উলিপুর প্রতিদিন

ডিজিটাল উলিপুর গড়তে পেজে লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ করা হলো

08/12/2021

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড...
বিস্তারিত প্রথম কমেন্টে...

|

26/11/2021

পাঁচপীর ডিগ্রি কলেজ, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল আমিন সরকার একটু আগেই তাঁর প্রিয় প্রতিষ্ঠানে এক নিবার্চনী সভায় হৃদযন্ত্র বিকল হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর বিষয়টি কুড়িগ্রাম জেনারোল হাসপাতালের জরুরি বিভাগ নিশ্চিত করেছে রাত ৯ :১৮ মিনিটে।
উলিপুর টক’শো পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করছে ।

27/09/2021

রংপুরের গঙ্গাচড়া থেকে আসা মোশারফ হোসেন সন্তানকে কোলে নিয়ে এক পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষায় আছেন। এই কেন্দ্রে চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁর স্ত্রী। ইডেন কলেজ, ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ছবি: জাহিদুল করিম

23/07/2021

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই।

করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।

মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব প্রথম আলোকে জানান,

শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়।

রাত ১০টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্য ডাক্তার আমিনা সুলতানা শিল্পী ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন।

কয়েক দিন ধরে ফকির আলমগীর জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

চিকিৎসকের পরামর্শমতো কোভিড-১৯ পরীক্ষা করিয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

সেদিনই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হয়।

ওই সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন পড়লে সেখান থেকে তাঁকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। যে কারণে জটিলতা বাড়তে থাকে।

হাসপাতালে ভর্তির পর দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে। কিছুটা ভালোও হয়।

কিন্তু তাঁর ছেলে মাশুক আলমগীর প্রথম আলোকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসে,

যার কারণে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন।

ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়। তবে শেষ রক্ষা হয়নি।

এক সময় রক্তে ও ফুসফুসে ইনফেকশন পাওয়া যায়। রক্তচাপ খুবই নেমে যায়।

রক্তে ইনফেকশনের জন্য প্রায় প্রতিদিনই সকালে জ্বর আসছে।

শুক্রবার নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়। এক পর্যায়ে রাতে আবারও অবস্থার অবনতি হয়,

শেষ পর্যন্ত করোনার কাছে হেরে যান গণসংগীতের এই কিংবদন্তিতুল্য শিল্পী।

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের স্মরণীয় দিনটিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন।

বাবা মো. হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। শিল্পী কালামৃধা গোবিন্দ হাইস্কুল থেকে ১৯৬৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে ভর্তি হন।

সেখান থেকে স্নাতক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ ডিগ্রি অর্জন করেন।

ফকির আলমগীর ষাটের দশক থেকে সংগীতচর্চা করেছেন। গান গাওয়ার পাশাপাশি বাঁশীবাদক হিসেবে তাঁর খ্যাতি ছিল।

বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। তিনি ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন।

এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে এবং ’৬৯-এর গণ–অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন।

গণ–অভ্যুথান, ’৭১–এর মুক্তিযুদ্ধ ও ৯০–এর সামরিক শাসনবিরোধী গণ–আন্দোলনে তিনি শামিল হয়েছিলেন তাঁর গান দিয়ে।

যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সংগীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে

তিনি ও তাঁর সময়ের কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বাংলা পপ গানের বিকাশেও তাঁর রয়েছে বিশেষ অবদান।

দীর্ঘ ক্যারিয়ারে তাঁর গাওয়া ‘সান্তাহার জংশনে দেখা’, ‘বনমালী তুমি’ ‘ কালো কালো মানুষের দেশে’, মায়ের একধার দুধের দাম’, ‘

আহারে কাল্লু মাতব্বর’, ‘ও জুলেখা’সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে।

১৯৮২ সালের বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে গানটি প্রচারের পর দর্শকের মধ্যে সাড়া ফেলে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফকির আলমগীর।

তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

এ ছাড়া বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি,

জনসংযোগ সমিতির সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘আমার কথা’, ‘যাঁরা আছেন হৃদয়পটে’সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তাঁর।

সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পর্যন্ত পেয়েছেন রাষ্ট্রীয় ‘একুশে পদক’, ‘শেরেবাংলা পদক’, ‘ভাসানী পদক’, ‘

