Md Hasan Islam Ridai

Md Hasan Islam Ridai

You may also like

Abir khan
Abir khan

Please follow my page ��

10/07/2023

ভালোবাসায় প্রিয়❤️
Rm❤️🌺

23/04/2023
22/03/2023

যার অনুপস্থিতিতে আমি কষ্ট পাচ্ছি..!😥

সে আমার অনুপস্থিতিতে ঠিকই হেসে বেড়েছে..!💔

17/02/2023

- কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় তাকে ভুলিয়ে দেয়.!😔🥀

- কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়.!💔🥀

30/01/2023

😔দেখতে খারাপ হতে পারি😔
✌️কিন্তু বিশ্বাস করো✌️
😊কোনোদিনও কারো😊
✌️ভালো ছাড়া খারাপ✌️
✌️চাইনি✌️

18/01/2023

❤️❤️

15/08/2022

সোনামণি, মাফ করিও না তুমি তা‌দের !😭
তোমার কান্নার শব্দ নাকি অনেকটা সময় পর্যন্ত শোনা গিয়েছিলো !! এভাবে আর কত 🙂

12/08/2022

এক বানিয়া বাজারে পাঁচ টাকা দামে রুটি বিক্রি করতো।

সে তার রুটির দাম বাড়াতে চাইতো, কিন্তু রাজার অনুমতি ছাড়া তখন কোনও দ্রব্যের মূল্যবৃদ্ধি দণ্ডণীয় অপরাধ ছিলো।

একদিন, সেই বানিয়া রাজার সঙ্গে দেখা করে বললো - মহারাজ, আমি এই আয় দিয়ে পরিবার প্রতিপালনে অক্ষম, আমি তাই আমার রুটির দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই।

রাজা বললেন - তুমি তোমার রুটির দাম ১০ টাকা নয়, ৩০ টাকা করে দাও।

বানিয়া বললো - মহারাজ, এতে তো রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে ?

রাজা বললেন - এই চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার ফায়দার চিন্তা করো, তুমি এখন থেকে ৩০ টাকা করে রুটি বেচবে।

রাজার কথায় বানিয়া পরদিন থেকেই তার রুটির দাম বাড়িয়ে ৩০ টাকা করে দিলো।

সারা শহরে হাহাকার দেখা দিলো। সবাই রাজার কাছে অভিযোগ জানাতে ছুটে এলো - মহারাজ, এই বানিয়া তো রাজ্যবাসীর উপর অত্যাচার শুরু করেছে, পাঁচ টাকার রুটি ত্রিশ টাকায় বিক্রি করছে।

রাজা সিপাহীকে আদেশ দিলেন - এই দুষ্কৃতী বানিয়াকে রাজ দরবারে ধরে নিয়ে এসো।

বানিয়া যেই এসে রাজ দরবারে উপস্থিত হলো, রাজা হুংকার দিয়ে উঠলেন - শালা হারামখোর, তোর এতো বড় সাহস, আমার বিনা অনুমতিতে তুই দ্রব্যের মূল্য বৃদ্ধি করিস। এরা আমার প্রজা, তুই কি এদেরকে উপোস করিয়ে মেরে ফেলতে চাস ?

রাজা তখনই বানিয়াকে আদেশ দিলেন - কাল থেকে তুই রুটি আধা দামে বিক্রি করবি, নইলে আমি তোকে শূলে চড়াবো।

রাজার আদেশ শুনেই প্রজারা "জয় মহারাজের জয়" ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললো।
এখন প্রতিক্রিয়া দেখুন, রাজার আদেশে পাঁচ টাকার রুটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রজারা খুশি আর বানিয়া তো মহাখুশি।

