mefta25

প্রতিদিনই নাটক মুভির ক্লিপ দেখার জন্য আমার পেজটি ফলো করুন।

17/07/2023

মুুল্যটা সবাই বুঝে, তবে
হারিয়ে যাওয়ার পর.
😠😠😠😠😠

04/07/2023

সবকিছু কেঁদে পাওয়া যায় না.
কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়.!

25/06/2023

বেশি আগ্রহ দেখালে মানুষ সস্তা ভাবে।
এটাই বাস্তবতা।
😠😠😠😠😠

21/06/2023

♥️♥️♥️😠😠😠

15/06/2023

যোগ্যতার অভাবে
কেউ ব্যার্থ হয় না।
ব্যার্থ হয় মানুষের
ইচ্ছে শক্তির অভাবে।

ssc rotin 2023 20/04/2023

ssc rotin 2023 PDF

ssc rotin 2023 ssc rotin 2023 ssc rotin 2023 pdf 2023 SSC rotin এস এস সি রুটিন 2023 এস এস সি রুটিন পিডিএফ ডাউনলোড

03/04/2023

সময় থাকতে প্রিয় মানুষকে মুল্য দিন।
মরে গেলে বা চলে গেলে কেদে কি ভাভ।
😭😭😭
mefta25

30/03/2023

ঝড় যখন আসে তখন বুঝতে পারা যায়না যে কতোটা খতি করেছে। থামলে বুঝেতে পারা যায়।
ঝগরার সময় ও ঠিক তেমনি। ঘতিটা পরে বুঝতে পারা যায়।
Mefta25

30/03/2023

আপনি যাকে কাদাবেন তারজন্য
নিজেও কাদবেন শুধু সময়ের ব্যাপার
এটাই বাস্তবতা।।
mefta25

29/03/2023

মেয়েদের ভালোবাসা। টাকা ছাড়া কিছু চায় না।

29/03/2023

সুন্দর হলেই সুন্দরী হওয়া যায়না
তার জন্য নিজের মন আর চরিত্র
দুইটাই ঠিক করতে হয়। Mefta25

26/03/2023
26/03/2023

স্বপনে জীবন টা মধুর হয় মনে হয় সবকিছুই খুব সহজ।
কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
mefta25

25/03/2023

আর যাই করো ভীতু/স্বার্থপর মানুষের সাথে কোন সম্বর্কে জরাইও না।
সারা জীবন পস্তাতে হবে।
mefta25

24/03/2023

জীবনকে সুন্দর করতে চাও! নিজের চাহিদা কমাও।

22/11/2022

সর্ব কালের সেরা গোল ব্রাজিল দলের

21/01/2022

আবারো বন্ধ।

25/10/2021

https://www.facebook.com/100007977135598/posts/3080964275512780/

#হারানো বিজ্ঞপ্তি

01/09/2021

আর যে কতো কী দেখবো😫😪😂😥😍😃😀🇧🇩

M 15/07/2021

M ২০২০ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম:

12/07/2021

সময় বারাইছে চিন্তার কোন কারন নাই।

Photos from Mefta25's post 17/06/2021

ক্যামেরার সামনে এত সুন্দর পোজ আমি কখনোই দিতে পারিনা ভাগ্নির আর ভাতিজার কাছ থেকে শিখেছি.

