Criket Life

Criket Life

Cricket Is the Most Popular Game In The world. Cricket Game Start England (UK). So This Game Very In

09/11/2022

New Zealand vs Pakistan, 1st Semi-Final - Live Cricket Score, Commentary

14/03/2022
13/03/2022

১ লিটার বােতলজাত সয়াবিন তেলের মূল্য-১৬০ টাকা এবং খােলা তেল ১ লিটার -১৩৬ টাকা
কেউ বেশি টাকা দিয়ে তেল কিনবেন না।
দাম বেশি চাইলে দোকানিকে বলবেন ভাউচার দিন
বাকিটা দেখবে ম্যাজিস্ট্রেট।
আপনি শুধু ফোন দিয়ে জানান ১৬১২১ নাম্বারে
ভোক্তা অধিকারে।
ভাউচার ছাড়া কেউ বেশি দামে তেল কিনবেন না
জনস্বার্থে... জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

10/03/2022

মহেশখালী

06/03/2022

বিশ্বকাপে বাংলাদেশের সূচি

আট দল নিয়ে নিউজিল্যান্ডে বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। শুক্রবার (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ শনিবার (৫ মার্চ)।গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভোর ৪টায়। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ডানেডিনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। টাইগ্রেসদের পরের ম্যাচ ৭ মার্চ, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। একই ভেন্যুতে একই সময়ে মাঠে গড়াবে এ ম্যাচটিও।

প্রথম দুই ম্যাচ শেষে রুমানাদের প্রায় এক সপ্তাহের বিরতি। ১৪ মার্চ হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ বহর এরপর চলে যাবে মাউন্ট মঙ্গানুয়ে। সেখানে ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করবে জ্যোতিরা।পরের ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী দেশ ভারত, এ ম্যাচটি মাঠে গড়াবে ২২ মার্চ। পরের দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিদের বিপক্ষে ম্যাচটি ২৫ মার্চ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ২৭ মার্চ।গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল পা রাখবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ মার্চ। টুর্নামেন্টের ফাইনাল ৩ এপ্রিল।

Photos from Criket Life's post 06/03/2022

শাহরুখ খানের সাথে শ্যুটিং করতে দুবাই যাচ্ছেন সাকিব!

06/03/2022

দক্ষিণ আফ্রিকা সিরিজে যাচ্ছেন না সাকিব

06/03/2022

New Zealand Women vs Bangladesh Women
START TIME3:00 PM
Squads:
New Zealand Women Squad: Suzie Bates, Sophie Devine(c), Amelia Kerr, Amy Satterthwaite, Lea Tahuhu, Maddy Green, Brooke Halliday, Katey Martin(w), Jess Kerr, Hannah Rowe, Fran Jonas, Frances Mackay, Hayley Jensen, Rosemary Mair, Georgia Plimmer

Bangladesh Women Squad: Shamima Sultana(w), Sharmin Akhter, Fargana Hoque, Murshida Khatun, Rumana Ahmed, Nigar Sultana(c), Salma Khatun, Ritu Moni, Jahanara Alam, Nahida Akter, Fariha Trisna, Fahima Khatun, Lata Mondal, Suraiya Azmin, Sobhana Mostary, Shanjida Akter

06/03/2022

ইংরেজি পাঠ্যবইয়ে সানজিদা-মারিয়াদের গল্প

14/02/2022

ইহা উনার ভ্যালেন্টাইন গিফট😂😂😂

10/02/2022

সৌন্দর্য, অহংকার, সম্পদ.....

06/02/2022

ঘুষ না পেয়ে ক্রিকেটারকে বাদ, বিসিবির কোচের বিরুদ্ধে অভিযোগ
জেলা পর্যায়ে বয়সভিত্তিক পর্যায়ে চূড়ান্ত দল নির্বাচন করছে বিসিবি। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের সেরা ক্রিকেটারদের বেছে নেওয়ার এ প্রক্রিয়ায় একটু কালি লেগেছে। বাগেরহাট জেলার দায়িত্বে থাকা বিসিবির কোচ আবু তাহেরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছে মোহাম্মদ নাঈম নামের একজন ক্রিকেটার।আজ বিসিবি কার্যালয়ে এ অভিযোগের শুনানি হয়েছে। শুনানিতে উপস্থিত ছিলেন অভিযুক্ত কোচ আবু তাহের ও অভিযোগকারী ক্রিকেটার নাঈম।

৩ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৬ বাগেরহাট জেলা দল নির্বাচন করা হয়েছে। ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়ে নাঈম। তার অভিযোগ, কোচ তার কাছে দলে সুযোগ দেওয়ার জন্য ঘুষ চেয়েছিলেন।