এখানেই শেষ নয়। পরদিন রাজা বানিয়াকে চুপিচুপি ডেকে পাঠালেন। বানিয়া আসতেই রাজা বললেন, "তোমাকে কাল সর্বসমক্ষে গালাগালি, তুই তোকারি করেছি, কিছু মনে করো না। আর হ্যাঁ, তোমার তো রুটির দাম দশ টাকা পেলেই চলবে বলেছো, তাই ওই অতিরিক্ত পাঁচ টাকাগুলো রোজ তুমি আমাকে দিয়ে যাবে।

(গল্পটি দারুণভাবে প্রাসঙ্গিক।)

24/07/2022

প্রেমিকের পাশে থেকে তার ক্যারিয়ার গড়তে সাহায্য করার মতো মেয়ে আমি খুব কম দেখেছি। হাতে গোনা কিছু মেয়ে পাবেন যারা শেষ পর্যন্ত প্রিয় মানুষটার জন্য লড়াই করে।

ফ্যামিলির চাপের দোহাই দিয়ে অনেকেই বিয়ে করে নেয়। মানুষটাকে ছেড়ে চলে গিয়ে তার পৃথিবীটাকে পুরোপুরি অন্ধকার করে দিয়ে দিব্যি হাসি মুখে সংসার করা মেয়েদেরও দেখেছি।

আবার এমন মেয়েও দেখেছি একদম জেদ ধরে বসে থেকে শেষ পর্যন্ত ফ্যামিলিকে মানিয়েছে। নিজের মানুষটাকে বারবার মনে সাহস দিয়েছে।

ব্যাস একটুখানি সাহস, "যাই হয়ে যাক না কেনো আমি তোমার পাশে আছি। দুজনে একসাথে ক্যারিয়ারও গোছাবো আর ফ্যামিলিকেও মানাবো।" পাশের মানুষটার থেকে এটুকু সাহস পেলে আর কোনোকিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না। অথচ এরকম হাতে গোনা খুব অল্প মানুষই আছে, যারা কথা দিয়ে কথা রাখে।

19/07/2022

কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো better কাউকে পেলে
তাকে ভুলে যাবে! কারোর মায়ায় পরে দেখো, কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে❤️🥀

04/07/2022

ক্ষুদ্র প্রচেষ্টা রবিউল ভাইয়ার

28/06/2022

আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ!?
কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন -

- আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি "না" বলতে পারেন না; অনেক সময় সাধ্যের বাহিরে গিয়েও চেষ্টা করেন।

- আপনি খুব দ্রুতই মানুষকে "বন্ধু" ভাবতে শুরু করেন, সবাইকেই গুরুত্ব দেন।

- আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করেন, তারাও আপনার জন্য করবেন।

- কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছু বলতে পারেন না।

- আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না।

- আপনি অনেক সেনসিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনেও অনেক বেশী দু:খ পান।

- অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না কারণ আপনি কারও সাথে এমনটা করেন না।

- নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায়ই কান্নায় ভেঙ্গে পড়েন।

- আপনি কারও সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না কারণ আপনার বিবেক আপনাকে বাঁধা দেয়।

- আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময় কিন্তু দিন শেষে নিজেই একাকীত্বে ভোগেন
সংগৃহীত

17/05/2022

#আজকাল দেখতেছি বারো ভাতারী রাও

সম্মান খুজে বেড়াচ্ছে 🖕👌💦

10/05/2022

তোমাকে ভাবি প্রতিনিয়তই...

ভাবনার বাইরে কখনোই যাওনি তুমি...দেখা হবে কোন এক বিজয়ের উল্লাসে..... 🥰

10/04/2022

😘😂😂🥰

07/04/2022

জীবন অনেক সুন্দর। কি হবে আর কি হলো এগুলো নিয়ে আমি বিচলিত নই। শ্বাস আছে যতখন ততখন মেহনত চলবে বাকী টা সৃষ্টিকর্তা দেখবেন...ঠিক করবেন।

06/04/2022

একটু মানসিক শান্তির জন্য যাকে
বেছে নেওয়া হয় ,,,
এক সময় সেই মানসিক রোগী
বানিয়ে দেয় !!

