Joly 's Shop

রেজলি হারবাল হেয়ার অয়েল ৫০ টিরও বেশি প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি যা চুলের জন্য খুব উপকারী।

01/11/2023

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই???

20/09/2023

শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি--
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

18/09/2023

রেজলী হারবাল হেয়ার টনিক যার এক বোতল তেলের মধ্যে রয়েছে ৮ প্রকার তেল এবং ৫০ প্রকার প্রাকৃতিক হার্ব।এই সকল উপাদান চুলের জন্য একটি One and only solution। এটা এতটাই কার্যকর যে আপনার রুক্ষ সূক্ষ্ম চুলকে মসৃণ ও সুন্দর খুব অল্প সময়ে। তাই অতিরিক্ত চুল পড়া থেকে চুলকে বাঁচাতে ব্যবহার করতে পারেন এই কার্যকরী এই টনিক।

👉 এটি চুলের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে বিশেষভাবে তৈরি করা হয়েছে যা ব্যবহারে –
✅ চুলের গোড়া শক্ত ও মজবুত হয়।
✅ চুল পড়া কমায়।
✅ নতুন চুল গজাতে সাহায্য করে।
✅ চুল সফট সিল্কিও সাইনি হবে।
✅ চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
✅ খুশকি ও মাথার স্কেলপে কোন গুটি থাকলে তা দূর হবে।
ইনশাআল্লাহ❤️❤️❤️

16/09/2023

আমার প্রেমতো পাবনা যায় আর সৈয়দপুর যায়😜😜😜

15/09/2023

আসুন একটু সময় নষ্ট করি😎😎😎
❤️❤️❤️ভালোবাসার মানুষকে স্টার এর মর্যাদা দিতে চাইলে বিয়ে করা অত্যাবশ্যক। কথায় কি ভেজাল আছে💡💡

Photos from Joly 's Shop's post 07/09/2023

গরমের তীব্র দাবদাহে নাজেহাল সকলে। এই সময় ঘামে ভিজে ত্বক ও চুলের অনেক ক্ষতি হয়। এজন্যে ত্বকের পাশাপাশি চুলেরও বিশেষ যত্ন প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই মরসুমে সবচেয়ে বেশি চুল পড়ে। গ্রীষ্মের প্রখর রোদ এবং বাতাসে উপস্থিত দূষিত উপাদান চুলের ক্ষতি করে। এতে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। এর পাশাপাশি চুলের নানা সমস্যাও দেখা দেয়। তাই নিশ্চিন্তে ব্যবহার করুন রেজলী হারবাল হেয়ার টনিক। রেজলী হারবাল হেয়ার টনিক তৈরিতে যে সকল উপাদান ব্যবহার করা হয় তার প্রতিটি চুলের জন্য ভীষণ উপকারী।এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এবং এতে কোন রাসায়নিক উপাদান নেই ফলে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এছাড়া প্রাকৃতিক উপাদান সবসময়ই ত্বক বা চুলের জন্য সেফ।

রেজলী হারবাল হেয়ার টনিক ব্যবহারের উপকারিতা:::

☘️ নিয়মিত ব্যবহারে অতিরিক্ত চুল পড়া কমবে।

☘️ নিয়ম অনুসারে ব্যবহার করলে নতুন চুল গজাবে অল্প সময়ের মধ্যে।

☘️চুলের গোড়া মজবুত করে।

☘️চুল খুসকি মুক্ত করবে।

☘️চুলের আগা ফাটা রোধ করবে।

☘️চুল ঘনো ও কালো করবে নিয়মিত ব্যবহার করলে।

☘️মাথা ঠাণ্ডা করে এবং ঘুম ভালো হয়।

☘️নিয়মিত ব্যবহারে চুল লম্বা হয়।

☘️ ড্যামেজ হেয়ার রিপেয়ার করে খুব দ্রুত।

☘️চুল সফ্ট এবং শাইনি করে।

06/09/2023

চাঁদে গিয়ে তেল বিক্রি করবো😜😜

02/09/2023

শুভ সকাল

Photos from Joly 's Shop's post 31/08/2023

জানেন কি, আপনার চুলের যত্নে কোনো স্পেশাল ম্যাজিক উপাদান যদি থেকে থাকে, তাহলে সে হল অ্যালোভেরা। কারণ অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা মিনারেলস থাকে, যা চুলে পুষ্টির যোগান দেয় আর চুলকে ঘন, জেল্লাদার করে তোলে।

অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে, যা আপনার স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। তার ফলে আপনার হেয়ার ফলিকলেরও পুষ্টি হয়, আর চুল বাড়েও খুব তাড়াতাড়ি।

তাছাড়া এই গরমে যদি খুব বেশীই হেয়ার ফল হতে শুরু করে, তাহলে চোখ বুজে অ্যালোভেরা ব্যবহার করতে শুরু করে দিন। কারণ অ্যালোভেরা চুলের গোড়া শক্ত করে, ফলে চুল পড়াও কম হয়।

অ্যালোভেরায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান স্ক্যাল্পে ইনফেকশনের সম্ভাবনাকে কমায় আর স্ক্যাল্পের প্রদাহ বন্ধ করে।

অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার থাকে, যা চুলকে খুব সুন্দরভাবে কন্ডিনশন্ড করে, আর খুশকির সমস্যা যদি থেকে থাকে, তাহলেও অ্যালোভেরা ব্যবহার করুন।

রেজলী হারবাল হেয়ার টনিক এ যেসকল উপাদান রয়েছে তার মধ্যে অ্যালোভেরা অন্যতম।তাই চুলের সমস্যায় নিশ্চিন্তে ব্যাবহার করুন এই হেয়ার টনিক।যা চুলের সমস্যা ম্যাজিকের মত দুর করবে ইনশাআল্লাহ।

রেজলি হারবাল হেয়ার অয়েল ব্যবহারের উপকারিতা:::

☘️ নিয়মিত ব্যবহারে অতিরিক্ত চুল পড়া কমবে।(হরমোনাল প্রবলেম থাকলে সময় বেশি লাগতে পরে)।
☘️ নিয়ম অনুযায়ী ব্যবহার করলে খুব দ্রুত নতুন চুল গজাবে।
☘️চুল খুসকি মুক্ত করবে।
☘️চুলের আগা ফাটা রোধ করবে।
☘️চুল ঘনো ও কালো করবে।
☘️মাথা ঠাণ্ডা করে এবং ঘুম ভালো হয়।
☘️নিয়মিত ব্যবহারে চুল লম্বা হয়।
☘️হেয়ার ডেমেজ থাকলে তা রিপেয়ার করে।

31/08/2023

আসসালামু আলাইকুম
শুভ সকাল

29/08/2023

চুল নারী এবং পুরুষ উপায়ের সৌন্দর্যে এক বিশেষ অংশজুড়ে অবস্থান করছে। চুল যে শুধুমাত্র নারীর সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত তা কিন্ত নয়। বরং আজকাল ফ্যাশন সচেতন ছেলেদের কাছেও চুল সৌন্দর্যের প্রতীক। একসময় শুধুমাত্র মেয়েরাই চুলের যত্ন আত্তি করতো কিন্তু এখন যুগ পাল্টেছে। এখন ছেলেরাও চুলের উপর নিজেদের নজর দিচ্ছে। সেই সাথে চুলের যত্নে নানান উপায় অবলম্বন করতে দেখা গেছে। চুলের যত্নে বেশ কিছু বিষয় ভালোভাবে নজর দিতে হয়।

চুলের যত্নে করণীয়:

*চুলের খাদ্য হলো তেল আর সেই তেল যেনো হয় বহুগুণ সম্বৃদ্ধ তাই রেজলী হারবাল টনিক ব্যাবহার করুন।

* সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে মাসে অন্তত একবার প্রোটিন হেয়ার প্যাক ব্যাবহার করুন ।

*চুলকে স্বস্থাউজ্জল করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রপ্ত করুন।

* যথেষ্ট পরিমাণে পানি পান করুন।

* চিরুনি, চুলের ব্রাশ, বালিশের কভার, তোয়ালে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

* ভালো মান সম্পন্ন এবং ময়েশ্চারাইজার সমৃদ্ধ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

* মাথার ত্বকের ম্যাসাজ করুন এতে করে মাথার ত্বকে রক্ত সংবহন বৃদ্ধি পায়।

* নিয়মিত চুল পরিষ্কার করুন। ভেজা চুল ক্লিপ দিয়ে আটকে রাখবেন না, পানিটেল বা বেণী করবেন না। খুব বেশি প্রয়োজন ছাড়া হেয়ার ড্রাই দিয়ে চুল না শুকিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায়ে চুল শুকাবেন, এতে চুলের ক্ষতি হবে না। নিয়মিত চুলের আগা ট্রিম করবেন। ঘুমানোর সময় পানিটেল বা বেণী করে রাখতে পারেন।

