Acb tonmy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Acb tonmy, Camera/Photo, Rangpur.
ফিরবো না আর কোনো দিনও
তোমার একদিন হয়তো ঠিকই মনে পড়বে আমারে
সেই দিন হয়তো আমি থাকবো না তোমার মাঝে।।।
সেদিন হয়তো তুমি আমারে চাইবে কিন্তু
পাবে না একবারও আমারে।।।
সেই দিন হয়তো তোমার চোখের জলে ভেসে যাবে
তবুও আমি আর ফিরবো না তোমার মাঝে।।
য়ে আমি শত দিন অপেক্ষা করেও পাইনি তোরার দেখা
সেই তুমি আমার কাছে আসতে চাইবে তবুও পাবে না একবারও আমারে।।
তুমি একদিন ঠিকই সমস্ত দুঃখ -কষ্ট ভুলে
গিয়ে সুখে থাকবে সবার মাঝে।।।
সেদিন ও আমি ফিরবো না তোমার মাঝে।।।
তুমি আমারে ভুলে গিয়ে ঠিকই অন্যের সাথে সুখে থাকবে।।
কিন্তু আমি পারবো না তাই আমি আজ অনেক দুরে-
যেখানে একাই হাসি একাই কাদি আর একাই থাকি একাকিত্ব সময় পার করি।।
আমি আর ফিরবো না কোনদিনও তোমার মাঝে।।।।।
তুমি মৃত্যু চেও
তবুও দূরত্ব চেও না!
তুমি ফুল চেও
তবুও ভুল বুঝো না!
তুমি আকাশ চেও
কিন্তু— উড়ে যেও না!
তুমি আমার মৃত্যু চেও
তবুও কখনো দূরত্ব চেও না!
আলো
পুরা আকাশ ঝকঝকে তারাই ভরা
তারার আলোই ঝকমকে পুরা আকাশ।।
আমি খুশিতে বসে আছি সেই তারাদের নিচে
নিভে গেলো সমস্ত তারা-
কালো হলো পুরা আকাশ তবুও
আমি বসে ছিলাম সাধুর বেশে।।।
আমি নিস্তব হয়ে বসে ছিলাম পুরা রাত
আাসায় ছিলাম কেউ আসবে বলে,,,
তবুও একটুও আলো নিয়ে কেউ
আসলো না মোর পাশে।।।
সেইদিন বুঝেছিলাম এই ধরায় কেউ কাহারো নয়।।
আপন শুধু তোমার ওই হ্নদয় খানি।।।
আর মাএ কিছু দিন বাকি
আর মাএ কিছু দিন বাকি
তারপর জীবনটা পেরাময় কালো ধোঁয়াসা হয়ে যাবে।।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর জীবন থেকে রঙিন নামক জিনিসটা হারিয়ে যাবে থাকবে শুধু সাদা -কালো।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর মুখে থাকবে না কোনো হাসি আর না থাকবে কোনো কান্না থাকবে শুধু নিস্তবতার কালো বাতি।।।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর এই পৃথিবীতে আমি হয়ে যাবো একাকি থাকবে না কেহ মোর পাশে থাকবে শুধু মোর হৃদয় ও খানি।।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর বুঝতে চলতেছি আমি নামক কতটুকু মুল্যহীন প্রাণী,
এই সমাজ আমায় বুঝিয়ে দিবে এই জীবনটা কত কঠিন।।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর সমস্ত স্বপ্ন পড়ে রবে হৃদয় খানিতে করতে পারবো নাকো পুরণ কোনো দিনও এই পৃথিবীতে।।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর জীবনকে রঙিন করে সাজাতে চেয়েও পারবো নাকো সাজাতে।।।।
আর মাএ কিছু দিন বাকি
তারপর আমি হয়ে যাবো এই মহাশূন্যের বাজপাখি।।।।।
(acb)
কথা হয় দুরে দুরে,,,
দেখা হয় রাস্তার ধারে,,,
তবুও কেন তোমার কথা মনে -
হইলে এতো মায়া লাগে।।।।
যাওয়ার পথে হয় যে দেখা,,
আসার পথে হয় য়ে দেখা,,
