Study Room
Nearby schools & colleges
Kurigram, Nageswari
Kurigram, Nageswari
no
আপডেট তথ্য
১। ভারতের নতুন রাষ্ট্রপতি (১৫তম ) নির্বাচিত হলেন
আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুরমু
২।বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এর তালিকার শীর্ষে - জাপান।✰ বাংলাদেশ - ১০৪তম।
৩। "World Peace Index - 2021"
First - Iceland
Last - Afghanistan
Bangladesh - 91st
৪।
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
৫।১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজু শহরে
(২৩সেপ্টেম্বর - ৮অক্টোবর,২০২৩)
৬। বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৫৬%।
সূত্র : বিবিএস
৭।জিডিপি ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ (৩৯৭ বিলিয়ন)।
দক্ষিণ এশিয়ায় ১ম - ভারত; ২য় - বাংলাদেশ।
বিশ্ব অর্থনীতিতে...
১ম - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন)
২য় - চীন (১৯.৯ ট্রিলিয়ন)
৩য় - জাপান (৪.৯ ট্রিলিয়ন)
৪র্থ - জার্মানি (৪.৩ ট্রিলিয়ন)
৫ম - যুক্তরাজ্য (৩.৪ ট্রিলিয়ন)
সূত্রঃ কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপ।
৮। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
দ্রুততম মানবী হলো - ‘শেলি অ্যান ফ্রেজার’ (জ্যামাইকা)।
দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের - ফ্রেড কার্লি।
৯।বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পাচ্ছে - পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০। ‘চাল’ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান তৃতীয়।
✰ শীর্ষ দেশ - চীন।
১১।বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে জনাব আব্দুর রউফ তালুকদার এর যোগদান।
🌹প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ [[[পড়া শেষে ডান লিখুন]]]
★ প্রাথমিক শিক্ষা আইন জারি – ১৯৭৪ সালে।
★প্রাথমিক শিক্ষা জাতীয় করণ – ১৯৭৩ সালে।
★সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তিত - ১৯৮০ সালে।
★বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ - ১৯৯০ সালে।
★বাধ্যতামূল প্রাথমিক শিক্ষা চালু - ১ জানু. ১৯৯২ সালে।
★দেশব্যাপী বাধ্যতামূলক - ১ জানু. ১৯৯৩ সালে।
★বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার নির্দেশ - ২০০৯ সালে।
★বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ - ২০১০ সালে।
★সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় -২০১১ সালে।
* জতীয় বই দিবস - ১ জানুয়ারি
11 January, 2022
43th bcs question and solution
নারীর আত্মত্যাগ কোথায় লেখা নেই?
ক। স্মৃতিস্তম্ভে
খ। ইতিহাসে❤️
গ। অভিযানে
ঘ। আবিষ্কারে
প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে ঘেরা সর্বাপেক্ষা ঘন বস্তুকে কি বলে?
ক। সাইটোপ্লাজম
খ। নিউক্লিয়াস🌹
গ। সেন্ট্রিওল
ঘ। রাইবোজোম
কোন কোষে সক্রিয় সেন্ট্রিওল থাকে?
ক। উদ্ভিদ
খ। প্রাণি🌹
গ। ব্যাক্টেরিয়া
ঘ। ভাইরাস
কোন দিন সূর্য মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়?
ক। ২১ সেপ্টেম্বর
খ। ২২ ডিসেম্বর🌹
গ। ২১ মার্চ
ঘ। ২১ জুন
পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কি বলে?
ক। আহ্নিক গতি
খ। বার্ষিক গতি🌹
গ। আবর্তন গতি
ঘ। রৈখিক গতি
পৃথিবী কোন রেখার উপর আবর্তন করে?
ক। অক্ষরেখা
খ। নিরক্ষরেখা
গ। মূল মধ্যরেখা
ঘ। মকরক্রান্তি রেখা
"দ্যা গ্যালিপোলি হিস্টোরিক আন্ডারওয়াটার পার্ক" নামের যাদুঘরটি কোথায় অবস্থিত?
=>> তুরস্কে। এতে ১৯১৫ সালের প্রথম বিশ্বযুদ্ধের ১৪ টি জাহাজের ধ্বংসাবশেষ স্থান পেয়েছে।
এটি সম্প্রতি উদ্বোধন করা হয়।
মুক্তিযুদ্ধের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-79
1. বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয ?
উত্তর: ০২ ই মার্চ, ১৯৭১।
2. বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর: আ স ম আব্দুর রব।
3. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
4. স্বাধীনতার ইশতেহার কে প্রথম পাঠ করেন?