সিকোয়েন্স অ্যাওয়ার্ড অব অনার’, ‘তর্কবাগীশ স্বর্ণপদক’, ‘জসীমউদ্‌দীন স্বর্ণপদক’, ‘কান্তকবি পদক’, ‘গণনাট্য পুরস্কার’, ‘

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মহাসম্মাননা’, ‘ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কার’, ‘ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র’, ‘

জনসংযোগ সমিতি বিশেষ সম্মাননা’, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিশেষ সম্মাননা’ ও ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ’।

15/07/2021

প্রিয় উলিপুরবাসী
আসসালামু আলাইকুম
সম্প্রতি উলিপুরসহ পার্শ্ববর্তী থানাতে টিউবওয়েল/নলকূপে কৌশলে চেতনানাশক দিয়ে বাড়ীর লোকজনকে অচেতন করে চুরির ঘটনা ঘটছে।সকলের সচেতনতা কামনা করছি।যেকোনো প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নিন।
অনুরোধক্রমেঃঅফিসার ইনচার্জ,উলিপুর থানা, কুড়িগ্রাম।

22/06/2021

উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেটের কাছে (মাদ্রাসার পিছনে) সৌরভের ছেলে অটোচালক বিজয়ের
অটো ছিনতাই করে এবং তাকে অপহরণ হাত-মুখ ও চোখ বেঁধে মাইক্রোবাসে বেলা সাড়ে ১১ টায় রাজারহাটের ছিনাই ইউনিয়নের আমিন বাজারের কাছে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়...

ছেলেটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। উলিপুরের যারা পোস্টটি দেখবেন, তাদের কাছে অনুরোধ রইলো ছেলেটির বাসায় খবরটি জানানোর...

সপ্তাহ খানেক আগে এমন একই ঘটনা ঘটে একই স্থানে,

ভুরুঙ্গামারীর এক অটোচালক'কে মদ্যপান করিয়ে বেহুশ করে আরো একজনের অটো ছিনতাই করে তাকে চওড়া বাজারের কাছাকাছি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

OC Rajarhat জেলা প্রশাসন, কুড়িগ্রাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করছি,

সময় থাকতেই অপহরণ চক্র প্রতিহত করতে পদক্ষেপ গ্রহণ করুণ, নাহলে না'জানি কোন মায়ের বুক খালি করে গতবছর উলিপুরের অটো ছিনতাই করে হত্যার মতো ঘটনাও ঘটে যেতে পারে....

ঘরে বসে আর্টিকেল লিখে প্রতিদিন 1000 টাকা আয় করুন | Paboki.com 06/05/2021

ঘরে বসে আর্টিকেল লিখে প্রতিদিন 1000 টাকা আয় করুন

ঘরে বসে আর্টিকেল লিখে প্রতিদিন 1000 টাকা আয় করুন | Paboki.com আপনি নিশ্চয়ই ভাবছেন আসলে কি অনলাইন থেকে আয় করা যায়? অনলাইন থেকে যে এখন আয় করা যায় এটা আর কারো অজানা নয়। অনলাই....

কন্টেন্ট রাইটিং কি ? কনটেন্ট রাইটিং করে অনলাইনে ইনকাম করার উপায় সমূহ 06/04/2021

কন্টেন্ট রাইটিং কি ? কনটেন্ট রাইটিং করে অনলাইনে ইনকাম করার উপায় সমূহ বন্ধুরা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, কন্টেন্ট রাইটিং কি? কনটেন্ট রাইটার কাকে বলে এবং কনটেন্ট রাইটিং ক....

04/04/2021

>সরাসরি>> মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

কিভাবে ব্লগিং শুরু করবেন? ব্লগ তৈরি করার সকল গাইডলাইন? 04/04/2021

কিভাবে ব্লগিং শুরু করবেন? ব্লগ তৈরি করার সকল গাইডলাইন?

কিভাবে ব্লগিং শুরু করবেন? ব্লগ তৈরি করার সকল গাইডলাইন? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কিভাবে ব্লগিং শুরু করবেন এবং কিভাবে ব্লগিং থেকে ক্যারিয়ার...

দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ - Bestwebschool.com 01/04/2021

দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ

দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ - Bestwebschool.com মেট্রো রেলের কোচ : জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান। জাপানের কোবে বন...

