Organic E-grocery
ভেজাল ও নকল পণ্যের ভিড়ে আমরা দিচ্ছি খা
Alhamdulillah 🥰
For more details Please visit the group
https://www.facebook.com/groups/698933820732360/?ref=share_group_link
ড্রাই ফ্রুটস 🍒🍒🍒
আমাদের সরবরাহকৃত ড্রাই ফ্রুটসের উপাদানসমূহ :
১. কাঠবাদাম।
২.কাজুবাদাম।
৩.পেস্তাবাদাম।
৪. আখরোট।
৫. শুকনো আলু বোখারা।
৬. চীনাবাদাম।
৭. খোরমা।
৮. মারিয়াম খেজুর।
৯. লাল কিসমিস
১০. লাল খোরমা৷
১১. কুমড়ার বীজ।
১২. রোস্টেড পেস্তা৷
১৩. অ্যারাবিয়ান শুকনা খেজুর।
১৪. দেশী বাদাম।
১৫. কালো কিসমিস।
১৬. আজোয়া।
১৭. দেশী লম্বাটে কিসমিস।
বর্তমানে এই ১৭ টি উপাদানের সম্বনয়ে আমরা সরবরাহ করছি আমাদের ড্রাই ফ্রুটস আইটেমটি 🥰
সবসময়ই চেষ্টা করে গেছি বিশুদ্ধ কিছু দেয়ার তাই কেমিক্যাল দৃষ্টিনন্দন রঙিন ক্রুটি ফ্রুটি জাতীয় কিছু ব্যবহার করা হয়না।
🌻🌻🌻🌻🌻
ব্যবসা হোক আরো
স্বপ্নের মত বড় 🏢🏢🏢
হলে পণ্য ডেলিভারির ক্ষেত্রে আমি সাধারণত খুবই চেষ্টা করেছিলাম কোন ডেলিভারি চার্জ না রাখতে...
কিন্তু আমার সকল পণ্য রংপুর থেকে পাঠানো হয়। পাঠানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বাইরেও, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কদমতলী, কদমতলী থেকে আবারও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যাতায়াত খরচও তো রয়েছেই।
এজন্য প্রত্যেক গ্রাহকের নিকট হতে ২০ টাকা ডেলিভারি চার্জ ফিক্সড করা হয়েছিল৷ অনেকে ২০ টাকা ডেলিভারি চার্জ কেন এটা জিজ্ঞেস করেছিলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ঠিকমত অনেকেই মেসেজের রিপ্লাইও করতে পারিনি তাই এই পোস্ট 📣📣📣
আমি আশা করি সকলেই পরিস্থিতিটি বোঝার চেষ্টা করবেন 😐😐😐
এবং আমার ছোট্ট উদ্যোগ, অনেকেই জিজ্ঞেস করেন আমি কখনও ৫% বেশি ছাড় দেইনা কেন?? বছর শেষের অফারে অন্য পেজে ৭০-৭৫% ছাড়ও দেয়। সেখানে ৫% তো খুবই নগণ্য। ছাড়ের পরিমাণ - ব্যবসার প্রসারতা, পণ্য উৎপাদনের খরচ আরো অন্যান্য সকল কিছুর উপর নির্ভরশীল।
নতুন বছরে সকলে অন্যকে ভালোবাসতে, ক্ষমা করতে এবং সম্মান করতে শিখি।
সকলের নিকট দোয়াপ্রার্থী ❤️
ড্রাই ফ্রুটস 🍒🍒🍒
Preparations 🌻🌻🌻🌻🌻🌻
অফার! 📣অফার! 📣অফার! 📣
বিজয় দিবস এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে
আমাদের পক্ষ থেকে থাকছে এক বিশাল ধামাকা অফার 🎡
১.(২০০ টাকা সেইভের অফার 📣📣)
🍁১টি অর্গানিক হেয়ার অয়েল/ নিম হেয়ার অয়েল কিনলেই পাচ্ছেন ১টি হেয়ারপ্যাক / যেকোন একটি ১৮০ টাকা মূল্যের ফেসপ্যাক ফ্রি 😇
২. ৫০০ মিলি মধু অর্ডারেই পাচ্ছেন স্পেশাল হেয়ারপ্যাক ফ্রি 🥰 (মধু+ হেয়ারপ্যাক কম্বো)
৩. (২ টি ফেসপ্যাক কিনলেই ১৮০ টাকার একটি ফেসপ্যাক কিংবা ১টি হেয়ারপ্যাক ফ্রি)
বিঃদ্রঃ অফারটি স্টক থাকা অবধি প্রযোজ্য।
(১৬-২০ ডিসেম্বরের অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য)
Alhamdulillah ❤️
প্রাকৃতিক মৌচাকের খাঁটি মধু 🐝🐝🐝🐝
Alhamdulillah ❤️
Delivered....
