Medi Aspirants

A helping hand for medical Aspirant's.

30/01/2024

ভর্তি পরীক্ষার লাস্ট উইকে যে যে টপিকস না রিভিশন দিলে/ যে যে কাজ না করলে , তুমি পরীক্ষা দিয়ে এসে নিশ্চিত আফসোস করতে পারো :-

• ফিজিক্স ( ইসহাক + তপন স্যার) + কেমেস্ট্রি( হাজারী নাগ + কবির স্যার) বইয়ের অনুশীলনীর এমসিকিউগুলো।

• ফিজিক্স বইয়ের চ্যাপ্টারের ভেতরের একক, মাত্রা, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, জানার বিষয়, অনুশীলনী এমসিকিউয়ের আগের সারসংক্ষেপ।

• কেমেস্ট্রি বইয়ের চ্যাপ্টারের ভেতরের একক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, টেবিলের ইনফোগুলো , বক্স এমসিকিউগুলো।

• বায়োলজি বইয়ের আগের বছরের ম্যাটে আসা টপিকসগুলোর দাগানো লাইনগুলো + বিগত বছরের বোর্ড প্রশ্ন।

• মাজেদা ম্যামের বইয়ের সারসংক্ষেপগুলো পড়ে যেতে পারলে কনফিডেন্স পাবা।

• বিগত ১০-১৫ বছরের বিসিএস + মেডিকেল ও ডেন্টাল অ্যাডমিশনের জিকে ইংলিশ প্রশ্নগুলো প্রাকটিস করা।

• মুক্তিযুদ্ধ সম্পর্কিত সকল বিসিএস+ভার্সিটি+ ম্যাট ড্যাট প্রশ্নগুলো পড়ে ফেলা।

• প্রতিদিন কমপক্ষে ২ টা করে ১০০ মার্কের পরীক্ষা দেয়া। কত মার্ক পাচ্ছো সেটা ফ্যাক্ট না, কোন ভুলগুলো হচ্ছে সেটাই ম্যাটার।

•টাইম মেইনটেইন করে ওএমআর সিট পূরন করার অভ্যাস তৈরি করা।

পরীক্ষা চলে এসেছে প্রায়, এখন আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নাই। তাই এতদিন কি করেছো, কি করলে ভালো হতো, এতো দুশ্চিন্তা না করে লাস্ট সপ্তাহের সবথেকে ভালো ইউজ করো।

22/01/2024

মেডিকেল অ্যাসপ্রিয়েন্টসদের জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট
' মডেল টেস্ট এক্সাম ব্যাচ '।

📚মোট পরীক্ষা: 15 টি

📙পরীক্ষার মাধ্যম: মেসেঞ্জার গ্রুপে সন্ধা 6 টায় পরীক্ষার লিংক দেয়া হবে। রাত ১০ টা পর্যন্ত এক্সাম দেয়া যাবে।

💸পরীক্ষার ফি: একদম ফ্রি।


সকল মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন।

এক্সাম গ্রুপে এড হওয়ার জন্য কমেন্টে পাঁচজন এডমিশন পরীক্ষার্থীকে মেনশন দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করুন।

📜পরীক্ষা শুরু হবে 24 জানুয়ারী থেকে।

🥁বিঃদ্রঃ এই এক্সাম ব্যাচ থেকে চান্স পেলে, তাদের জন্য বিশেষ গিফ্ট থাকবে।

Best of Luck to all...

মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্যগুলোর অবস্থান এবং ভাস্করের নাম মনে রাখার ট্রিকস|| Part-2||Important GK 24/12/2023

মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ মার্ক কমন থাকবে এই টপিকস থেকেই 🌝
দেখে ফেলো এখনই।

মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্যগুলোর অবস্থান এবং ভাস্করের নাম মনে রাখার ট্রিকস|| Part-2||Important GK মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্যের ভিডিও 1st part : https://youtu.be/uAve15XkcXAমেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটদে...

