ সহায়তায়ঃ ★ 01857-713237 (বিকাশ পার্সোনাল) Name: MD Monsur Alam ★01721-385891 (নগদ ও রকেট পার্সোনাল) --- মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা--- ৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁ
★মাদরাসা-এতিমখানায় সহায়তা★ আমাদের এই মাদরাসা-এতিমখানায় অনেক গরীব-এতিম ছাত্র হাফেজ হবার জন্য বিনা খরচে তিনবেলা থাকা-খাওয়া ও পড়াশুনা করছে৷ এসব ব্যয় বহন করতে কর্তৃপক্ষের অনেক কষ্ট হয়৷ তাই আপনারা চাইলে মাদরাসার গোরাবা ফান্ড তথা লিল্লাহ বোর্ডিংয়ে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে যাকাতসহ যে কোনো অর্থ দান করতে পারবেন। সম্ভব হলে সরাসরি এসেও কোনো বাজার বা অর্থ দান করতে পারেন৷ ★★যাকাতসহ যে কোনো অর্থ সহায়তায়ঃ ★ 01857-713237 (বিকাশ পার্সোনাল) ★01721-385891 (নগদ ও রকেট পার্সোনাল) --- মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা--- ৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা- ১২১৯ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম।
---রমজানে দান/যাকাত--- আসসালামু আলাইকুম। এই রমজান মাসে আপনি চাইলে আমাদের এই মাদরাসা-এতিমখানায় যাকাত প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। মাদরাসার গোরাবা ফান্ড তথা লিল্লাহ বোর্ডিংয়ে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে গরীব-এতিম ছাত্রদের থাকা-খাওয়া ও পড়াশুনার জন্য যাকাতসহ যে কোনো পরিমাণে অর্থ সহযোগিতা করতে পারবেন। ★★যাকাতসহ যে কোনো অর্থ সহায়তার জন্যঃ ★ 01857-713237 (বিকাশ পার্সোনাল) Name: MD Monsur Alam ★01721-385891 (নগদ ও রকেট পার্সোনাল) --- মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা--- ৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা- ১২১৯ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম।
আসসালামু আলাইকুম। [মাদরাসা-এতিমখানায় দান] (ম্যাসেজ দিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত) অর্থকষ্টে জর্জরিত আমাদের এই মাদরাসা-এতিমখানায় অসংখ্য গরীব-এতিম ছাত্রদের তিনবেলা থাকা-খাওয়া ও পড়াশুনার সুব্যবস্থা করতে অনেক কষ্ট হয়৷ তাই মাদরাসা হিতাকাঙ্ক্ষী হিসেবে উদাত্ত আহবান- আপনার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ সহায়তার। সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে গোরাবা ফান্ড তথা লিল্লাহ্ বোর্ডিংয়ে গরীব-এতিম ছাত্রদের জন্য সাহায্য করতে পারেন। দানের মানি রিসিপ্টের ছবি পাঠিয়ে দেওয়া হয়৷ সরাসরি এসেও কোনো বাজার বা অর্থ দান করতে পারেন৷ ★★যাকাতসহ যে কোনো অর্থ সাহায্যে ★বিকাশঃ 01857-713237 (পার্সোনাল) Name: Monsur Alam ★নগদ ও রকেটঃ 01721-385891 (পার্সোনাল) ★★মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা★★ ৬০/২/ক/এ, মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা-১২১৯ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম।
[মাদরাসা-এতিমখানায় দান] আসসালামু আলাইকুম। মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা- ঢাকার মগবাজারে অবস্থিত ২০১৭ সালে প্রতিষ্ঠিত আদর্শ হাফেজ গড়ার একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্নের শুরু হতেই অনেক গরীব ও এতিম ছাত্র এখানে তিনবেলা থাকা-খাওয়া ও পড়াশুনার ফ্রি/অর্ধ-ফ্রি ব্যবস্থা পেয়ে আসছে৷ দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির সময় ৫০ জনের মতো ছাত্রের থাকা-খাওয়াসহ আনুষাঙ্গিক খরচ বহন করা বাস্তবিকই অনেক কষ্টসাধ্য৷ তাই দ্বীনি এই কাজকে এগিয়ে নেওয়া অর্থাৎ গরীব-এতিম ছাত্রদের থাকা-খাওয়া ও পড়াশুনার সুব্যবস্থার জন্য ধর্মপ্রাণ বিত্তবান ব্যক্তিদের সহায়তা আবশ্যক। যে কোনো পরিমাণ টাকা মাদরাসার গোরাবা ফান্ড তথা লিল্লাহ্ বোর্ডিংয়ে দান করে গরীব ও এতিমের সহায়তায় সদকায়ে জারিয়ার এ কাজে শরীক থাকতে পারেন৷ ★যাকাতসহ সব ধরণের অর্থ অনুদানে- *01857-713237 (বিকাশ পার্সোনাল) Name: Monsur Alam *01721-385891 (নগদ ও রকেট পার্সোনাল) ---
--- ভর্তি চলছে --- উন্নত পরিবেশে মানসম্পন্ন পড়ালেখা৷ *আন্তর্জাতিকমানের হেফজবিভাগ৷ * মানসম্পন্ন আদর্শ নাজেরা ও নূরানী বিভাগ৷ [এতিমদের জন্য থাকা-খাওয়া ও পড়াশুনার সম্পূর্ণ বিনামূল্যে, আর গরীব ছাত্রদের জন্য খাওয়া-দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে] --মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা-- ৫৯০, মধুবাগ (খেঁজুর গাছগলির উত্তরে সিটি ব্যাংক এটিএম বুথের পিছনের বিল্ডিং) মগবাজার, ঢাকা-১২১৭ প্রতিষ্ঠাতা পরিচালকঃ হাফেজ মাওলানা মনসুর আলম। মোঃ 01721-385891
---রমজানে দান/যাকাত--- [মাদরাসা-এতিমখানায় সহযোগিতা] <দ্বীনি সকল ভাই-বোনদের প্রতি উদাত্ত আহ্বান।> আসসালামু আলাইকুম ঢাকার মগবাজারস্থ কুরআনের হাফেজ ও আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান 'মাদরাসাতুল হিকমাহ্ ঢাকা' দীর্ঘ ছয় বছর যাবত কুরআনের খেদমত করে আসছে। এ প্রতিষ্ঠানের ছাত্রদের প্রায় সকলেই গরীব। বেশ কয়েকজন এতিম ছাত্রও রয়েছে। এসব গরীব ও এতিম ছাত্রের বোর্ডিং ও পড়াশুনার খরচাদী বহন করতে অনেক অর্থের প্রয়োজন হয়। তাই ফজিলতপূর্ণ এই রমজান মাসকে কেন্দ্র করে এই মাদরাসা-এতিমখানায় যাকাত-সদকা প্রদানের মাধ্যমে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশা করি। সকল বিত্তবান ধর্মপ্রিয় ব্যক্তিবর্গের নিকট আকুল আবেদন- মাদরাসার গোরাবা অর্থাৎ লিল্লাহ বোর্ডিংয়ে গরীব, এতিম ও অসহায় ছাত্রদের জন্য যে কোনো ধরণের সহযোগিতা করতে পারেন৷ সরাসরি এসেও কেউ কোনো বাজার বা অর্থ সহায়তা করতে পারেন। আল্ল