Md.Sumon sarkar
If you join our page then you will be able to know general knowledge about Bangladesh and Int.
♦️২০২৩ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাসঃ♦️
বাংলা ১ম পত্র
গদ্য: সুভা, বইপড়া, আম আটি ভেপুঁ, মানুষ মুহাম্মদ (সা.), নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি।
কবিতা: বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবনসঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লিজননী, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, রানার, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো।
সহপাঠ: কাকতাড়ুয়া, বহিপীর।
∎ বাংলা ২য় পত্র
অধ্যায় ২: পরিচ্ছেদ–১, ২, ৪।
অধ্যায় ৩: পরিচ্ছেদ–২, ৩, ৫, ৬ ৭, ৯, ১০, ১১।
অধ্যায় ৪: পরিচ্ছেদ–১, ২, ৭, ৮।
অধ্যায় ৫: পরিচ্ছেদ–১, ২, ৩, ৪, ৬।
নির্মিত অংশ: সারমর্ম ও সারাংশ লিখন, ভাবসম্প্রসারণ, পত্রলিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা।
∎ ইংরেজি ১ম পত্র
Unit: 3,4,5,7,10,11, 12.
Unseen Passage: 1. Information transfer 2. Summarizing 3. Matching.
Writing: 1. Writing a paragraph answering questions 2. Completing a story 3. Emails 4. Writing dialogue.
∎ ইংরেজি ২য় পত্র
Grammar:
1. Gap filling activities without clues (to test prepositions, articles, zero articles)
2. Gap filling (cloze test *) with clues (to test vocabulary in general )
(* A cloze test is also a gap filling activity with recurring gap at regular intervals at the 5th or 6th or 7th or 8th or 9th word)
3. Substitution table
4. Right forms of verbs
5. Changing sentences (change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)
6. Completing sentences (Using conditionals, gerund, infinitive, participle)
7. Use of suffix and prefix
8. Tag questions
9. Punctuations.
Writing Part:
1. Writing CV with cover letter
2. Formal letters (complaint letter, notice, purchase order, responses to an order/requests etc.)
3. Writing paragraph.
∎ গণিত:
অধ্যায়–২, ৩, ৪, ৭, ৮, ৯, ১৩, ১৬, ১৭।
∎ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি:
অধ্যায়– ১, ২, ৩, ৪, ৫।
∎ পদার্থবিজ্ঞান:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ১১।
∎ রসায়ন:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১১।
∎ জীববিজ্ঞান:
অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ৮, ১১, ১২।
∎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা:
অধ্যায়–১, ২, ৩, ৪, ১০, ১১, ১২, ১৪।
∎ অর্থনীতি:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৬, ৯।
∎ বাংলাদেশের ও বিশ্বপরিচয়:
অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১৬।
∎ বিজ্ঞান:
অধ্যায়–১, ২,৩, ৫, ৬, ৯, ১২।
∎ কৃষিশিক্ষা:
অধ্যায়–১, ২, ৪ ।
∎ ভূগোল ও পরিবেশ:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৬, ১০।
∎ উচ্চতর গণিত:
অধ্যায়–২, ৩, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪।
∎ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা:
অধ্যায়–১: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩, ১৪, ১৫।
