Shafi Concept Classes
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shafi Concept Classes, Camera/Photo, Gaibandha, Rangpur.
আপনি কোথায়?
উত্তর: বাংলাদেশে।
⭕ বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।
⭕ এশিয়া কোথায়?
উত্তর: ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে।
⭕ পৃথিবী কোথায়?
উত্তর: ৩০০কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে।
⭕ সৌরজগৎ কোথায়?
উত্তর: এক হাজার কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ট্রিলিয়ন বা ৫৭০,০০,০০,০০,০০,০০,০০,০০০ মাইল ব্যাপী মিল্কিওয়ে নামক গ্যালাক্সিতে।
⭕ এই মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা ৪০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে!
⭕ গ্যালাক্সি ক্লাস্টারটা আবার কোথায়?
উত্তর: এরকম অনেক গুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে।
⭕ এই সুপার ক্লাস্টার আবার কোথায়?
উত্তর: অনেক গুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে।
⭕ সেটা আবার কোথায়?
উত্তর: অনেকগুলো সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এভাবে চলতেই থাকবে... চলতেই থাকবে...!!!
⭕ এটাই কি মহা-বিশ্বের পরিসীমা?
উত্তর: মোটেই না! মাত্র .০১%বলা হয়েছে; বাকি ৯৯.৯৯%বিজ্ঞানীরা চিন্তাও করতে পারছেনা...!!!
সূএ : American NASA.....
""" আর এ সকল কিছুই রয়েছে আল্লাহ্ তায়ালার আরশের নিছে। সেই আল্লাহ্ কত বড়????
কোরআন শরিফে আছে প্রথম আসমান থেকে ২য় আসমানের দূর ত্ত ৫০০ বছরের রাস্তা। তাহলে মহান আল্লাহপাক আছেন আরশে আজিমে ৭ম আসমানের উপরে, মানে মাটি থেকে ৩৫০০ বছরের রাস্তা হলো ৭ম আসমান তারপর আল্লাহ পাকের আরশে আজিম। আর ৭ম আসমান থেকে আল্লাহপাকের আরশ কত দূরে এটা মহান আল্লাহ ছাড়া জিবরাইল আঃ তো দূরের কথা কোন ফেরেশতাও জানে না।
আমরা আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
আমাদের অপরাধ সমূহ আল্লাহ্ মাপ করুন।
আমাদের জান্নাতের উপযোগী করে মরন দিয়েন, এই প্রার্থনা রব তোমার কাছে।।
আমীন।
Vocabulary শিক্ষা ---
1. Anytime - যেকোনো সময়।
2. Anyway - যেকোনো ভাবে।
3. Anyone - যে কেউ।
4. Anything - যেকোনো জিনিস।
5. Anywhere - যেকোন স্থানে।
6. Anyhow - যেকোনো ভাবে।
7. Anybody - যে কেউ।
8. Any - যেকোনো।
9. How to - কিভাবে।
10. What's mean - মানে কি।
11. I am strange - আমি অবাক।
12. How strange - অদ্ভুত।
13. Don't see - দেখো না।
14. Let's go - চলো যাই।
15. Every morning - প্রত্যেক সকালে।
One more time (আরেকবার)
🗣️Try one more time.
আরেকবার চেষ্টা কর।
🗣️Learn one more time.
আরেকবার শিখ।
🗣️Think one more time.
আরেকবার ভাব।
🗣️See one more time.
আরেকবার দেখ।
🗣️Read one more time.
আরেকবার পড়।
🗣️Write one more time.
আরেকবার লিখ।
🗣️Tell him one more time.
তাকে আরেকবার বল।
🗣️Eat one more time.
আরেকবার খাও।
🌹🌹আমার নিজের লেখা কবিতা ♥️
💸 ঘুমন্ত টাকা 💸
শাফি নূর রহমান সম্রাট ....
