স্বপ্নপূরণ আইটি সেন্টার-সাইফুল আইটি পয়েন্ট

স্বপ্নপূরণ আইটি সেন্টার-সাইফুল আইটি পয়েন্ট

You may also like

Water price Shop
Water price Shop

স্বপ্নপূরণ আইটি সেন্টার হচ্ছে একটি আধুনিক ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার। পরিচালক-মোঃ সাইফুল ইসলাম

20/06/2023

জানুয়ারী টু জুন 2023 সেশনের 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের বোর্ডের পরীক্ষা আগামী 14/07/23 তারিখে শুক্রবারে সকাল 10টায় সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।

সকল ছাত্রছাত্রীদের কোর্সের বাকী টাকা পরিশোধ করে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনে পাশে আছিঃ 01794-495527

18/06/2023

ভর্তি চলিতেছে...............ভর্তি চলিতেছে...............
বিস্তারিত জানতে কল করুনঃ 01794-495527
অথবা ভিজিট করুনঃ www.saifulitpoint.com

21/04/2023

ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুক সকল প্রিয়জন। ঈদ মোবারক।

22/03/2023

রোজার পুরষ্কার আল্লাহ নিজ
হাতে প্রদান করবেন
– আল হাদিস...
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের মাহে রমজানের পবিত্র রক্ষা করা সহ প্রত্যেকটি রোজা রাখার তওফিক দান করুন। আমিন।

13/02/2023
23/12/2022

কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০২টি কী অথবা কোন কোন কী-বোর্ডে 104 টি কী আছে।

কী-বোর্ড পরিচিতি:
কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০২টি কী আছে
কোনো কোনো কীবোর্ডে 104 টি কী আছে।

ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়।
(১) ফাংশন কী।
(২) অ্যারো কী।
(৩) আলফা বেটিক কী।
(৪) নিউমেরিক কী বা লজিক্যাল কী।
(৫) বিশেষ কী।ফাংশন কী:

কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো আছে এদরকে ফাংশন কী বলে। কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে। যেমন কোন প্রোগ্রামের জন্য help, অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়।

অ্যারো কী:
কী বোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে ডানে, বামে, উপরে এবং নীচে সরানো যায়। এগুলিকে আবার এডিট কীও বলে। কারণ টেক্স এডিট করার কাজেও এ কীগুলো ব্যবহার করা হয়।

আলফা বেটিক কী:
কী বোর্ডের যে অংশে ইংরেজী বর্ণমালা A খেকে Z পর্যন্ত অরগুলো সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন/অংশ বলে।

নিউমেরিক কী বা লজিক্যাল কী:
কীবোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -, *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও , = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে।

বিশেষ কী
উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোন না কোন বিশেষ কার্য সম্পাদন করে বলে এদেরকে বিশেষ কী বলা হয়।

23/12/2022

কী-বোর্ড পরিচিতি:
কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০২টি কী আছে
কোনো কোনো কীবোর্ডে 104 টি কী আছে।

ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়।
(১) ফাংশন কী।
(২) অ্যারো কী।
(৩) আলফা বেটিক কী।
(৪) নিউমেরিক কী বা লজিক্যাল কী।
(৫) বিশেষ কী।ফাংশন কী:

কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কী গুলো আছে এদরকে ফাংশন কী বলে। কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে। যেমন কোন প্রোগ্রামের জন্য help, অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়।

অ্যারো কী:
কী বোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে ডানে, বামে, উপরে এবং নীচে সরানো যায়। এগুলিকে আবার এডিট কীও বলে। কারণ টেক্স এডিট করার কাজেও এ কীগুলো ব্যবহার করা হয়।

আলফা বেটিক কী:
কী বোর্ডের যে অংশে ইংরেজী বর্ণমালা A খেকে Z পর্যন্ত অরগুলো সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন/অংশ বলে।

নিউমেরিক কী বা লজিক্যাল কী:
কীবোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -, *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও , = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে।

বিশেষ কী
উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোন না কোন বিশেষ কার্য সম্পাদন করে বলে এদেরকে বিশেষ কী বলা হয়।