কিন্তু সেটা করেনি এই ক্রিকেটার। শুধু এ কারণেই নাকি তাঁকে দল থেকে বাদ দিয়েছেন কোচ, ‘বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম আমার সঙ্গে তিনি মজা করছেন। কারণ, আমার আর্থিক অবস্থা সম্পর্কে তিনি জানেন। যখন পারফর্ম করার পরও আমাকে দলে নেওয়া হলো না, তখন আমি বুঝতে পারি ঘটনাটা কী।’

বাগেরহাট অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই ক্রিকেটার বিসিবির কাছে লিখিত অভিযোগ করেছে। বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান ওবেদ রশিদ নিজাম বলেছেন, ‘আমরা এ ব্যাপারে একটি শুনানি করেছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা কোচকে ছাড় দেব না। তবে বিষয়টি তদন্ত করতে সময় লাগবে।’

কোচ আবু তাহের অবশ্য নাঈমের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের কোনো কথা হয়নি। দল নির্বাচনে ভুল হতে পারে। তবে আমি কখনো কারও কাছে টাকা চাইনি।’

06/02/2022

বাংলাদেশের কাছ থেকে শিরোপা গেল ভারতের ঘরে
টুর্নামেন্ট শুরু হতে না হতেই ভারত দলে আঘাত হেনেছিল করোনা। কিন্তু এই অতিমারির ধাক্কাও দমাতে পারেনি ভারতের যুবাদের। কাল রাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তাঁরা।

অ্যান্টিগায় লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বড় কোনো জুটি গড়তে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। তবে সাইক রশিদ ও নিশান্ত সিন্ধুর দুটি অর্ধশতক এবং শেষ দিকে রাজ বাওয়ার ৩৫ রানের ইনিংসে ভর করে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। ১৪ বল হাতে রেখে ম্যাচটি তাঁরা জিতেছে ৪ উইকেটে।রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতের যুবাদের ইনিংস। দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান অংক্রিশ রঘুবংশী। শুরুতেই উইকেট হারিয়ে নিজেদের খোলসবন্দী করে ফেলেন ভারতের ব্যাটসম্যানরা। দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তাঁরা। এভাবেই শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ বলে ৪৯ রান তোলেন রশিদ ও হারনর সিং।

৪৬ বলে ২১ রান করে হারনর আউট হওয়ার পর রশিদ জুটি বাঁধেন অধিনায়ক ইয়াশ ধুলের সঙ্গে। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন মিলে তোলেন ৪৬ রান। এ সময় দ্রুত রান তোলেন উইকেটে খুব ভালোভাবে থিতু হয়ে যাওয়া রশিদ। ৪৬ রানের জুটিতে তাঁর অবদান ২৭ বলে ২৭ রান। ৬টি চারে ৮৪ বলে ৫০ রানে রশিদের আউটে ভাঙে জুটি।

রশিদের আউটের সময় ভারতের রান ছিল ৯৫। স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই আউট হয়ে ফেরেন ধুলও। কিন্তু ভারতকে বিপদে পড়তে দেননি সিন্ধু ও বাওয়া। পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে তুলেছেন ৮৮ বলে ৬৭ রান। জুটি ভাঙে বাওয়া ৫৪ বলে ২টি চার ও ১টি ছয়ে ৩৫ রান করে আউট হয়ে ফিরলে। তবে সিন্ধু অপরাজিত ছিলেন ৫৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রান করে। এর আগে ইংল্যান্ডের ইনিংস এলোমেলো করে দেন ভারতের দুই পেসার রাজ বাওয়া ও রবি কুমার। দুজনে মিলে নিয়েছেন ইংল্যান্ডের ৯ উইকেট। ৩১ রানে ৫ উইকেট নিয়েছেন বাওয়া, যুব বিশ্বকাপের ফাইনালে কোনো বোলারের সেরা বোলিং পারফরম্যান্স এটা। এরপর ব্যাট হাতে ৩৫ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। রবি কুমার ৪ উইকেট নিয়েছেন ৩৪ রানে।

ভারতের দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ৬১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এরপরও যে তাঁরা ২০০ কাছাকাছি রান তুলতে পেরেছেন, এতে বড় অবদান ৪ নম্বরে ব্যাট করতে নামা জেমস রিউর। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তিনি ১২টি চারে ১১৬ বলে খেলেছেন ৯৫ রানের অসাধারণ এক ইনিংস।