Photos from Joly 's Shop's post 27/08/2023

💔💔💔💔 অল্প বয়সে চুল পাকা ❌❌❌

🧕🧕🧕অল্প বয়সে চুল পেকে গেলে করণীয়

চুল কি শুধু বয়সের কারণেই পাকে? নাকি, অল্প বয়সে চুল ধূসর বা সাদা হয়ে যাওয়ার অন্তরালে রয়েছে আরও কোনো কারণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাঁচা বয়সে চুল পাকার পেছনে জিনগত কারণ তো আছেই, সঙ্গে রয়েছে লাইফস্টাইল ও খাবারের ভূমিকাও।

আসুন জেনে নেওয়া যাক, এমন কিছু খাবারের কথা, যেগুলো চুল পাকার গতিতে করবে মন্থর এবং অকালে চুল পাকতে দেবে না।

💖বেরি জাতীয় ফল💖
নানান রকম বেরি জাতীয় ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট। দেশি হোক বা বিদেশি, খাদ্য তালিকায় রাখুন বেরি জাতীয় ফল। এই দুটি উপাদানই স্বাস্থ্যকর ত্বক ও চুলের জন্য অত্যন্ত জরুরি। এগুলো কোলাজেনের উৎপাদন বাড়ায় যা আপনার যৌবন ধরে রাখতে সহায়তা করে।

💖সবুজ শাজসবজি💖
সবাই জানেন যে সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। একই সঙ্গে আছে ভিটামিন বি, যা মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চুলের যে কোনো সমস্যা প্রতিরোধ করে ভিটামিন বি। পাশাপাশি চুলকেও ঘন কালো রাখে।

💖ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ💖
মাছে অবশ্যই উচ্চ মাত্রার প্রোটিন আছে যা আপনার হাড়, চুল, ত্বক সবকিছুর জন্যই জরুরি। এছাড়াও সামুদ্রিক মাছগুলোতে আছে উচ্চ মাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম, যা শরীরে পর্যাপ্ত ও প্রয়োজনীয় হরমোন তৈরিতে ভূমিকা রাখে। সঙ্গে চুলের জন্য উপকারী অ্যান্টি অক্সিডেন্ট তো আছেই।

💖চকলেট💖
চিনিবিহীন কিংবা স্বল্প চিনিযুক্ত চকলেটে আছে প্রচুর পরিমাণে কপার যা মেলানিন তৈরিতে সহায়ক। এই মেলানিনই আমাদের চুলের রঙ কালো করায় ভূমিকা পালন করে। তাই সারাদিনে একটুখানি চকলেট খেলে কোনো ক্ষতি নেই।

💖কাঠবাদাম 💖
চকলেটের মত কাঠবাদামেও আছে প্রচুর কপার যা মেলানিনের পরিমাণ ঠিক রাখে। এছাড়া আছে প্রচুর ভিটামিন ই যা সুন্দর ত্বক ও চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরিশেষে বলা যায় অকালে চুল পাকা রোধে পুষ্টিকর খাবারের পাশাপাশি ব্যাবহার করুন রেজলী হারবাল হেয়ার টনিক কেননা অতিরিক্ত চুল পড়া রোধ করার পাশাপাশি অকালপক্কতা রোধ করে এই হেয়ার টনিক।

26/08/2023

Before going to bed, thank Allah for another day to live and a good night’s sleep. Good night. May Allah bless you all.

26/08/2023

গাছ লাগান পরিবেশ বাচান।সুন্দর জীবন উপভোগ করতে চাইলে গাছ লাগানোর কোনো বিকল্প নাই।

26/08/2023

Big shout-out to my newest top fans! 💎 অন্তহীন আমি

Photos from Joly 's Shop's post 26/08/2023

রেজলী হেয়ার টনিক এর উপকারিতা:

🍁 অতিরিক্ত চুল পড়া বন্ধ করে ৭ থেকে ১০ দিনের মধ্যে।

🍁 চুলের গোড়ায় পুষ্টির যোগান দেয়।

🍁 নিয়মিত ব্যবহারে নতুন চুল গজায় এক মাসের মধ্যে।

🍁 মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে।

🍁চুলের আগা ফাটা রোধ করে।

🍁নিয়মিত ব্যবহারে খুশকি দূর হয়।

🍁চুল অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে।

🍁রুক্ষ চুলকে প্রাণবন্ত করে।

🍁নিয়মিত ব্যবহারে চুল দ্রুত বৃদ্ধি পায়

🍁চুলের অতিরিক্ত জট পড়া রোধ করে চুল ঝরঝরে রাখে।

🍁 চুলকে নরম কোমল এবং স্বাস্থ্যোজ্জ্বল করে।

#ব্যবহার_পদ্ধতিঃ-

🌺অতিরিক্ত চুল পড়লে তেলটি ১ দিন পর পর পরিস্কার চুলে গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন । এর পর সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করুন।