কাজের মাধ্যমে প্রকাশ পায়,
মানুষের দক্ষতা ।
দানের মাধ্যমে প্রকাশ পায়,
মানুষের সততা
সতত হে টাকা 💸 তুমি ,
দাওনা মোদের ধরা ।
যাদের হাতে দাও ধরা ,
সেই সর্বে সর্বা ।
যখন তুমি নিঝুমাকারে
থাকো ধনীর ঘরে ,
গরীব তখন 😭 কেঁদে মরে যে
হাহাকার 🥺, অনাহারে ।
গরীব তখন কেঁদে 😭বলে হায়
টাকা তুমি এত বেইমান কেন ,
আসো না মোর সনে ।
তোর জন্য মরছি রে
তুই বেইমান, তুই অহংকারী
দেখা দিবি বল মোরে ।
সকল দিকে কষ্ট মোদের
টাকা তুমি থাক ঘুমিয়ে,
ধরা দাওনা মোদের তুমি
মোরা গরীব বলে ।
টাকা মোদের কাছে ঘুমন্ত তুমি
ধনীর কাছে ময়লা ,
ভিখারির কাছে সোনা তুমি
রাজার কাছে কয়লা।।।।।।
..... যদিও আসো ....
শাফি নূর রহমান সম্রাট ...
গ্রামের এক সুন্দরী নারী
নাম ছিল তার রমনী ,
তার সাথে ভাব করতে
ছেলেরা আসতো যখন তখনি ।
রমনী ছিল খুবই সৎ
বাবা গেছে মারা ,
কষ্টে তাহার সংসার চলে
মা -থাকতে মা মরা ।
মায়ের ছিল খুবই অসুখ
হাতে ছিল না কড়ি ,💸
রমনী শুধু ভেবে মরে হায়
কী থেকে কী করি ।
একদিন দেখল মায়ের মরা মুখ
দেখতে পেল না সুখের আসা ,
একা একা জীবন চলে
জীবন তাহার ফাঁকা ।
মহিলারা বলে রমনীরে
চল যাই কাজে চলে ,
কাজ করে অর্থ আসলে
সুখ দেখা দিবে কোলে ।
কাজে গিয়ে মরল রমনী
দেহ মাটিতে পড়ে ,
গ্রামবাসী রা নিয়ে গিয়ে লাশ
দাফন করল গোড়ে ।
"সুখের জন্য এত কিছু করা
দেখতে পেল না সুখ ,
দেহ তাহার পূর্ণ হলো
কষ্ট,তাপ আর দুখ।।।।।।।।।
Parts of speech.....
of speech help to understand the uses or functions words and how different words can make a meaningful sentence.
There are Eight types of parts of speech.
Noun
Pronoun
Verb
Adverb
Adjective
Preposition
Conjunction
Interjection
Noun
Name of anything like person, animal, place, thing, abstract, idea, action, state or quality is called Noun.
যেকোন ব্যাক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ-গুণ, ইত্যাদির নামকে Noun বলে।
Examples:
Maria, Girl, Dhaka, Book, Teacher, Water, Honesty, Happiness, Family, Sleep, Death, etc.
In Sentence: (Bold words are noun)
A boy is coming towards us.
Sarah is a pretty girl.
The sun shines in daytime.
Education removes darkness.
Poverty is curse.
Function of Noun:
Noun plays the role in a sentence as subject of a verb or object of a verb or both subject and object of a verb.
Classification of nouns:
Noun can be classified into five categories:
Proper noun
Common noun
Collective noun
Abstract noun
Material noun
i. Proper Noun:
Proper noun is the name of some particular person, place or thing.
Example:
Dhaka is the capital of Bangladesh. ( Dhaka is the name of a particular capital)
Sunny is a smart boy. ( Sunny is the name of a particular boy)
Rimi is a clever girl. (Rimi is the name of a particular girl)
Proper noun always starts with capital letter.
ii. Common Noun:
Common noun is a noun that is not the name of a particular thing or class but that represents one or all of the members of that class or thing.
A common noun can be preceded by articles (a, the).
