Itzz Ananna here
Art & cooking �
☘️
Alhamdulillah 🌸
কখনো মানসিকভাবে যন্ত্রণা অনুভব করলে তাৎক্ষণিক কিছু আমল করা যেতে পারে। ইনশাআল্লাহ, কিছুটা হলেও ভালো লাগবে।
(১) কেঁদেকেটে আল্লাহর কাছে দুআ করা;
(২) নিরবে-নিভৃতে আবেগ ও ভালোবাসার সাথে কুরআন মাজিদ তিলাওয়াত করা;
(৩) নিরিবিলি পরিবেশে কিছু সময় অর্থের দিকে লক্ষ্য রেখে আল্লাহর যিকর করা;
(৪) জনমানবহীন স্থানে বসে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনায় মগ্ন হওয়া;
(৫) বেশি পরিমাণে ‘ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস’ পড়তে থাকা;
(৬) দুআ ইউনুস (লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যলিমিন) পড়া;
(৭) কোনো ইয়াতিম-মিসকিনের সাথে কিছু সময় কাটানো, তাদের খোঁজ নেওয়া, খাবার দেওয়া, মাথায় হাত বুলিয়ে আদর করা;
(৮) কবরস্থানে গিয়ে কিছু সময় কাটানো;
(৯) মৃত্যু নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা;
(১০) উত্তমরূপে অজু করে ধীরেসুস্থে দুই রাকাত নফল নামাজ আদায় করা।
এগুলো করলে মন প্রশান্ত হয়, স্থির হয়, দুনিয়ার বাস্তবতা বুঝে আসে, আল্লাহর দিকে মন ধাবিত হয় এবং আখিরাতমুখী জীবনযাপনে আগ্রহ সৃষ্টি হয়। প্রায় প্রতিটি পয়েন্টের পক্ষে কুরআন-সুন্নাহর দলিল আছে। আজ আর দলিল উল্লেখ করছি না। আমল করুন, উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
Copy from Nusus
-ধৈর্য্য ধরো তুমি আবারও কাঁদবে,তবে কষ্টে নয়,দোয়া কবুল হওয়ার আনন্দে!
অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে!(সুরা দ্বোহা:০৫)
আলহামদুলিল্লাহ! 💙
মাঝে মাঝে এতো বিরক্ত লাগে কিছুই পোস্ট করা হয় না।আর যখন পোস্ট করা শুরু করি🙃।ছবিতে আমার করা বিফ আর সাদা পোলাও।
MUSA kitchen Rangpur ar favourite akti item joto bar giyeci ata try koreci...
Petuk Kitchen এর অফার প্ল্যাটার ছিলো এটি।১৬০টাকা হিসেবে বেশ ভালো।
অফারটি এখন নেই।
এই রেস্টুরেন্টে অনেক গিয়েছিলাম।এটা নাকি বন্ধ হয়ে যাবে তাই আরও একবার গিয়েছিলাম।তাদের প্ল্যাটার গুলো বেশ ভালো লাগতো। টেস্ট যদিও এভারেজ।
ঝড় তুফানের সময় পড়ার দোয়া:
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا
উচ্চারণ: `আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা
অর্থ: হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের ওপর দিয়ো না। (বুখারি) ঝড়-তুফানের সময় এ দোয়া বেশি বেশি পড়তে হবে।
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর মঙ্গল, এর মধ্যকার মঙ্গল ও যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার মঙ্গলসমূহ প্রার্থনা করছি এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অমঙ্গল হতে, এর মধ্যকার অমঙ্গল হতে এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে, তার অমঙ্গলসমূহ হতে।
ফজরের পূর্বে কিছুক্ষণ হলেও ইস্তেগফার করুন।
আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, “কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে চাইবে যে আমি তাকে দিব, কে আমার কাছে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করে দিব।”
(বুখারীঃ ১১৪৫)
রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এ মাস পেয়েও যে ব্যক্তি স্বীয় গুনাহ মাফ করাতে পারল না তার জন্য স্বয়ং জিবরাঈল আ. বদদোয়া করেছেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামীন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন।
Godfather's Cafe
চিকেন বটি🍗
কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!!
"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
~সুবহানআল্লাহ
Rangpur Govt Girls high school ar pasher rasta..
