জাহিদ হাসান জি সান

study and motivate speech

23/11/2023

▪️আন্তর্জাতিক দিবস:
==========================
২ জানুয়ারি- বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
২৮ জানুয়ারি- বিশ্ব তথ্য সুরক্ষা দিবস
২৬ জানুয়ারি- আন্তর্জাতিক কাস্টমস দিবস
২ ফেব্রুয়ারি- বিশ্ব জলাভূমি দিবস
২০ ফেব্রুয়ারি- সামাজিক ন্যায়বিচার দিবস
৪ ফেব্রুয়ারি- বিশ্ব ক্যান্সার দিবস
২১ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৩ ফেব্রুয়ারি- বিশ্ব বেতার দিবস
২২ ফেব্রুয়ারি- বিশ্ব স্কাউট দিবস
৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবস
২৩ মার্চ- বিশ্ব আবহাওয়া দিবস
১৪ মার্চ- আন্তর্জাতিক নদী রক্ষা দিবস
২৪ মার্চ- বিশ্ব যক্ষ্মা দিবস
২১ মার্চ- বিশ্ব বন দিবস
৩১ মার্চ- বিশ্ব দুর্যোগ মোকাবেলা দিবস
২১ মার্চ- বিশ্ব বর্ণবাদ বিরোধী দিবস
মার্চ মাসের শেষ শনিবার- আর্থ আওয়ার
২২ মার্চ- বিশ্ব পানি দিবস
২ এপ্রিল- বিশ্ব অটিজম সচেতনতা দিবস
২২ এপ্রিল- বিশ্ব ধরিত্রী দিবস
৭ এপ্রিল- বিশ্ব স্বাস্থ্য দিবস
২৫ এপ্রিল- বিশ্ব ম্যালেরিয়া দিবস
২১ এপ্রিল- সিভিল সার্ভিস দিবস (ভারত)
২৬ এপ্রিল- বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ দিবস
১ মে- আন্তর্জাতিক শ্রমিক দিবস
৩ মে- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
২২ মে- আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস
৮ মে- বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস
৩১ মে- বিশ্ব তামাকমুক্ত দিবস
মে মাসের দ্বিতীয় রবিবার- বিশ্ব মা দিবস
৫ জুন- বিশ্ব পরিবেশ দিবস
১৭ জুন- বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস
১১ জুলাই- বিশ্ব জনসংখ্যা দিবস
২৯ জুলাই- বিশ্ব বাঘ দিবস
১৪ জুলাই- বাস্তিল দুর্গ দিবস
৬ আগস্ট- হিরোশিমা দিবস
১২ আগস্ট- আন্তর্জাতিক যুব দিবস
৯ আগস্ট- নাগাসাকি দিবস
৯ আগস্ট- আধিবাসী দিবস
৮ সেপ্টেম্বর- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
২১ সেপ্টেম্বর-বআন্তর্জাতিক শান্তি দিবস
১৫ সেপ্টেম্বর- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
২৭ সেপ্টেম্বর- বিশ্ব পর্যটন দিবস
১৬ সেপ্টেম্বর- আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
১ অক্টোবর- আন্তর্জাতিক প্রবীণ দিবস
১৬ অক্টোবর- বিশ্ব খাদ্য দিবস
২ অক্টোবর- আন্তর্জাতিক অহিংসা দিবস
৫ অক্টোবর- বিশ্ব শিক্ষক দিবস
১৫ অক্টোবর- বিশ্ব সাদা ছড়ি দিবস
৯ অক্টোবর- বিশ্ব ডাক দিবস
১৭ অক্টোবর- বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস
১১ অক্টোবর- কন্যা শিশু দিবস
২০ অক্টোবর- বিশ্ব পরিসংখ্যান দিবস
১৩ অক্টোবর- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
১৫ অক্টোবর- বিশ্ব হাত ধোয়া দিবস
২০ নভেম্বর- বিশ্ব শিশু দিবস
১৪ নভেম্বর- বিশ্ব ডায়াবেটিস দিবস
২৫ নভেম্বর- বিশ্ব নারী নির্যাতন বিলোপ দিবস
১৭ নভেম্বর- বিশ্ব শিক্ষার্থী দিবস
২৯ নভেম্বর- ফিলিস্তিন দিবস
১ ডিসেম্বর- বিশ্ব এইড্স দিবস
১০ ডিসেম্বর- বিশ্ব মানবাধিকার দিবস
৩ ডিসেম্বর- বিশ্ব প্রতিবন্ধী দিবস
১১ ডিসেম্বর- বিশ্ব পর্বত দিবস
৯ ডিসেম্বর- আন্তর্জাতিক দুনীর্তি দিবস
১৮ ডিসেম্বর- আন্তর্জাতিক অভিবাসী দিবস