For more details please visit the group
https://www.facebook.com/groups/698933820732360/?ref=share_group_link
Alhamdulillah ❤️
Our products 😊
For more details please visit the group
https://www.facebook.com/groups/698933820732360/?ref=share_group_link
Alhamdulillah ❤️
For more details please visit the group
https://www.facebook.com/groups/698933820732360/?ref=share_group_link
Alhamdulillah ❤️
Alhamdulillah ❤️
Delivered....
For more details please visit the group
https://www.facebook.com/groups/698933820732360/?ref=share_group_link
মধুর গুণ অনেক। কেউ কেউ বলেন, এটি সর্বরোগের মহৌষধ। চলুন জেনে নিই, মধুতে কী কী উপাদান আছে। ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশ মাল্টোজ। এর সবগুলোই শর্করা। এ ছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ ও এনজাইম।
১০০ গ্রাম মধুতে ২৮৮ ক্যালরি পাওয়া যায়। মধুতে বিদ্যমান শর্করা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে। তাই এটি রেডি এনার্জি হিসেবে কাজ করে। আধা গ্লাস হালকা গরম লেবুপানিতে এক চা-চামচ মধু ভোরবেলায় খালি পেটে পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। রক্তস্বল্পতায় মধু বেশ কার্যকর ওষুধ। কেননা, এতে কপার, ম্যাঙ্গানিজ ও আয়রন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এটা প্রমাণিত যে দেহের ক্ষত নিরাময়ে মধু চমৎকার কাজ করে। এটি জীবাণুনাশক ও ব্যথা প্রশমক। তাই অনেক সময় শল্যচিকিৎসায় মধু ড্রেসিংয়ের কাজে ব্যবহৃত হয়। সাধারণ সর্দি-কাশি ও ফ্যারিনজাইটিসে মধু উপকারী।
মধুমিশ্রিত পানি দিয়ে কুলি করলে মাড়ির প্রদাহ কমে। এ ছাড়া দাঁতের ক্ষয় রোধ হয়। হজমের গোলমালেও মধুর উপকারিতা আছে। এটি পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ কমায় বলে অরুচি, বমিভাব, বুক জ্বালা দূর হয়। মধু বিপাকজনিত তাপ উৎপাদন বাড়ায় বলে শীতকালে দেহের উষ্ণতা বাড়ায়।
শীতে চুলের যত্ন কিছু গুরুত্বপূর্ণ টিপস🌻🌻
শীতকাল মানেই শুষ্ক বাতাস যে কারণে আমাদের চুলও শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। পাশাপাশি বাইরের ধুলাবালির প্রভাব তো রয়েছেই । ফলস্বরূপ খুশকি থেকে শুরু করে চুলের দেখা যায় নানাবিধ সমস্যা । তবে সামান্য সর্তকতায় এসব সমস্যা থেকে নিজেকে দূরে রাখা সম্ভব। চলুন এক নজরে দেখে নেই, শীতের এই মৌসুমে চুল সুস্থ ও সুন্দর রাখার করণীয়ঃ
১. সপ্তাহে অন্তত তিন দিন অর্গানিল হেয়ার অয়েল কিংবা নিম হেয়ার অয়েল দিয়ে চুলের গোড়া বা মাথার তালু ম্যাসাজ করুন। রাতভর রেখে দুপুরে শ্যাম্পু করুন কিংবা দুপুরে ম্যাসাজের ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। এ ম্যাসাজ চুল দ্রুত বাড়তে সাহায্য করে।