হয় না তেমন কথা।। তবুও কেন
জানি তুমি আমার এই হৃদয়ে গাথা।।।
তোমার মায়াবতী মুখ খানি দেখলে লাগে অনেক ভালো,,
তুমি যখন আমার দিকে চেয়ে একটু খানি হাসো তখন আমি হয়ে য়াই ডানাহীন পাখি।।।।।
রাস্তার পাশ দিয়ে য়াচ্ছি আমি একা একা
তোমার সাথে হলো দেখা-
তুমি বল্লে একা কেনো---বল্লাম আমি
কেউ নাই পাশে তাই যাচ্ছি আমি একা একা।।
তারপর একটা হাসি দিয়ে চলে গেলে আমার পাশ দিয়া,,,
আমিও একটা হাসি দিয়ে চলে আসলাম তোমায় ছাড়িয়া।।।
আমার মাথার চুল নয় বড় নয় ছোট তবু্ও আমি তোমার কাছে অভদ্র।।
তোমারি কাছে আমি অভদ্র হয়ে থাকতে চাই না,,আমি চাই তোমারি মনে থাকতে তাইতো আজ আমি তোমারি সামনে।।
অভদ্ররা মাথায় থাকে জাকরা চুল, খায় সিগারেট, বিরক্ত করে মেয়ে দের এগুলোর তো তো কোন টাই আমার নাই
তাহলে কেমনে হইলাম আমি অভদ্র।।।।
তোমার সাথে আমার হলো না কথা,,,হইলো না মনের মিল তবুও কেন আমি তোমার মোহে বাধা।।।।
ও গো সন্ধানী তুমি ভেবে নাকো আমায় অভদ্র।।।
ওগো সন্ধানী কবে তোমার সঙ্গে হবে দেখা,,, হবে কথা সেই ক্ষণিকের অপেক্ষায়।।।।
আমি রব তোমারি অপেক্ষায় যতদিন বেচে রব এই ধরায়।।
আমি নইকো ভদ্র নইকো অভদ্র কিন্তু তোমার ছোয়ায় আমি হয়ে যেতেও পারি ভদ্র।।।।
ও গো সন্ধানী তুমি ভেবো নাকো আমায় অভদ্র।।।
তোমাকে দেখলেই দুর হয়ে যায় সব ক্লান্তি
তুমি যখন কথা বলো তখন আমি হয়ে যাই উদাসীন পাখি।।।
তুমি তো বুঝতেই পারো না য়ে আমি তোমাকে ভাবি আমারি হৃদয় খাঁচার পাখি।।।।
আমি তো থাকবো তোমারি অপেক্ষায়,,, তুমি কবে বলবে ভালোবাসি তোমায়।।।।
তুমি হয়তো রবে সেই ভরা জোয়ারের মাঝখানে সেইদিন
আমি হয়তো থাকবো তোমার অজনা কোনো এক দেশে।।।।
সেইদিন হয়তো চাইবে আমারে কিন্তু সেই দিন চাইবো না আমি তোমারে।।।।
দেশকে কে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে।।।।।
নিজের মনুষ্যত্ব কে জাগিয়ে তুলতে হবে।।।।।
দেশে জন্য কিছু করতে চাইলে আগে নিজেকে দেশের জন্য ত্যাগ করতে হবে।।।।।।
নিজের জন্য কিছু আশা করা যাবে না।।।।।
তুমি হয়তো রবে না চিরকাল এই পৃথিবীর বুকে তবুও চির সরণীয় হয়ে থাকবে সবার মাঝে।।।।।
কর্মেই তোমাকে চির সরণীয় করে রাখবে সবার মাঝে।।।।
জীবনের সবচেয়ে বড় সার্থকতা মরে গিয়েও এই পৃথিবীর বুকে অমর হয়ে থাকা।।।।
সরণীয় হতে কিন্তু সবাই পারে না।।। সেটার জন্য নিজেকে ত্যাগ করতে হয়,,সংগ্রাম করতে হয়,,হাজারো কষ্টের মাঝে বেঁচে থাকতে হয়।।।।।
বাংলাদেশ ও বঙ্গবন্ধু
হে নেতা তোমার আদর্শ বুকে ধারণ করতে পারি নাইকো মোরা।।
শুধু পেরেছি তোমার দেওয়া স্বাধীন রাষ্ট্রের মধ্যে ভক্ষণ করা।।
আমরা গড়তে পারি নাই তোমার স্বপ্নের সোনার বাংলাদেশ।।
তোমার দেওয়া সেই স্বাধীন রাষ্ট্রে আজ দুনীতি বাজে ভরা।।
আমরা পারি নাইকো তোমার স্বপ্ন পুরন করতে হয়ে গেছি ব্যর্থ।।।