12/11/2023

আপডেট :
বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার।

09/11/2023

🖋️পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় -১৫২৬ সালে
🖋️পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় -১৫৫৬ সালে
🖋️পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় -১৭৬১ সালে
🖋️বক্সারের যুদ্ধ সংঘটিত হয় -১৭৬৪ সালে
🖋️পলাশীর যুদ্ধ সংঘটিত হয় -১৭৫৭ সালে
🖋️প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় -১৯১৪ সালে
🖋️দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় -১৯৩৯ সালে

07/11/2023
07/11/2023

বানান সূত্র : ১২১
প্রথম ই-কার+দ্বিতীয় ঈ-কার+তৃতীয় ই কার
উদাহরণ : পিপীলিকা, বিভীষিকা

প্রথম উ কার +দ্বিতীয় ঊ-কার + তৃতীয় উ-কার
উদাহরণ : মুমূর্ষু

১২ = মুহূর্ত

বানান সূত্র : ২২
উদাহরণ : সমীচীন, হরীতকী

বানান সূত্র : ১২১২
উদাহরণ : নিশীথিনী

বানান সূত্র : ২১
উদাহরণ: মরীচিকা, বাল্মীকি, শারীরিক

কমেন্টে আরও সূত্র বা উদাহরণ যোগ করুন

06/11/2023

সাধারণ জ্ঞান
06/11/2023

প্রশ্ন: ভারী পানির রাসায়নিক সংকেত কী?

উত্তর: D2O

প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

উত্তর: মিথেন

প্রশ্ন: অ্যান্থনি ফাউসি কে?

উত্তর: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ

প্রশ্ন: বিশ্ব পরিবেশ সংরক্ষা সূচকে (২০২২) প্রথম অবস্থানে কোন দেশ?

উত্তর: ডেনমার্ক

প্রশ্ন: বিশ্ব পরিবেশ সংরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৭৭তম

প্রশ্ন: কোভ্যাক্স কী?

উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন করোনা টিকার একটি বৈশ্বিক উদ্যোগ।

প্রশ্ন: হাইড্রোজেন পার-অক্সাইডের সংকেত কী?

উত্তর: H2O2

প্রশ্ন: জাতিসংঘের অফিশিয়াল ভাষা কী কী?

উত্তর: ইংরেজি ও ফরাসি

প্রশ্ন: বহুরূপী মৌল কোনটি?

উত্তর: কার্বন

প্রশ্ন: বিশুদ্ধ পানির pH কত?

উত্তর: pH 7

প্রশ্ন: প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়?

উত্তর: রাইবোজোমকে

প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াসকে

প্রশ্ন: মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তর: ২৩ জোড়া।

প্রশ্ন: মানবদেহের রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?

উত্তর: ৯১–৯২%।

প্রশ্ন: একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?

উত্তর: ১টি।

প্রশ্ন: কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?

উত্তর: মাইটোকন্ড্রিয়াকে।

প্রশ্ন: হরমোন প্রবাহিত হয় কিসের মাধ্যমে?