31/03/2021

উলিপুরে শিশু ধর্ষণের আভিযোগে আটক-১

কুড়িগ্রামের উলিপুরে এক শিশু ধর্ষনের অভিযোগে মহুবর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দাসপাড়া এলাকায় নালায় গরুর ঘাস কাটতে যায় ৮বছরের এক শিশু। এ সময় মহুবর নামের ব্যক্তি শিশুটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন।পরে শিশুটির সহপাঠীরা দৌড়ে বাড়িতে গিয়ে শিশুটির বাবা-মাকে বলে। এ সুযোগে শিশুটিকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে মহুবর। এ সময় শিশুটির আত্মচিৎকার করলে মহুবর তাকে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বুধবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির বলেন, আটক মহুবর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আর্টিকেল বা কনটেন্ট লিখে অনলাইন আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন ২০২১ | বেস্ট ওয়েব স্কুল 15/02/2021

কনটেন্ট লিখে অনলাইন আয়
আজকে আমি আপনার সাথে কথা বলব কনটেন্ট রাইটিং নিয়ে। বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস এ কনটেন্ট রাইটিং টা খুবই ইনপরটেন এবং এটা কোনো কঠিন কাজ না। যে কেউ চাইলে প্র্যাকটিস করার মাধ্যমে শুরু করতে পারেন। কিন্তু কোন বিষয় নিয়ে লেখালেখি করলে আপনি রিয়েলি প্রফিট জেনারেট করতে পারবেন বা একটা সময় আপনার লেখালেখির ভ্যালুয়েবল হয়ে যাবে সেই জিনিসটাই আজকে আমি আপনাকে দেখাবো।

আর্টিকেল বা কনটেন্ট লিখে অনলাইন আয় করার পূনার্ঙ্গ গাইডলাইন ২০২১ | বেস্ট ওয়েব স্কুল এখন ২০২১ সালে এসে অনলাইন থেকে আয়ের ব্যাপারটা সবাই জানি তবে কনটেন্ট লিখে অনলাইন আয় অনেক সহজ। অনলাইন থেকে আয়ের প্রত....

Photos from উলিপুর প্রতিদিন's post 27/11/2020

আজকে উন্মুক্ত করা হলো "মানবতার দেয়াল" আপনারা আপনাদের অপ্রয়োজনীয় কাপড় এখানে দান করুন এবং প্রয়োজনীয় কাপড় নিয়ে যান।

নতুন ব্লগ তৈরি করে আয় করুন, জেনে নিন কিভাবে কি করবেন বিস্তারিত | বেস্ট ওয়েব স্কুল 14/11/2020

নতুন ব্লগ তৈরি করে আয় করুন ঘরে বসেই ।আপনি ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দেন, সেটাকেই সমৃদ্ধ করে নিজেরে একটি পোর্টালে রাখুন। যদি নির্দিষ্ট বিষয় ধরে এগোতে পারেন তবে এটা সমৃদ্ধ হয়ে উঠবে অল্পদিনেই। অল্প কিছু বিনিয়েোগের সুফল বছর খানেকের মধ্যেই পেতে শুরু করবেন। তবে, নতুন ব্লগিং শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারেন।

নতুন ব্লগ তৈরি করে আয় করুন, জেনে নিন কিভাবে কি করবেন বিস্তারিত | বেস্ট ওয়েব স্কুল নতুন ব্লগ তৈরি করে আয় করুন ঘরে বসেই ।আপনি ফেসবুকে নানা বিষয়ে স্ট্যাটাস দেন, সেটাকেই সমৃদ্ধ করে নিজেরে একটি পোর্ট....

চুলের যত্নে ব্যবহার করুন এই ৫ প্রাকৃতিক উপাদান | Bestwebschool.com 29/08/2020

চুলের যত্নে ব্যবহার করুন এই ৫ প্রাকৃতিক উপাদান

চুলের যত্নে ব্যবহার করুন এই ৫ প্রাকৃতিক উপাদান | Bestwebschool.com যতই নামী-দামী ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করুন না কেন চুলের সঠিক যত্নে প্রাকৃতিক উপাদানই নির্ভরযোগ্য উপায়।

বিকাশ অ্যাপে বড় পরিবর্তন, প্রতারণার পথ বন্ধ | Bestwebschool.com 26/08/2020

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ অ্যাপে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। কখনো উপহারের লোভ দেখিয়ে, কখনো ভুলে টাকা চলে গেছে আবার কখনো অ্যাউন্ট ভেরিভাই করার ফাঁদ। নানা উপায়ে প্রতারণা চললে এতদিন কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয় হয়।

বিকাশ অ্যাপে বড় পরিবর্তন, প্রতারণার পথ বন্ধ | Bestwebschool.com মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ অ্যাপে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। কখনো উপহারের লোভ দেখি....