উত্তর: শাজাহান সিরাজ
5. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
6. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
7. সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
8. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
9. বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১।
10. বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৬ জন।
11. মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়?
উত্তর: ৩০ লক্ষ
12. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৭.৫ কোটি
13. মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত নারীর (মা-বোনের ) সংখ্যা কত?
উত্তর: ৩ লক্ষ নারী (মা-বোন্ )
14. পাকিস্তানি সৈন্য সংখা কত ছিল?
উত্তর: তিরানব্বই হাজার
15. মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল কত লোক?
উত্তর: ১ কোটি (শরণার্থী)
16. ১৫ অগাস্ট কতজন নিহত হয় ?
উত্তর: ১৬ জন
17. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সর্বদলীয় উপদেষ্টা কমিটি এর মেম্বার সংখ্য কত?
উত্তর: ৩ জন
18. বাংলাদেশের অস্থায়ী সরকারের বা মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছিল –
উত্তর: ১২ জন।
19. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
20. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
21. কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
22. মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
23. মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
24. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭১।
25. প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর: এম হোসেন আলী।
26. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
27. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর: বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
28. বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উত্তর: মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
29. বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উত্তর: মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
30. সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উত্তর: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
সম অর্থের বাগধারা
💕 লিখিত পরিক্ষা 💕
মডেল টেস্ট নং ১৯৮
পরিক্ষকঃ হারুন অর রশিদ
মানঃ ২০ সময়ঃ ২৫ মিনিট
বিঃদ্রঃ ভুল উত্তরের জন্য কোনো কাট মার্ক নেই।
প্রশ্নঃ
1. NUMBER
A. What is the plural form of tge word ' Madam '?
ANS. Mesdames /Ladies
B. What is the plural form of ' Mr. '?
ANS. Messrs
C. The plural form of 'Apex' is-
ANS. Apexes/ Apices
D. The plural form of 'Dogma' is -
ANS. dogmata
E. The plural form of ' radius' is-
ANS. radiuses/ radii
F. The plural form of ' Genus' is-
ANS. Genera
G. The plural form of synopsis is-
ANS. synopses
H. Criterion এর বাংলা কি?
ANS. মানদণ্ড
I. Only one (agenda) was discussed.
ANS. agendum
J. The plural form of ' symposium' is-
ANS. symposia
K. Agendum শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ANS. Latin
L. ' Synopsis ' is a-
ANS. plural number
2. RANDOM QUESTION
A. ১ কেবি =?
ANS. ১০২৪ বাইট
B. হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ?
ANS. আমিষ
C. বাড়িবাড়ি কোন ধরনের শব্দ?
ANS. দ্বিরুক্ত শব্দ
D. এজেন্ট কোন ভাষার শব্দ?
ANS. ইংরেজি
E. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ANS. মেরু অঞ্চলে
F. পেরেশান কোন ভাষার শব্দ?
ANS. ফারসি
G. মার্ক জুকারাবার্গ কোথায় জন্মগ্রহণ করেন?
ANS. আমেরিকা
H. বনফুল কার ছদ্মনাম?
ANS. বালাইচাঁদ মুখোপাধ্যায়
Rules: >>সীন করে পরিক্ষা না দিলে রিমুভ।
💕 লিখিত পরিক্ষা 💕
মডেল টেস্ট নং ১৯৭
পরিক্ষকঃ হারুন অর রশিদ
মানঃ ২০ সময়ঃ ২৫ মিনিট
বিঃদ্রঃ ভুল উত্তরের জন্য কোনো কাট মার্ক নেই।
প্রশ্নঃ
1. GENDER
A. Judge কোন Gender?
ANS. Masculine Gender
B. Death কোন Noun?
ANS. Masculine noun
C. What is the feminine of ' John ' --
ANS. Jane
D. The feminine from of ' Prosecutor ' is -
ANS. Presecutrix