উত্তর: রক্তের মাধ্যমে।

04/11/2023

মনে রাখবে তুমি পড়াশোনা যত ফাঁ!কি দিবে ততই হানিমুনের জায়গা মালদ্বীপ থেকে মিরপুরের দিকে এগোবে!

04/11/2023

হরতাল- গুজরাটি শব্দ
অবরোধ- দেশি শব্দ
ধর্মঘট - সংস্কৃত শব্দ

04/11/2023

🔥নোবেল পুরস্কার- ২০২৩

(যে কোন চাকরির পরিক্ষায় একটা থাকতে পারে)

★২০২৩ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন??
→ ১১ জন।
★ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন কে??
→ ক্যাতালিন ক্যারিকো, ড্রু ওয়াইজম্যান।
★ পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে??
→ পিয়ের আগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ, অ্যান লিয়ের।
★ রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে??
→ আলেক্সি ইয়াকিমভ, মুঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস।
★ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে??
→ জন ফসে।
★ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে??
→নার্গিস মোহাম্মদি।
★ অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে??
→ ক্লডিয়া গোলডিন।

04/11/2023

অনার্স প্রথম বর্ষের ফ্রেন্ডসার্কেল ও বন্ধন চতুর্থ বর্ষে গিয়ে কখনোই আগের মতো থাকে না ।যত দিন যায়,বন্ধুদের পরিধি কমতে থাকে এবং সবাই তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ।আর দিনশেষে ভালো কোনো চাকরি না পেলে,দেখবেন আপনার পরিচিত মানুষের কাছেও আপনি কতটা মূল্যহীন ।

(বাস্তবতা)

02/11/2023

কিছু আপডেট তথ্য
🗨️বর্তমানে শিক্ষা বোর্ড- ১১ টি।
💭 বর্তমানে দেশে সিটি। কর্পোরেশনের সংখ্যা - ১২ টি।
🗨️ বর্তমানে উপজেলা- ৪৯৫ টি।
💭 বর্তমানে পৌরসভার সংখ্যা -৩৩০ টি, (সর্বশেষ শ্যামনগর সাতক্ষীরা)।
🗨️ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১,ভোলা)।
💭 বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
🗨️বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১ তম দেশ হিসেবে।
💭 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
🗨️ বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭ তম।
💭 বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন( জুন,২০২২)।
🗨️ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
💭 বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল(১৩তম)।

01/11/2023

উপজাতি

31/10/2023

বাংলা মৌলিক স্বরধনির সংখ্যা--
ছয়
সাত
আট
নয়

31/10/2023

The word 'reproduction' is-
a. an adjective b. a verb
c. an adverb d. a noun

31/10/2023

ভেটো কী?

ক. ল্যাটিন শব্দ - “আমি মানি না”
খ. ইংরেজী শব্দ - “আমার সমর্থন আছন
গ. গ্রিক শব্দ- “আমি নিরপেক্ষ
ঘ. ফ্রেঞ্চ শব্দ - “আমি ভোট দিলাম”

31/10/2023

"ঝাঁকের কৈ" বাগধারাটির অর্থ -

ক. চালাক
খ. একতাই বল
গ. বর্ষার মাছ
ঘ. একই স্বভাবের লোক

31/10/2023

‘ঠোঁট কাটা’ বলতে বোঝায়_
অহংকারী
স্পষ্টভাষী
মিথ্যাবাদী
পক্ষপাতদুষ্ট

31/10/2023

বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
রামচন্দ্র বিদ্যাবাগীশ
রাজশেখর বসু
হরিচরণ দে
অশোক মুখোপাধ্যায়

31/10/2023

সুন্দরবনের অপর নাম কী?