13/12/2023

এই ছকের ইয়াং গুনাঙ্কগুলো এভাবে মনে রাখতে পারো:
"নিলই 20"
নিকেল, লোহা, ইস্পাত- 20
তামা - তেরো( 12.6 তেরো এর কাছাকাছি)
পিতলে সব দশ( পাঁচ দ্বিগুনে দশ)
সিসার সি দিয়ে সিক্স (1.6)
কাচের চ দিয়ে চয়(6)

24/11/2023

উত্তাল সমুদ্র আর রেজাল্টের আগের রাতে কেউ নাস্তিক থাকে না। 😂

22/11/2023

মুক্তিযুদ্ধের সময়ে যে চারটি পদক দেয়া হয়, তা ক্রমান্বয়ে মনে রাখার ইজি ট্রিকস:
"সেরা উঠ বিক্রি প্রয়োজন "

সেরা = শ্রেষ্ঠ(৭ জন)
উঠ= উত্তম (৬৮)
বিক্রি= বিক্রম(১৭৫ জন)
প্রয়োজন= প্রতীক (৪২৬ জন)

তবে এই পদকগুলো বর্তমানে আর দেয়া হয় না।
বর্তমানে সাহসী এবং বীরত্বপূর্ন কাজের জন্য যে চারটি পদক দেয়া হয়, সেগুলো মনে রাখার ট্রিকস:
" সমরে চির দূর্জয়"

স= বীর সর্বোত্তম
ম= বীর মৃত্যুঞ্জয়
চির= বীর চিরঞ্জীব
দূর্জয়= বীর দূর্জয়

#মেডিজিকেbyMediAspirants

22/10/2023

বাড়ছে সরকারি মেডিকেলে সিটসংখ্যা।
4350 থেকে 5380 করা হচ্ছে মেডিকেল কলেজের সিট। 23-24 শিক্ষাবর্ষ থেকে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে বর্ধিত সিটে।
মেডি অ্যাসপ্রিয়েন্টসরা কেমন বোধ করছো?

07/10/2023

কোষ ও কোষের গঠনের ক্রোমোসোম সংখ্যার ছক মনে রাখার সবথেকে সহজ ট্রিকস।
ভালো লাগলে নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো। ❤

30/09/2023

ম্যালেরিয়া পরজীবীর টেবিল হ্যাকস!!
ভিডিওটা মনোযোগ দিয়ে দিয়ে দেখলে এই টপিকস দুইবার ভুল হবে না। ❤🔥

28/09/2023

রংপুর শহরের ভেতরে বাসায় বসে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেয়ার জন্য টিউটর লাগলে নক দিতে পারেন, অথবা পরিচিত কারো মেডিকেল অ্যাডমিশনের জন্য টিউটর প্রয়োজন হলে কমেন্টে মেনশন দিতে পারেন।
বিস্তারিত জানার জন্য ইনবক্স করতে পারেন।
ধন্যবাদ ❤

Photos from Medi Aspirants's post 27/09/2023

আসসালামু আলায়কুম, আদাব, নমস্কার।
আশা করি, তোমরা সকলে ভালো আছো।
এইচএসসি-২৩ ব্যাচের সব পরীক্ষা প্রায় শেষের পথে। পরীক্ষা শেষ হলেই সবার ভেতরে আলসেমি জেগে বসে, যার কারনে এই অ্যাডমিশন প্রিয়ডেও অনেকে সময়ের অপচয় শুরু করে দেয়।

সেকেন্ড টাইমাররাও বহুদিন যাবৎ কঠোর পড়াশোনার বাইরে আছো।

কিন্তু সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য, আমাদের প্রতিটা দিনে কিছু না কিছু পড়া কমপ্লিট করে রাখতেই হবে। তোমাদের এই এডমিশন প্রিয়ডে একটা রুটিন মেইনটেইন করা উচিৎ,যেটা তোমাকে তোমার টার্গেট সেট করতে সাহায্য করবে।

এরই পরিপ্রেক্ষিতে, Medi Aspirants গ্রুপের পক্ষ থেকে, আমার তত্ত্বাবধানে একটি এক্সাম ব্যাচ শুরু হচ্ছে 10 অক্টোবর থেকে। এই এক্সাম ব্যাচে এড হওয়ার ফলে, তুমি সম্পূর্ণ মেডিকেল সিলেবাস কমপ্লিট করতে পারবে মাত্র 2 মাসেই ( জিকে+ ইংরেজিসহ)। পাশাপাশি পেয়ে যাবে জিকে এবং ইংলিশের ১০ টি ফ্রি ক্লাস, মেডিকেল অ্যাডমিশন বেসড দাগানো বই, ট্রিকি নোট পিডিএফ সরবরাহ করা হবে এক্সামের আগে আগে। যেকোনো সমস্যা সমাধানের জন্য ডিসকাশন গ্রুপের ব্যবস্থাও থাকবে।
মোট এক্সাম নেয়া হবে 51 টা, প্রতিটা এক্সাম 40 মার্কের হবে। প্রতিটা এক্সামে যে যে প্রশ্ন থাকবে:
১। বইয়ের গুরুত্বপূর্ণ লাইনের প্রশ্ন
২। অনুশীলনীর প্রশ্ন
৩। পূর্ববর্তী বছরের মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন
৪। বোর্ড প্রশ্ন