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক ধুল বলেন, ‘ভারতের জন্য গর্বের মুহূর্ত। টুর্নামেন্টের শুরুতে সঠিক সমন্বয় খুঁজে পাওয়াটা কঠিন ছিল আমাদের জন্য। তবে সময় যত গড়িয়েছে, আমরা একটি পরিবারে রূপ নিয়েছি। দলের আবহ ছিল অসাধারণ।’

06/02/2022

শিক্ষানীয় পোস্ট
এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন-
"আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো""
মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো-
"আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো!!
অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুন'তেই পায়নি !! যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।।
বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন-
"মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না !! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়??"
মেয়েটি উত্তরে বললো-
"যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী !!
তারা কিন্তু খাবার খেতে আসেনি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে। এরাই আমাদের আপনজন।।"
মুলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি !! তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না !
পোস্টা ভালো লাগলে ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে সাথেই থাকুন♥♥♥

05/02/2022

২০৩১ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙে পড়বে পৃথিবীতে
২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এর পরের বছরের শুরুর দিকে এটি প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গায় ভেঙে পড়তে পারে। গত সপ্তাহে মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে নাসা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো নামে একটি জায়গা রয়েছে। পুরোনো মহাকাশযানের ভাগাড় হিসেবে পরিচিত এই জায়গা। অনেক পুরোনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য এখানে পড়েছে। এর মধ্যে রুশ মহাকাশ স্টেশন মির রয়েছে। ২০০১ সালে মির এখানে ভেঙে পড়ে। ২০৩১ সালের শুরুতে এই জায়গায় পড়বে আইএসএস। যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে আইএসএস পরিচালিত হয়ে আসছে। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়। চলতি শতকের শুরু থেকে মহাকাশে তিন হাজারের বেশি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে এই স্টেশনে। ২০২৪ সাল পর্যন্ত আইএসএসের কার্যক্রম পরিচালনার কথা ছিল। তবে পাঁচটি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।একই সঙ্গে প্রতিবেদনে নাসা জানিয়েছে, ভবিষ্যতে পৃথিবী থেকে পরিচালিত মহাকাশ কার্যক্রম বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হতে পারে। বিশেষত পৃথিবীর কক্ষপথ ও এর আশপাশে যেসব অভিযান পরিচালিত হবে, সেগুলো বাস্তবায়নে ভূমিকা রাখবে বাণিজ্যিক খাত। এর মধ্য দিয়ে ভবিষ্যতের মহাকাশ গবেষণা ও অভিযানে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি।এ বিষয়ে নাসার বাণিজ্যিক মহাকাশ বিভাগের পরিচালক ফিল ম্যাকঅ্যালিস্টার বলেন, পৃথিবীর কক্ষপথে অভিযান পরিচালনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কারিগরি ও আর্থিকভাবে সক্ষম। এ বিষয়ে নাসার পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।

আইএসএসে সংযুক্ত করার জন্য একটি বাসযোগ্য মডিউল তৈরিতে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অ্যাক্সিওম স্পেসের সঙ্গে চুক্তি করেছে নাসা। একই সঙ্গে মহাকাশ স্টেশনসহ পৃথিবীর কক্ষপথে বিভিন্ন বাণিজ্যিক গন্তব্যের নকশা প্রণয়নে আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে চুক্তি করা হয়েছে।আশা করা হচ্ছে, এখন চালু থাকা আইএসএসের মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নতুন প্রকল্পের কার্যক্রম আংশিক হলেও চালু হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মহাকাশে বাণিজ্যিক কার্যক্রম এগিয়ে নিতে নানাভাবে চেষ্টা করছে নাসা। ইতিমধ্যে ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সসহ কয়েকটি প্রতিষ্ঠান আইএসএসে মহাকাশচারী ও পণ্য নিয়ে বাণিজ্যিক মহাকাশযান পাঠাতে শুরু করেছে। মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিন চলতি দশকের দ্বিতীয়ার্ধে নতুন একটি মহাকাশ স্টেশন উৎক্ষেপণ করতে চায়। নাসা জানিয়েছে, মহাকাশ কার্যক্রমে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা, এই খাতে ব্যয়সাশ্রয়ী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে সংস্থাটির ১৩০ কোটি ডলার সাশ্রয় হতে পারে। কেননা, আইএসএসের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার এটির ব্যবহারকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর হাতে চলে যাবে। নাসা যেসব সেবা নেবে, শুধু সেসবের জন্য অর্থ ব্যয় করবে। তবে পৃথিবীর কক্ষপথ থেকে দূরবর্তী অভিযানগুলো নাসা নিজ অর্থে পরিচালনা করবে।