E. A female ' administrator ' is called--
ANS. an administratrix
F. Calf is a-
ANS. common gender
G. Orphan is a?
ANS. Common gender
H. What is the feminine gender of ' Jew '?
ANS. Jewess
I. ' Spouse ' is a?
ANS. Common gender
J. What is the feminine gender of ' Bull'?
ANS. Cow
K. What does ' Spouse ' mean?
ANS. Husband or Wife
L. What is the feminine gender of ' Duke '?
ANS. Duchess
2. RANDOM QUESTION
A. জাহানাবাদের বর্তমান নাম কি?
ANS. খুলনা
B. হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
ANS. ১৯৮৬
C. প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে কোথায়?
ANS. ব্রিটেনে
D. সার্ক ফোয়ারার স্থপতি কে?
ANS. নিতূন কুণ্ডু
E. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
ANS. মাহমুদা হক চৌধুরী
F. কিউবা কোন মহাসাগরে অবস্থিত?
ANS. আটলান্টিক মহাসাগরে
G. বাংলাদেশের নারী মোটরসাইকেল রাইড শেয়ারিং সার্ভিসের নাম কি?
ANS. পিংক স্যাম
H. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে?
ANS. ২২ নং অনুচ্ছেদ
Rules: >>সীন করে পরিক্ষা না দিলে রিমুভ।
বাংলাদেশের জি আই পন্য ৯ টি যথাঃ
পন্য স্বীকৃত তাং
১। জামদানি >>>> ২০১৬
২। ইলিশ >>>>>> ২০১৭
৩। খিরশাপাতি আম> ২০১৯
৪। ঢাকাই মসলিন >> ২০২০
৫। রাজশাহী সিল্ক >> ২০২১
৬। রংপুরের শতরঞ্জি> ২০২১
৭। কালোজিরা >>>> ২০২১
৮। কাটারীভোগ >>> ২০২১
৯। বিজয়পুরের সাদামাটি
>> ২০২১
নোটঃ হারুন অর রশিদ
💕লিখিত পরিক্ষা💕
মডেল টেস্ট নং ১৮৮
সময়ঃ ২০ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
প্রশ্ন:-
1. Synonym :-
a. Tacit
b. Conjugal
ans :
a) silent
b) bridal
2. Antonym :-
a. Continue
b. Sympathy
ans:
a) Close
b) Antipathy
3. Phrase :-
a. At home
b. Red letter Day
ans:
a) Familiar with
b) Memorable day
4. Preposition :-
a. I would like......information, please.
b. The child cried for........mother.
ans:
a) some
b) it's
5. G.K:-
a. বাংলা ভাষার উদ্ভব হয় কখন?
উত্তর: সপ্তম খ্রিস্টাব্দে
b. চর্যার ধর্ম নিয়ে প্রথম কে আলোচনা করেন?
উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহ
c. "মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলপত্র " কার লেখা?
উত্তর: হাসান হাফিজুর রহমান
d. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে?
উত্তর: আলাওল
e. দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত?
উত্তর: ময়মনসিংহ গীতিকা
f. The synonym of "Tacit" is-----
উত্তর: silent
g. সন্ধ্যা শব্দের বিশেষণ কি?
উত্তর: সান্ধ্য
h. সবুজপত্র প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯১৪
i. 'পায়ের আওয়াজ পাওয়া যায় ' কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ শামসুল হক
j. "Brick lane" is written by--
উত্তর: Monica Ali
MATH
a. একটি ধনাত্মক সংখ্যার সাথে ৪ যোগ করে যোগফলকে বর্গ করলে ৬২৫ হয় সংখ্যাটি কত?
উত্তর: ২১
b. ৭, ১০, ১৬, ২৮, ৫২... ... ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
উত্তর: ১০০
c. 4x²-20x-এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
উত্তর: ২৫
💕লিখিত পরিক্ষা💕
মডেল টেস্ট নং ১৮৫
সময়ঃ ২৫ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
প্রশ্ন:-
1. Synonym :-
a. Concede
b. Soft
ans :
a) acknowledge
b) complaint
2. Antonym :-
a. Clarity
b. Overt
ans:
a) confusion / opaque
b) clandestine
3. Phrase :-
a. Sine die
b. Through and Through
ans:
a) For an uncertain period
b) In every way
4. Preposition :-
a. A businessman has yet.....this school.
b. Taher is annoyed...... me.
ans:
a) up
b) with
5. G.K:-
a. কম্পিউটার এর স্থায়ী স্মৃতি শক্তি কি?
উত্তর: রোম
b. সংকর ধাতু পিতলের উপাদান কি?
উত্তর: তামা ও দস্তা
c. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায়?
উত্তর: জেদ্দায়
d. ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে?
উত্তর: সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ
e. বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়?
উত্তর: ২ এপ্রিল
f. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কতদিন?
উত্তর: ৩০ দিন
g. কোন সাল থেকে বিশ্ব ব্যাপী মে দিবস পালিত হয়?