ক. নারিকেল জিঞ্জিরা
খ. বাদাবন
গ. নাব্য
ঘ. নারিকেলবাড়িয়া

31/10/2023

নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক) যুক্তরাষ্ট্র - কানাডা
খ) যুক্তরাষ্ট্র - মেক্সিকো
গ) কানাডা - অস্ট্রেলিয়া
ঘ) যুক্তরাষ্ট্র - ব্রাজিল

31/10/2023

🛑🛑 বাংলাদেশ হচ্ছে-

পারমাণবিকে ৩৩ তম দেশ
মেট্রোরেলে ৩৬ তম দেশ
সাবমেরিনে ৪১ তম দেশ
স্যাটেলাইটে ৫৭ তম দেশ

29/10/2023

♦️পদের শেষে '-জীবী' ঈ-কার হবে।

যেমন,
চাকুরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি।

Photos from জাহিদ হাসান জি সান's post 28/10/2023
26/10/2023

সাম্প্রতিক আপডেট:

★দেশের প্রথম স্মার্ট গ্রাম→ হিজলী
★দেশের প্রথম স্মার্ট উপজেলা→ শিবচর
★দেশের প্রথম স্মার্ট জেলা→ পঞ্চগড়

পড়া শেষে ডান লিখুন।

24/10/2023

∎ জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন।

∎ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।

∎ জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩।

∎ জাতিসংঘের পতাকার রং—নীল ও সাদা।

∎ জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

∎ জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে (নিউইয়র্ক) অবস্থিত।

∎ বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ (১৩৬তম) লাভ করে।

∎ বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন।

∎ জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অছি পরিষদ এবং আন্তর্জাতিক আদালত।

∎ জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেসকো, ইউনিসেফ, ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্বব্যাংক ইত্যাদি।

∎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী মোট ১৫টি সদস্যরাষ্ট্র

নিয়ে গঠিত।

৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা আছে।

∎ জাতিসংঘের মহাসচিব হলেন প্রধান নির্বাহী। জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক।

∎ জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা হলো—ইংরেজি, ফরাসি, চায়নিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। প্রতিষ্ঠানটির ৭ম দাপ্তরিক ভাষা হবে—বাংলা ।

∎ জাতিসংঘের সচিবালয়ে কার্যকরী ভাষা হলো—ইংরেজি ও ফরাসি।

15/06/2023
23/04/2023

💗💗

22/04/2023

ইনশাআল্লাহ আশা করি আমার স্বপ্নটাও এইভাবে একদিন পূরণ হবে..!😍🥀

09/12/2022

Frustration and failure are a part of life .
If we do not flee form them but accept them calmly ,we come to know what we need to do next.💪

16/09/2022

❝হতাশ হয়ো না। জীবনে অনেক বড় ঝড় আসবে, তাই বলে নিজেকে শেষ করে দিতে হবে? জীবন একটিই, এজীবনকে মূল্যায়ন করতে হবে। যখন তুমি হতাশার গহিন অরণ্যে হারিয়ে যাবে, ঠিক তখনই নামাজে দাঁড়িয়ে যাবে। কাদঁবে, খুব করে কাদঁবে। তবে জায়নামাজের বুকে। চোখের পানি অমূল্য। এপাত্রে এর অপচয় কোরো না। আল্লাহর সামনে সব অভিযোগ পেশ করবে। পৃথিবীতে এই একটিই প্রশস্ত জায়গা আছে,সেটা হলো জায়নামাজের বুক। জায়নামাজের বুকে কেঁদে কেঁদে মালিকের কাছে সব অভিযোগ পেশ করবে, শান্তি পাবে। মনে তৃপ্তি আসবে। শুভ্রতার আবেসে আবেশিত হবে। কারণ তিনি কাউকে ফিরিয়ে দেন না। কারো প্রতি জুলুম করেন না। ❞

16/09/2022

প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে।🥰
বুখারীঃ ০১

03/09/2022

Right form verb



· . BCS question

01.Teacher said,”the earth ____round the sun .

= moves

02.when water …….,it turns into ice .

= freezes

03.Do not make a noice while your father………

= is sleeping (present tense+ while + past inde/continuous)

04.Just now he ……..his dinner but he says he will see when he is finished.