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা Ongoing all Government Job Circular 2020 | Bestwebschool.com 19/08/2020

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা Ongoing all Government Job Circular 2020

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা Ongoing all Government Job Circular 2020 | Bestwebschool.com এখানে সকল সরকারি প্রতিষ্ঠান সমূহের চলমান সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া আছে। আবেদনের শেষ তারিখ এবং আবেদনের মাধ....

06/08/2020

উলিপুরে কিশোর গ্যাংয়ের ইভটিজিংয়ের শিকার এক ছাত্রীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে কিশোর গ্যাং নামে বখাটেদের কু-প্রস্তাব ও নানা রকম ইভটিজিং সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে দশম শ্রেণির এক ছাত্রী। জুঁই আক্তার নামের ওই ছাত্রীটিকে মুমুর্ষ অবস্থায় প্রথমে তাকে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। সে নারিকেলবাড়ি পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী । এর আগে ওই গ্যাংয়ের ছেলেদের ইভ টিজিংয়ের বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ঐ কিশোর গ্যাং সোমবার দুপুরে জুঁই এর বাড়ীতে এসে তার বাবাকে বেধরক মারপিট করে। সোমবার সন্ধ্যায় উলিপুর উপজেলার পৌর শহরের তেলীপাড়ায় এ ঘটনা ঘটে।

জুঁই এর বাবা জুলফিকার আলী জানান, কিশোর গ্যাংয়ের এধরণের অন্যায় এবং বাড়ী ভাংচুরের প্রতিবাদ করায়, প্রতিবেশী মুদি দোকানদার মিলন মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে মারাত্মক জখম করে। সে বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, কিশোর গ্যাংয়ের ভয়ে জুইয়ের বাবা ইলেকট্রেশিয়ান জুলফিকার আলী মানিক ও বাড়ীর সদস্যরা বাড়ী থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তারা এখন বাড়ীতে ঢুকতে পারছে না। উলিপুর থানায় এই কিশোর গ্যাং এর অন্যায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোন আসামীকে ধরেনি পুলিশ।

মেয়েটির পারিবারিক সুত্রে জানা গেছে, উলিপুর উপজেলার নারকেলবাড়ী তেলীপাড়া গ্রামের ইলেকট্রেশিয়ান জুলফিকার আলী মানিক এর মেয়ে জুঁই আক্তার। ছোটবেলা থেকে মেধাবী জুই। তার বাবা জানায়, জুই পড়াশুনার প্রতি আগ্রহ বলে শত কষ্টেও তাকে টিউশনি সহ সমস্ত খরচ দেন।

বেশ কিছুদিন থেকে এলাকার কিশোর শেখ ফরিদ, সেনা মিয়া তার মেয়েকে প্রেম , বিয়ে সহ নানা রকম প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু জুই তাতে রাজী হয়নি। এ কারণে ঐ দুজন সহ মামুন, খোকন, আঙ্গুর বিপুল, শাহীন, মুকুট, মনছুর প্রায় প্রতিদিনই জুই প্রাইভেটে যাবার সময় ও বাড়ীর বাইরে কোথাও যাওয়ার সময় নানা রকম ইভটিজিং করতো। এবং নানা রকম কু-প্রস্তাব দিত।

তাদের এ অত্যাচার নীরবে সহ্য করতো সে। এক সময় অতিষ্ট হয়ে জুই বাধ্য হয়ে ঘটনা তার মাকে বলে। তার মা তার বাবাকে জানালে বিষয়টি ঐ কিশোরদের অভিভাবকদের জানায়। এটাই অপরাধ জুঁইয়ের বাবার। এতে ক্ষিপ্ত হয়ে ঐ কিশোর গ্যাং সোমবার দুপুরে জুঁই এর বাড়ীতে এসে, তার সামনেই তার বাবাকে বেধরক মারপিট করে।