উত্তর: ১৮৯০ সাল
h. ১৯৫২ সালের ভাষা আন্দোলন এর সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি কে ছিলেন?
উত্তর: ড. সৈয়দ মোয়াজ্জম
i. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় তা হলো?
উত্তর: লাল, নীল, সবুজ
MATH
a. x²-y²+2y-1-এর একটি উৎপাদক?
উত্তর: (x+y-1)
b. a+b=7 এবং ab=10 হলে a²+b²+3ab= কত?
উত্তর: 59
c. ৩ লিটার পানির ওজন কত কি.গ্রা.?
উত্তর: ৩ কি.গ্রা.
মঞ্জুল শব্দের অর্থ কি?
👉 মধুর
শুশুধর শব্দের অর্থ কি?
👉হাতি
অভিযাত্রিক কবিতাটির লেখক কে?
👉 সুফিয়া কামাল
জম্বুক শব্দের অর্থ কি?
👉 হাতি
The poor are deprived.... their rights.
==of
The synonym of " Audacious "--
==bold
The antonym of " Antagonist "--
==ally
He as well as his brother.... a skilful driver.
=is
The author of " Road to Freedom " is
==Bertrand Russel
Though blind of one eye, he is not blind...... his son's faults.
==to
The meaning of the word" Shun" is
==avoid
What is the synonym of the word" Sticky"?
==adhesive
💕লিখিত পরিক্ষা💕
পরিক্ষা নং ১৮৪
সময়ঃ ২০ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
উত্তরপত্রঃ
1. Synonym :-
a. Bargain
b. Barter
ans :
a) Negotiation
b)Exchange
2. Antonym :-
a. Malicious
b. Restrained
ans:
a) Benevolent
b)Boisterous
3. Phrase :-
a. Wear one's heart on one's sleeve
b. Make both ends meet
ans:
a) Allowing others to see one's feelings
b) Live within one's income
4. Preposition :-
a. Everybody must be true__ his word.
b. Do not look down __ the poor.
ans:
a) to
b) on
5. মডেলঃ
a. "মিল্ক অব লাইম বলা হয়" কোনটিকে?
উত্তর: ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
b. ' পতাকা-৭১' ভাস্কর্যটি কোন জেলায় অবস্থিত?
উত্তর:মুন্সীগঞ্জ
c. অসমাপ্ত 'অদ্ভুতসাগর' গ্রন্থটি কে সমাপ্ত করেন?
উত্তর: লক্ষন সেন
d. ' Nook and corner ' means-
উত্তর: Everywhere
e.What is the synonym of 'strenuous'?
উত্তর:Laborious
f. What does he want? (passive form)
উত্তর: What is wanted by him.
g. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর:লর্ড মাউন্টব্যাটেন
h.Three-forths of the work __ finished?
উত্তর: Has been
i.সাপের বিষে কোন ধাতব সালফাইড আছে?
উত্তর: জিঙ্ক ব্লেন্ড
MATH:
a. ৮,১১,১৭,২৯,৫৩- পরবর্তী সংখ্যাটি কত?
উত্তর:১০১
b. x + 5y = 16 এবং x = 3y হলে y= কত?
উত্তর: 2
c. x + 1/x =✔️3 হলে x^3 + 1/x^3 = কত?
উত্তর: 0
💕লিখিত পরিক্ষা💕
পরিক্ষা নং ১৮৩
সময়ঃ ২০ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
প্রশ্ন:-
1. Synonym :-
a. augment
b. ardent
ans :
a) amplify
b) eager
2. Antonym :-
a. arrogant
b. ascend
ans:
a) make/humble
b) go down
3. Phrase :-
a. in vogue
b. in a fixed
ans:
a) popular
b) in a difficult situation
4. Preposition :-
a. He is no match...... me.
b. The plan will take....at 7.pm we need.
ans:
a) for
b) off
5. বাংলা
a. "জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে।" কার রচনা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
b. শহীদুল্লাহ কায়সার কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ফেনি জেলায়
c. মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
d. কোন যুগে বাংলা লিপির গঠন কাজ স্থায়ী রূপ নেয়?
উত্তর: পাঠান যুগে
e. নগাষ্টক ও গঙ্গাষ্টক কবিতা দুটি কে লিখেছেন?
উত্তর: ভারতচন্দ্র রায় গুণাকর
f. বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক কে?
উত্তর: দীনেশ চন্দ্র সেন
g. "আধুনিক ভাষাতত্ত্বের স্বরূপ ও প্রযুক্তি " বইটি কার লেখা?
