A R Atik

A R Atik

I will do hard work

16/12/2022

মনটা যখন ফুরফুরে- আলহামদুলিল্লাহ!😘

আমার হৃদয় একটা আয়না,❤️

সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছু দেখা যায় না! 😘

16/12/2022

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা! 🇧🇩

15/12/2022

Argentina ❤️

10/12/2022

আজকে মনে হয় ভারত 400+ রান করবে ।
Kishan একাই 300 রান করে ভারত কে জিতাবে।

07/12/2022

- i'm in my own lane you ain't in my catagory -
❤️❤️

25/11/2022

❝সবাই সৌন্দর্যের পাগল অথচ❞
- নিজের ছায়াটাই কালো-🖤❤️

Photos from A R Atik's post 24/11/2022

সৈয়দপুর নগরী 🥰😘

18/11/2022

মানুষ তাকেই ধরে রাখতে চায় 🥰
যার মধ্যে সে নিজেকে দেখতে পায়🥰

03/11/2022

মিস করি খুব তোমাকে ....!
♥️♥️♥️

Photos from A R Atik's post 02/11/2022

Saidpure govt college
HSC bacth 2022
College থেকে বিদায় দিল
অনেক মিস করবো কলেজ কে ।

01/11/2022

♥️♥️♥️

31/10/2022
30/10/2022

এসব কথা মানুষ কখন বলে জানেনঃ

প্রতিটি ছেলে/ মেয়েই ( আমি সহ) সুন্দর/ টাকাওয়ালা ছেলে / সুন্দরীর মেয়ের পিছনে ছুটে বেড়ায়। তাদের ভিতর সুন্দর মন আছে কিনা এটা পরে খুজে!

সুন্দর /সুন্দরী কাউকে বিয়ে বা রিলেশন করে বিশাল বাশ ( with আইক্কায়ালা) খাওয়ার পরে এসব কথা বের করে!

মনে রাখবেন- এখনকার সময়ে সুন্দর ছেলে / সুন্দরী মেয়ে এবং সুন্দর সংসার ব্যস্তানুপাতিক!

Photos from A R Atik's post 29/10/2022

♥️🥰
দেখতে দেখতে কলেজ লাইফ টা শেষ হয়ে গেল
তবে কখনোই আর একসাথে এভাবে দেখা হবে না
সবাইকে অনেক মিস করবো ..

28/10/2022

Exam ta je Kobe ses hbe
Valo lagtece na ....?

10/10/2022

স্বপ্ন দেখেন,
কিন্তু সেই অনুযায়ী পরিশ্রম করতে চান না, শুধু ফেসবুকেই বাহারী পোস্ট!
এমন মানুষ একদম ই পছন্দ না আমার!✅❤️🥰

সফলতার সহজ সূত্র- সঠিকভাবে পরিশ্রমী হতে হবে!
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ!

শুভ সকাল সবাইকে "✅🥰

09/10/2022

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ

07/10/2022

❣️

04/10/2022

●|● ঘর থেকে বের হওয়ার দোয়া ●|●

বাহিরে বের হওয়ার জন্য দরজাটা খুললেন, তারপর বাহিরের দিকে তাকালেন, বাহিরের আবহাওয়া এবং নিজের মনোভাবের উপর ভর করে অনুমান করলেন দিনটি কেমন যাবে। দিনটা ভালো কাটবে নাকি একটি বাজে দিন পার করবেন। আপনার ভালো বোধ হয় নতুবা খারাপ। কিন্তু এই কয়েক মুহূর্তেই অনেক কিছু ঘটে যায়।

ঘর থেকে বাইরে বেরোনোর সময় রাসূল (সা) আমাদের খুব সুন্দর একটি দোআ শিখিয়ে দিয়ে গেছেন। তো, আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন, নির্ধারিত জিকির-আজকারগুলো করলেন। অতঃপর, দরজা খুলে যেই মাত্র বাহিরের পৃথিবীতে পদার্পণ করেন, রাসূলুল্লাহ (স) বলেন, তখন পাহারাদার দুজন ফেরেশতারাও আপনাকে অনুসরণ করে। তখন যে দোয়াটি আপনি পড়বেন তা হলো - بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ - “বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।” এটা খুব কঠিন কোন দোয়া না।