Examples:
Sunny is a smart boy. (Here boy is common noun while Sunny is a proper noun)
Rimi is a clever girl. (Here girl is common noun while Rimi is a proper noun)
Examples without sentence:
People: boy, girl, mother, father, baby, child, teacher, student, man, woman, etc.
Things: book, table, computer, pen, pencil, etc.
Animals: bird, dog, cat, cow, goat, wolf, tiger, etc.
Place: city, country, state, capital, beach, forest, etc.
iii. Collective Noun:
A collective noun is the name of a collection or number or group of things or persons taken together and considered of as one whole.
Example:
- The navy is ready for the voyage.
- Public was not aware of the incident.
- The proposal was approved by the cabinet.
Example without sentence:
Crowd, class, army, mob, gang, team, jury, family, herd, committee, audience, council, public, navy, cabinet, group, company, society, troupe, corporation, senate, faculty, board, etc.
iv. Material Noun:
A material noun is the name of material, substance or ingredient of something.
Such as iron, steel, copper, gold, coal, silver, milk, water, tea, sugar, wheat, etc.
Example:
- The necklace is made of gold.
- The cow gives us milk.
- Give me a cup of tea.
v. Abstract Noun:
An Abstract Noun is usually the name of a quality, action, state or concept.
Abstract nouns are the names of such things that can’t be touched, tested, smelt or heard.
Such as:
Quality- honesty, beauty, bravery, wisdom, heroism, stupidity, darkness, kindness, goodness, brightness, etc.
Action- Judgment, movement, laughter, hatred, theft, etc.
State- Childhood, boyhood, youth, death, poverty, slavery, sickness, sleep, etc.
The names of Arts and Science such as grammar, chemistry, physics, music, etc. are also abstract noun.
Pro-noun
A Pronoun is a word that is used instead of a noun-equivalent. It is the replacement of noun.
Pronoun সাধারণত Noun বা Noun এর সমতুল্য কিছুর পরিবর্তে বসে। ইহা Noun কে প্রতিস্থাপন করে।
Common pronouns are I, me, he, she, him, his, her, they, them, it, we, us, etc.
Example:
- She is a pretty girl.
- His contribution is appreciable.
- They are unbeatable.
- This job is done by them.
Role of Pronoun in a Sentence: Pronouns are usually short words and they are used to make sentences less cluttered and less repetitive
proverbs...
Grasp all lose all
অতি লোভে তাঁতি নষ্ট
Ill got, ill spent
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়
While there is life, there is hope
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ
Patience has its reward
সবুরে মেওয়া ফলে
Where there is a will, there is a way
ইচ্ছা থাকিলেই উপায় হয়
Too much cunning overreaches itself
অতি চালাকের গলায় দড়ি
Pride goeth before destruction
অতি দর্পে হতা লঙ্কা
Too much courtesy, too much or full of craft
অতি ভক্তি চোরের লক্ষণ
Care killed the cat
অতি যত্নে মরণফাঁদ
Kill the goose that lays golden eggs
অতি লোভে তাঁতি নষ্ট
Too much cooks spoil the broth
অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
Seeing is believing
আগে দর্শনদারি, পরে গুণবিচারি (দর্শনেই বিশ্বাস)
Half a loaf is better than no loaf
নাই মামার চেয়ে কানা মামা ভালো
As you sow so you reap
যেমন কর্ম তেমন ফল
As you brew, so you drink
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়