আগে স্কুল থেকে রাস্তাটি দেখতাম,এখন রাস্তা থেকে স্কুল দেখি🥲
নামাজে মনোযোগ দিতে যা করনীয়ঃ-⤵️
#প্রশ্ন- আমি যখন নামাজ পড়ি তখনই আমার মাথায় বাজে চিন্তা-ভাবনা আসে। যেমন আমি আজ সারাদিন কী করেছি ,কালকে কী করব ইত্যাদি। কাজের কারণ বেশি সময় বাহিরে রাস্তায় চলাচল করে থাকি।তো অনেক কিছুই দেখি নামাজে এইসব কথা মনে পড়ে। অনেক সময় ভুলে যাই কয় রাকাত নামাজ পড়েছি, এসব যাতে মনে না পড়ে সেজন্য আমি কী করতে পারি? জানালে উপকৃত হব।
#জবাব: এটা এক তিক্ত বাস্তবতা যে, আমরা অনেকেই এই রোগের স্বীকার। এক হাদীসে
রাসুলুল্লাহ ﷺ এটিকে ‘শয়তানের ছিনতাই’ বলেছেন। এ ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজালি(রহ.) তাঁর বিখ্যাত ‘এহইয়াউ উলুমিদ্দীন’ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি ছয়টি বিষয়ের কথা বর্ণনা করেন, যা না থাকলে নামাজে মনোযোগী হওয়া যায় না।
#প্রথম_বিষয় : নামাজে ‘হুজুরে দিল’ বা একাগ্র থাকা ; এটি নামাজের প্রাণ।
রাসুলুল্লাহ ﷺ বলেন- আল্লাহর ইবাদত কর এমনভাবে, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ।
আর যদি দেখতে না পাও, তবে তিনি যেন তোমাকে দেখছেন।’
(বুখারি হা/৫০; মুসলিম হা/৮; মিশকাত হা/২)
বস্তুত আমাদের মন কখনো বেকার থাকে না; হয় নামাজে থাকে, না হয় অন্যত্র থাকে। নামাজে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মন ছিনিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদেরকে তা ধরে রাখতে হয়। সুতরাং নামাজের শুরু থেকে শেষ পযন্ত এই কল্পনা (মুখে উচ্ছারণ ব্যতিরেকে) ধরে রাখার অনুশীলন করুন যে,’আল্লাহ আমাকে দেখছেন’। দাঁড়ানো থেকে রুকুতে যাবার আগে, রুকু থেকে সিজদায় যাবার আগে কিংবা সিজদা থেকে বসার আগে, প্রত্যেক অবস্থান পরিবর্তনের পূর্বে মনের অবস্থাটা দেখে নিন যে, কল্পনাটা আছে কিনা। না থাকলে আবার নিয়ে আসুন। এভাবে এই অনুশীলনের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা অব্যাহত রাখুন।
রাসুলুল্লাহ ﷺ বলেন, ‘যে সুন্দরভাবে অজু করে, অতঃপর মন ও শরীর একত্র করে (একাগ্রতার সাথে) দু’রাকআত নামাজ আদায় করে, (অন্য বর্ণনায় এসেছে- যে নামাজে ওয়াসওয়াসা স্থান পায় না) তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (অন্য বর্ণনায় রয়েছে, তার সমস্ত (ছোট) গুনাহ মাফ করে দেয়া হয়)। (নাসাঈ হা/১৫১; বুখারি হা/১৯৩৪; মিশকাত হা/২৮৭)
#দ্বিতীয়_বিষয় : নামাজে যা কিছু পাঠ করা হয় তা বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করুন।এটি অন্তরের উপস্থিতিকে আরো দৃঢ় করে। অন্তত সূরা ফাতিহা ও তাসবীহগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন।আল্লাহ তাআলা বলেন, ‘স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন তেলাওয়াত কর।’ (মুযযাম্মিল ৪)
রাসুলুল্লাহ ﷺ প্রতিটি সূরা তারতীল সহকারে তেলাওয়াত করতেন।
(মুসলিম হা/৭৩৩, তিরমিযী হা/৩৭৩)