=has had.(now = present continuos but just now= present perfect )

05.open the door as soon as I ……..the ball

= Left ( past indefinite+ as soon as + past indefinite)

06.my uncle arrived while I…..the dinner.

= was cooking ( past indefinite + while /when+ past continuous.)

07.nella …her hand when she was cooking dinner.

=burnt

08.he said that he ……the previous day.

=had come.(that+……the previous day /week /month/year= past perfect/ perfect continuous হয়)কিন্তু (the next day /week/month /year =would /should + v1)

09.she told me his name after he………..

=had left ( past ind + after +past perfect)

10.it is high time (do) the work.

=to do ( it is time /high time + to verb base form but sub + v1)

11.We waited until the plan…….

=had taken off

12.he walks as if he….. lame

=were ( as if / as though = past indefinite, be = were)

13.he give up……. Foosball when he got married.

=playing ( give up + v+infant/geround)

14.Travellets…….their reservation well in advance if they want to fly during the Eid holiday.

=had better get ( had better + v1)

15. The boy from the village said, “I….. starve than bag.”

=Would rather ( would rather……. Than)

03/09/2022

◼️বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন◼️
🟠শেয়ার করে রেখে দিন আজীবন কাজে লাগবে 🟠

০১। বাংলা ভাষার মৌলিক রুপ- ২টি
০২। ”সাধুভাষা” পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- রাজা রাম মোহন রায়
০৩। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?- প্রমিত উচ্চারণ
০৪। সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য- সর্বনাম ও ক্রিয়াপদে
০৫। পাণিনি কে ছিলেন?- বৈয়াকরণিক
০৬। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?- ধ্বনিতত্ত্ব
০৭। ব্যাকরণের কোন অংশে “সমাস/কারক” সমন্ধে আলোচনা করা হয়?- রুপতত্ত্বে
০৮। ব্যাকরণের কোন অংশে “বাগধারা/বিরামচিহ্ন” আলোচনা করা হয়?- বাক্যতত্ত্বে
০৯। ব্যাকরণের প্রধান কাজ- ভাষার বিশ্লেষণ
১০। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?- ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
১১। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন- রাজা রামমোহন রায়
১২। ”ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩। হ্রস্বস্বর- ৪টি
১৪। মাত্রাহীন বর্ণ- ১০টি
১৫। অর্ধমাত্রার বর্ণ- ৮টি
১৬। মৌলিক স্বরধ্বনি- ৭টি
১৭। যৌগিক স্বরধ্বনি- ২টি (ঐ,ঔ)
১৮। ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি
১৯। দীর্ঘস্বর-৭টি
২০। ক থেকে ম পর্যন্ত- স্পর্শ ধ্বনি
২১। ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?- তাড়নজাত
২২। ক্ষ= ক+ষ
২৩। পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?- অপিনিহিতি
২৪। ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?- ধাতু
২৫। অনুসর্গ কোথায় বসে?- পরে
২৬। √দৃশ+অনীয়=দর্শনীয়, √দুল+না= দোলনা, √মিশ+উক=মিশুক, √শ্রু+অন=শ্রবণ, √মুচ+ক্তি=মুক্তি
২৭। মধ্যম+ষ্ণিক=মাাধ্যমিক, মশা+আরি=মশারি, সহচর+য=সাহচর্য
২৮। উপসর্গ কোথায় বসে?-আগে
২৯। দারিদ্র+য= দারিদ্র্য
৩০। উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ, অচিন
৩১। বাংলা ভাষায় উপসর্গ কতটি?- খাটি বাংলা উপসর্গ-২১, সংষ্কৃত উপসর্গ-২০
৩২। ”নাটিকা” কোন অর্থে স্ত্রীবাচক- ক্ষুদ্রার্থে
৩৩। কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)
৩৪। কিছু উভয় লিঙ্গের শব্দ- গরু, রাষ্ট্রপতি, আমি
৩৫। নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী
৩৬। বিজ্ঞান শব্দে “বি” অর্থ কী?- বিশেষ
৩৭। শ্বশ্রূ অর্থ- শাশুড়ী
৩৮। সাহেব এর বহুবচন- সাহেবান
৩৯। ডালে ডালে কুসুম ভার- এখানে “ভার” অর্থ- সমূহ
৪০। লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার
৪১। বিরাম চিহ্ন- ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে- ১২টি)
৪২। কোন বাংলা পদের সাথে সন্ধি

13/04/2022

খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন:

সমীর যদি বায়ু হয়
তাহলে
শমীর অর্থ কি ?????