অধ্যায়–২: পাঠ–১, ২, ৩, ৪, ৮, ৯,১০,১১, ১২, ১৩, ১৫, ১৭, ২১, ২৪।
অধ্যায়–৩: পাঠ–১,২,৩,৪, ৫, ৬, ৭।
অধ্যায়–৪: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১২, ১৬, ১৭,১৮, ১৯, ২০,২২।
অধ্যায়–৫: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩।
∎ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা:
অধ্যায়–২, ৩, ৪, ৫, ৬, ৯।
চারু ও কারুকলা:
অধ্যায়–১, ৪, ৫, ৬, ৭।
∎ ক্যারিয়ার শিক্ষা:
অধ্যায়–১,২,৩।
∎ শারীরিক শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা:
অধ্যায়–৭, ৮, ১০।
♥️♥️ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
অমর একুশে ফেব্রুয়ারি ♥️♥️
★আজ ১৪ ফেব্রুয়ারি।
সুন্দরবন দিবস।
বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব★
★বাংলা ব্যাকরণ ★
য - ফলা জনিত বানান
অশুদ্ধ - শুদ্ধ
ব্যায় - ব্যয়
ব্যাথা - ব্যথা
ব্যার্থ - ব্যথা
ব্যাক্তি - ব্যক্তি
ব্যাস্ত - ব্যস্ত
ব্যাতীত - ব্যতীত
ব্যয়াম - ব্যায়াম
ব্যকরণ - ব্যাকরণ
ব্যপার - ব্যাপার
১৮. পূর্বাহ্ণ + অপরাহ্ন = "ণ"
( পূর্ব + অপর - শব্দ দুইটির মধ্যে "র" আছে। আর ( ঋ, র,ষ) থাকলে এর পরে 'ণ' বসবে ।
*মধ্যহ্ন + সায়াহ্ন = ন
মধ্য ও সায় - এদের মধ্যে ( ঋ,র,ষ) এর কিছুই নাই তাই " ন" বসবে।
১৯. শিরশ্ছেদ ( বানানে শুধু ' শ্ছেদ ' হবে)
বাকি সব 'চ্ছেদে ' 'চ্ছেদ' হবে৷
যেমন : অনুচ্ছেদ, পরিচ্ছেদ,প্রতিচ্ছেদ, প্রচ্ছেদ, বিচ্ছেদ
২০. ' দারিদ্র্যতা ' শব্দটি ভুল। বাকি সব শব্দ শুদ্ধ
যেমন : দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র্য
বাকি অংশ আগামীকাল
সাথে থাকার জন্য ধন্যবাদ
HAPPY NEW YEAR 2022
★ বাংলা ব্যাকরণ ★
ব -ফলা জনিত বানান
অশুদ্ধ → শুদ্ধ
মন্নন্তর -→ মন্বন্তর
শ্বাশত - শাশ্বত
মহত্ব - মহত্ত্ব
শাপদ - শ্বাপদ
শশুর - শ্বশুর
অন্তস্বত্তা - অন্তঃস্বত্তা
উচ্ছাস _ উচ্ছ্বাস
জলোচ্ছাস্ব - জলোচ্ছ্বাস
উজ্জল - উজ্জ্বল
দ্বন্ধ- দ্বন্দ্ব
দ্ব্যান্ধ - দ্ব্যর্থ
পল্লল - পল্বল
পক্ক - পক্ব
প্রজ্জ্বল - প্রোজ্জ্বল
প্রজ্জ্বলন - প্রজ্বলন
সত্ত্ব - স্বত্ব
স্বচ্ছল - সচ্ছল
স্বার্থক - সার্থক
সার্থ - স্বার্থ
স্বস্তীক - সস্তীক
স্বাক্ষী - সাক্ষী
স্বায়ত্ত্বশাসন - স্বায়ত্তশাসন
স্বাতন্ত্র - স্বাতন্ত্র্য
স্বতন্ত্র্য - স্বতন্ত্র
স্বাচ্ছন্দ - স্বাচ্ছন্দ্য
স্বচ্ছন্দ্য - স্বচ্ছন্দ
৷
পরবর্তী অংশের জন্য সাথেই থাকুন
সাথে থাকার জন্য ধন্যবাদ
★ বাংলা ব্যাকরণ ★
বাকি অংশ বানান শুদ্ধি করণ
১১. "ভাষা বা জাতি " থাকলে "ি" কার হয়
যেমন : ইংরেজি, বাঙ্গালি, দেশি
কিন্তু ভাষা বা জাতির সঙ্গে "ঈয় " থাককে "ী" কার
যেমন : ভারতীয়, মিশরীয়, দেশীয়
১২. বিদেশি শব্দে " স" হয়
যেমন : স্টেশন, ফটোস্ট্যাট, স্টার, স্টেডিয়াম, পোস্টার
১৩. "সাৎ" প্রত্যয় থাকলে " স" হয়
যেমন : ধূলিসাৎ,, ভূমিসাৎ, আত্মসাৎ
১৪.বাহুল্য দোষ যেমন :
ভুল → শুদ্ধ
সদাসর্বদা - সদা/ সর্বদা
কেবলমাত্র - কেবল/ মাত্র
শুধুমাত্র - শুধু / মাত্র
তৎকালীনসময় - তৎকালীন
বমালশুদ্ধ - বমাল / মালশুদ্ধ
সুস্বাগত - স্বাগত
জন্মজয়ন্তী - জয়ন্তী
বিবিধ প্রকার - বিবিধ
কনিষ্ঠতম - কনিষ্ঠ
শ্রেষ্ঠতর - শ্রেষ্ঠ
অধীনস্থ - অধীন
সুস্বাস্থ্য - স্বাস্থ্য
অশ্রুজল - অশ্রু / চেখের জল
আওতাধীন - আয়ত্ত / অধীন
লোকসমুহ - লোক
সকল সভ্যগণ - সকল সভা / সভ্যগণ
সমূলসহ - মূলসহ / সমূল
ইদানীংকালে - ইদানীং
পরবর্তী অংশ আগামীকাল .....