এ ব্যাপারে রাসুলুল্লাহ ﷺ এর নিম্নোক্ত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তিনি বলেছেন, ‘আল্লাহ তাআলা বলেন, আমি নামাজ কে আমার এবং আমার বান্দার মাঝে দু’ভাগে ভাগ করেছি। বান্দা আমার কাছে যা কামনা করবে তাই পাবে। যখন আমার বান্দা বলে, (সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সারা জাহানের মালিক)। তখন আল্লাহ বলেন, (বান্দা আমার প্রশংসা করল)।
যখন বলে, (পরম করুণাময় অসীম দয়াবান) আল্লাহ বলেন, (বান্দা আমার গুণগান করল)। যখন বলে, (বিচার দিবসের মালিক) আল্লাহ বলেন, (বান্দা আমার যথাযথ মর্যাদা দান করল)। যখন বলে, (আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি)। আল্লাহ বলেন, (এটি আমার ও আমার বান্দার মাঝে, আর আমার বান্দা যা চাইবে, তাই পাবে)। যখন বলে, (আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এমন ব্যক্তিদের পথ, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে)। আল্লাহ তাআলা বলেন, (এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা প্রার্থনা করবে তাই পাবে)।
(মুসলিম হা/৩৯৫; মিশকাত হা/৮২৩)
অফার প্রাইসে এতো কোয়ালিটিসম্পন খাবার রংপুরে প্রথম খেলাম।তাই পোস্ট না করে পারলাম না।
রাইস প্ল্যাটার টি ১৪০টাকা মাত্র ড্রিংকস সহ।
সসেজ বার্গার ৮০টাকা।এটা মোটামুটি ভালোই।মেয়োনিজটা একটু বেশি মিষ্টি।
লোকেশন: MUSA kitchen Rangpur
আমি বললাম: ওহ আল্লাহ! আমি কষ্ট পাচ্ছি!
আল্লাহ বললেন: "আমার রহমত থেকে নিরাশ হয়ো না।"
[আয্-যুমার ৩৯:৫৩]
আমি বললাম: আমি বিষণ্ণ!
আল্লাহ বললেন: "আমাকে স্মরণ করো, তুমি তোমার হৃদয়ে প্রশান্তি খুঁজে পাবে।"
[আর-রাদ ১৩:২৮]
আমি বললাম: অনেক লোক আমাকে আঘাত করেছে!
আল্লাহ বললেন: "তাদের মাফ করে দাও এবং তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো।"
[আল ইমরান ৩:১৫৯]
আমি বললাম: আমি একাকীত্ব অনুভব করছি!
আল্লাহ বললেন: "আমি তোমার নিকটেই।"
[ক্বাফ ৫০:১৬]
আমি বললাম: আমার পাপ অনেক বেশি!
আল্লাহ বললেন: "আমি ছাড়া কে আছে ক্ষমা করার মতো!"
[আল ইমরান ৩:১৩৫]
আমি বললাম: আমাকে একা করে দিও না!
আল্লাহ বললেন: "আমাকে স্মরণ কর, আমি তোমাকে স্মরণ করবো।"
[আল বাকারা ২:১৫২]
আমি বললাম: আমার জীবন অনেক সমস্যার সম্মুখীন!
আল্লাহ বললেন: "আমাকে ভয় কর, আমি একটি উপায় বের করে দিবো।" [আত-তালাক ৬৫:২]
আমি বললাম: আমার অনেক স্বপ্ন আছে যেগুলো বাস্তবে পূরণ করতে চাই!
আল্লাহ বললেন: "আমাকে ডাকো, আমি সাড়া দিবো।"
[আল মু'মিন ৪০:৬০]
মনে করুন আপনি খুব টেনশনে আছেন
অথবা কোন প্রকার কষ্ট আপনি দূর করতে চাচ্ছেন।
কোন বিপদে পড়লেন, চাচ্ছেন আল্লাহ দ্রুত সমাধান করুক!
একটা পরীক্ষিত আমল হলো- দরুদের আমল। যে যত বেশি পারবেন মন থেকে দরূদ শরীফ বেশি বেশি পড়বেন।
দরূদ শরীফ গুনাহ ক্ষমা হওয়া এবং সকল দুঃখ-কষ্ট ও বিষন্নতা থেকে মুক্তি অর্জনের উপায়।
🍁 সব সময় পড়ার মত ছোট দরুদ-
'اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّد'
(আল্লহুম্মা সল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আ-লি মুহাম্মাদ)©