Siam Khan
I am a Video Creator and professional Graphic Designer Have fun,if you like my video,give others a chance to see ,share more,
গত মাসে সাকিবকে বরিশালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তারপর তিনি সেই অনুষ্ঠানে যোগ দেন। কিছুক্ষণের জন্য তাকে দেখতে এবং দেখা করার জন্য বিপুল সংখ্যক লোক সেখানে উপস্থিত ছিল। এই দুই শিশুও সেখানে উপস্থিত ছিল। সাকিবের সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল তাদের। কিন্তু তারা পারেনি। তাদের হৃদয় কান্নায় কেঁদে উঠল।
এ ঘটনা শোনার পর সাকিব ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করতে ঢাকায় ডেকে নেন। এছাড়াও তিনি তাদের যাতায়াত ও থাকাসহ যাবতীয় খরচ বহন করেন।
💔💔
চিনেন আদা চাচা কে?
-রফিকুল ইসলাম (আদা চাচা)। দলের বড় প্রোগ্রাম হলে আগ থেকে প্রস্তুতি নিয়ে কুচি কুচি করে আদা কেটে তা শুকিয়ে প্রোগ্রামে নেতাকর্মীদের খাওয়াতেন।
কারন নেতা কর্মীরা স্লোগান ধরলে বা বক্তব্য দিলে গলায় যাতে কোন প্রেসার না পড়ে। আর এখনকার নেতারা আগে ভাগে প্রস্তুতি নেন কেমনে সেল্ফী বাজি করা যায়।
নেত্রীও উনার কাছ থেকে আদা চেয়ে খেতেন। ২১ আগস্টেও আদা চাচা নেত্রীকে আদা খাওয়াতে মঞ্চের কাছাকাছি ছিলেন কিন্তু গ্রেনেডের আঘাতে জর্জরিত আদা চাচা .........
মৃত্যুর আগে চাচার শেষ কথা বুবু !! -'বুবু বেঁচে আছেন তো?
সবাই আদা চাচা হোন !!
kabir singh from Daraz.exe
বাংলা ২য় পত্র পরীক্ষার এমসিকিউ প্রশ্নের অপশন :
পূর্ণীমার কাছে সময় স্লো চলে নাকি ভাই..?🙄
বাচ্চা সহ Pori Moni র দায়িত্ব আপনি কার কাছে দিতে চান,😁
বি: দ্র: আমি রাজি , ডাকতে হবে কাজী 🎂❤️
Ok sir 😭
Brazilian legend Pelé has died. 😢
He will remain the King of Football forever 👑
let's see our modern world 🌏
Dibala Neymar
❤️ 🥰
মনে করেন আপনার প্লেনের ✈️ টিকিট ফ্রি করে দেয়া হলো।
সবার আগে কোথায় যাবেন?
কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা অনেক ভয়ংকর!🥺
হাতে নিয়ে চা খাচ্ছি, কারন কাপ নাকি আর্জেন্টিনা নিয়ে গেছে🙂
জীবিত মানুষ টাকার অভাবে খেতে পারে না আর মৃত ব্যক্তির পাশে টাকার ছড়াছড়ি :)
না করে চাকরি, না করে বিজনেস। তারপরেও ওরা এতো স্পিডে বাইক চালিয়ে কোথায় যায়?🙂
জ্যামে আটকে আছি দীর্ঘক্ষণ
হঠাৎ নজরে আসলো দৃশ্যটি
বাচ্চাটা মায়ের কোলে উঠার জন্য আকুপাকু করছে
কিন্তু মায়ের কোল জুড়ে আছে কুকুর ছানাটি
দিনশেষে এসব মায়েদেরই জায়গা হয় বৃদ্ধাশ্রমে।
রাইট নাউ আর্জেন্টিনার ফ্যানদের অবস্থা😨
When the cold touches the nose 🤓
- প্রাচীনকাল থেকেই আর্জেন্টিনা একটি অবহেলিত দল !🐸
টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য গ্লাস ছাড়া বাস রেডি। 🤟
আচ্ছা মনে করেন =
বাংলাদেশ ক্রিকেট টিম এইবার T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল 🙃
আপনার মতামত কমেন্ট ⤵️
ট্রাই-সিরিজের বাংলাদেশের অবস্থা ছোট বাচ্চাটার মত 🙃🙃
Bangladesh Cricket , The Tigers -এর জন্য আমার প্রিয়মুখগুলো দিয়ে ICC- MensT20 Cricket World Cup জার্সি ডিজাইন করলাম! আলহামদুলিল্লাহ! 🫠😁
True 😔
Aminul Haque-আমিনুল হক এর নেতৃত্বেই প্রথমবার বাংলাদেশ ফুটবল দল দক্ষিণ এশিয়ার সেরা দল হয়েছিল এবং প্রথম সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলো। 🥰
মেয়েদের ফুটবল শুধুমাত্র একটা খেলা নয়, এটা একটা কালচারাল ওয়ার। নিচের কার্টুনটি এঁকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিদেশে সী বিচে মেয়েদের বিকিনি পরে ভলিবল খেলার প্রতিযোগিতা হয়, এই খেলা পুরুষ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। পুরুষদের উদ্দাম নারীদেহ দেখতে ভালো লাগে। আর সেটাকেই পূজি করে চলে এই খেলা।
এখন ক্রিকেটেও চলে এসেছে নারীদেহের উদ্দাম নাচ, চিয়ার্স লিডার নাম দিয়ে ছোট পোশাকে মেয়েরা পুরুষ দর্শকদের মনোরঞ্জন করতে থাকে।
খেলা এখন শুধু বিনোদন নয়, এটা ব্যবসা। এখানে জুয়ার আসর বসে, চিয়ার্স লিডার নামে টাকায় কেনা সস্তা মেয়েরা মাঠ জুড়ে নেচে গেয়ে দর্শক বাড়ায়।
এসব খেলা নিয়ে মুসলিমদের এত মাতামাতি কেন?
