কারমাইকেল কলেজের সব ডিপার্টমেন্টের Update news
আসসালামু আলাইকুম
শতাব্দী ভবন ও লিফট পরিদর্শন 🙂❤️🏢.............................................................
আমাদের কারমাইকেল কলেজ রংপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.রোজাইন স্যারের রুমে প্রবেশের অনুমতি নিয়ে স্যার কে সালাম দিয়ে আমার পরিচয় পত্র দেখালাম।তিনি পড়লেন- মো.শরীফ -উর-রহমান,
পিতা - মো.সেকেন্দার রহমান,শিক্ষা বর্ষ : ১৯৯৬ -১৯৯৭,শ্রেণী : একাদশ বিজ্ঞান, রোল: ২৯৭,তিনি খুশি হয়ে বললেন আই.ডি কার্ড অনেক যত্ন করে রেখেছেন। জি স্যার,এবার বললাম আমরাও অনেক যত্ন করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ২ টি লিফটের সেট-আপ সম্পন্ন করেছি। আপনি আজকে পরিদর্শন করবেন।তারমানে আমাদের কলেজে আপনারা লিফট দিয়েছেন। জি স্যার, আমি Concept Elevators & Engineering Ltd এ ম্যানেজার সেলস ও মার্কেটিং জব করছি । রংপুর এবং বাংলাদেশের কোথায় কোথায় আমাদের কোম্পানির লিফট আছে তা শুনলেন। স্যারের সাথে ছবি তুলে শতাব্দী ভবনে এলাম। দশ মিনিট পরে অধ্যক্ষ স্যার,আরও ক'জন শিক্ষক ও ইন্জিনিয়ার স্যার কে নিয়ে শতাব্দী ভবনে এলেন।আমাদের দুটি লিফটে তাঁরা ওঠানামা করলেন।লিফটের সেফটি ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন।দোতলায় আমাদের সাথে গ্রুপ ছবি তুললেন।
আমাদের লিফট পরিদর্শন করে ভালো মন্তব্য করলেন।যাবার সময় বললেন আপনি যে ভাবে কলেজের আই.ডি কার্ড যত্নে রেখেছেন সেভাবে এই লিফট দুটির যত্ন করে ব্যবহার করলে ভালো থাকবে।
আমি স্যার কে বললাম,আমাদের অভিজ্ঞ ও দক্ষ ইন্জিনিয়ার ও টেকনিশিয়ান নিয়মিত সার্ভিসিং করলে শতাব্দী ভবনের লিফট শতাব্দী পর্যন্ত সচল থাকবে।
📩মো. শরীফ-উর-রহমান
কারমাইকেল কলেজ, রংপুর।
📷 ১৩ জুন ২০২৪
ইতোমধ্যে আপনারা অনেকেই অবগত ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত কলেজ বন্ধ।
১ম রিলিজ স্লিপে ভর্তির নির্ধারিত তারিখ
টার্ম পেপার নোটিশ
Latest
NTRCA ৫ম গণবিজ্ঞপ্তি সুপারিশ রেজাল্ট প্রকাশিত হয়েছে❗
কারমাইকেল কলেজ নবনির্বাচিত শিক্ষক পরিষদ কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান চলছে। শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ইসমত আরা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিদায়ী পরিষদ সদস্য এবং নবনির্বাচিত পরিষদ সদস্যগণ উপস্থিত আছেন।
#হিসাববিজ্ঞান বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ
অনার্স ১ম বর্ষ (২০২২-২০২৩) প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৩ এ মেধা তালিকায় স্থান প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের নব নির্বাচিত সম্মানিত স্যার মহোদয়গন।
শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৪
ভোটের মাধ্যমে নির্বাচিত সম্মানিত শিক্ষকগনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কারমাইকেল কলেজ দ্বিবার্ষিক শিক্ষক পরিষদ নির্বাচন, ২০২৪। সকাল ৯টা থেকে সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও অর্থ-সম্পাদক পদে নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি পদে দু'জন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব দিলীপ কুমার রায় ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: মামুনুর রশীদ, যুগ্ম-সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: আব্দুল কুদ্দুস সরকার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: সিরাজুল ইসলাম, অর্থ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মো: আব্দুল লতিফ এবং ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মো: রবিউল ইসলাম।
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা: ইসমত আরা বেগমের নেতৃত্বে তিনজন নির্বাচন কমিশনার যথাক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোছা: রাবেয়া বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: জাহাঙ্গীর আলম ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মো: মিজানুর রহমান নির্বাচনী দায়িত্ব পালন করছেন।
এই নির্বাচনে বিজয়ী কর্মকর্তাগণ আগামীদিনের কারমাইকেল কলেজকে পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব, গতিশীল ও ৪র্থ শিল্পবিপ্লবের উপযোগী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কলেজ প্রশাসনকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করা যায়।
স্মার্ট চাকরি মেলায় গিয়ে আপনাদের অনুভূতি কি?