06/06/2021

★কম্পিউটারের ১০০ কিবোর্ড শর্টকাটঃ(( Keyboard shortcuts or Shortcut Key ) কম্পিউটারের অনেক কাজ খুব দ্রুত করে ফেলতে পারবেন যা আপনার সময় বাঁচিয়ে দিবে
F1 key ( সাহায্য পাওয়ার জন্য )
F2 key (রিনেম বা পুনর্নাম নির্ধারন)
F3 key (সার্চ )
F4 key ( ঠিকানা বা এড্রেস বার দেখা )
F4 key (সক্রিয় তালিকা থেকে আইটেমগুলো দেখা )
F5 key ( রিফ্রেস/ বিদ্যমান উইন্ডো আপডেট করা)
F6 key ( ডেস্কটপ বা বিদ্যমান উইন্ডোর আইটেমগুলোতে ঘুরাফিরা করা)
F10 key (সক্রিয় প্রোগ্রামের মেনু বার সক্রিয় করার জন্য )
Keyboard shortcuts, Computer key Shortcut-
CTRL+A (একই উন্ডোর সবকিছু একসাথে বাছাই বা সিলেক্ট করার জন্য)
CTRL+C (কপি করুন)
CTRL+X (কাট করুন)
CTRL+V ( পেস্ট করুন )
CTRL+Z (আগের অবস্থায় ফিরে যান)
CTRL+SHIFT (শর্টকাট তৈরি করা)
CTRL+RIGHT ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের শব্দে নেয়া)
CTRL+LEFT ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের শব্দে নেয়া)
CTRL+DOWN ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের অনুচ্ছেদে নেয়া)
CTRL+UP ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের অনুচ্ছেদের প্রথমে নেয়া)
CTRL+TAB (বিদ্যমান ট্যাবগুলো নড়াচড়া করা)
CTRL+ESC (স্টার্ট মেনুতে ফিরে যাওয়া )
CTRL+SHIFT+TAB (ট্যাবগুলোতে ঘুরাফিরা করার জন্য)
CTRL+SHIFT with any of the arrow keys (টেক্সটকে হাইলাইট করা)
SHIFT+TAB ( অপশনগুলোর পেছনে যাওয়া)
SHIFT with any of the arrow keys ( একই উইন্ডোতে একসাথে অনেকগুলো আইটেমকে বাছাই বা সিলেক্ট করা)
SHIFT+DELETE (বাছাইকৃত উপাদানগুলো permanently মুছে ফেলা)
SHIFT+F10 ( বাছাইকৃত আইটেমগুলোর জন্য শর্টকাট মেনু দেখা )
ALT+ENTER ( বাছাইকৃত আইটেম এরপ্রোপার্টিজ দেখা )
ALT+F4 ( চলমান কোন প্রোগ্রাম বা বিদ্যমান উইন্ডো বন্ধ করা )
ALT+SPACEBAR ( বিদ্যমান উইন্ডোর শর্টকাট ওপেন করা )
ALT+TAB ( চলমান প্রোগ্রামগুলোতে মুভ করা )
ALT+ESC ( চলমান প্রোগ্রামগুলোতে ঘুরাফিরা )
ALT+SPACEBAR ( বিদ্যমান উইন্ডোর জন্য সিস্টেম মেনু )
ALT+Underlined letter in a menu name ( সংশ্লিষ্ট মেনু দেখা )
Dialog Box (কীবোর্ড শর্টকাট)
BACKSPACE ( আগের মেনুতে ফিরে যাওয়া)
ESC ( সম্প্রতিক কাজ শেষ করা )
Accessibility Keyboard Shortcuts
HOME (সক্রিয় উইন্ডোর উপরে যাওয়া)
END ( সক্রিয় উইন্ডোর উপরে যাওয়া)
Windows Logo +U (ইউটিলিটি ম্যানাজার অন করা )
SHIFT five times (স্টিকি কী অন বা অফ করা )
Right SHIFT for eight seconds ( ফিল্টার কী অন বা অফ করা )
Left ALT+left SHIFT+PRINT SCREEN (হাই কন্ট্রাসট অন বা অফ করা )
Left ALT+left SHIFT+NUM LOCK ( মাউস কী অন বা অফ করা )
NUM LOCK for five seconds (টুগল কী অন বা অফ করা )
NUM LOCK+Asterisk sign (*) (নির্বাচিত ফোল্ডারের মধ্যের সব সাব-ফোল্ডার দেখা )
NUM LOCK+Plus sign (+) (নির্বাচিত ফোল্ডারের সকল কন্টেন্ট দেখা )
NUM LOCK+Minus sign (-) (নির্বাচিত ফোল্ডারটি minimize করা )
মাইক্রোসফট ওয়ার্ডের সকল কিবোর্ড শর্টকাট
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)
Windows key + A : অ্যাকশন সেন্টার খুলবে।
Windows key + C : করটানা কণ্ঠ নির্দেশনার জন্য তৈরি হবে।
Windows key + I : সেটিংস অ্যাপ্লিকেশন খুলবে।
Windows key + S: করটানা চালু হবে।
Windows key + Tab টাস্ক ভিউ দেখা যাবে।
Windows key + Ctrl + D :নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে।
Windows key + Ctrl + F4 :চালু থাকা ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ হবে।
Windows key + Ctrl + left or right arrow : ভার্চুয়াল ডেস্কটপ বদলাবে।
সাধারণ শর্টকাট
Windows key (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : স্টার্টমেন্যু খুলবে/বন্ধ হবে।
Windows key + X (উইন্ডোজ ৮.১ ও ১০) : স্টার্ট বোতামে ডান কিক করলে যে মেন্যু আসে, তা দেখা যাবে।
Windows key + left or right arrow (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : চালু থাকা উইন্ডোর ডানে-বাঁয়ের পর্দাজুড়ে দেখা যাবে।
Windows key + E (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : দ্রুত ফাইল এক্সপ্লোরার চালু করে ফাইলপত্রের কাজ করা যাবে।
Windows key + L (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : ডেস্কটপ লক করা যাবে।
Alt + PrtScn (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : চালু থাকা উইন্ডোর স্ক্রিনশট নেওয়া যাবে, কিপবোর্ডে কপি করা যাবে। Windosw key + Print Screen (উইন্ডোজ ৮.১ ও ১০) : ডেস্কটপের পুরো পর্দার ছবি (স্ক্রিনশট) নেওয়া যাবে। এগুলো জমা হবে Computer Picture screen shots ফোল্ডারে।