ধর্মের বেসিক জ্ঞান আমাদের শূণ্যের কোঠায় নেমেছে। মেয়েরা বেপর্দা হয়ে খেলাধুলা করছে, তা নিয়ে আমরা এখন গর্বিত হই !
পর্দা নিয়ে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কার্টুন আঁকছে, মেয়েদের ফুটবল জয়কে ধর্মের বিধানের সাথে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর সাহস পেয়েছে এটা আমাদের ধর্মহীনতার ফল।
কার্টুনে বুঝানো হয়েছে, হুজুরেরা পর্দা নিয়ে বলে, তাই মেয়েরা ফুটবল দিয়ে লাথি মেরে বুঝিয়েছে আমরা পারি! এই লাথিটা আসলে কাকে দিয়েছে?
কোনো হুজুর এই পর্দার বিধান দেয়নি, এটা আল্লাহ সুবহানা তায়ালার বিধান। তিনি এই বিধানের মাধ্যম নারীদের সস্তা হতে দেননি। হাজার পুরুষের মনোরঞ্জনের জন্য নারীদেহ উম্মুক্ত রাখার বিধান দেননি। পর্দার মাধ্যমে নারীদের সম্মানিত করেছেন। অথচ অধিকাংশই তা বুঝি না।
আসুন, নিজেদের পরিবারে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করি।
- ড. উম্মে বুশরা সুমনা
যখন আপনার টাকা পয়সা হবে , 🙂
তখন আপনার পা থেকে মাথা পর্যন্ত চকচক করবে।🤩
ভালো যদি নাই বাসো তবে ভাত খাইছি কি নাহ জিগাইছিলা কেনো! 🫣
পটেটো চিপসের দাম আজকে থেকে ১৫ টাকা তা মাত্র জানা আমি 😭😭🤧🤧
বিল্ডিংয়ের পাশে মূত্র ত্যাগ করতে এসে বারাবার আশেপাশে তাকানো এক ভাইয়া, এদিকে জানালা দিয়ে তার টুনটুনি দেখে ফেলা আমি 😉😂
বৃষ্টি ভীষণ ভালো লাগে!😊🖤
সুখবর ১০০% পাশ
🥰 ➡️ 🤢
who know her
Actor Jahan
প্রিয় গান?
এক লাইন 👇
সবচেয়ে 'বিরক্তিকর' প্রশ্ন কি?🙂
"হাত তুলো'! 🤚
"যারা একবারও চুল কালার করো নাই'..! 🥺
ওজন কমাতে morning walk এ গিয়ে আসার সময় বিরিয়ানী খেয়ে রিক্সায় করে বাসায় আসা আমি
ভারতবর্ষ, বঙ্গ থেকে লুট করা মনি-মানিক্য-হীরা-জহরত পরিহিতা বর্তমান পৃথিবীর শেষ সম্রাজ্ঞী।
বিদায় রানী।
আপনার জবাবদিহিতায় নিশ্চয়ই ক্ষুদিরাম স্বাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন মাষ্টার দা সুর্যসেন, সুভাসবোস, প্রীতিলতা, হাজ্বী শরীয়তুল্লাহ, তিতুমীর, বিনয়, বাদল, দিনেশ, সুশীল দাশ, ভগৎ সিং থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, নবাব সিরাজসহ অগণন শহীদ।
*প্রিন্সেস ডায়না, আই মিস ইউ টুডে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Rangpur
5400
Rangpur, 5402
I'm a professional graphic designer. I'm able to doing any kind of graphic related job. I'm specialis
PTI Road, Kotkipara
Rangpur, 5400
Hi, The BDSQUAD team consists of professionals in retouching, photo editing, and digital marketing.
Rangpur, 5500
Hey.I am Rakib.I am a full-stack web developer. My expertise: HTML,HTML5,CSS,CSS3,jQuery,Javascrip
Rangpur
Hello! Designer Jotirmoy here. I am a Professional Graphic Designer . I can Design Any Kind Of Color
House #80, Road #1/1, Motsho Vaban
Rangpur
GrowizLab is a digital marketing agency. We simplify digital growth of your business. Our services includes graphic design, website development and internet marketing.
Rangpur, Dhaka
Rangpur, 5400
Assalamualaikum Everyone. I'm a digital marketer, I do social media marketing, I can desing anything by canva, Ms Word, Ms Excel, Ms Powepoint. I do your work by my best.