উত্তর: আজিজুল হক
h. মহাযাত্রা কোন ধরনের শব্দ?
উত্তর: যোগরূঢ়
i. গীতি শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
উত্তর: গৈ+ক্তি
MATH
a. ৫+৮+১১+......... ধারার কোন পদ ৩৮৩?
উত্তর: ১২৭
b. -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূণ্য হবে?
উত্তর: -১
c. ১ মন = কত কিলোগ্রাম?
উত্তর: ৩৭.৩২ কি.গ্রা. প্রায়
💕লিখিত পরিক্ষা💕
পড়া শেষে done লিখুন।
পরিক্ষা নং ১৮৩
সময়ঃ ২০ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
প্রশ্ন:-
1. Synonym :-
a. augment
b. ardent
2. Antonym :-
a. arrogant
b. ascend
3. Phrase :-
a. in vogue
b. in a fixed
4. Preposition :-
a. He is no match...... me.
b. The plan will take....at 7.pm we need.
5. বাংলা
a. "জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে।" কার রচনা?
b. শহীদুল্লাহ কায়সার কোন জেলায় জন্মগ্রহণ করেন?
c. মানচিত্র গ্রন্থটির রচয়িতা কে?
d. কোন যুগে বাংলা লিপির গঠন কাজ স্থায়ী রূপ নেয়?
e. নগাষ্টক ও গঙ্গাষ্টক কবিতা দুটি কে লিখেছেন?
f. বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক কে?
g. "আধুনিক ভাষাতত্ত্বের স্বরূপ ও প্রযুক্তি " বইটি কার লেখা?
h. মহাযাত্রা কোন ধরনের শব্দ?
i. গীতি শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
MATH
a. ৫+৮+১১+......... ধারার কোন পদ ৩৮৩?
b. -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূণ্য হবে?
c. ১ মন = কত কিলোগ্রাম?
নোট: হারুন অর রশিদ
Important
📌বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস -দীনেশচন্দ্র সেন☑️
📌বাংলা সাহিত্যের ইতিহাস -সুকুমার সেন☑️
📌বাংলা ভাষার ইতিবৃত্ত -ডা মো শহিদুল্লাহ ☑️
📌বাংলা সাহিত্যের কথা -ডা মো শহিদুল্লাহ ☑️
📌বাংলা সাহিত্যের রুপকথা -গোপাল হাওলাদার ☑️
📌বাংলা সাহিত্যের পুরাবৃত্ত -ডাঃওয়াকিল আহমেদ ☑️
📌বাংলা সাহিত্যের ইতিকথা -ভূদেব চৌধুরী ☑️
📌বাঙ্গালা ভাষার ইতিহাস -আহমদ শরীফ☑️
📌বাঙ্গালী ভাষার বুৎপত্তি বিকাশ গ্রন্থ -সুনীতিকুমার☑️
✍️রবিউর রহমান🤙
💕লিখিত পরিক্ষা💕
পড়া শেষে done লিখুন।
পরিক্ষা নং ৮২
সময়ঃ ২০ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
প্রশ্ন:-
1. Synonym :-
a. Ambiguous
b. Altitude
ans :
a) unclear
b) height
2. Antonym :-
a. amenable
b. anemic
ans:
a) stubborn
b) sparking
3. Phrase :-
a. Finger in the pie
b. Face the music
ans:
a) Involving in something
b) Deal with a problem
4. Preposition :-
a. The mission is........... United nations control.
b. I am quite home in algebra.
ans:
a) Under
b) at
5. G.K:-
a. টুণ্ডু রোগ হয় কিসের?
উত্তর: গম
b. ভ্রুণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: ভিটামিন A
c. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: ভিটামিন c
d. আমিষে কতভাগ নাইট্রোজেন
উত্তর: ১৫
e. আবিষ্কৃত এ্যামাইনো এসিডের সংখ্যা কত?
উত্তর: ২৮
f. রক্তে বিলিরুবিন এর মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তর: জন্ডিস
g. পর্বের পরে কোন ধাপ?
উত্তর: শ্রেণী
h. DNA এর নাইট্রোজেন বেস কতগুলো?
উত্তর: ৪টি
i. মাইট্রোকন্ড্রিয়ার কতভাগ প্রোটিন?
উত্তর: ৭৩%
MATH
a. ১ বর্গমিটার কতবর্গ সেন্টিমিটারের সমান?
উত্তর: ১০,০০০
b. ত্রিভুজের ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে কোন অনুপাতে অন্তবিভক্ত করে?