05/02/2022

এই ছবিতে মৌমাছি খুঁজে বের করুন! অনেকেই ব্যর্থ হয়েছেন

04/02/2022

চূড়ান্ত আফগানিস্তান সিরিজের সূচি
সিলেটে প্রস্তুতি ক্যাম্প, চট্টগ্রামে ওয়ানডে ও ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ—বাংলাদেশে এসে আফগানিস্তানের ‘ভ্রমণ’টা হবে এমন। আজ আফগানিস্তানের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে সব ম্যাচই হতে পারে চট্টগ্রামে, এর আগে এমন ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে শেষ পর্যন্ত ঢাকাতেও রাখা হয়েছে ম্যাচ।সীমিত ওভারের সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। এসেই সিলেটে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে তারা। এরপর দলটি যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। ওয়ানডেগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।এরপর ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান, ম্যাচগুলো হবে ৩ ও ৫ মার্চ। এ ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়।

আফগানিস্তান সিরিজে থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম, ডিআরএস। তবে মাঠে দর্শক থাকতে পারবেন কি না, সেটি নিশ্চিত করা হয়নি এখনো।

এ নিয়ে মাত্র তৃতীয়বার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আফগানিস্তান। সর্বশেষ ২০১৯ সালে একটি টেস্ট খেলে গেছে তারা, যেটিতে হেরেছিল বাংলাদেশ। তার আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান।আফগানিস্তানের বাংলাদেশ সফরের সূচি ২০২২

প্রথম ওয়ানডে, ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম

দ্বিতীয় ওয়ানডে, ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম

তৃতীয় ওয়ানডে, ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি, ৩ মার্চ, ঢাকা

দ্বিতীয় টি-টোয়েন্টি, ৫ মার্চ, ঢাকা

*ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি-টোয়েন্টি বেলা ৩টায়

04/02/2022

ইউপি সদস্য হয়েও মাটি কাটার কাজ ছাড়েননি ববিতা

জীবনে বহু ঘাত–প্রতিঘাত সয়েছেন ববিতা খাতুন (৩৫)। এক বছর বয়সী ছেলেকে রেখে চলে গিয়েছিলেন স্বামী। সেই ছেলেকে বড় করতে কাজের সন্ধানে ঘুরেছেন মানুষের দ্বারে দ্বারে। শেষ পর্যন্ত মাটি কাটা শ্রমিকের কাজ করে ছেলেকে মানুষ করেছেন। বিয়েও দিয়েছেন তাঁকে। এবার তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তবে ইউপি সদস্য হলেও শ্রমিকের কাজটি ছাড়েননি ববিতা।

সংগ্রামী এই নারীর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামে। তিনি মুলগ্রাম ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। তাঁকে নিয়ে গর্ব করছেন গ্রামের বাসিন্দারা।ববিতা জানান, পরিবারে তেমন কেউ নেই। ছেলে, ছেলের বউ আর বড় বোনকে নিয়ে তাঁর সংসার। ছোট থাকতেই তাঁর বিয়ে হয়। তাই খুব বেশি পড়ালেখা করতে পারেননি। এরপর সংসারে আসে এক ছেলে। ছেলের বয়স যখন মাত্র এক, তখন স্বামী তাঁকে ছেড়ে চলে যান। বিয়ে করেন অন্যত্র। এরপর স্বামীর সঙ্গে আর যোগাযোগ হয়নি। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। ছেলের মুখে খাবার তুলে দিতে কাজ খুঁজতে থাকেন। একসময় গ্রামে চা বিক্রি করেছেন। এরপর পরিচিত এক আত্মীয়ের বদলি শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ শুরু করেন। সেই থেকে তিনি মাটি কাটা শ্রমিকের কাজ করছেন। এ কাজে তিনি প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা পান।

ববিতার ছেলে আশিক হোসেনের বয়স এখন ১৯। পেশায় অটোভ্যানচালক। এক বছর আগে ছেলেকে বিয়ে দিয়েছেন ববিতা। এখন আশিকও কিছু রোজগার করছেন। তবে নির্বাচন করতে গিয়ে প্রায় এক লাখ টাকা দেনা হয়ে গেছে ববিতার। ঋণ নিয়েছেন একটি বেসরকারি সংস্থা থেকে। ঋণের কিস্তি পরিশোধ করতে ইউপি সদস্য হয়েও মাটি কাটা শ্রমিকের কাজটি ছাড়তে পারেননি।বুধবার দুপুরে ববিতার বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা দুটি টিনের ঘর, পাশেই একটি রান্নাঘর। বাড়িতে ঢুকতেই ববিতার ছেলের বউ ছুটে এলেন। ববিতার খোঁজ করতেই বললেন, ‘মা কিস্তি দিতে গেছেন।’ পরে রেল বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়ে গিয়ে কথা হয় ববিতা খাতুনের সঙ্গে।