সাথে থাকার জন্য ধন্যবাদ
বাকি অংশ :
★ ২ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ★
২১. ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২ টি
২২. মুক্তি যুদ্ধের সময় ঢাকা শহর ২নং সেক্টরের অধীনে ছিল
২৩. ঢাকা জেলা ২ও ৩ নং সেক্টরের অধীনে ছিল
২৪. মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি দীর্ঘ স্থায়ী হয়েছিল ২নং সেক্টরে
২৫. বাংলাদেশের মুক্তি যুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়া জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ দেশের সংখ্যা ছিল ২টি ( মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন)
২৬. বাংলাদেশের পূর্নাঙ্গ টিভি কেন্দ্র ২টি ( ঢাকা ও চট্টগ্রাম)
২৭. বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হতে স্পর্শ আকা যায় ২টি
২৮. জাতীয় পতাকা দিবস ২রা মার্চ
২৯. আন্তর্জাতিক অহিংস দিবস ২ অক্টোবর
৩০. স্টক এক্সচেঞ্জ এর সংখ্যা ২টি
৩১. দিবা ও রাত্রি পরস্পর সমান এ রকম সময় বছরে আসে ২বার ( ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর)
৩২. শুক্র গ্রহের আকাশে বছরে সূর্য উঠে ও অস্থ যায় ২বার
৩৩. ভারত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আইনসভা ২ কক্ষ বিশিষ্ট
৩৪. আব্রাহাম লিংকন এর গেরিসবার্ক বক্তৃতা স্থায়ি হয়েছিল ২ মিনিট
৩৫. মঙ্গল গ্রহে উপগ্রহ আছে ২ টি
৩৬. বাংলাদেশের সংবিধান ২ভাষায় রচিত
৩৭. একজন ব্যাক্তি রাষ্ট্রপতি হতে পারেন ২ বার
৩৮. কানাডা আয়তনে বিশ্বে ২য়
৩৯. সনেটের অংশ ২ টি
৪০. অস্কার ও নোবেল বিজয়ী ব্যাক্তির সংখ্যা ২ জন।।
সাথে থাকার জন্য ধন্যবাদ
★★প্রয়োগ অপপ্রয়োগ ও বানান শুদ্ধিকরণ :
৬. রেফ এর পরে ব্যঞ্জনের দ্বিত্ব হয় না।
যেমন : জর্দ্দা নয় জর্দা,
ধৈর্য্য নয় ধৈর্য
মাধুর্য্য নয় মাধুর্য
সূর্য্যি নয় সূর্যি
সৌন্দর্য্য নয় সৌন্দর্য
৭.শব্দের শেষে "আলি বা আমি " থাকলে "ি" কার হয়
যেমন :
আলি= সোনালি, রুপালি, পূবালি, ঘটকালি
আমি= ভন্ডামি, ঘরামি, পাগলামি, পাকামি
৮. মন্ত্রী, স্থায়ী, দায়ী, কৃতী,একাকী, এদের সঙ্গে "ত্ব" যুক্ত হলে "ি" কার হয়
যেমন : মন্ত্রী -মন্ত্রিত্ব
স্থায়ী - স্থায়িত্ব
দায়ী - দায়িত্ব
একাকী - একাকিত্ব
৯. প্রতিযোগী, সহযোগী, পারদর্শী, সহমর্মী, সত্যবাদী , এদের সঙ্গে "তা" যুক্ত হলে "ি" কার হয়
যেমন : প্রতিযোগী - প্রতিযোগিতা
সহযোগী - সহযোগিতা
পারদর্শী - পারদর্শিতা
প্রতিদ্বন্দ্বী -প্রতিদ্বন্দ্বিতা
১০. "দিবা, অহো, অর্ধ, এরপর 'রাত্রি ' হয় না " রাত্র " হবে
যেমন : দিবারাত্রি নয় দিবারাত্র
অহোরাত্রি নয় অহোরাত্র
সাথে থাকার জন্য ধন্যবাদ
★বাংলা ব্যাকরণ ★
পরীক্ষায় বারবার আসে এমন কিছু তথ্য