🌺তেল ব্যবহার করার সময় হালকা গরম করে নিয়ে মাথার স্ক্যাল্পে অর্থাৎ চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করুন এতে করে আপনার চুল সঠিক পুষ্টি পাওয়ার সাথে সাথে মাথার স্ক্যাল্পে রক্ত চলাচল বৃদ্ধি পাবে।

🌺 চুল পড়া কমাতে ও চুলের উজ্জলতা বাড়তে তেল টি তুলায় ভিজিয়ে মাথার স্কাল্পে চেপে চেপে দিয়ে ভালোভাবে আলতো হাতে ৫/১০ মিনিট ম্যাসাজ করুন। এছাড়া আলতো হাতে আস্তে আস্তে সম্পূর্ণ চুলে লাগিয়ে ম্যাসাজ করতে হবে।

🌺 ভালো ফল পেতে তেল লাগিয়ে সারা রাত রাখুন এবং পারেরদিন শ্যাম্পু করতে হবে

🌺 তেলটি রাতে ব্যবহার করতে পারবেন, তেলটি একটু ঘন তাই ভালো ভাবে চুলের গোড়া পরিস্কার করতে হবে।

🌺 তেলটি মাঝে মাঝে রোদ দিন। এতে এর গুনাগুন বৃদ্ধি পাবে।

🌺যেকোন হারবাল তেল আস্তে আস্তে কাজ করে তাই অবশ্যই ধৈর্য নিয়ে তেলটি ব্যবহার করুন ইনশাআল্লাহ কার্যকর সমাধান পাবেন।

26/08/2023

Every day brings something new and exciting. All you have to do is to recognize it and grab the opportunity. Always have a positive attitude and tell yourself, “Today is going to be the best day of my life.” Good Morning!

25/08/2023

আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক
“আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে”

– বুখারী ও মুসলিম

24/08/2023

ছেলে কিংবা মেয়ে সবাই চায় তাদের মাথা ভর্তি ঝলমলে কালো চুল থাক।তবে কি তা এত সহজ মোটেই না।আমাদের দেশের আবহাওয়ার বর্তমান যে অবস্থা তাতে তো চুলকে সুস্থ রাখতে পারাটাই একটা বিশাল চ্যালেঞ্জ।

তবে চুলকে সুন্দর রাখতে যে কাজটি অবশ্যই করণীয় তা হল পুষ্টিকর খাবার গ্রহণ।কেননা আমরা অনেকেই জানি
আপনার স্বাস্থ্য আপনার চুলে প্রতিফলিত হয়। আপনি স্বাস্থ্যকর থাকলে, ভাল থাকবে চুল। তাই সুন্দর চুল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া আবশ্যক।

আর তাই আপনার চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ভিটামিন, লোহা এবং প্রোটিন এর মত পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করুন।

বেশি বেশি প্রোটিন জাতীয় শাক-সবজি চুল ভালো রাখতে সহায়তা করে, এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করুন।

সুন্দর চুলের জন্য যে খুব ব্যয়বহুল লাইফস্টাইল অথবা প্রোডাক্টস ব্যবহার করতে হয় এমনটা কখনই নয়।চুলকে সঠিক পুষ্টি দিতে চাইলে ব্যবহার করুন রেজলী হারবাল হেয়ার টনিক। সপ্তাহে দুই থেকে তিনবার এই তেল ব্যবহার করতে হবে। মাঝে মাঝে চুলে হট অয়েল মাসাজ নিতে পারেন এতে করে রক্ত চলাচল বৃদ্ধি পায়। চুল পরিষ্কারের জন্য সব সময় ঠান্ডা পানি ব্যবহার করুন।নিয়মিত মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল সুন্দরভাবে আঁচড়িয়ে নিতে হবে। এছাড়া তেল ব্যবহারের পর সঠিকভাবে চুলের শ্যাম্পু এবং তারপরে কন্ডিশনারের ব্যবহার করতে হবে। চুলকে প্রাকৃতিকভাবে শুকাতে দিতে হবে। চুলকে স্বাস্থ্যকর ও ঝলমলে করতে মাসে অন্তত একদিন চুলে প্রোটিন প্যাক ব্যবহার করুন।