কত না ত্যাগ শিকার করে তুমি দিয়েছিলে এই দেশ আমাদের উপহার।।।।
আর কত না তোমার স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলায় পরিণত করার।।।।।
কিন্তু তোমার স্বপ্ন পুরন করতে পারলাম নাকো আজও এখন দেশেই বেড়েই চলছে দুনীতি বাজের সংখ্যা।।
যেখানেই যাও সেখানেই আজ দুনীতিতেই ভরা।।।
দেশে আজ বড়লোক দের নিয়তি আর গরীব দের শুধুই আকুতি।।।
আমরা পারি নাইকো তোমার আদর্শ বুকে ধারণ করে এই সোনার বাংলাদেশকে গড়তে।।
আজ আমরা ব্যর্থ
পহেলা বৈশাখ তুমি এলে এক নতুন সাজে।।।
দেখতে দেখতেই কেটে গেলো আগের কার বছর খানি।।।
কত না স্মৃতিতে জরানো ছিলো সেইসব কার দিন গুলি।।।
কত না হাসি-কান্না,আনন্দ-বেদনা এর মধ্যে কেটে গেলো সেই সব দিন গুলি।।।।
বুঝলামে না কিভাবে ১৪২৮ গেলো আমাদের ছাড়ি।।।
ফিরবে না হয়তো সেইসব দিনগুলি কিন্তু স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে আজীবন।।।।
শত দুঃখ-কষ্ট বুকে চাপা রেখে তবুও হাসি মুখে বিদায় জানাচ্ছি ১৪২৮ কে 😭😭😭
১৪২৯ এর শুরুতেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা 🌷🌷
এই নতুন বছরে সবার জীবন সুস্থও সুন্দর ভাবে কাটুক।।।
সবাই আমার জন্য আর্শিবাদ/দোয়া করবেন যাতে পুরা বছর সুস্থ ও সুন্দর ভাবে কাটাতে পারি।।।।
আবারও ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে জানাচ্ছি
🌷🌷 শুভ নববর্ষ 🌷🌷
হারিয়ে যাওয়া কিছু স্মৃতি
খুবই মনে পরে শৈশবের সেই সব দিন গুলি।।।
তাই তো একা মনে ভাবি শুধু সেই সব আগের কার দিন গুলি।।।।
ফিরে তো পাবো না জানি তবুও মনটা ফিরে পেতে চায় সেইসব দিন গুলি।।।।
মনটা বড়ই বেহায়া।।।।।
শৈশবের দিন গুলি ছিলো কত আনন্দময় কত সুখ এ ভরা।।।
সবুজেই ঘেরা গ্রামটা দেখতে দেখতেই কেটে যাইতো বেলা।।।
কত খেলছি খেলাধুলা আর দুষ্টুমিতেই ভরা।।।
পুকুরে একসাথে গোসল করা আর কত কিছুর মজা।।।
গ্রীষ্মকাল আসলে তো আর কথাই নাই আম,জাম,কাঠাল,লিচু আরো কত কিছুর ফলের মেলা।।।।
বর্ষাকাল আসলেই মাছ ধরা আর লুডু খেলার কত মজা।।।।
শীতের সন্ধ্যায় সবাই একসাথে বসে আগুন পোয়াতাম আর কত গল্প আর ফাজলামোর কথা শুনতাম।।।।
এখন আর কিছুই খুজি পাই না সেই সব এর দিন গুলির মতোন।।।।
এখন বড়ই লাগে একা একা।।।
Miss u sei sb din gulo
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Rangpur, 5470
This page only for update news. you can get here everyday nation and international update news. I will try to my best
Rangpur, Khulna
Rangpur
Photography is a way of feeling, of touching, of loving. What you have caught on film is captured forever… It remembers little things, long after you have forgotten everything.
Haragach
Rangpur, 5441
Marketing graduate with highest exam results in class and a passion for embarking on a long and succ