To try to hush something up, when it already known to many
শাক দিয়ে মাছ ঢাকা
A rolling stone gathers no mass
স্থির না হলে উন্নতি হয় না
Death defies doctors
মরণকালে ঔষুধ নাই
Every dog is a lion at home
আপন গাঁয়ে কুকুর রাজা
Familiarity breeds contempt
অধিক মাখামাখিতে মান নষ্ট
Fine words butter no parsnips
মিষ্টি কথায় চিঁড়ে ভিজে না
Necessity knows no law
অভাবে স্বভাব নষ্ট
All's well that ends well
সব ভাল যার শেষ ভাল তার
The shaft once shot does not return
হাতের ঢিল ছুড়লে আর ফেরে না
One does not know whether to laugh or weep
হাসিও পায় কান্নাও পায়
To lead the life of a dog
হীন অবস্থাতে দিন কাটানো
Run before one can walk
হেলে ধরতে পারে না, কেউটে ধরতে চায়
He is no chicken
সে কচি খোকা নয়
Peace is more covetable than physical comforts
সুখের চেয়ে স্বস্তি ভাল
To feel ill at ease
সুখে থাকতে ভূতে কিলায়
He runs with the hare and hunts with the hounds
সাপ হয়ে কাটে, আর ওঝা হয়ে ঝাড়ে
They see eye to eye with one another
সব শিয়ালের এক রা
Cheap and nasty
সস্তার তিন অবস্থা
Cheap goods are dear in the long run
সস্তার তিন অবস্থা
To think twice
সাত-পাঁচ ভাবা
A bad workman quarrels with his tools
নাচতে না জানলে উঠোন বাঁকা
A barking dog never or seldom bites
যত গর্জে তত বর্ষে না
Any food is good enough when there is a famine
অকালে কী না খায়
He who is born in misfortune stumbles as he goes
অদৃষ্টে করলা ভাতে, বিচি কচকচ করে তাতে
To beat about the bush
অন্ধকারে ঢিল মারা
Day and night are alike to a blind man
অন্ধের কিবা রাত্রি কিবা দিন
Waste not, want not
অপচয় কোরো না অভাবে পোড়ো না
A woman's weapon is her tongue
অবলার মুখই বল
Money is the root of all evils
অর্থই অনর্থের মূল
A friend in need is a friend in deed
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু
The pen is mightier than the sword
অসির চেয়ে মসীর শক্তি বেশি
Love is the best virtue
অহিংসা পরম ধর্ম
Bright gem in a dark cave
আঁধার ঘরের মানিক
Ill weed's grow apace
আগাছার বাড় বেশি
To play with fire
আগুন নিয়ে খেলা করা
Charity begins at home
আগে ঘর তারপর পর
Lydford law
আগে ফাঁসি তার পর বিচার
A king today is a beggar tomorrow
আজ বাদশা কাল ফকির
To pull the wires
আড়ালে থেকে কল টেপা
To be up and doing
আদা জল খেয়ে লাগা
The cobbler must stick to his last
আদার ব্যাপারীর জাহাজের খবর কেন?
To burn one's house to frighten away the mice
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
Oil your own machine
নিজের চরকায় তেল দাও
To dig one's own grave
নিজের পায়ে নিজে কুড়াল মারা
To hoist with one's own petard
নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়া
Even a fool known his business
নিজের (আপনার) ভালো পাগলও বোঝে
Respect yourself that you may be respected by others
আপনার মান আপনার কাছে
Self-preservation is the first law of nature
আপনি (নিজে) বাঁচলে বাপের নাম
To the pure all things are pure
আপনি (নিজে) ভাল তো জগৎ ভাল
You cannot make a silk purse out of a sow's ear
আমড়া গাছে আম হয় না
One step forward, two-steps backward
এক পা এগোই তো সাত পা পিছোই
Cut your coat according to your cloth
আয় বুঝে ব্যয় করা
The spoilt child of a rich parent
আলালের ঘরের দুলাল
Interest is sweeter than the principal
আসলের চেয়ে সুদ মিষ্টি
Tit for tat
ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
To be quick to occupy
উড়ে এসে জুড়ে বসা
One doth the scath and another hath the scorn
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