আর রেজলী হারবাল হেয়ার টনিক এর উপকারিতা🌸🌸🌸

🌸নিয়মিত হেয়ার টনিক ব্যাবহার স্ক্যাল্পকে হাইড্রেটেড রেখে চুলে জট বাঁধা, খুশকি ও চুল পড়া নিয়ন্ত্রন করে।

🌸হেয়ার টনিক ম্যাসাজে মাথার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার গ্রোথ স্টিমুলেট করে।

🌸প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে চুলের গোড়া শক্ত ও মজবুত করে, চুল পড়া বন্ধ করে।

🌸চিরতরে ড্যান্ড্রাফ ও স্ক্যাল্প ইনফেকশন থেকে মুক্তি দেয়।

🌸চুলের আগা ফাটা ও চুল ভেঙ্গে যাওয়া রোধ করে, হেয়ার ড্যামেজ রিকভার করে।

🌸চুলকে ঘন ও লম্বা করে, অল্প বয়সে চুল পেকে যাওয়া রোধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

🌸স্ক্যাল্পের গভীরে পৌঁছে চুলের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিনস ও মিনারেলসের যোগান দেয়।ফলে চুল হয় সফট ও সাইনী।

নারী ও পুরুষ সকলেই চুলের সমস্যার সমাধান করতে ব্যাবহার করুন রেজলী হারবাল হেয়ার টনিক।

24/08/2023

বর্তমান সময় ডেঙ্গু এক আতঙ্কের নাম। তবে ডেঙ্গু শনাক্ত হলেই আতঙ্কিত না হয়ে সচেতন হোন। এর প্রতিরোধ,লক্ষণ এবং করণীয় সম্পর্কে জানতে হবে। বাড়িতে থেকে ডেঙ্গু রোগীর সেবাযত্ন করার ক্ষেত্রে আপনার করণীয়গুলো জেনে নিন ও অবস্থার অবনতি হলে রোগীকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন।

24/08/2023

Every day is like a new chapter in the lives of the human beings making a valid contribution in it. The popular phrase in the English Dictionary “Early to bed, early to rise, makes a man healthy, wealthy and wise” describes the significance of waking up early. Welcoming mornings with full energy and enthusiasm brings positive vibes and motivation in our lives.

23/08/2023

চুল বা ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার কিছুটা সময় সাপেক্ষ হলেও কার্যত তা অধিক নিরাপদ। কারণ মানুষের দেহ প্রাকৃতিক উপাদানগুলো গ্রহণ করার জন্য নিরাপদ। চুলের স্বাস্থ্য রক্ষায়, চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে এবং চুলের বিভিন্ন সমস্যার খুব কার্যকরী সমাধান হলো হারবাল উপাদান সমৃদ্ধ হেয়ার অয়েল। চুল পড়ার সমস্যা যাদের নিয়মিত তারা সেরা ফল পেতে চুলে ব্যবহার করতে পারেন রেজলী হারবাল হেয়ার টনিক ।কারণ এই হেয়ার অয়েলে যে সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় তার সবগুলোই চুলের যত্নে অত্যান্ত উপকারী।

রেজলী হারবাল হেয়ার টনিক এর উপকারিতা

☘️ নিয়মিত ব্যবহারে অতিরিক্ত চুল পড়া কমবে।(হরমোনাল প্রবলেম থাকলে সময় বেশি লাগতে পরে)।
☘️ নিয়ম অনুসারে ব্যবহার করলে নতুন চুল গজাবে।
☘️চুল খুসকি মুক্ত করবে।
☘️চুলের আগা ফাটা রোধ করবে।
☘️চুল ঘনো ও কালো করবে।
☘️মাথা ঠাণ্ডা করে এবং ঘুম ভালো হয়।
☘️নিয়মিত ব্যবহারে চুল লম্বা হয়।
☘️হেয়ার ডেমেজ থাকলে তা রিপেয়ার করবে।

22/08/2023

গরমে চুলে তেল দেওয়া এবং তেল দিয়ে রাখা অনেকের কাছে বিরক্তকর ব্যাপার। তবে চুলের সুন্দর অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি।