উত্তর: ২:১
c. x³-y³ = 513 এবং x-y =3 হলে xy-এর মান কত?
উত্তর: 54
নোট: হারুন অর রশিদ
💕লিখিত পরিক্ষা💕
৩০/০৭/২০২১
পরিক্ষা নং ৮১
সময়ঃ ২০ মিনিট
মার্কঃ ২০
💝💝পরিক্ষকঃ হারুন অর রশিদ💝💝
প্রশ্ন:-
1. Synonym :-
a. Aboriginal
b. abortive
ans :
a)Primitive
b)Unsuccessful
2. Antonym :-
a. Advance
b. Alliviate
ans:
a) Retreat
b) Aggravate
3. Phrase :-
a. De-facto
b. Kith and kin
ans:
a) In reality
b) Blood relation
4. Preposition :-
a. He parted.......... his tears.
b. Credit tk 5,000........my account.
ans:
a) From
b) to
5. G.K:-
a. ব্যাঙের হৃৎপিন্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ৩
b. মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিস্কের
c. মৌমাছির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Apis Indica
d. শ্রেণী বিন্যাসের ধাপ কতটি?
উত্তর: ৭টি
e.দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িড কোনটি?
উত্তর: মধ্য মস্তিষ্ক
f. উদ্ভিদের গৌণ উপাদান কয়টি?
উত্তর: ৮টি
g. E.Coli মানব দেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে
h. এপিগাইনাস ফুল কোনটি?
উত্তর: লাউ, কুমরা, ঝিঙ্গা ইত্যাদি
i. রক্তজমাট বাঁধতে সাহায্য করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম
MATH
a. ১ বিলিয়ন সমান কত কোটি?
উত্তর: ১০০ কোটি
b. কোন সংখ্যার 1/2 অংশের সঙ্গে 3 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে?
উত্তর: ১৮
c. দুটি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুণফল ৪৩২। তবে বড় সংখ্যাটি কত?
উত্তর: ৩৬
নোট: হারুন অর রশিদ
শান্ত সকালের দেশ
ক) কোরিয়া🌹🌹
খ) জাপান
গ) রাশিয়া
ঘ) চীন
পৃথিবীর চিনির আধার বলা হয়
ক) চিলি
খ) কিউবা🌹🌹
গ) বাহরাইন
ঘ) ওমান
প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়
ক) রাশিয়া
খ) জাপান🌹🌹
গ) কুয়েত
ঘ) চীন
Because the subject matter was so technical, the instructor made every effort to use --- terms to describe it.
ক) candid
খ) simplified
গ) discreet
ঘ) specialized🌹🌹
The fact that the gorilla is becoming instinct -- wildlife preservationists.
ক) disturbing to
খ) disturbing
গ) disturbs🌹🌹
ঘ) disturbance of
The articles - the magazine publishes are very scholarly.
ক) that🌹🌹
খ) of
গ) and
ঘ) in
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
SHARE করে রাখতে পারেন।
পড়া শেষে done লিখুন।
১। ভারত বর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র?
👉👉 বেঙ্গল গেজেট
২। নীরস শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে?
👉👉নিঃ+রস
৩। " May he not suffer " is an.......
👉👉 Optative sentence.
৪। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত?
👉👉 গ্রাউন্ড জিরো
৫। ২২ শে শ্রাবণ কেন স্মরণীয়?
👉👉 রবি ঠাকুরের প্রয়াণ দিবস।
৬। জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে?
👉👉 আটলান্টিক ও লোহিত সাগরকে।
৭। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত " কবিতা "একটি-----?
👉👉 পত্রিকা
৮। পঞ্চম আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা দেশের বৃহত্তম জেলা হচ্ছে?
👉👉 ঢাকা
৯। নিকারাগুয়ার রাজধানী হচ্ছে?
👉👉মানগুয়া
নোট: হারুন অর রশিদ
১০। আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ?
👉👉আলজেরিয়া
পড়া শেষে Done লিখুন।
পরিক্ষা নং ৮০
পরিক্ষক : হারুন অর রশিদ
পূর্ণমান :২০
সময়: ২৫ মিনিট
বি:দ্র: কাট মার্ক নেই।
প্রশ্ন:
👉👉ENGLISH 👇
1. SYNONYM
a. Surplus
ans : Excess
b. Cleaver
ans : Witty
2. ANTONYM
a. Energetic
ans : Lethargic
b. Pensive
ans : Tropid
3. PREPOSITION
a. The words in these books will be value....... you.
ans : to
b. He took his brother............the hand.
ans : by
4. PHRASE
a. Black and white
ans : In writing
b. Tooth and Nail
ans : Tride hard
5. GK👇
a. শর্করা পরিপাক করে কোনটি?