চাকরি কেউ পেলে জানাতে ভুলবেননা।
আজ ৪ জুন ২০২৪। জাতীয় বিশ্ববিদ্যালয়, A2i এবং কারমাইকেল কলেজের আয়োজনে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে "স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৪।"
প্রায় ৭ হাজার পদের অফার নিয়ে ২০টি উদ্যোক্তা সংস্থা তাঁদের স্টল নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।
কারমাইকেল কলেজসহ পার্শ্ববর্তী কলেজসমূহের শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের জন্য বিশাল সুযোগ। এই মেলায় নিজেদের সঠিকভাবে উপস্থাপনের মাধ্যমে নিজের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। পরিবারের মুখে হাসি ফোটাতে মেলায় অংশগ্রহণ করুন, নিজে সমৃদ্ধ হোন দেশকে এগিয়ে নিন।
#পোস্ট: জনাব প্রফেসর মোঃ রোজাইন স্যারের টাইমলাইন থেকে।
আগামী ৪ জুন কারমাইকেল কলেজে " জব ফেয়ার" এ যে সকল কোম্পানি আসবে তার তালিকা দেওয়া হল।
সবাই দেখে নিতে পারেন।
🔥ব্রেকিং_আপডেট
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার নতুন পরিবর্তিত রুটিন প্রকাশ।
✔️আগামী ৬/০৬/২০২৪ থেকে এ রুটিন অনুযায়ী বাকি সব পরীক্ষা হবে।
📌জুন মাসে(২০২৪) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সকল আপডেটসমূহঃ
◾ডিগ্রি(২০২৩-২৪) নিয়মিত কোর্সের নতুন ভর্তির সার্কুলার প্রকাশ হতে পারে জুনের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে।
◾ডিগ্রি ১ম বর্ষ(২০২২-২৩) নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড গত ৩০মে কলেজে পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে কলেজ নোটিশ দিয়ে বিতরণ শুরু করবে।
◾ডিগ্রি ১ম বর্ষ(২০২১-২২) ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে আনুমানিক আগস্ট মাসের শুরুতে।
◾ডিগ্রি(২০২০-২১ শিক্ষাবর্ষ) ২য় বর্ষ জরিমানাসহ পরীক্ষার ফরম পূরণ ৯জুন পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ২৫জুন দুপুর ১ঃ৩০থেকে।
◾ডিগ্রি(২০১৯-২০ শিক্ষাবর্ষ) ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের নোটিশ চলতি জুন মাসের যেকোনো দিন প্রকাশ করবে।
◾ডিগ্রি পাস করা শিক্ষার্থীদের, প্রিলিমিনারী টু মাস্টার্স(২০২১-২২) নিয়মিত কোর্সে ভর্তি আবেদন ৩জুন পর্যন্ত। প্রাইভেট কোর্সের ভর্তি জুলাইয়ের শেষ দিকে।
◾প্রিলিমিনারী টু মাস্টার্স(২০২০-২১) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার ফরম পূরণ গত ৩০মে শেষ হয়েছে। জরিমানাসহ আরেকবার সুযোগ দিবে। জুন মাসে রুটিন প্রকাশ হবে।
◾ডিগ্রি(পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তির আবেদন গত ২৩মে শেষ হয়েছে। চলতি জুন মাসে উপবৃত্তির টাকা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ২০২২ ভিত্তিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ হয়েছে আজ, শেষ হবে জুনের ২৩ তারিখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ৪ জুন ২০২৪ কারমাইকেল কলেজ, রংপুর এ আয়োজন করা হচ্ছে "স্মার্ট কর্মসংস্থান মেলা"
নানা পদের চাকুরির অফার নিয়ে স্টল স্থাপন করবে এদেশের অন্তত ২০টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী/অধ্যায়নরত চাকরি প্রত্যাশীদের যোগ্যতার সাথে চাকুরিদাতাদের চাহিদা মিলে গেলে তাৎক্ষণিকভাবেই জুটতে পারে প্রত্যাশিত চাকরি।
আবেদন করতে পারবেন :
ক) কারমাইকেল কলেজ
খ) রংপুর সরকারি কলেজ
গ) বেগম রোকেয়া সরকারি কলেজ এবং
ঘ) মাহিগঞ্জ কলেজ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রীধারী/৪র্থ বর্ষ অনার্স অধ্যয়নরত/মাস্টার্স অধ্যয়নরত চাকুরি প্রত্যাশীগণ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীরাও স্টল ঘুরে চাকুরিদাতাদের কাছে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তাঁদের জন্যে কোনো কোনো চাকুরিদাতা প্রতিষ্ঠানের পার্টটাইম চাকুরির অফার থাকতেও পারে।
আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে এই পেজ এ প্রদত্ত কিউ আর কোড অথবা লিংক ব্যবহার করে প্রাথমিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। মেলার দিনে (৪ জুন ২০২৪) নিজ নিজ বায়োডাটা ও যোগ্যতার প্রমাণপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র চাকুরিদাতা প্রতিষ্ঠানের স্টলে জমা দিতে হবে। ব্যাটে-বলে মিলে গেলে তাৎক্ষণিকভাবে পেয়ে যেতে পারেন প্রত্যাশিত সোনার হরিণ নামের একটি চাকুরি!
https://bit.ly/3V0nuqo
🔥🔥সুবর্ণ সুযোগ
শুধুমাত্র কারমাইকেল কলেজের চাকরি প্রত্যাশীগণ নিচের QR কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন লিংক দেয়া আছে সেখানে প্রবেশ করে সব তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।
৪জুন অবশ্যই সিভি সাথে নিয়ে আসতে হবে।
#আপডেট
#অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষা যারা দেয়নি তাদের জন্য.....