“বিসমিল্লাহ” অর্থ “আল্লাহর নামে”, “তাওয়াক্কালতু আলাল্লাহ” অর্থ “আমি আমার সমস্ত আস্থা রাখছি আল্লাহর উপর”, “ওয়ালা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ” অর্থ “এবং আল্লাহ ছাড়া আর কারো কোনো শক্তি ও ক্ষমতা নেই।“

রাসূলুল্লাহ (স) বলেছেন, নিজের ঘর থেকে বের হয়ে বাইরের জগতে প্রবেশ করার সময় যদি এই দোয়া পড়েন, ঐ ফেরেশতারা আপনার দোয়ার জবাব দিয়ে থাকেন। যখন আপনি বলেন “বিসমিল্লাহ”, তারা বলেন, “হুদিতা” অর্থাৎ “আল্লাহর নামে তোমাকে পথ দেখানো হলো।” এরপর আপনি বলেন, “তাওয়াক্কালতু আলাল্লাহ - আমি আল্লাহর উপর ভরসা করলাম।”, তারা বলেন, “কুফিতা”, অর্থাৎ “তোমাকে সুরক্ষা দেয়া হল সকল ক্ষতিসাধনকারীদের থেকে যে তোমার ক্ষতি করতে চায় আজকে।” এরপর, আপনি বলেন, “লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ”, অর্থ “আল্লাহ ছাড়া আর কারো কোন শক্তি ও ক্ষমতা নেই”, এটা শুনে ফেরেশতারা বলেন, “উকিতাহ” অর্থাৎ “এবং তোমাকে নিরাপত্তা দেয়া হলো সমস্ত বিপদ থেকে সারাদিনের জন্য।”

আপনি যখন এই দোয়া পড়বেন বাইরে যাওয়ার আগে, যে দুইটা শয়তান এসেছে আপনাকে আক্রমণ করার জন্য, তাদের একজন আরেকজনকে বলে, “আমরা কি করতে পারি ঐ লোকের সাথে, যে আল্লাহর নামে ফেরেশতাদের দ্বারা পথ প্রদর্শিত, সুরক্ষিত ও নিরাপদ?” অতএব, তারা বুঝতে পারে যে তারা আপনার কোন ক্ষতি করতে পারবে না ঐদিন। তাই তারা আপনাকে ছেড়ে যায় সারা দিনের জন্য।

হযরত ওমর (রা)

01/10/2022

MediaCorp uninstall done

29/09/2022

😍🤔🥰

29/09/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

colleted

27/09/2022

বর্তমান সময়ে শিক্ষার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চাকরি আর চাকরির মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর একজন জীবনসঙ্গী!

27/09/2022

পড়ে গেছি মুশকিলে ❣️

26/09/2022

যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়,

সেই স্ত্রী কখনওই নিজ সংসার করতে পারেন না ৷

Photos from A R Atik's post 25/09/2022

ইন্না-লিল্লাহ
পঞ্চগড়ের বোদা উপজেলার মারওয়া ইউনিয়ে ভয়াবহ নৌকা ডুবি, ২০ জন নিহত হয়েছেন,নিখোঁজ এখনো 15 জন । তবে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে...