২. শীতে অনেকেরই চুল পড়তে দেখা যায়। এই চুল পড়া রোধে তেল হালকা গরম করে নিন। হালকা গরম থাকতেই ব্যবহার করুন।
৩. চুলের আগা ফেটে গেলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল বাড়তে সমস্যা হয়। ফলে চুলের ওই অংশ কেটে বাদ দিলে চুলের বৃদ্ধিতে কোনো বাধা থাকবে না। এছাড়া চুলের নিচের অংশ অন্তত ২ মাস পর অল্প করে কেটে নিলে চুলের ডগা ভালো থাকবে।
৪. শীতে বেশীর ভাগ মানুষের চুল রুক্ষ আর শুষ্ক হয়ে পড়ে। তাই রুক্ষ এবং নিষ্প্রাণ চুলের জন্য অর্গানিক স্পেশাল হেয়ারপ্যাক পরিমান মত নিয়ে সাথে টকদই, ডিম মিক্সড করবেন এরপর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। চুলে সিল্কি ভাব আসবে ও চুল হবে মসৃণ ও প্রাণবন্ত।
৫. রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে চিরুনি দিয়ে চুল আচড়ানোর পর ঘুমাতে যান । এতে মস্তিষ্কে রক্ত চলাচল ভালো হয়। মস্তিষ্কে রক্ত চলাচল বাড়লে চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হবে।
৬. খুশকির সমস্যা দূর করতে নিম হেয়ার অয়েল এবং আরো রয়েছে খুশকি রোধী হেয়ারপ্যাকও 😊
৭. সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি শ্যাম্পু করা ঠিক নয়। ঘন ঘন শ্যাম্পু ব্যবহারে চুল শুষ্ক হয়ে পড়ে। এছাড়া কেমিক্যাল ছাড়া মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাটাই চুলের জন্য ভালো।
৮. চুলে সূর্যের আলো লাগান। কেননা সূর্য থেকে প্রাপ্ত ভিটামিন ডি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। একইসঙ্গে এটি মাথায় রক্ত চলাচলেও উন্নতি ঘটায়। এছাড়া চুলের এই যত্নগুলোর পাশাপাশি খান সুষম খাদ্য ও প্রচুর পরিমাণে পানি।
(তথ্যসূত্রঃ গুগল এবং সংগৃহীত)
মধুর গ্রেড নিয়ে ঝামেলার আজই হোক সমাধান❗
অনেকেই মধুর এ গ্রেড, বি গ্রেড শুনলেই ভয় পান।
মনে করেন এ গ্রেড মানে খাঁটি আর বি গ্রেড মানে ভেজাল।
এমনটা কিন্তু না। এটা বিজ্ঞানসম্মত শ্রেণী বিভাগ।
মধু পাতলা বা ঘন হওয়ার শ্রেণী বিভাগ।
কিন্তু মধু পাতলা বা ঘন হয় কেনো জানেন কি?
মধু তৈরি হয় ফুলের রস থেকে। আর ফুলের রস আসে গাছের পানি থেকে। সুতরাং মধুর বিশেষ উপাদান হলো পানি।
কিন্তু মৌমাছির ফুলের রস সংগ্রহের পর বিভিন্ন প্রক্রিয়াকরণে রস থেকে মধু সৃষ্টি হলেও মধু থেকে সম্পূর্ণ পানি চলে যায়না। এই রয়ে যাওয়া পানির শতাংশের উপরে মধুর গ্রেড শ্রেণীবিভক্ত হয়।
তো এখন মূল কথা বলি-
মধুর গ্রেড কয়টি❓❓❓
মধুর গ্রেড ৩টি।
এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড।
🐝 এ গ্রেডে ১৮-২০ শতাংশ পানি থাকে।
🐝বি গ্রেডে ২১-২৩ শতাংশ পানি থাকে।
🐝 সি গ্রেডে ২৪শতাংশ বা এর বেশি পানি থাকে।
Processing.......