17/12/2022

MS Word Keyboard শটকার্টঃ
--------------------------------------------------------
1. Ctrl + A = সিলেক্ট অল। (All Select)
2. Ctrl + B = টেক্সট বোল্ড। (Bold)
3. Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)
4. Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
5. Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
6. Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)
7. Ctrl + G = গো টু কমান্ড।
8. Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)
9. Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)
10. Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)
11. Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। (Hyperlink)
12. Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)
13. Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
14. Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)
15. Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)
16. Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
17. Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
18. Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
19. Ctrl + S = ফাইল সেভ। (Save)
20. Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
21. Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।(Underline)
22. Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।(Paste)
23. Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। (Close File)
24. Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য। (Cut)
25. Ctrl + Y = রিপিট করার জন্য। (Redo)
26. Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। (Undo)
---
® ফাংশন Key এর ব্যাবহারঃ
---------------------------------------------------------------
F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই Key টিপলে। অর্থাৎ, ধরুন আপনি কোনও একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম
সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
F2: কোনও একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল F2। মাউজের প্রয়োজনই পড়বে না।
F3: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই Key টিপলে।
F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5: কোনও একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6: এই Key টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনও অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেবে F7।
F8: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই Key-এর মাধ্যমে।
F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনও ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও
মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট Key-এর সাহায্যে।
F10: কোনও একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে F11 Key।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউজের সাহায্য না নিয়ে এই Key-এ শর্টকাটে সেরে ফেলুন।

স্বপ্নপূরণ আইটি সেন্টার
বুধহাটা আশাশুনি সাতক্ষীরা।
মোবাঃ 01794-495527

03/12/2022

কীবোর্ড (Keyboard) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ input device হচ্ছে কিবোর্ড
কাগজে বা কম্পিউটারে কোন কিছু লেখার জন্য আমরা কলম ব্যবহার করি ঠিক তেমনি কম্পিউটারে কোন কিছু লেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস ব্যবহার করি যার নাম হচ্ছে কীবোর্ড।

কীবোর্ড এর পূর্ণরূপ কি (Full form of keyboard) ?

কিবোর্ড এর ফুল ফর্ম হলো
K - keys
E - Electronic
Y - Yet
B - Board
O - Operating
A - A to Z
R - Response
D - Directly

কীবোর্ড লেআউট এর প্রকাভেদ (types of keyboard layout in Bengali) :

keyboard layout কে প্রধানত তিন প্রকার

1. QWERTY Keyboard :

QWERTY কীবোর্ড হল সবথেকে বেশি ব্যবহৃত আধুনিক কীবোর্ড লেআউট। 1874 সালে typewriter এর উদ্ভাবক Christopher Latham Sholes সম এটির ডিজাইন করেছিলেন। আপনি একবার আপনার কি-বোর্ডের দিকে লক্ষ্য করুন কিবোর্ড এর উপরের বাম দিক থেকে ডান দিক পর্যন্ত প্রথম 6 টি অক্ষর Q - W - E - R - T - Y এই 6 টি অক্ষর কে QWERTY বলে।

2. AZERTY Keyboard :

এই ধরনের কিবোর্ড গুলি ফ্রান্সে অর্থাৎ ইউরোপের দেশগুলোতে বেশি ব্যবহার করা হয় । কীবোর্ডের উপরে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত A - Z - E - R - T - Y এই 6 টি অক্ষর কে AZERTY বলে। অর্থাৎ QWERTY Keyboard এ বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যে 6 টি অক্ষর ছিল তার জায়গায় AZERTY Keyboard এর অক্ষরগুলি থাকে।

3. DVORAK Keyboard :

QWERTY Keyboard layout থেকে টাইপিং স্পিড বাড়ানোর জন্য এধরনের কিবোর্ড ডিজাইন করা হয়েছিল। 1936 সালে Dr. August Dvorak এবং William Dealey এ ধরনের কিবোর্ড ডিজাইন করেছিলেন ।

কীবোর্ড keys কত প্রকার (types keyboard keys in Bengali) :

keyboard keys কত প্রকার ও কি কি এই বিষয় গুলো চলুন বিস্তারিত জেনে নিন ।

1. Function Keys :

কিবোর্ড এর উপরের সারিতে function keys গুলো থাকে যেমন F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11 এবং F12 এই বারোটি keys হল ফাংশন keys। অর্থাৎ যদি আপনাকে কেউ প্রশ্ন করে কি বোর্ডের ফাংশন কি কয়টি ? তাহলে এর উত্তর হবে 12 টি। ফাংশন কি কয়টি ও কি কি আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন।

2. Control Keys :

কন্ট্রোল কী হলো কি বোর্ডের অন্যতম একটি key । ব্যবহারকারীকে অন্যান্য key গুলির সাথে এটিকে একসঙ্গে চাপতে হয় এটি করার মাধ্যমে নির্দিষ্ট কমান্ড এবং বিভিন্ন কর্ম সঞ্চালিত হয়। কন্ট্রোল (Ctrl) কী বিভিন্ন command এর শর্টকাট হিসেবে কাজ করে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে কী বোর্ডের কন্ট্রোল কী কয়টি ? এর উত্তর হবে দুটি । আশা করি আপনারা কী বোর্ডের কন্ট্রোল কী কয়টি ও কি কি এই বিষয়টি বুঝতে পারলেন।