12/04/2022

SPAA দ্বারা গ্রীক দার্শনিকদের বুঝায়:

S=সক্রেটিস
P=প্লেটো
A= অ্যারিস্টটল
A= আলেকজান্ডার

12/04/2022

আপনি কি জানের দেশে লুকিয়ে আছে কি একবার দেখুন ঃ
১.সিয়েরা লিওন অর্থ - সিংহের পর্বত
২.মিলেনেশিয়া অর্থ - কৃষ্ণদ্বীপ
৩.কোস্টারিকা অর্থ - ধনীর উপকূল
৪.মাইক্রোনেশিয়া অর্থ- ক্ষুদ্রদ্বীপ
৫.অস্ট্রেলিয়া অর্থ - এশিয়ার দক্ষিনাঞ্চল
৬.থাইল্যান্ড অর্থ - মুক্ত বা স্বাধীন ভুমি
৭.ভেনিজুয়েলা অর্থ- ক্ষুদ্র ভেনিস
৮.ওয়েস্টেন্ডিজ অর্থ- অনেক গুলো দ্বীপের সমষ্ঠি

14/03/2022

✅মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ✅👇🏿👇🏿

👉জাতীয় বিমা দিবস : ১ মার্চ
👉জাতীয় ভোটার দিবস ও জাতীয় পতাকা দিবস : ২ মার্চ
👉টাকা দিবস : ৪ মার্চ
👉জাতীয় পাট দিবস : ৬ মার্চ
👉ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস: ৭ মার্চ
👉জাতীয় নারী দিবস: ৮ মার্চ
👉 জাতীয় শিশু দিবস : ১৭ মার্চ ।
👉পতাকা উত্তোলন দিবস : ২৩ মার্চ
👉গণহত্যা দিবস :২৫ মার্চ
👉স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস : ২৬ মার্চ
👉জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস : ৩১ মার্চ
সংগৃহীত

08/03/2022

নির্জনতার কবি বলা হয় কাকে??

Want your university to be the top-listed University in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

💗💗
ইনশাআল্লাহ আশা করি আমার স্বপ্নটাও এইভাবে একদিন পূরণ  হবে..!😍🥀
The beauty of chattogram university

Website

Address

Rangpur

Other Colleges & Universities in Rangpur (show all)
RANGPUR DENTAL COLLEGE RANGPUR DENTAL COLLEGE
Medical East Gate, Dhap
Rangpur, 5400

Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental care in North Bengal,Bangladesh.The college offers Bachelor in Dental Surgery degre...

Crezy lover Crezy lover
Rangpur

Notional University Notice Board Notional University Notice Board
Rangpur
Rangpur, 5440

Carmicheal college friends group Carmicheal college friends group
Rangpur

Information for college students

Rudonil Rudonil
Nilfamari
Rangpur, VIDEO

All

Md Ibrahim Islam Md Ibrahim Islam
Bocsipara
Rangpur, 615243

Islamic calcal

Moynul Store Moynul Store
Roki
Rangpur, MOYNULISLAMROKI

ফেসবুকে হাজারো বন্ধুর মাঝে প্রকৃত বন?

Hand note - hsc Hand note - hsc
Rangpur

ALL activities HSC + admission

Hanif Hanif
Rangpur

MD.Khushbu Alom Bd Official MD.Khushbu Alom Bd Official
Kurigram, Dhorla Briz
Rangpur, YES

Yes