Capp Crime News
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
হরিণাকুণ্ডুতে ড্রাগন ফলের নতুন চাষ পদ্ধতি সাড়া ফেলেছে, ফলন বেশি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে ড্রাগন চাষের ফলে ত.....
সাংগঠনিক নোটিশ,
সেচ্ছাসেবী জনাব আল-আমিন কে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার বিরুদ্ধে সংস্থার সংবিধানের আইন অবমাননা ও আর্থিক অনিয়মের মৌখিক অভিযোগ পাওয়ায় এ বিষয়ে যথাযথ যুক্তি প্রদান ও সমাধানের জন্য ৭ দিন সময়ের মধ্যে কার্যনির্বাহী অফিসে হাজির হবার জন্য জানানো যাচ্ছে।
অন্যথায় সংস্থার সুনাম নষ্ট ও খতি সাধন করার চেষ্টা করায়, সদস্য পদ বাতিল করা হইবে। এবং সংস্থার অর্থ আত্মসাৎ করায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
আদেশ ক্রমে,
কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্ ( CAPP )
উদ্যোগতা ও পতিষ্ঠাতা সচিব,
মোঃ ফরিদুর রহমান খান।
সাংগঠনিক নোটিশ,
সংস্থার আইন অবমাননা করা আইন বহির্ভূত কাজ করা, এবং সংস্থার সচিবের নাম প্রচার করে অর্থআত্বশাৎ করায়, আলামিন কে "সি সি এন" CCN থেকে স্হায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে,
অতএব আলামিনের সাথে সকল প্রকার সাংগঠনিক সম্পর্ক করা থেকে বিরত থাকতে সংস্থার পক্ষ থেকে অবগত করা হইলো।
কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস,
CAPP মুখপত্র CCN ।
তেল, বিদ্যুৎ এর মতো দুদিন পরেই শোনা যাবে গ্যাস সংকট, শুধু সাভার উপজেলাতেই হাজার হাজার বাড়ি ও কারখানায় দেওয়া আছে অবৈধ গ্যাস সংযোগ, কয়েল কারখানা, ওয়াশিং ফ্যকটারিতে বিপুল পরিমাণ গ্যাস পোড়ানো হচ্ছে, দুক্ষের বিষয় যে সকল বাড়িতে বৈধ লাইন আছে মাসে মাসে বিল পরিশোধ করে তারা ঠিক মতো গ্যাস পাচ্ছে না, গ্যাস কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পোস্টটি শেয়ার করে গ্যাস চোরদের ধরিয়ে দিতে সহায়তা করুন।
CCN নিজস্ব প্রতিবেদন।
একজন গর্ভবতী মহিলার জন্য জরুরী A+ রক্তের প্রয়োজন,
সাভার, ঢাকা।
Capp Crime News Send a message to learn more
ভূমি জরিপ, ভূমি দুর্নীতির আতুড়ঘর।
ভূমি জরিপ করাতে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা, জরিপ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী টাকা না দিতে পারলে জাইগা কমেযায়, পাশের জমিওয়ালার জাইগা বাড়ে শুরু হয় জমি নিয়ে বিবাদ, কারো জমি হয় খাস, কারো জমি হয়েযায় উধাও,
বাপদাদার সম্পদ রক্ষা করতে ভূমি জরিপে নিরবে দিতেহয় টাকা, সাংবাদিক এলে চুপিচুপি ৫০০ /১০০০/ ২০০০ টাকা হাতে গুজে দিলেই কলম যোদ্ধাদের কলমের কালি হয় শেষ 🤣🤣🤣
হাইরে আমার সোনার বাংলাদেশ,
ঘুষ দিলে সরকারি কর্মকর্তা থেকে পিওন এমনকি ড্রাইভার ও দেখায় কেরামতি।
CCN সংবাদ সংগ্রহ কর্মীরা জানতে পারে একটি "সর্গেরাজ্য মহিলা উন্নয়ন সংস্থার" নামে বিভিন্ন গ্রাম থেকে মহিলাদের নিকট হতে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে, এঘটনার সত্যতা যাচাই করা ও সংবাদ সংগ্রহের জন্য ঘটনা স্থানে গেলে , দুশকৃতি কারীরা সংবাদ সংগ্রহ কর্মীদের উপস্থিতি বুঝতে পেরে সাংবাদ সংগ্রহ কর্মীদের উপর চড়াউ হয়ে গোলযোগ পরিস্থিতি সৃষ্টি করে, এমতাবস্থায় কোনো তথ্য সংগ্রহ করতে না পেরে ফিরে আসে কর্মীরা এলাকার জনগণের পক্ষ হতে ঐ সর্গেরাজ্য মহিলা উন্নয়ন সংস্থার উপর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ধর্মপাল ইউনিয়নের এলাকা বাসি।
CCN নিজস্ব প্রতিবেদন, ধর্মপাল ইউনিয়ন, নীলফামারী।
৫ / ১১ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনায় সকল শিশুদের অভিভাবকরা মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান।
মাদক মুক্ত বাংলাদেশ চাই।
মাদক মুক্ত বাংলাদেশ চাই ।
আজ ২২৷০৮৷২০২২ইং তারিখে বালাগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয় জনাব খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আবদুল ওয়াহেদ বাহাদুর এবং সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুব হাসান ।আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব আহমেদ হোসেন ,ইউ পি সদস্যগন,গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন।পরিদর্শন শেষে জেলাপ্রশাসক মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন।বালাগ্রাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা তাহার মূল্যবান সময় দেওয়ার জন্য অভিনন্দন জানাই।
CCNTV নীলফামারী প্রতিনিধি এম এ হান্নান।