ঘটনাটি উলিপুর থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ চলে গেলে, ঐদিন বিকালে আবার এসে বাড়ী ভাংচুর করে। এতে বাধা দেয় প্রতিবেশী মুদি দোকানদার মিলন মিয়া। এরপর কিশোর গ্যাং মিলন মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে যেয়ে, পাশ^বর্তী একটি বিলের কাছে এলোপাথারীভাবে ছুড়ি দিয়ে আঘাত করে বিলের পানিতে ফেলে যায়।

একের পর এক ঘটনায় জুঁই সহ্য করতে না পেরে বাড়ীর মানুষদের অজান্তে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ীতে তার অবস্থার অবনতি হলে, তাকে প্রথমে উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে, তাকে কুড়িগ্রাম সদর হাসপালে পাঠানো হয়। বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে সে মৃত্যর সংগে পাঞ্জা লড়ছে। চরম আতংকে দিন কাটাচ্ছে জুই এর পরিবার। তারা সকলে বাড়ী থেকে পালিয়ে বেড়াচ্ছে।

প্রতিবেশী মিলন মিয়ার বাবা আবদুল হাকিম জানান, এই কিশোর গ্যাং গ্রামে প্রায় নানা রকম অত্যাচার করে মানুষের সাথে। ্আমার ছেলে প্রতিবাদ করায় সে মৃত্যু পথযাত্রী। আমি এ অন্যায়ের বিচার চাই।

নিপীড়নের শিকার জুঁই জানায়, ঐ বখাটে যুবকরা প্রায় প্রতিদিন প্রাইভেটে যাবার সময় নানা রকম ইভটিজিং করে ও কু-প্রস্তাব দেয়। এদের মধ্যে সেনা ও ফরিদ সবচেয়ে বেশী ইভটিজিং করতো। নীরবে সহ্য করলেও যখন পারিনি তখন মাকে ঘটনাটি বলেছি। আমি ঐ বখাটেদের শাস্তি চাই।

প্রতিবেশী রনি জানান, এই কিশোর গ্যাং ঐ এলাকায় মাদক সহ নানা রকম অন্যায় অত্যাচার করে আসছে। মানুষ ভয়ে কিছু বলার সাহস পায়নি এতদিন। তারা এ অন্যায়ের বিচার চান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি KGDCL Job Circular 2020 | Bestwebschool.com 04/08/2020

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি KGDCL Job Circular 2020

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি KGDCL Job Circular 2020 | Bestwebschool.com KGDCL Job Circular 2020: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)-এর শূন্যপদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্...

15/07/2020

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শণাক্ত হওয়ার পর থেকে বিরতিহীনভাবে প্রকট হচ্ছে সংকট। আর এই সংকটের মধ্যেই উত্তরাঞ্চলে দেখা দিয়েছে দ্বিতীয় দফায় বন্যা। সঙ্গত কারণেই একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে কুড়িগ্রামের গ্রামীণ অর্থনীতি।

মূলত তিনটি জিনিসের উপর নির্ভর করে হয় গ্রামীণ অর্থনীতি। শহর থেকে পাঠানো টাকা, কৃষি আর প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স)। সেই ভিত্তি তিনটিই এখন ধসে গেছে। করোনাকালে শহর থেকে খেটে খাওয়া মানুষজন কাজ হারিয়ে গ্রামে এসেছেন। বন্যায় হেক্টর হেক্টর ফসলাদি প্লাবিত হয়েছে। আর রেমিট্যান্স তো কুড়িগ্রামের মানুষের জন্য বিলাসিতার ব্যাপার। কারণ এখানকার দশ শতাংশ মানুষজনও এখন পর্যন্ত বিদেশে জীবিকায়ন গড়েছে কিনা সন্দেহ। সুতরাং এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র সম্প্রতি কেমন হয়েছে? বোধকরি, সেটা আপনারা উল্লিখিত আলাপ থেকে ইতোমধ্যে সহজেই বুঝতে পেরেছেন।

অনলাইন পোর্টাল জাগো নিউজের(১৩ জুলাই ২০২০) তথ্যমতে, জেলার ৯টি উপজেলার ৫৬টি ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে এসব মানুষের কষ্ট যে বহুগুণ বেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

২০১৬ সালের খানা জরিপের হিসেব অনুযায়ী,৭১ শতাংশ গরীব মানুষ বাস করেন কুড়িগ্রামে। আর বাকি ২৯ শতাংশ মানুষ অবস্থাসম্পন্ন। কিন্তু এই দগদগে সংকটে অবস্থাম্পন্নরাও দারিদ্র্য হয়েছেন এবং হচ্ছেন। আর দিনকে দিন দারিদ্র্যরাও আরো দারিদ্র্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে করুণা এবং সরকারের আশার বাণীর দিকে তাকিয়ে থাকা ছাড়া কী আর করবার আছে এখানকার নিরন্ন মানুষদের??