To cast pearls before swine
উলুবনে মুক্তা ছড়ানো
Small seeds, great harvests
উনো বীজ, দুনো ফসল
Precocious child or Enfant terrible
এঁচড়ে পাকা ছেলে বা মেয়ে
In at one ear and out at the another
এক কান দিয়ে ঢোকে, আর এক কান দিয়ে বেরোয়
Birds of the same feather
একই গোয়ালের গরু
To kill two birds with one stone
এক ঢিলে দুই পাখি মারা
United we stand, divided we fail
একতায় উত্থান, বিভেদে পতন
One swallow does not makes a summer
এক মাঘে শীত যায় না
To blow hot and cold in the same breath
এক মুখে দুই কথা বা দুরকম কথা
Scatter with one hand, gather with two
এক হাতে ছড়াও, দুই হাতে কুড়াও
It takes two to make a quarrel or battle
এক হাতে তালি বাজে না
To fall between two stools
একুল-ওকুল দুকুল গেল
His stars are now in the ascendant
এখন তার একাদশে বৃহস্পতি
The sin is past all atonement
এ পাপের প্রায়শ্চিত্ত নেই
A cat has nine lives
কই মাছের প্রাণ বড়ই শক্ত
To have one foot in the grave
কখন আছি, কখন নাই
To exact to the last penny
কড়ায় কণ্ডায় আদায় করা
You will know now what's what
কত ধানে কত চাল বুঝবে
Fools rush in where angels fear to tread
হাতি ঘোড়া গেল তল, পিপড়া বলে কত জল
The master's will is law
কর্তার ইচ্ছাই কর্ম
Slow to work but quick to eat
কর্মে কুড়ে ভোজনে দেড়ে
No pains no gains or No sweat, no sweet or No cross, no crown
কষ্ট ছাড়া কেষ্ট মেলে না
To be spoiled in early youth
কাঁচা বাঁশে ঘুণ ধরা
To set a thief to catch a thief or Like cures like
কাঁটা দিয়ে কাঁটা তোলা
A square peg in a round hole (An Impossibility)
কাঁঠালের আমসত্ত্ব
To swallow the bait
কাকে কান নিয়েছে শুনে কাকের পিছনে ছোটা
One raven will no pluck another's eyes
কাকের মাংস কাকে খায় না
Out of sight, out of mind
কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন
Beggars on horseback will ride to the devil
কাঙালের ঘোড়া রোগ
Busy about nothing or No work, no leisure or It is all bustle
কাজও নাই, কামাইও নাই
Get rid of one who has served the purpose
কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজী
To add insult to injury or To rub in
কাটা গায়ে নুনের ছিটা দেওয়া
Nero fiddles while Rome burns
কারও পৌষ মাস, কারও সর্বনাশ
No smoke without fire
কারণ বিনা কার্য হয় না
Necessity never makes a bargain
কিনতে ছাগল বেচতে পাগল
Give him an inch and he will take an ell
বানরকে নাই দিলে মাথায় ওঠে
Habit is the second nature
কুকুরের পেটে ঘি সয় না
He that will steal an egg will steal an ox
কুটো চুরি করতে করতেই কুলো চোর হয়
It is hard to sit at Rome and strive with the Pope
কুমীরের সঙ্গে বিবাদ করে জলে বাস
Better alone than in bad company
কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভালো
From the frying pan to the fire
কেঁচো খুঁড়তে সাপ
Let us wait to see the conclusion
কোথাকার জল কোথায় দাঁড়ায়
It is a pity he is good for nothing (Ne'er-do well)
যার কোন গুণ নাই তার কপালে আগুন
Hunger is the best sauce
ক্ষুধা পেলে বাঘে ধান খায়
To enjoy a life of ease
খাই দাই ডুগডুগি বাজাই
Piece-work is ill-paid
খুচরা কাজের মজুরি নাই
Good news is good, if it is proves false
খুশ খবরের মিথ্যাও ভাল
To mend nature or Fools rush in where angels fear to tread
খোদার উপর খোদকারি করা
Nobody listens to the advice of an ordinary man, however good it may prove in the long run
গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়
To rob Peter to pay Paul
গরু মেরে জুতা দান
Practice makes perfact
গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন
To count one's chickens before they are hatched
গাছে কাঁঠাল গোঁফে তেল
You cannot make a man of an ass
গাধা পিটে ঘোড়া হয় না
Whoever calumniates his preceptor is damned
গুরুনিন্দায় অধোগতি
To water the top of a plant after laying the axe to its root
গোড়া কেটে আগায় জল দেওয়া
Blossoms in the dust or Musk in a kennel
গোবরে পদ্মফুল
Beggars must not be choosers
গ্রাম নাই তার সীমানা
A burnt child dreads the fire or Once bitten, twice shy
ঘর-পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় পায়
Wash one's dirty linen in public
ঘরের কেচ্ছা বাইরে গাওয়া
Labour of Love or To work for others without remuneration
ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়ানো
You must not see things with half an eye
ঘুঘূ দেখেছো, ফাঁদ দেখনি
Coquetry under the guise of modesty
ঘোমটার ভিতর খেমটার নাচ
All that glitters is not gold
চকচক করলেই সোনা হয় না
There is no unmixed good
চাঁদেও কলঙ্ক আছে
Every man is for himself
চাচা আপন প্রাণ বাঁচা
A tempest in a tea-pot
চায়ের কাপে তুফান
The pot calls the kettle black
চালনী বলে ছুঁচ তুমি কেন ছেদা
A scalded dog fears cold water
চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে
Nothing like stealing if it goes undetected
চুরি-বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা
To attract pointed attention towards
চোখে আঙুল দিয়ে দেখানো
To see sparks before the eyes
চোখে সর্ষেফুল দেখা
The devil would not listen to the Scriptures
চোরে না শোনে ধর্মের কাহিনী
To rob the robber
চোরের উপর বাটপাড়ি
To cut off one's nose to spite one's face
চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া
Rogues supplant justice
চোরের মার বড় গলা
To revile or abuse to one's heart's content
চৌদ্দ পুরুষ উদ্ধার করা
Don't nag me, and leave me in peace
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
Child's plaything
ছেলের হাতের মোয়া
To big a talk for a child
ছোট মুখে বড় কথা
Nothing succeeds like success
জয়কালে ক্ষয় নাই
Be mindful of your wife, kine and paddy
জরু, গরু, ধান, তিন রাখে বিদ্যমান
Between two fires or Between the devil and the deep sea
জলে কুমীর, ডাঙায় বাঘ
God never sends mouths, but He sends meat
জ্বীব দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি
An old bird is not caught with chaff
ঝানু লোক বোকা বনে না
To teach the guilty a lesson by railing at the innocent
ঝিকে মেরে বৌকে শেখানো
Strike the iron while it is hot
ঝোপ বুঝে কোপ মারা
Money makes the man
টাকা থাকলেই মানুষ
Money makes everything
টাকায় কী না হয়
A guilty mind is always suspicious
ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি
Experience teaches better than wisdom
ঠেখে শেখা আর দেখে শেখা
Nothing like force
ঠেলার নাম বাবাজি
To act surreptitiously
ডুবে ডুবে জল খাওয়া
Habit is the second nature
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
He is a bit crazy or eccentric
তার একটু মাথায় ছিট আছে
Long title but little purse
তালপুকুর নাম কিন্তু ঘটি ডোবে না
I know the ins and outs more than you do
তুমি বেড়াও ডালে-ডালে, তো আমি বেড়াই পাতায়-পাতায়
To be abashed or disconcerted
থোঁতা মুখ ভোঁতা হওয়া
We stand or fall together
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
Many a little makes a mickle
দশের লাঠি একের বোঝা
Blessings are not valued till they are gone
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না (জানে না)