#ইসলামিক_স্টাডিজ
#আপডেট
🔥🔥ক্যারিয়ার ফেয়ার🔥🔥
শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চাকরিদাতা ও চাকরি প্রত্যাশীদের নিয়ে দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ২০ টি কোম্পানি থাকছে এ আয়োজনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
আগামী ০৪ জুন,২০২৪. মঙ্গলবার
যোগ্যতা : সম্মান ৪র্থ বর্ষ থেকে অধ্যয়নরত এবং স্নাতক সম্মান।
সময় : সকাল ১০ টা থেকে।
স্থান: কারমাইকেল কলেজ।
প্রয়োজনীয় ডকুমেন্টস : নিজের CV.
যারা প্রিলি টু মাস্টার্স ভর্তি আবেদন করেছেন কিন্তু টাকা এবং কাগজ জমা করেননি তাদের ভর্তি আবেদন অসম্পূর্ণই থেকে যাবে অর্থাৎ ভর্তি রেজাল্ট আসবেনা।
#টার্ম_পেপার
#মাস্টার্স_শেষ_বর্ষ (২০২১-২০২২)
#ইসলামের_ইতিহাস_বিভাগ
🔥Breaking News || অনার্স ৪র্থ বর্ষের রুটিনে কিছুটা পরিবর্তন হয়েছে।
🔘২৬/০৫/২০২৪(রবিবারের) পরীক্ষা হবে ২৭/০৬/২০২৪ (বৃহস্পতিবার)।
🔘০৫/০৬/২০২৪ (বুধবার) পরীক্ষা হবে ০৬/০৬/২০২৪ (বৃহস্পতিবার)
🔘২৭/০৬/২০২৪ (বৃহস্পতিবার) পরীক্ষা হবে ২৯/০৬/২০২৪ (শনিবার)
*বাকি সব সময়সূচি অপরিবর্তিত থাকবে।
অনার্স ১ম বর্ষের ফরম পূরণ
পরীক্ষার সাল:২০২৩
#আপডেট
২০২৩ সালের অনার্স ১ম বর্ষের বিভাগ ভিত্তিক ফরম পূরণ
২৮/০৫/২০২৪➤ ইসলাম শিক্ষা,দর্শন, সমাজবিজ্ঞান, পদার্থবিদ্যা,ফিন্যান্স ও ব্যাংকিং
০৩/০৬/২০২৪➤ ইংরেজি, ইতিহাস, অর্থনীতি, প্রাণীবিদ্যা,মার্কেটিং
০৪/০৬/২০২৪➤ ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা,ব্যবস্থাপনা
০৬/০৬/২০২৪➤ বাংলা,রসায়ন,গণিত,হিসাববিজ্ঞান
Reminder🔔
আজ ২৭মে রাত ১২টায় প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তির অনলাইন আবেদন শেষ হবে। ২৮মে এর মধ্যে "Received" মেসেজ বা অনলাইনে লিখা আসতে হবে। যদি না আসে, কলেজে যোগাযোগ করে রিসিভ করিয়ে নিবেন।
🔘আগামী জুন মাসের ১ম সপ্তাহে মেধা তালিকা প্রকাশ করবে।
🔘২৮ মে এর মধ্যে রিসিভ লিখা না থাকলে মেধা তালিকায় নাম আসবে নাহ।
🔘বিএসসি পাস করা শিক্ষার্থীরা অবশ্যই নিয়মিত কোর্সে আবেদন করে ভর্তি হতে হবে। প্রাইভেট কোর্সে সায়েন্স এর সাবজেক্ট নেই।
🔘নিচের নোটিশে ঘ নং, এটা কলেজের কাজ। স্টুডেন্টদের কিছু করা লাগবে না।
*কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন।
****জরুরী বিজ্ঞপ্তি***
#ইসলামের_ইতিহাস অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ:২২-২৩) শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যারা ইতো পূর্বে ইনকোর্স পরীক্ষা - ২০২৩ দেয়নি, তাদের ইনকোর্স পরীক্ষা আগামী 03/06/2024 খ্রি. তারিখ বেলা 11.00টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, তাদের ফরমপূরণ আগামী 04/06/2024 খ্রি. তারিখ সকাল 10.00টা হতে শুরু হবে।
প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি আবেদন
লাস্ট ডেটঃ ২৭-০৫-২০২৪ইং
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Medical East Gate, Dhap
Rangpur, 5400
Rangpur Dental College is one of the first dental college offering quality and affordable dental care in North Bengal,Bangladesh.The college offers Bachelor in Dental Surgery degre...
পীরগাছা পাওটানা
Rangpur
assalamu alaykum bundhura amader peije Islamic songit waj short film and aro Shikkha nio video folo korepete Amader peijer sathei. thakun