এছাড়াও এক্সামের কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকলে, এক্সামের পরে বুঝিয়ে দেয়া হবে ।

এক্সাম শেষে মেডিকেলের মতো নেগেটিভ মার্কিং সিস্টেমে রেজাল্টশিট দেয়া হবে।

এতো সুযোগ সুবিধা দেয়ার পরেও, আমরা চাচ্ছি যেন আমাদের এক্সাম ব্যাচটা সবাই এফোর্ড করতে পারে।
একারনে এক্সাম ব্যাচটির ফি রাখা হয়েছে মাত্র ২৯৯ টাকা। তবে দুজন একসাথে ভর্তি হলে থাকছে 100 টাকা ডিসকাউন্ট। অর্থাৎ দুজন একসাথে ৫০০ টাকা পাঠানোর পরে দুজনকে এড করে নেয়া হবে।

তাই দেরি না করে দ্রুত তোমার বন্ধুকে নিয়ে যুক্ত হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচে।

এক্সাম ব্যাচে ভর্তির জন্য 01835353786 (Bkash) / 01641462014 (Nagad) নাম্বারে 299 টাকা(একজন)/500 টাকা (দুইজন) Send Money করতে হবে। টাকা পাঠানোর পরে Mithun Ghosh আইডিতে যে নাম্বার থেকে টাকা দিয়েছেন,তার লাস্ট চার ডিজিট ম্যাসেজ করে দিবেন।এরপর প্রাইভেট গ্রুপের লিংক দেয়া হবে,যেখান থেকে এড হতে পারবেন ।

সার্বিক তত্ত্বাবধায়নে:
মিঠুন ঘোষ(রংপুর মেডিকেল কলেজ)

22/09/2023

Medical Admission questions solve quiz class.
ক্লাসের টপিকস: জৈব রসায়ন-2
। কমেন্টে সঠিক উত্তর দাও এবং সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও।

ক্লাসের মাঝে কুইজের উত্তরদাতা এবং সেরা নোটকারীর জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার ।

20/09/2023

Medical Admission questions solve quiz class.
ক্লাসের টপিকস: জৈব রসায়ন
। কমেন্টে সঠিক উত্তর দাও এবং সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও।

ক্লাসের মাঝে কুইজের উত্তরদাতা এবং সেরা নোটকারীর জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার ।

12/09/2023

কিভাবে মুক্তিযুদ্ধের সময়ে ১১ টি সেক্টরে কোন কোন জেলা ছিলো সহজে মনে রাখবে?

১ নং সেক্টর: চট্টগ্রাম
পৃথিবীর সবচেয়ে বড়(১ নং) সমুদ্র সৈকত কোথায়?
-কক্সবাজার। কক্সবাজার কোন বিভাগে?
- চট্টগ্রামে।

২ নং সেক্টর: ঢাকা,নোয়াখালি,কুমিল্লা
'ঢাকা' শব্দে কতগুলো লেটার আছে?
- ২ টা।
ঢাকায় মাঝে পানি পানি জমে না?
পানি জমলে কি চালানো যায়?
- নৌকা
ন ➡️ নৌকা
ক ➡️ কুমিল্লা

৩ নং সেক্টরঃ হবিগঞ্জ, কিশোরগঞ্জ
ধরো, ৩ ‌টা ম্যাচের হকি সিরিজ হচ্ছে দুটো দলের মধ্যে।
হ ➡️ হবিগঞ্জ
ক ➡️ কিশোরগঞ্জ

৪ নং সেক্টরঃ সিলেট
চ দিয়ে চার, স টাকে চ দিয়ে উচ্চারণ করলেও ' চিলেট '

৫ নং সেক্টরঃ ময়মনসিংহ, সুনামগঞ্জ
পেঁসার মতো মুখ ‌( মনখারাপ অর্থে বলা হয়)
পঁ ➡️ পাঁচ নং সেক্টর
স ➡️ ময়মনসিংহ
মুখ ➡️ ময়মনসিংহ