He can hardly keep the wolf from the door
দিন আনতে পান্তা ফুরায়
Living from hand to mouth
দিন আনে, দিন খায়
To utter a downright false-hood
দিনকে রাত করা
Waste not, want not
দিনে বাতি যার ঘরে, তার ভিটায় ঘুঘু চরে
Apple of s***m or Dead sea apple
দিল্লীকা লাড্ডু
A wish, gained or lost, leaves one unsatisfied in either case
দিল্লীর লাড্ডু - খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে
To eat happily one's bread of labour
দু্ঃখের ভাত সুখ করে খাওয়া
Breed up a crow, and it will pluck your eyes
দুধ কলা দিয়ে কালসাপ পোষা
To be satisfied with an inferior substitute
দুধের স্বাদ ঘোলে মেটানো
One black sheep spoils the whole flock
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
Even walls have ears
দেওয়ালেরও কান আছে
To make sure of something without risking anything
ধরি মাছ না-ছুঁই পানি
Virtue proclaims itself
ধর্মের কল বাতাসে নড়ে
Something is better than nothing
নাই মামার চেয়ে কানা মামা ভালো
To be careless about what happens
নাকে তেল দিয়ে ঘুমানো
Many men, many minds (opinions)
নানা মুনির নানা মত
Every one thinks his own geese swans
নিজের জিনিস সকলেই ভালো দেখে
Burn not thy fingers to s***f another man's candle
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
Sweet's the wine, but sour's the payment
নিতে জানি দিতে জানি না
Who knows nothings, doubts nothing
নির্বোধের নাই প্রমাদের ভয়
New brooms sweep well
নূতন পীরিতের বড় আঠা
A beggar may sing before a pick-pocket
নেংটার নেই বাটপারের ভয়
A jest driven hard, loses its point
নেবু কচলালে তেতো হয়
If the cap fits, wear it
পড়ল কথা সভার মাঝে, যার কথা তার গায়ে বাজে
Diligence is the mother of good luck
পরিশ্রমই সৌভাগ্যের মূল
One cannot really, feel for another
পরে কখনও পরের মর্ম বোঝে না
To earn fame by spending another's money
পরের ধনে পোদ্দারি করা
Harm watch, harm catch
পরের মন্দ করতে গেলে আপনার মন্দ আগে হয়
To make a cat's paw of a person
পরের মাথায় কাঁঠাল ভাঙা
To do a great injury
পাকা ধানে মই দেওয়া
A mad man and a animal have no difference
পাগলে কী না বলে, ছাগলে কী না খায়
The grapes are sour
পায় না, তাই খায় না
Not to remember a thing aright
পেটে আসছে, মুখে আসছে না
Pain is forgotten where gain follows
পেটে খেলে পিঠে সয়
To keep counsel
পেটের কথা পেটে রাখা
All are not saints that go to church
পৈতে থাকলেই বামুন হয় না
Necessity is the mother of invention
প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি
Cleanliness is next to godliness
ফরসা কাপড়ে মান বাড়ে
Opportunity makes the thief
ফাঁক পেলে সবাই চোর হয়
The more laws, the more flaws
বজ্র আঁটুনি ফস্কা গেরো
It is a different matter with the rich
বড় লোকের বড় কথা
Every dog is a lion at home
বন গাঁয়ে শিয়াল রাজা
Like father, like son
বাপকা বেটা, সিপাইকা ঘোড়া (যেমন বাপ তেমনি বেটা)
The parent's life is the child's copybook
বাপ-মার দেখেই ছেলেপেলে শেখে
A succession of festivities all the year round
বার মাসে তের পার্বণ
To bell the cat
বিড়ালের গলায় ঘন্টা বাঁধা
Learning is a priceless treasure
বিদ্যা অমূল্য ধন
Inevitable are the decrees of God
বিধাতার লিখন না যায় খন্ডন
A bolt from the blue
বিনা মেঘে বজ্রপাত
Danger or Misfortune never comes alone
বিপদ কখনও একাকী আসে না
Sweet are the uses of adversity
বিপর্যয় অভিশাপ নয়, আশীর্বাদ
Be sure before you marry of a house wherein to tarry
বিয়ে করতে কড়ি, ঘর বাঁধতে দড়ি