26/05/2021

এটা দেথে হাসি আর ধরে রাকতে পারলাম না । যে বুঝার সে বুঝবে।

07/05/2021

হতে পারি আমি যেদি অথবা রাগী।
কিন্তু আমি বেইমান নই।
কারোর মতো😀😁😃

03/05/2021

একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্কের চেয়ে নিরবতাই শ্রেয়।

19/04/2021

একটু অপেক্ষা তো করতেই পারতে!
আমার সময়টা নাহয় খারাপ ছিলো।
আমি তো খারাপ ছিলাম না।

Photos from Mefta25's post 25/03/2021

দুই একটা পানি বাদে সব গুলাই মাছ।

Photos from Mefta25's post 05/03/2021

#সাদা মাঠা ছবি।

03/03/2021

Google Home Wireless Voice Activated Speaker - White/Slate Fabric
products link.
if you interest my products buy now in this link: https://bit.ly/3kHunKp

Photos from Mefta25's post 26/02/2021

বড়ো মাছ পছন্দ করে নিয়ে আসলো চাচা ভাতিজা #জাহিন এবং #ফারদিন।

21/02/2021

পারলে বলুন এই প্রণিটার নাম কী???

Want your business to be the top-listed Media Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Rangpur

Other Film & Television Studios in Rangpur (show all)
Amh movie 71 Amh movie 71
Patgram
Rangpur, 2000

Parmalin Studio Parmalin Studio
Rangpur

Purmalin Studio is a English Movie,Comedy Videos,Horror Videos uploader. and Others Technology Rel

Sotto speech Sotto speech
Kodomtali
Rangpur, 5310

Entertainment

FF CR 50 FF CR 50
Rangpur, 5740

This page is for gifting some new posts. All in all, I hope you like this page and stay tuned. Thank you all for visiting my page.

⦇oxygen⦈ ⦇oxygen⦈
Narayongonj
Rangpur

সুস্থ জীবন যাপন করো এবং নিজের দেশকে ভালবাসতে শেখো। আমরা সবার তরে দেশের তরে।

Gaibandha live tv Gaibandha live tv
Rangpur

Wel come gaibandha live tv

Movie Clip Video Movie Clip Video
Park Mor
Rangpur, 5400

MOVIE PAKEG MOVIE PAKEG
Rangpur

Hey guys this movie house.You seen all the video and you get fun so like and follow this page.

Akash Films Akash Films
Rangpur

Welcome to my page please follow me

বিপ্লবী তিতুমীর - Biplobi Titumir বিপ্লবী তিতুমীর - Biplobi Titumir
Sundarganj Gaibandha
Rangpur, 5720

"তিতুমীর একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন অল্প সময়ের জন্য হলেও। "

𝐓𝐡𝐞 𝐇𝐨𝐥𝐥𝐲𝐰𝐨𝐫𝐥𝐝-𝐍𝐑 𝐓𝐡𝐞 𝐇𝐨𝐥𝐥𝐲𝐰𝐨𝐫𝐥𝐝-𝐍𝐑
Bhangamor, Nageswary, Kurigram
Rangpur, 5600

Welcome to my page��where people come to enjoy me.