৬ নং সেক্টরঃ ঠাকুরগাঁও, রংপুর
"৬ টা ঠাকুর "
ঠা➡️ ঠাকুরগাঁও
র➡️ রংপুর

৭ নং সেক্টরঃ রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া
"৭ দিনের রাজা পাবো"
৭ ➡️ ৭ নং সেক্টর
দিনের➡️ দিনাজপুর
রাজা➡️ রাজশাহী
পা➡️ পাবনা
ব➡️ বগুড়া

৮ নং সেক্টরঃ মুজিবনগর / মেহেরপুর
ধরো, মুজিবনগর শব্দ দুটোকে অর্ধেক ইংরেজি আর বাকি অর্ধেক বাংলাতে লিখলাম।
যেমনঃ Mujibনগর অথবা মুজিবNagar ।
কতগুলো অক্ষর পাচ্ছি?
- "৮"টা
আবার মেহেরপুরকে ইংলিশে 'Meherpur'লিখলে "৮‌" টা লেটার পাওয়া যায়।

৯ নং সেক্টরঃ খুলনা
খুলনার 'ন' দিয়ে মনে রাখবে 'নয়' নং সেক্টর।

১০ নং সেক্টরঃ শূন্য
১০ এ একটা ০ আছে, এই শুন্য দিয়ে মনে রাখবে কোনো জেলা নাই এই সেক্টরে।

১১ নং সেক্টরঃ টাংগাইল
এগারো শব্দটিতে 'গা' আছে, টাংগাইল শব্দতেও 'গা' আছে।

এভাবে খুব সহজে মনে রাখবে কোন সেক্টরে কোন জেলা ছিলো ।

এরকম আরো পোস্ট পাওয়ার জন্য কমেন্ট করো কেমন ছিলো টেকনেকগুলো।

🚫কপি করলে ক্রেডিট দিবেন।

Photos from Medi Aspirants's post 17/08/2023

সিলেট বোর্ড ,রাজশাহী বোর্ডের, ঢাকা বোর্ডের বাংলা ১ম পত্রের mcq উত্তর।
©Udvash

17/08/2023

SSC-24 এবং HSC-24 ব্যাচের পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী।

08/08/2023

HSC তে আইসিটি বিষয়ের মানবন্টন পরিবর্তন।
100 মার্কের পরিবর্তে 75 মার্কের পরীক্ষা হবে।
৮ টি সৃজনশীল থেকে ৩ টা উত্তর করতে হবে এবং ২৫ টি এমসিকিউ থেকে যেকোনো ২০ টি উত্তর দাগাতে হবে।

07/08/2023

তুমি কোন ব্যাচ? 🤧

19/07/2023

Important info 💥 🔥🔥কোন উদ্ভিদে কোন ধরনের ডিম্বক দেখা যায়ঃ-
♦️ঊর্ধ্বমুখী পাগল --->
🏮ঊ - ঊর্ধ্বমুখী
🏮পা - পানিমরিচ (বিষকাটালী), পান
🏮গ - গোলমরিচ

♦️নিম্নমুখী শিমুল --->

🏮নি - নিম্নমখী/অধোমুখী
🏮শি - শিম
🏮ম - মটরশুটি
🏮ল - ছোলা

♦️ পাপেই কষ্ট --->

🏮প - প্বার্শমুখী, পপি(আফিম)
🏮কষ্ট - ক্ষুদিপানা

♦️বক্রমুখী সকাল --->

🏮ব - বক্রমুখী
🏮স - সরিষা
🏮কাল - কালকাসুন্দা

15/07/2023

সেক্সলিংকড ডিসঅর্ডারগুলো মনে রাখার টেকনিকঃ
হিমু রাতে বহু টেস্টি ডাল ফ্রাই খায়।
হি = হিমোফিলিয়া
মু= মাসকুলার ডিসট্রফি
রাতে = রাতকানা
ব= বর্নন্ধতা
হু = হাইপারট্রাইকোসিস
টেস্টি = টেস্টিকুলার ফেমিনাইজেশন
ডাল = ডায়বেটিস
ফ্রাই = ফ্রাজাইল X সিনড্রম

খুব সহজে নেমোনিক দিয়ে ধাতব আয়ন শনাক্তকরণ||HSC Technique|| Medi Aspirants 27/06/2023

আয়ন শনাক্তকরণ শেখার সবচেয়ে সহজ টেকনিকস। 🎈✨

খুব সহজে নেমোনিক দিয়ে ধাতব আয়ন শনাক্তকরণ||HSC Technique|| Medi Aspirants

27/06/2023

মেডিকেল স্টুডেন্ট যখন প্রথমবার পেশেন্টের কাছে ডাক্তার ডাক শোনে 🥰

12/06/2023

ক্লাসরুমে স্যার ম্যামকে রেস্পেক্ট করে ব্যাকবেঞ্চের সবার সারাক্লাস মাথা নিচু করে রাখার যে ব্যাপারটা...👀👀

Photos from Medi Aspirants's post 08/06/2023

এইচএসসি -২০২৩ রুটিন প্রকাশিত....