Show the thumb in derision
বুড়ো আঙুল দেখানো
An old dog learns no trick
বুড়ো পাখি পোষ মানে না
Knowledge is power
বুদ্ধি যার, বল তার
Little birds may peck a dead lion
বেকাদায় পড়লে হাতি চামচিকায় লাথি মারে
Impossibility ; absurdity
বেঙের সর্দি হওয়া
Lean on a broken reed
ভগ্ন যষ্টির উপর ভর দেওয়া
Fear makes the blood curdle
ভয়ে গায়ের রক্ত শুকিয়ে যায়
A hungry kite sees a dead horse afar
ভাগাড়ে গরু মরে, শুকুনির টনক নড়ে
Fate cannot be resisted
ভাগ্যের (কপালের) লেখা খণ্ডায় কে
Fortune favors the brave
ভাগ্যবানের বোঝা ভগমানে বয়
It would rather break in twain than bend
ভাঙে তো মচকায় না
He poses to be quite simple and innocent
ভাজা মাছটি উলটে খেতে জানে না
To bring utter ruin
ভিটায় ঘুঘু চরানো
To bring a hornet's nest about one's ears
ভিমরুলের চাকে কাঠি (ঢিল) দেওয়া
Cowards die many times before their death
ভীরুরা মরার আগেই দু'বেলা (দুবার) মরে
The devil listening to the Scriptures
ভূতের মুখে রাম রাম
A serpent under the flower
মনে বিষ, মুখে মধু
Ill news runs apace
মন্দ খবর বাতাসের আগে যায় বা চলে
To take a hammer to spread a plaster
মশা মারতে কামান দাগা
To follow in the footsteps of the wise
মহাজন যে-পথে করেছে গমন
To gain without spending
মাছের (কৈয়ের) তেলে মাছ (কৈ) ভাজা
A beggar cannot be a bankrupt
মাথা নেই তার মাথাব্যথা
To be completely upset
মাথায় হাত দিয়ে বসে পড়া
To earn one's bread by the sweat of one's brow
মাথার ঘাম পায়ে পড়া
To beat black and blue
মারের নাম মহাশয়
There is no argument like that of the stick
মারের মতন ঔষধ নাই
Fair words do not fill the pocket
মিষ্টি কথায় চিঁড়ে ভিজে না
As long as fortune smiles on one
যতদিন কমলার কৃপা থাকে
"All are blaming ""nobody"""
যত দোষ নন্দ ঘোষ
If you laugh to-day you may cry to-morrow
যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা
Where there is justice, there is victory
যথা ধর্ম তথা জয়
To be abused by them we do good
যার জন্যে (তরে) চুরি করি সেই বলে চোর
The wearer best knows where the shoe pinches
যার জ্বালা সেই জানে
Rumour has some element of truth in it
যা রটে তা কিছু তো বটে
Six of the one and half-a-dozen of the other
যার নাম ভাজা চাল, তার নাম মুড়ি
Be true to your salt
যার নুন খাও তার গুণ গাও
Thou he is careless to make his mark, others are moving mountains for him
যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শীর ঘুম নেই
Give the devil his due
যার যা প্রাপ্য তাকে তা দাও
Danger often comes where danger is feared
যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়
When in Rome, do as Romans do
যেখানে যেমন, সেখানে তেমন
None so deaf as those that will not hear
যে জেগে ঘুমায়, তারে জাগানো দায়
Like dog, like hammer
যেমন কুকুর, তেমনি মুগুর
As is the tree, so is the fruit
যেমন গাছ, তার তেমনি ফল
Distance lends enchantment to the view
যে মাছটা পালায় সেটাই বড়
It is beyond human endurance
রক্তমাংসের শরীরে এটা সহ্য করতে পারা যায় না
Blood is thicker than water
রক্তের টান বড় টান
The cat is out of the bag
রহস্য ফাঁস হয়ে গেছে
Handsome is that handsome does
রূপে কালো গুণে আলো
A severe punishment for a venial offence
লঘু পাপে গুরু দন্ড
Avarice begets sin and sin begets death
লোভে পাপ, পাপে মৃত্যু
We first make our habits, and than our habits make us
শরীরের নাম মহাশয় যা সওয়াবে তাই সয়
Welcome My Friends .. Please join this page
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Rangpur
5720