* প্রয়োগ -অপপ্রয়োগ ও বানান শুদ্ধিকরণ :
১.'অদ্ভুত ও ভুতুড়ে ' বাদে সব ভূতে =ূ কার হয়
যেমন : কিম্ভূত,দূরীভূত, বশীভূত, একীভূত, ঘনীভূত, প্রভূত, অভিভূত, অভূতপূর্ব
২. যত শব্দের সঙ্গে 'অঞ্জলি ' থাকবে সব ' ি' কার হবে
যেমন : প্রেমাঞ্জলি, পতঞ্জলি, শ্রধাঞ্জলি, গীতাঞ্জলি, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি
৩. যত শব্দের সাথে ' জীবী' থাকবে সব ডাবল "ীী" কার হবে
যেমন : আইনজীবী, ক্ষীণজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, দীর্ঘজীবী
৪. দূরত্ব বুঝালে দূর বানানে "ূ" কার হবে
এবং দূরত্ব না বুঝালে " দুর " বানানে "ু" কার হবে
যেমন : দূরদর্শন, দূরবর্তী, দূরবীক্ষণ, দূরপাল্লা(দূরত্ব বুঝায়)
দুর্ঘটনা, ,দু্র্নীতি, দুর্নাম, দুর্যোগ, দুর্বিষহ ( দূরত্ব বোঝায় না)
৫. " কালী, দেবী, ষষ্টী " এই তিন শব্দের পরে "দাস" বসলে 'ি'কার হয়। অন্য শব্দ আসলে " ী" কার হয়।
যেমন : কালীঘাট, কালীপদ, কালীমন্দির But কালিদাস
দেবীচরণ, দেবীপ্রসন্ন, দেবীঘাট But দেবিদাস
ষষ্ঠীচরণ,ষষ্ঠীপদ, ষষ্ঠীবরণ But ষষ্ঠীদাস
সাথে থাকার জন্য ধন্যবাদ
২ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য :
১.একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে - ২
২. বাংলাদেশ রেলওয়ে বিভক্ত ২টি অঞ্চলে। (পূর্বাঞ্চল ও পশ্চিমা অঞ্চল)
৩.বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি ২টি ( গারো ও খাসিয়া)
৪. সমুদ্র এলাকায় মোট গ্যাস ক্ষেত্র আছে ২ টি
৫.স্বাধীনতার ঘোষণা পত্র রয়েছে এমন দেশের সংখ্যা ২টি ( বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র)
৬.তুরস্কের ইস্তাম্বুল নগরটি ২টি মহাদেশের মধ্যে অবস্থিত ( এশিয়া ও ইউরোপ)
৭. এশিয়ায় খ্রিস্টান অধ্যুসিত দেশ দুইটি
৮. পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র আছে ২ টি
৯.বিষধর সাপের বিষধর দাঁত ২টি
১০.কম্পিউটারের মেমোরি বা স্মৃতি ২ প্রকার
১১. সাউথ এশিয়া (সাফ) গেম অনুষ্ঠিত হয় ২বছর পর পর
১২.ষষ্ঠ শতকে প্রাচীন বাংলায় রাজ্য ছিল ২ টি
১৩.বাংলা বিভক্ত হয় ২বার
১৪.মুক্তিযুদ্ধের অবদানের৷ জন্য বীরপ্রতীক উপাধি পান ২ জন মহিলা
১৫.বাংলাদেশের সুপ্রিম কোটের বিভাগ ২ টি
১৬.রক্তের উপাদান ২টি
১৭.নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত বাংলাদেশ সদস্য লাভ করে ২ বার (১৯৭৮ ও ১৯৯৯)
১৮. জাতীয় পতাকা কখনো অর্ধনমিত করা হয় না ২টি দেশে ( ইরান ও সৌদি আরব)
১৯. বাংলাদেশের সাথে সমুদ্রতীরবর্তী সীমানা বিদ্যামান ২ টি দেশের
২০. সিয়েরালিওনে বাংলা ভাষা হচ্ছে ২য় রাষ্টভাষা।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো :
★নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল →১মাস
★ বাংলাদেশের আইনসভা →১কক্ষবিশিষ্ট
★মানুষের মস্তিষ্কের ওজন→১.৩৬ কেজি
★সূর্যের আয়তন পৃথিবীর অপেক্ষা বড়→১.৩মিলিয়ন গুণ
★রাজশাহী বিভাগে EPZ আছে →১টি
★ হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ →১টি
★মানুষের দর্শনানুুভূতির স্থায়িত্বকাল →০.১ সেকেন্ড
★ জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার →০.০১ শতাংশ
★বাংলাদেশের কৃষি দিবস →১অগ্রহায়ন
♥️♥️সাথে থাকার জন্য ধন্যবাদ ♥️♥️
♥️♥️আজ আমরা জানবো ১ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
★জোড়া মৌলিক সংখ্যা →১টি(২)
★ বাংলাদেশে সরকারি মানসিক হাসপাতাল →১টি
★বাংলাদেশে পোস্টাল একাডেমি →১টি(রাজশাহীতে)
★বাংলাদেশে পুলিশ একাডেমি আছে →১টি(সারদা পুলিশ একাডেমি রাজশাহী)
★বাংলাদেশে তেল শোধনাগার →১টি
★দেশের পাহাড়ি আদিবাসী বা উপজাতি বীর বিক্রমের সংখ্যা →১ জন ( ইউ কে চিং মারমা)
★বাংলাদেশ ভারত মায়ানমার উভয় দেশের সীমান্ত বেষ্টিত জেলা রয়েছে →১টি( রাঙ্গামাটি)
★ভারত থেকে বাংলাদেশে আন্তজার্তিক বদী প্রবেশ করেছে →১টি( গঙ্গা/ পদ্মা)
★বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী →১টি(কুলিখ)
★ইউরেশিয়ান রাষ্ট্র →১টি( তুরস্ক, এশিয়া ও ইউরোপ মহাদেশেই অবস্থিত)
★ G-7 ভুক্ত এশিয় দেশ →১টি( জাপান)
★ OPEC ভুক্ত অ আরব দেশ →১টি(ইরান)
★ পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের →১নং আসন।
★বিশ্ব এইডস দিবস → ১ ডিসেম্বর
★মুক্তিযোদ্ধা দিবস →১ডিসেম্বর
★মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল →১নং সেক্টরে
♥️♥️সাথে থাকার জন্য ধন্যবাদ ♥️♥️
আজ আমরা( ০) শূন্য সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জানবো ঃ-
★শূন্য সংখ্যাটির জনক →আর্য্যভট্ট।
★পরম তাপমাত্রায় গ্যাসের আয়তন →শূন্য(০)
★ভ্যাকিউয়ামে শূন্যের বেগ→শূন্য
★ সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক →শূন্য।
★পৃথিবীর কেন্দ্র বস্তুুর ওজন →শূন্য।
★গ্রীনিচের দ্রাঘিমা →শূন্য।
★ মুল মধ্যরেখার মান →শূন্য
★ সুইডেনের জনসংখ্যা বৃদ্ধির হার →শূন্য
তাই সুইডেনকে Zero Population এর দেশ বলা হয়।
♥️♥️সাথে থাকার জন্য ধন্যবাদ ♥️♥️
শুভ সকাল
আমাদের এই পেজের যাত্রা শুরু ২৬ নভেম্বর২০২১ । সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the university
Telephone
Website
Address
5710
Medical East Gate, Dhap
Rangpur, 5400
Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental care in North Bengal,Bangladesh.The college offers Bachelor in Dental Surgery degre...