বাংলাদেশের সকল জেলা কোড দেখুন এখানে District code of Bangladesh | বেস্ট ওয়েব স্কুল 24/06/2020

বাংলাদেশের সকল জেলা কোড দেখুন এখানে District code of Bangladesh
District code of Bangladesh: বাংলাদেশের ৬৪টি জেলার জেলা কোড (District code) এখানে দেয়া আছে। এই জেলা কোড গুলো বিভিন্ন সরকারি চাকরিতে আবেদন করার সময় প্রয়োজন হতে পারে তাই এই কোড গুলো সংরক্ষন করে রাখুন।

বাংলাদেশের সকল জেলা কোড দেখুন এখানে District code of Bangladesh | বেস্ট ওয়েব স্কুল Bangladesh 64 District Name and Code Rangpur Division 01= Panchagar 02= Thakurgaon 03= Dinajpur 04= Nilphamari 05= Lalmonirhat 06= Rangpur 07= Kurigram

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা Ongoing all Government Job Circular 2020 | বেস্ট ওয়েব স্কুল 22/06/2020

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা Ongoing all Government Job Circular 2020

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা Ongoing all Government Job Circular 2020 | বেস্ট ওয়েব স্কুল এখানে সকল সরকারি প্রতিষ্ঠান সমূহের চলমান নিয়োগের তালিকা দেয়া আছে। ongoing all government job circular. আবেদনের শেষ তারিখ এবং আবেদনের .....

Google adsense কি ? গুগল এডসেন্সের থেকে কিভাবে আয় করবেন | বেস্ট ওয়েব স্কুল 22/06/2020

Google adsense কি ? গুগল এডসেন্সের থেকে কিভাবে আয় করবেন | বেস্ট ওয়েব স্কুল এডসেন্স থেকে আজ হাজার হাজার লোকেরা লক্ষ লক্ষ টাকা ঘরে বোসে অনলাইন আয় করছে। কিন্তু কিভাবে ? কিভাবে গুগল এডসেন্স থেক...

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি BTCL Job Circular 2020 | বেস্ট ওয়েব স্কুল 21/06/2020

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি BTCL Job Circular 2020

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি BTCL Job Circular 2020 | বেস্ট ওয়েব স্কুল BTCL Job Circular 2020 বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ট....

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চাকরির খবর | বেস্ট ওয়েব স্কুল 21/06/2020

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চাকরির খবর

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) চাকরির খবর | বেস্ট ওয়েব স্কুল The Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO) Job Circular 2020: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) তাদের

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থায় 18/06/2020

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে মানুষের মুখমণ্ডল চিনতে পারা (ফেস রিকগনিশন) এ.....

BD24Live.com | Bangla Online News Portal 17/06/2020

#সুখবর
অবশেষে করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ পাওয়া গেছে: #জাতিসংঘ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে ডেক্সামেথাসোন নামের একটি সস্তা ও সহজলভ্য ওষুধ সহায়ক হতে পারে বলে বড় ধরনের একটি পরীক্ষায় উঠে এসেছে। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বল্প মাত্রার এই স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন। বিবিসি জানিয়েছে, এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমানো যাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এক পঞ্চমাংশ কমানো যাবে।
গবেষকরা ধারণা করেছেন, ওষুধটি যদি যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই ব্যবহার করা হত, তবে ৫ হাজার মানুষের জীবন বাঁচানো যেত। তারা বলছেন বিশ্বের দরিদ্র দেশগুলোতে কোভিড ১৯ রোগীদের চিকিৎসায় এই ওষুধ বিশালভাবে কাজে লাগতে পারে। এবং যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর। গবেষকেরা বলছেন, পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে ডেক্সামেথাসোন নেয়া রোগীদের ফলের সঙ্গে ওই ওষুধ না নেয়া ৪ হাজার রোগীর অবস্থা মিলিয়ে দেখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের দেহে এই ওষুধটি এরই মধ্যে প্রয়োগ করা হচ্ছে। দেখা গেছে, রোগীর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, তখন যেসব ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তা থামাতে ডেক্সামেথাসোন কার্যকর ভূমিকা রাখে।