মৃত্যুর কোন বয়স নাই😂😂

24/09/2022

HSC পরীক্ষার্থী মেয়ে দের অবস্থা🤔

24/09/2022
23/09/2022

একটি সৃজনশীল প্রশ্নে ৮.৫/৯ মার্ক পাওয়ার জন্য কিছু টেকনিক ফলো
করতে পারো

১)যেহেতু ১১টা সৃজনশীল এর মধ্যে ৪টা মাত্র সৃজনশীল লিখতে হবে তাই হাতে অনেক অপসন থাকবে তাই যে চারটা ভালো পারবা সেই চারটা উত্তর করবা।
২) সৃজনশীল লেখার ক্ষেত্রে ক ও খ নম্বর দুটিতে বানিয়ে লেখার কোন সুযোগ নেই তাই প্রশ্নে ঠিক যা চাইবে তাই লিখবা এখানে তুমি কয় লাইন লিখলা তার উপর কিন্তু নম্বর দেবে না তুমি কি লিখলা সেটার উপর নম্বর দেবে।
৩)একটি সৃজনশীল এ নম্বর পাওয়ার ক্ষেত্রে ক ও খ নম্বরের গুরুত্ব অপরিসীম কেননা একজন শিক্ষক সৃজনশীল দেখার ক্ষেত্রে ক ও খ নম্বরে কি লিখছে সেটার উপর নির্ভর করে নম্বর দেয়।
৪) হাতের লেখা ভালো হলে সৃজনশীল এ সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব। তাই সৃজনশীল লেখার ক্ষেত্রে হাতে লেখার ওপর জোর দিবা। তবে হ্যাঁ সময় এর দিকে খেয়াল রেখোএমন যেন না হয় একটা সৃজনশীল লিখতে গিয়ে ৩০/৩৫ মিনিট লেগে গেলো।
৪)একটি সৃজনশীল লেখার ক্ষেত্রে ক ও খ নম্বর ১/১.৫ পৃষ্ঠা, গ নম্বর ২/২.৫ পৃষ্ঠা আর ঘ নম্বর ৩/৩.৫ পৃষ্ঠা লিখতে পারো তবে হ্যাঁ প্রথম দুটি সৃজনশীল ৫০ মিনিটের মধ্যে শেষ করে ফেলবা।
৫)প্রতি পৃষ্ঠা পরপর লেখার নিচে P.T.O লিখতে পারো।
এর জন্য তুমি একষ্ট্রা কোন নম্বর না পেলেও এটা খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং শিক্ষকের অর্থাৎ যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করবে।
৬) শেষকথা পরীক্ষা কেন্দ্র অবশ্যই হাতে ঘড়ি নিয়ে যাবা।সময় এর দিকে খেয়াল রেখে কাজ করবা এমন যেন না হয় সময়ের জন্য কোন প্রশ্ন রয়ে গেল।
সম্পূর্ণ লিখে আসতে হবে।
৭) নিজের উপর কনফিডেন্স রেখে লেখা শুরু করবা তাহলে দেখবা সবকিছুই ভালো হচ্ছে।

ধন্যবাদ সবাইকে ❤️
শুভকামনা রইল ❤️

22/09/2022

আলহামদুলিল্লাহ আবারও বিশ্বজয়! হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবারও পবিত্র মক্কায় ১১১ টি দেশের প্রতিযোগীদের মাঝে ৩য় স্থান অর্জন করেছে।

22/09/2022

বাংলাদেশ নারী ফুটবলার রূপনা চকমা ও তার মা।

বলতে দ্বিধা নেই এই রূপনার অসাধারণ গোলকিপিংয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

20/09/2022

নারী ফুটবল দলের জন্য ছাদখোলা বাস প্রস্তুত

19/09/2022
19/09/2022

নেপালের বিপক্ষে ৩-১ গোলে জিতে দক্ষিণ এশিয়ায় সেরাদের সেরা বাংলার বাঘিনীরা।

Want your business to be the top-listed Media Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

- কথা না বলে কখনো থাকতে পারবো না -😘
😍🤔🥰
পড়ে গেছি মুশকিলে ❣️
সোনারায় উচ্চ বিদ্যালয়
🖤
একটা সময় ঘণ্টার পর ঘণ্টা কথা হইতো আর এখন।

Category

Telephone

Address

Sonaray Domar Nilphamari Rangpur
Rangpur