31/05/2023

Pre Medical Course-23 Phase 1.
ক্লাসের টপিকস: গুণগত রসায়ন

সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং শেয়ার করে দাও।

ক্লাসের মাঝে কুইজের উত্তরদাতা এবং সেরা নোটকারীর জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার ।

31/03/2023

রিয়েক্টের মাধ্যমে জানিয়ে দাও তোমার উত্তরটা। 🤗

Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কোষ ও কোষের গঠনের ক্রোমোসোম সংখ্যার ছক মনে রাখার সবথেকে সহজ ট্রিকস।ভালো লাগলে নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো। ❤
ম্যালেরিয়া পরজীবীর টেবিল হ্যাকস!!ভিডিওটা মনোযোগ দিয়ে দিয়ে দেখলে এই টপিকস দুইবার ভুল হবে না। ❤🔥
Medical Admission questions solve quiz class. ক্লাসের টপিকস: জৈব রসায়ন-2। কমেন্টে সঠিক উত্তর দাও এবং সবাই বন্ধুদেরকে মে...
Medical Admission questions solve quiz class. ক্লাসের টপিকস: জৈব রসায়ন। কমেন্টে সঠিক উত্তর দাও এবং সবাই বন্ধুদেরকে মেনশ...
মেডিকেল স্টুডেন্ট যখন প্রথমবার পেশেন্টের কাছে  ডাক্তার ডাক শোনে 🥰
Pre Medical Course-23 Phase 1. ক্লাসের টপিকস: গুণগত রসায়নসবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং শেয়ার করে দাও। ক্লাসের মাঝে...
Pre Medical Course-23 Phase 1. ক্লাসের টপিকস: গুণগত রসায়নসবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং শেয়ার করে দাও। ক্লাসের মাঝে...
Botany (5,6) MAT Question Solve live Class
New year plans for Admission Candidates ...🌚💔
A human heart pumping outside the body 💓
When Dreams come true.. 🥳
Dream moments for every Medi aspirants 👨‍⚕👩‍⚕©Tanvir Ahad Joy

Telephone

Address

Radhaballav
Rangpur

Other Educational Consultants in Rangpur (show all)
Porag's Private Zone Porag's Private Zone
Mahimaganj
Rangpur, 5741

Welcome to my free class

Hsc English Preparatory  School Hsc English Preparatory School
Pandul Hazipara, Pandul , Ulipur, Kurigram
Rangpur, 5601

I am a teacher, a motivational speaker, a content creator and a social media marketer

A Rashid Sir Eureka Cadet coaching A Rashid Sir Eureka Cadet coaching
DC More
Rangpur, 5400

Let's learn English to make us worthy.

Sohoj Academy Sohoj Academy
Rangpur
Rangpur, 5350

Sohoj Academy is a E-learning platform in Bangladesh website Link: sohojacademy.com

Quantum Physics Solutions Quantum Physics Solutions
Rangpur, 5400

An Authentic, Academic and Admission Care( Related to Physics)

Rana cadet coaching Rangpur Rana cadet coaching Rangpur
Rangpur Zilla School More Register Office Related
Rangpur, 5402

HSC learning  Economics HSC learning Economics
Lalmonirhat
Rangpur, 213135

Nibir's ICT Nibir's ICT
Rangpur

ICT learning centre

Oracle BCS Rangpur Oracle BCS Rangpur
Chartola Mor, College Road, Rangpur
Rangpur, 5400

ওরাকল BCS রংপুর একমাত্র শাখা ওরাকল ভবন,কলেজ রোড,চারতলা মোড়, রংপুর মোবাইলঃ ০১৭১১-৩২৮২৪১

Maruf's English Maruf's English
Rangpur

Hello friends, peace be upon you. I'm Maruful Islam and I'm a freelance English teacher.

Nucleus Biology Club Nucleus Biology Club
Radhaballav
Rangpur, 5400

"সংস্পর্শেই সাফল্য"