উত্তরঃ টায়ালিন
b. বানরের হাত আছে কয়টি?
উত্তরঃ হাত নাই
c. মাশরুম কি নামে পরিচিত?
উত্তরঃ এগারিকাস
d. Pteris কে বলা হয়?
উত্তরঃ সানফার্ন
e. ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয়?
উত্তরঃ নদী
f. সরল টিস্যু কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
g. Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তরঃ লুই পাস্তুরকে
h. কলকাসুন্দা কি?
উত্তরঃ উপগুল্ম
i. মানবদেহে জীনের সংখ্যা কতটি?
উত্তরঃ ৪০০০০
j. সবচাইতে দ্রুতগামী পাখির নাম কি?
উত্তরঃ সুইফট বার্ড
6. MATH👇
a. 3^x+3^x+3^x=কত?
উত্তরঃ 3^x+1
b. ab = 16, a= 2 হলে , b=কত?
উত্তরঃ 8
👉👉👉👉👉 সবাই অংশগ্রহণ করুণ। আপনাদের উপস্থিতি আমাকে প্রশ্ন করতে অনুপ্রেরণা জোগাবে।
ধন্যবাদান্তে,
হারুন অর রশিদ
২৮/০৭/২০২১ ইং
পড়ার রুটিন
দীনবন্ধু মিত্র
টপিক: সমাস
1. একটি সুষম দশভুজের প্রতিটি কোন হবে?
ক সূক্ষ্মকোন
খ প্রবৃদ্ধকোন
গ স্থুলকোন ✅
ঘ সমকোন
2. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোন এর
পরিমান কত?
ক 90 ডিগ্রি
খ 105 ডিগ্রি
গ 120 ডিগ্রি ✅
ঘ 145 ডিগ্রি
3. একটি পঞ্চভুজের সমষ্টি কত?
ক চার সমকোন
খ ছয় সমকোন
গ আট সমকোন ✅
ঘ দশ সমকোন
4. বর্তমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7 :3। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমান পুত্রের বয়স কত?
ক 26
খ 24 ✅
গ 35
ঘ 25
5. আজিজের বয়স আলমের বয়সের 80% হলে আলমের বয়স আজিজের বয়সের _
ক 125% ✅
খ 150%
গ 200%
ঘ 250%
6. জীবন থেকে নেওয়া চলচ্চিত্র টির পরিচালক কে?
ক আমজাদ
খ আলমগীর
গ জহির রায়হান ✅
ঘ সূভাস দত্ত
7. the world "florid" indicates
ক flour
খ foliage
গ floor
ঘ flower ✅
8. i opened the door as soon as l,,,,,,,,,,,,,,,,,, the bell.
A Have heard
B was hearing
C am heard
D heard ✅
9. water boils,,,,,,,,,,,,,,,,, you heat it to 100 degree centigrade.
A unless
B until
C although ✅
D if
10. as the sun,,,,,,,,,,, i decided to go out.
A shines
B has shone
C shine
D was swining ✅
11. বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ ?
ক কাতার
খ ইন্দোনেশিয়া ✅
গ জাপান
ঘ থাইল্যান্ড
12. স্বাধীনতা কামি দ্বীপ আচেহ প্রদেশ ও ইরিযান জায়আ অবস্থিত?
ক জাকাত
খ ইন্দোনেশিয়া ✅
গ ইরান
ঘ পারস্য
13. মায়ানমার এর সীমান্ত রক্ষী বাহিনী কে বলে?
ক লোআনা
খ গাইনা
গ লুষিটন ✅
ঘ খোমেনি
14. চীনে কমিউনিস্ট বিপ্লব যটে?
ক 1950
খ 1949 ✅
গ 1951
ঘ 1952
15. মুক্ত বাজার অর্থনীতি চালু হয়?
ক 1911
খ 1991 ✅
গ 1921
ঘ 1912
16. বাংলাদেশের শিল্পী কলা একাডেমিক প্রতিষ্ঠিত হয়?
ক 1974 ✅
খ 1972
গ 1971
ঘ 1975
17. বাংলাদেশের সংসদীয় গনতন্ত্রের উওরন যটে?