3. Alphabet Keys :

A থেকে Z পর্যন্ত সমস্ত বর্ণ বা বর্ণ মালা কে বলা হয় অ্যালফাবেট কি । এই Alphabet Keys এর মাধ্যমে কম্পিউটারে বাক্য বা শব্দ লিখতে সাহায্য করে। কম্পিউটার কিবোর্ড এ Alphabet Keys এর সংখ্যা হল 26 টি।

4. Number Keys :

কিবোর্ডের ডানদিকে 0 - 9 পর্যন্ত keys গুলোকে বলা হয় নাম্বার কি। কম্পিউটার কি বোর্ড এ মোট 17 টি নম্বর কি থাকে।

5. Navigation Keys :

পিউটার স্ক্রিনে কার্সার বা মাউস পয়েন্টার সরাতে নেভিগেশন keys ব্যবহার করা হয়। Navigation Keys এর উদাহরণ হল Arrow, Right arrow, Up arrow, and Down arrow, and Page up, Page down, Home, and End keys ইত্যাদি।

প্রশ্ন-১। কী-বোর্ডে কতগুলো কী থাকে?
উত্তরঃ কী-বোর্ডে ১০৪-১১০ টি কী থাকে।

প্রশ্ন-২। একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে?
উত্তরঃ একটি কীবোর্ডে ফাংশন-কী থাকে ১২টি।

প্রশ্ন-৩। নিউমেরিক কী-প্যাড কোথায় থাকে?
উত্তরঃ কী-বোর্ডের ডান দিকে।

প্রশ্ন-৪। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি?
উত্তরঃ কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা ২টি।

প্রশ্ন-৫। মাইক্রোসফট কী (Microsoft Key) এর কাজ কী?
উত্তরঃ কী-বোর্ডের নিচের সারিতে মাইক্রোসফট কোম্পানির Logo সংবলিত মাইক্রোসফট কী থাকে। মাইক্রোসফট নির্মিত অপারেটিং সিস্টেমে কী বিশেষ কাজ সম্পাদন করে। যেমন– মাইক্রোসফট কী + D চাপলে পর্দায় খোলা সব প্রোগ্রাম বন্ধ হয়ে ডেস্কটপ প্রদর্শিত হয়। মাইক্রোসফট কী + E চাপলে Windows Explorer প্রোগ্রাম চালু হয়। এছাড়াও আরো অনেক ধরনের কাজ করা যায়।

প্রশ্ন-৬। ফাংশন কী বলতে কী বোঝায়?
উত্তরঃ ফাংশন কী বলতে পিসি কীবোর্ডে শীর্ষ সারিতে থাকা বারোটি Key কে বোঝায়। F1-F12 লেবেলযুক্ত, এই ফাংশন কী প্রিন্টিং বা ফাইল সংরক্ষণ করার জন্য শর্টকাট কাজ করে। বিভিন্ন অপারেটিং সিস্টেম, উদাহরণস্বরূপ উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের ফাংশন কী এর জন্য পৃথক ব্যবহার রয়েছে। এছাড়াও ফাংশন কী সফ্ট কী হিসাবে পরিচিত।

প্রশ্ন-৭। মাল্টিমিডিয়া কী (Key)-এর পরিচয় ও কাজ।
উত্তরঃ মাল্টিমিডিয়া কী-এর পরিচয় ও কাজ নিচে তুলে ধরা হলো–
Play/Pause : এই কী-তে চাপ দিয়ে মাল্টিমিডিয়া চালু বা বন্ধ করা হয়।
Stop : অডিও বা ভিডিও ফাইল চলা অবস্থায় এই কী চেপে বন্ধ করা যায়।
Forward : এই কী-তে চাপ দিয়ে এক ফাইল বাদ দিয়ে পরবর্তী ফাইল চালানো যায়।
Backward : এই কী-তে চাপ দিয়ে পূর্বের ফাইল চালানো যায়।
Volume/Mute Control : স্পিকারের ভলিউম নিয়ন্ত্রণ এবং শব্দকে সাময়িকভাবে বন্ধ করার জন্য এই কী ব্যবহৃত হয়।