নির্বাচন করার কারণ জানতে চাইলে ববিতা খাতুন বলেন, ২০১১ সালের ইউপি নির্বাচনে অংশ নিয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে তাঁর মা হেরে গিয়েছিলেন। এর এক বছর পর তাঁর মা মারা গেলে তিনি নির্বাচনে জেতার প্রতিজ্ঞা করেন। সেভাবেই ২০১৬ সালের নির্বাচনে অংশ নেন তিনি। কিন্ত মাত্র ১৫ ভোটের জন্য হেরে যান। তবে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

ববিতা একজন সংগ্রামী নারী। তিনি অনেক পরিশ্রমী। সদস্য নির্বাচিত হওয়ার পরও নিজের কাজ ছাড়েননি। ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে সুযোগ দেওয়া হচ্ছে। কাজ শেষে তিনি নিয়মিত পরিষদেও যাচ্ছেন।
মুলগ্রাম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ জানান, ববিতা একজন সংগ্রামী নারী। তিনি অনেক পরিশ্রমী। সদস্য নির্বাচিত হওয়ার পরও নিজের কাজ ছাড়েননি। ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে সুযোগ দেওয়া হচ্ছে। কাজ শেষে তিনি নিয়মিত পরিষদেও যাচ্ছেন।

ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ববিতা বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি গর্ব করার মতো একজন মানুষ। নির্বাচিত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে তাঁকে মাটি কাটা শ্রমিকের কাজ বাদ দিতে বলেছিলাম। কিন্তু তিনি তাঁর কাজকে সম্মান দিয়ে বাদ দেননি। আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করছি।’

01/02/2022

কী ভয়ংকর! রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের এক ছাত্র ক্যাম্পাসে ট্রাক চাপায় নিহত হয়েছেন। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

01/02/2022

দেশে করোনার সংক্রমনে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। গত ২৫ জানুয়ারি শনাক্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছিল। সর্বশেষ এক লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে মাত্র ৭ দিনে। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারীতে এটি দ্বিতীয়বারের মতো এক সপ্তাহে এক লাখ রোগী শনাক্তের ঘটনা। গত বছর ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সাত দিনে লাখ রোগী শনাক্ত হয়েছিল।

01/02/2022

ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরদিন
সময়ের সাথে সব হয় রে বিলীন! 🙂

01/02/2022

এক সপ্তাহে আবার করোনায় লাখ রোগী শনাক্ত

01/02/2022

জিতেও সাকিব বললেন, ‘আমরা অসহায়’

01/02/2022

মাহমুদউল্লাহ-ঝড়ে প্রথম হার কুমিল্লার

01/02/2022

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় সাকিব-মোস্তাফিজসহ বাংলাদেশের ৫ জন

01/02/2022

সন্তানকে এমন শিক্ষিত করুন যেন আপনার অসুস্থতায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়!

01/02/2022

-স্কুল জীবনে কখনও অন্যের ব্যাগ দিয়া 😄🐸
নিজের বেঞ্চ মুছচেন কেউ🙄

01/02/2022

সন্তান বুদ্ধিমান হয় মায়ের জন্যই: গবেষণা

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Rungpur
Rangpur
5700

Other Game Publishers in Rangpur (show all)
NS Gaming NS Gaming
Gaibandha Badiakhali
Rangpur, 5700

Thank you for contacting me

Sobuj FF Sobuj FF
Rangpur

white 444 live

MD DIDER  GAME PRO MD DIDER GAME PRO
Rangpur

Game

Free fire dimond top up Free fire dimond top up
Rangpur

welcome to our new page

Mayabi Gamer Mayabi Gamer
Sadullapur. Gaibandha
Rangpur, GAMER

Game খেলে আমার follower দের খুশি করার জন্য

ফ্রিল্যান্সার সরিফ ফ্রিল্যান্সার সরিফ
Rangpur/kaunia/harahach
Rangpur, 5445

Those who like the game, please share my page and subscribe to the youtube channel with the page lin

Unknown Unknown
Rangpur

Please follow this page☺

Ajib Babu Gaming Ajib Babu Gaming
Rangpur, AJIBBABU

free fair gameplay

OverKill MT OverKill MT
Rangpur

I am Gamer

Ruhid Hassan Ruhid Hassan
Rangpur
Rangpur

As-salamu alaykum !! Hi guys I’m new gaming content creator,or funny videos Support him guys

Mithun Ray Mithun Ray
Rangpur
Rangpur, 5440

gaming live stream

Mostafizur Rahman Mostafizur Rahman
Rangpur

....