এই ব্যস্তময় জিবনে সবকিছুতেই আমরা বেশ তাড়াহুড়ো করে থাকি।গরমে এই তেল চিটচিটে ভাব থেকে মুক্তির জন্য এবং যারা চুলে তেল রাখতে পছন্দ করেন না তাদের জন্য সহজ সমাধান হলো গোসলের পূর্বে অন্তত 2 ঘণ্টা আগে মাথার তালু এবং চুলের গড়াতে তেল হালকা গরম করে আলতো হাতে মাসাজ করতে পারেন। তারপর চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার করে নিলেই হয়ে যাবে চুলের যত্ন।

সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন চুলে তেল দেওয়ার প্রয়োজন। #রেজলী_হারবাল_হেয়ার_টনিক চুলের যত্নে ছেলে মেয়ে উভয়েই সবচেয়ে বেশি উপযোগী এবং সব সময় সমাদৃত।।

এই তেল নিয়মিত ব্যাবহারে –
১. চুল পড়া বন্ধ করে,
২. খুসকি দূর করে,
৩. চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে,
৪. নতুন চুল গজাতে সাহায্য করে,
৫. চুলের আগা ফাটা দূর করে,
৬. চুল ঝলমলে ও স্বাস্থ্যজ্জল করে,
৭. চুলের রুক্ষতা দূর করে,
৮. চুলের গোঁড়া মজবুত করে,
৯. চুলের অকাল পক্কতা রোধ করে,
১০.মাথা ঠাণ্ডা রাখে, ভাল নিদ্রা সহায়ক।

রেজলী হারবাল হেয়ার টনিক অর্ডার করতে চাইলে ইনবক্সে করুন।

Want your business to be the top-listed Shop in Saidpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#cute
রেজলী হারবাল হেয়ার টনিক যার এক বোতল তেলের মধ্যে রয়েছে ৮ প্রকার তেল এবং ৫০ প্রকার প্রাকৃতিক হার্ব।এই সকল উপাদান চুলের জ...
#রেজলী_হারবাল_হেয়ার_টনিক
#তাজহাট
Every day brings something new and exciting. All you have to do is to recognize it and grab the opportunity. Always have...
আসসালামু আলাইকুমজুম্মা মোবারক. “আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্...
ছেলে কিংবা মেয়ে সবাই চায় তাদের মাথা ভর্তি ঝলমলে কালো চুল থাক।তবে কি তা এত সহজ মোটেই না।আমাদের দেশের আবহাওয়ার বর্তমান য...
#রেজলী_হারবাল_হেয়ার_টনিক
ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহ...
আসসালামু আলাইকুমশুভ সকাল।নতুন একটি সকাল একটি পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনাময় উদ্যোগের প্রাথমিক ধাপ। পরিকল্পনা বাস্তবা...
আলহামদুলিল্লাহ

Telephone

Website

Address

শেরে বাংলা স্কুল রোড সংলগ্ন, সৈয়দপুর , নীলফামারী।
Saidpur

Other Shopping & Retail in Saidpur (show all)
Rongbindu collection Rongbindu collection
Saidpur, 5310

আমাদের পেজে পেয়ে যাবেন আপনার পছন্দের দেশি- বিদেশি পন্য ছেলে ও মেয়েদের ড্রেস,জুয়েলারি,ব্যাগ,জুতা

Nahar's wardrobe Nahar's wardrobe
Saidpur

my collection is ur choice 100%original brand,summer comfort and trendy collection of dresses only4 u

Noorani.com Noorani.com
Saidpur

Noorani.com is fashion house to serve your fashion needs for ladies & gentlemen! We are doing wholesell & retails!

Saidpur Organic Super Shop Saidpur Organic Super Shop
Saispur
Saidpur

Choice your things Choice your things
Saidpur Nilphamari
Saidpur

আসসালামু আলাইকুম

SDP Fassion SDP Fassion
Tulsiram Road
Saidpur

It'z caption It'z caption
Bansbari
Saidpur

Trusted Shop Trusted Shop
Saidpur

MGI MGI
Saidpur

its a business solution

Gope shu Store Gope shu Store
Nilfhamari
Saidpur, 5310

আমার দকানে 350 থেকে শুরু করে 2000 টাকা দামে?

Sany Jersey Mart- সানি জার্সি মার্ট Sany Jersey Mart- সানি জার্সি মার্ট
Saidpur, Dhaka
Saidpur

সৈয়দপুরে আমরাই প্রথম দিচ্ছি থাই প্রি?

Rawfu&tohavlog Rawfu&tohavlog
Saidpur

personal vlog