প্রশ্ন-৭। একটি লাইন মুছে ফেলার জন্য কী করতে হবে?
উত্তরঃ কার্সরকে লাইনের শুরুতে বসিয়ে Shift বোতাম চেপে ধরে END বোতামে চাপ দিতে হবে। তারপর Del বোতামে চাপ দিলে লাইনটি মুছে যাবে।

প্রশ্ন-৮। অভ্র কত সালে প্রবর্তিত হয়?
উত্তরঃ অভ্র প্রবর্তিত হয় -২০০৭ সালে।

প্রশ্ন-৯। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা যায়?
উত্তরঃ ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে লেখা যায় – জ ও ঝ

প্রশ্ন-১০। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম কী?
উত্তরঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমোদিত বাংলা কীবোর্ড লেআউট এর নাম – ন্যাশনাল কীবোর্ড।

প্রশ্ন-১১। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি?
উত্তরঃ দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” -G।

কীবোর্ড দিয়ে লেখা ব্লক করার নিয়ম কি?
উত্তরঃ কীবোর্ড দিয়ে লেখা ব্লক করার নিয়মগুলো নিম্নরূপঃ
* বাম থেকে ডানদিকে এক অক্ষর ব্লক করার জন্য Shift + →
* ডান থেকে বামে এক অক্ষর ব্লক করার জন্য Shift + ←
* উপরের দিকে এক লাইন ব্লক করার জন্য Shift + ↑
* নিচের দিকে এক লাইন ব্লক করার জন্য Shift + ↓
* সমস্ত ডকুমেন্টটি ব্লক করার জন্য Ctrl + A

03/12/2022

জীবনের জন্য প্রয়োজন পেশা এবং পেশার জন্য প্রয়োজন শিক্ষা।

শিক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণ আর যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন-ই হতে পারে আপনার সফলতার অন্যতম মাধ্যম ।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

বাস্তব জীবনে ব্যবহারিক দক্ষতা ও পেশাগত দক্ষতা অর্জন করতে প্রয়োজন কম্পিউটার শেখা।

কম্পিউটার কোর্সে ও ফ্রিল্যান্সিং কোর্স সমূহে ভর্তি চলছে।

যোগাযোগ: 01794-495527

Want your business to be the top-listed Computer & Electronics Service in Satkhira?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Budhhata, Ashashuni
Satkhira
9403

Other Satkhira computer & electronics services (show all)
Gazi Digital Service Center Gazi Digital Service Center
Vetkhali Bazar, Shyamnagar
Satkhira, 9450

*Computer Accessorize. *Servicing (Computer,Printer). *Computer Training with H.S.C- I.C.T (For H.S.C Student). *Others Services (Photocopy,Photo Print,Online Job Application,Passp...

South Techja It Institute South Techja It Institute
Circuit House More, Mehedibag
Satkhira

South Techja IT Institute (STIT) is a freelancing training institute where student can build up thei

Sazidul Rahman Emon Sazidul Rahman Emon
Satkhira, 9450

Fexpink Fexpink
Satkhira, 9400

Website Design Website Development Marketing Adviser

Codersit Codersit
Satkhira, 9453

Hi!!! Thanks for visiting my profile. I am SUBROTA, A professional Frontend developer, and Digital M

Bhluka Chandpur Computer Training Center Bhluka Chandpur Computer Training Center
Satkhira, 9400

ইচ্ছা, বড় পরিকল্পনা আর সুন্দর একটি সপ্

প্রযুক্তির পাঠাগার প্রযুক্তির পাঠাগার
Satkhira, 9455

একটি সেবামূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান

সাতক্ষীরা আইটি ইনস্টিটিউট সাতক্ষীরা আইটি ইনস্টিটিউট
Satkhira Sador
Satkhira, 9400

Develop IT communities to providing excellent IT Education to the Bangladesh People.

Youth Skill Development Academy, Satkhira Youth Skill Development Academy, Satkhira
নব জীবন টেনিং সেন্টার, পলাশপোল, সাতক্ষীরা ।
Satkhira, 9400

সেরা শিক্ষা, সেরা ভবিষ্যৎ, এটাই আমাদের

Creative-Satkhira Creative-Satkhira
Katia, Narikaltala
Satkhira, 9400

Creative Training And Medical Institute is a BTEB certify institute which situated in Satkhira. Here is Our contact no : 01969-686808, 01772541881.Thanks

Moral-IT Moral-IT
Doher, Atlia Bazar, Tala
Satkhira, 9420

Moral-IT Center is Outsourcing and SEO Training Institute in Bangladesh.

SKY IT LAB SKY IT LAB
Satkhira, 9450

Computer Training Center, Graphic Design, Website Design & Development