মানুষের দেহে যখন এই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, তখন তাকে বলে সাইটোকাইন স্টর্ম। এটি রোগীর মৃত্যুর কারণ হতে পারে। ডেক্সামেথাসোন এ ক্ষেত্রে বেশ কার্যকর বলে গবেষণায় দেখা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দলের নেতৃত্বে এই পরীক্ষায় হাসপাতালের প্রায় ২ হাজার রোগীকে ডেক্সামেথাসোন দেয়া হয়েছিল। তাদের সঙ্গে তুলনা করা হয়েছিল এই ওষুধ পায়নি এমন প্রায় ৪ হাজার রোগীর। ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে এটি মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৮ শতাংশ করেছে। আর অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর ক্ষেত্রে এটি মৃত্যুর ঝুঁকি ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে।

তথ্যসূত্রঃ bd24live.com

BD24Live.com | Bangla Online News Portal bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What eve...

15/06/2020

কোন কিছুতে ভয় করিওনা।

Want your business to be the top-listed Media Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কিছু স্মৃতি কখনো ভোলা যায়না!!
উলিপুর টক'শো র মুখোমুখি উপজেলা সমাজসেবা কার্যালয়। উলিপুর, কুড়িগ্রাম।

Address

উলিপুর, কুড়িগ্রাম
Rangpur
5620

Other Media/News Companies in Rangpur (show all)
Mohi Vai-মহি ভাই Mohi Vai-মহি ভাই
Rangpur, 5330

রংপুরের ভাষায় নিয়মিত ভিডিও পেতে আমাদ?

Organic Food Organic Food
Rangpur, 5402

প্রিয় বন্ধুগণ ..... এখন আমাদের মৌলিক দায়িত্ব ভেজাল মুক্ত খাদ্য উৎপাদন ও আহরণ

Voice of Rangpur Voice of Rangpur
Rangpur

রংপুরের ইতিহাস ঐতিহ্য সম্বলিত সৃষ্টি

আগ্রহ tv আগ্রহ tv
Rangpur, 5470

আগ্রহ tv is the page Media and News company. In thes page people found Media & News relate

ALL update news ALL update news
Nakai Hat
Rangpur, 5740

Gaibandha waj media Gaibandha waj media
Gobindaganj
Rangpur, 1234

Media

srlnews.bd srlnews.bd
সর্বদা সত্যের পথে
Rangpur, 5400

সর্বদা সত্যের পথে | srlnews.bd

আলোকিত পত্রিকা আলোকিত পত্রিকা
Basa No-35, Rode No-2/2, Santipara, Gangachara
Rangpur, 5410

প্রতিনিয়ত বিশ্বের সকল খবর জানতে ও জানাতে লাইক দিয়ে আমাদের পাশেই ধাকুন,ধন্যবাদ

RNA RIPON RNA RIPON
Rangpur

The Unlimited Fun

𝐓𝐡𝐞 𝐑 𝐧𝐞𝐰𝐬.𝐛𝐝 𝐓𝐡𝐞 𝐑 𝐧𝐞𝐰𝐬.𝐛𝐝
Rangpur

রংপুরসহ দেশ-বিদেশের সকল সংবাদ সবার আগ?

AJker gorom khobor AJker gorom khobor
Rangpur, 5401

Trending News, International News, Bangladesh News, Viral news, Gamming news etc are available here. Every Day upload update news.

𝚂𝙷𝙰𝙺𝙸𝙱  𝕠𝕗𝕗𝕚𝕔𝕚𝕒𝕝 99 𝚂𝙷𝙰𝙺𝙸𝙱 𝕠𝕗𝕗𝕚𝕔𝕚𝕒𝕝 99
Rangpur

𝚂𝙷𝙰𝙺𝙸𝙱 𝕠𝕗𝕗𝕚𝕔𝕚𝕒𝕝 𝟡𝟡.. 𝕡𝕒𝕘𝕖 𝕒 𝕗𝕠𝕝𝕝𝕠𝕨 𝕕𝕚𝕪𝕖 𝕡𝕒𝕤𝕖 𝕥𝕙𝕒𝕜𝕚𝕠. 𝚃𝚑𝚡