ক 1990
খ 1991 ✅
গ 1992
ঘ 1993
18. Ecnec প্রতিষ্ঠিত হয় কত সালে
ক 1972
খ 1971
গ 1982 ✅
ঘ 1973
19. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাল দিবস?
ক 22 ফেব্রুয়ারি
খ 23 আগস্ট ✅
গ 13 জুন
ঘ 23 ফেব্রুয়ারি
20. 13 তম এস এ গেমসে বাংলাদেশ কতটি স্বনের পদক পাই?
ক 13
খ 19✅
★★ পূর্ণমান নম্বর : ২৫
সময়ঃ ২৫ মিনিট
(প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে)
পরীক্ষক : Sharmin Soma❣️❣️
১| ১টি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ?
ক) ৪৪%🤭
খ) ৪০%
গ) ২০%
ঘ) ৮%
২| নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
ক) ১৪/১৭
খ) ১১/১৪
গ) ৭৫/৮৩
ঘ) ১০/১১😋
৩| বিজু কোন উপজাতির বর্ষবরণ উৎসব?
ক) চাকমা😛
খ) মারমা
গ) ত্রিপুরা
ঘ) খাসিয়া
৪| Pay careful attention something is meant by word.
ক) look
খ) see
গ) attend
ঘ) heed🤔
৫| The team bounce back means:
ক) Flaunt
খ) recover 😂
গ) please
ঘ) topple
৬| নিপাতনে সিদ্ধ কোনটি?
ক) পুনরায়
খ) পরিষ্কার
গ) তষ্কর😅
ঘ) পরীক্ষা
৭| ২০০৪ সালের ২১ শে আগস্টের হামলায় মারা যায় কতজন?
ক) ২০
খ) ২১
গ) ২২😲
ঘ) ২৩
৮| শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কত তম প্রধানমন্ত্রী?
ক) ১৩ তম
খ) ১৪ তম🤣
গ) ১৫ তম
ঘ) ১৬ তম
৯| প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে "শান্তি বৃক্ষ " উপাধি দেওয়া হয় কত সালে?
ক) ২০১০ সালে
খ) ২০১২ সালে
গ) ২০১৪ সালে🥰
ঘ) ২০১৩ সালে
১০| নারী ক্ষমতায়নে ১৫৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম😉
ঘ) ৮ম
১১| শেখ মুজিব আমার পিতা কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৯৭
খ) ১৯৯৮
গ) ১৯৯৯😇
ঘ) ২০০০
১২| সবুজ মাঠ পেরিয়ে গ্রন্থটি কার লিখা?
ক) শেখ মুজিবুর রহমান
খ) জীবনানন্দ দাশ
গ) শেখ হাসিনা😋
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
১৩| দুরূহ এর বিপরীত শব্দ কোনটি?
a) বিরহ
b) সহজ🤩
c) কঠিন
d) ধীরতা
১৪| দিগগজ বিপরীত শব্দ কি?
a) নিশ্চেষ্ট
b) নশ্বর
c) মহামূর্খ😛
d) নিন্দিত
১৫| ত্বরিত এর বিপরীত শব্দ কোনটি?
a) দ্রুত
b) আলোক
c) শ্লথ😜
d) দুরন্ত
১৬| তোয়াজ এর বিপরীত শব্দ কোনটি?
a) দুরাচার
b) তাচ্ছিল্য 🤗
c) দুর্দৈব
d) দুষ্কৃতি
১৭| তদীয় এর বিপরীত শব্দ কি?
a) দুর্দৈব
b) মদীয় 🤭
c) দলীয়
d) সুকৃতি
১৮| ঔৎসুক্য বিপরীত শব্দ কি?
ক) আগ্রহ
খ) অনাগ্রহ 🤔
গ) উৎসুক
ঘ) উন্মুখ
১৯| এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ক) ইয়েমেন🙄
খ) কাতার
গ) ইরাক
ঘ) ওমান
২০| Adjective of the word 'people' is-
ক) popularity
খ) popularise
গ) popular
ঘ) populous ☺️
২১| ২/৫÷৪/৫ এর ২০/২১= কত?
ক) ১/৩
খ) ৭/৮🥺
গ) ৫/৬০
ঘ) ৮/২১
২২| a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত?
ক) 2
খ) 3
গ) 4😟
ঘ) 5
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur
Rangpur, 5540
Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for
Rangpur
If you have a dream to do something big, make the goal bigger
Rangpur, 5402
This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form
Kanthal Bari Road
Rangpur, 5620
B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa
1/2 World Road,; Gaibandha
Rangpur, DARIAPUR
It is a group for the rights of the students