Processing........🌼🍂
আসল মধু চেনার উপায়গুলো জানুন,
সঠিক পণ্য কিনুন ☺
https://fb.watch/1tYzJo2sOZ/
Alhamdulillah ❤️
Delivered....
For more details please visit the group
https://www.facebook.com/groups/698933820732360/?ref=share_group_link
আলহামদুলিল্লাহ 🥰
আজকের ডেলিভারি 💗💓
Alhamdulillah ❤️
Delivered to Bangabandhu Sheikh Mujibur Rahman Hall, SAU 🍂
Shah paran Hall, SAU 🍂
(Moral of the story : Boys are too much health conscious 😁😁😁)
ড্রাই ফ্রুটস 🍒🍒🍒
আমাদের সরবরাহকৃত ড্রাই ফ্রুটসের উপাদানসমূহ :
১. কাঠবাদাম।
২.কাজুবাদাম।
৩.পেস্তাবাদাম।
৪. আখরোট।
৫. শুকনো আলু বোখারা।
৬. চীনাবাদাম।
৭. খোরমা।
৮. মারিয়াম খেজুর।
৯. লাল কিসমিস
১০. লাল খোরমা৷
১১. কুমড়ার বীজ।
১২. রোস্টেড পেস্তা৷
১৩. অ্যারাবিয়ান শুকনা খেজুর।
১৪. দেশী বাদাম।
১৫. কালো কিসমিস।
১৬. আজোয়া।
১৭. দেশী লম্বাটে কিসমিস।
বর্তমানে এই ১৭ টি উপাদানের সম্বনয়ে আমরা সরবরাহ করছি আমাদের ড্রাই ফ্রুটস আইটেমটি 🥰
সবসময়ই চেষ্টা করে গেছি বিশুদ্ধ কিছু দেয়ার তাই কেমিক্যাল দৃষ্টিনন্দন রঙিন ক্রুটি ফ্রুটি জাতীয় কিছু ব্যবহার করা হয়না।
ড্রাই ফ্রুটস 🍒🍒🍒
আমাদের সরবরাহকৃত ড্রাই ফ্রুটসের উপাদানসমূহ :
১. কাঠবাদাম।
২.কাজুবাদাম।
৩.পেস্তাবাদাম।
৪. আখরোট।
৫. শুকনো আলুবোখারা
৬. চীনাবাদাম।
৭. খোরমা।
৮. মারিয়াম খেজুর।
৯. লাল কিসমিস।
১০. লাল খোরমা।
১১. কুমড়ার বীজ।
১২. রোস্টেড পেস্তা৷
১৩. অ্যারাবিয়ান শুকনা খেজুর।
১৪. দেশী বাদাম।
১৫. কালো কিসমিস।
১৬. আজোয়া।
১৭. দেশী লম্বাটে কিসমিস।
বর্তমানে এই ১৭ টি উপাদানের সম্বনয়ে আমরা সরবরাহ করছি আমাদের ড্রাই ফ্রুটস আইটেমটি 🥰
সবসময়ই চেষ্টা করে গেছি বিশুদ্ধ কিছু দেয়ার তাই কেমিক্যাল দৃষ্টিনন্দন রঙিন ক্রুটি ফ্রুটি জাতীয় কিছু ব্যবহার করা হয়না।
#অর্গানিক_হেয়ার_অয়েল ❤️
আলহামদুলিল্লাহ ❤️
আলহামদুলিল্লাহ 🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Rangpur