05/04/2022

বল কার কাছে আজ করবো নালিশ বাঁচবো কার সাথে
মনভাঙ্গা এ গল্প বলে কাঁদবো কার কাছে

05/04/2022

দিনের শেষে হয়তো সবাই আমরা একা.
আসলে কি জানোতো ভালোবাসা একবার হারিয়ে যেতে পারে.
কিন্তু সেখানেই সব শেষ না. আবার হয়তো নতুন কাওকে ভালোবেসে ফেলি আমরা.
হয়তো ভুল করে অনেক অবহেলা হয়েযায় অতীতের ভয় এর অছিলায়.
তবে তাকে অবহেলা করোনা বন্ধু যে তোমায় মাঝ পথে হাত ধরে বাঁচার আশ্রয় জুগিয়েছে.
তাকে বাঁচিয়ে রেখো যে তোমায় ভালো রাখতে গিয়ে হয়তো নিজের সবটা হারাতে বসেছে.
হ্যাঁ আমরাও এই ভুলটা হয়তো বার বার করে ফেলি .
আজ প্রতি রাতে চোখের জল পড়ে .
ভালোবাসি তাকে আজও .
খুব ভালোবাসি

04/04/2022

পৃথিবীর সব কিছুই বিস্তীর্ণ, শুধু তুমি আর আমিই সংকীর্ণ।
মাঝখানে আটকে রাখার রশিটা প্রসারিত হয়, আর
প্রতিটা নতুন সকালে একটু করে দূরে সরে যাই।
এইখানেই শেষ নয়, আমার আরও একটি জীবন হবে,
আমাকে আর দুঃখ ছু্তেঁ পারবে না।
🥰

04/04/2022

তোমার ছোঁয়ায় ছুঁয়ে যাক,
আমার বাকীটা দিবস রজনী। 🥰

04/04/2022

আমারও ছিল সব একদিন আজ আমার নেই কেহ নেই 🥀🌿🥰

27/03/2022
13/03/2022

আমার জান

10/03/2022

বাহিরটা অনেক পরিপাটি ভেতরটা হলো ক্ষয়.
এই ভাবেই চলতে থাকুক ভালো থাকার অভিনয়.।

Want your business to be the top-listed Photography Service in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ভালোবাসায় প্রিয়❤️Rm❤️🌺
ক্ষুদ্র প্রচেষ্টা রবিউল ভাইয়ার
😘😂😂🥰
rogpur

Category

Telephone

Website

Address

Rangpur

Other Camera/Photo in Rangpur (show all)
Akash992A Akash992A
Rangpur

Akash

Mr priya 24 Mr priya 24
Rangpur

Music video tik_tik video

Drak Love Drak Love
Rangpur

Hi, g**s I have an new page creat of Dark love

মায়ার বাঁধন মায়ার বাঁধন
Rangpur, 5210

Assalamu alaikum.Welcome to our page.

Sujit Kumar Sujit Kumar
Rangpur, 5610

হারিয়ে আজ দিশেহারা � অনেক প্রত্যাশা ?

Jd Photography Jd Photography
Tushbhander, Kaligonj, Lalmonirhat
Rangpur, 5520

This is my Photography page

Feelings/অনুভূতি Feelings/অনুভূতি
Rangpur

God blessing me and all people

SmoleVlogger-07 SmoleVlogger-07
Rangpur, 5740

Hi im baik raider and Vlogger. and video creator so growing the page.

BDN News BDN News
Rangpur, 5470

This page only for update news. you can get here everyday nation and international update news. I will try to my best

Noyon_mollick Photography Noyon_mollick Photography
Rangpur, Khulna
Rangpur

Photography is a way of feeling, of touching, of loving. What you have caught on film is captured forever… It remembers little things, long after you have forgotten everything.

Rudro Noman Rudro Noman
Haragach
Rangpur, 5441

Marketing graduate with highest exam results in class and a passion for embarking on a long and succ