শারিরীক নির্যাতনের কারণে ষষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীর মৃত্যু।
ঘটনাটি ঘটেছে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বুড়ীরট্যক এলাকায়।
সাংগঠনিক নোটিস,
কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্ -
CAPP ( ক্যাপ ) সংস্থার সকল সন্মানিত কার্যনির্বাহী সদস্য এবং সেচ্ছাসেবী সদস্য দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সংস্থার অঙ্গ পতিষ্ঠান " ক্যাপ হেল্থ কেয়ার " এর মাধ্যমে দেশ ব্যপি গরীব জনগণের জন্য ফ্রি প্রাথমিক চিকিৎসা ও থেরাপি চিকিৎসায় যে খরজ হয়, তা সংস্থার সন্মানিত সদস্য দের চাঁদার টাকায় পরিচালিত হয়ে থাকে, দুক্ষের সাথে জানানো যাচ্ছে যে, দির্ঘ দিন যাবৎ সংস্থার অধিকাংশ সদস্য গন তাদের নির্ধারিত দুইশত চাদার টাকা সংস্থার ফান্ডে পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন, এমতাবস্থায় সংস্থার ফ্রি সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে,
সংস্থার সংবিধান অনুযায়ী যে সকল সদস্য পরপর তিন মাসের সদস্য চাঁদা পরিশোধে ব্যর্থ হবেন তাদের সদস্য পদ বাতিল বলে গন্য হবে। সকলের নির্ধারিত চাঁদার টাকা পরিশোধ করতে অনুরোধ করা হলো।
প্রচারে,
সংস্থার কার্যনির্বাহী সচিব ( নির্বাহী পরিচালক)
মোঃ রাসেল খান রানা।
১৫ ই আগষ্ট,
জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্ন কর্মী কমিটির সাধারণত সম্পাদক মোঃ খোকন সর্দার।
বিশেষ ঘোষণা,
কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্ (CAPP- ক্যাপ) সংস্থা,
দীর্ঘদিন যাবত দেশ ও মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে,বর্তমানে দেশ তথা বিশ্ব পরিস্থিতির অস্থির অবস্থা বিরাজমান, পাশাপাশি করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মাদকাসক্ত ও সামাজিক দুর্নীতি মোকাবেলায়, নতুন কিছু কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সংস্থার
সাপ্তাহিক মুখপত্র পত্রিকা "ক্যাপ ক্রাইম নিউজ " YouTube Canal " CCNTV.
Facebook " Capp Crime News.এর কাজের অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি জেলায় কিছু সংখ্যক আগ্রহী সমাজ সেবা মানবাধিকার কর্মী ও সেচ্ছাসেবী কর্মী আবষ্যক। যারা দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন তারা নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন 01926167234 ধন্যবাদ।
দুর্নীতি মুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় যাঁরা দেশ ও জনগণের সাথে দুর্নীতি করছে তাদের কঠিন শাস্তি হোক,
দুর্নীতিবাজ লুৎফর রহমান (রিপন) উদ্যোক্তা কর্মকর্তা ৩ নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদ, নীলফামারী।
এর বিরুদ্ধে জন্ম নিবন্ধ সংশোধন ফি ৪৫০ টাকা আদায় দুর্নীতির বিরুদ্ধে এলাকার জনগণ প্রতিবাদ করতে গেলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেয় লুৎফর রহমান (রিপন), এ দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে লুৎফর রহমান কে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান এলাকার জনগণ।
CCN নিজস্ব প্রতিবেদন।
আত্বহত্যা,
স্ত্রীর পরোকৃয়ার জেরে গলায় ফাসী লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিলো স্বামী।
ঘটনাটি ঘটেছে রাজফুলবাড়িয়া, ভরারী বটতলা , সাভার।
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সরকারি খাসজমি বরাদ্দকৃত গরীব ভূমিহীন মানুষের জন্য নির্মাণাধীন বাড়ি পরিদর্শনে যান " কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্" সংস্থার কার্যনির্বাহী সচিব ও ক্যাপ ক্রাইম নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মোঃ রাসেল খান রানা, সাথে উপস্থিত ছিলেন প্রকল্পের কন্টাক্টার ও আদিবাসী সংগঠনের সভাপতি জনাব মাধব রাজবংশী সহ বাড়ি পানেওয়ালা কিছু মানুষ। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের প্রশংসায় পঞ্চমুখ , অসহায় মানুষের সেবায় নিবেদিত প্রাণ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এলাকার জনগণ।
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দী বইলাপুর জনতা হাউজিং।
CCN - ক্যাপ ক্রাইম নিউজ, নিজস্ব প্রতিবেদন।
৫০ টাকা লাভের জন্য,
জুবো সমাজ ধংশের মুল উপাদান ইয়াবা বিক্রি করছে সকালের সামনেই নিরব সকলেই।
CAPP crime News. নিজস্ব প্রতিবেদন।
F R chemical Company.
ভ্রাম্যমান ফ্রি পথসেবা ক্যাম্প মানুষের সেবায় নিয়জিত।
বেকারত্ব দূরীকরণে সচেষ্ট,
বেকার বসে না থেকে আজই যোগাযোগ করুন
০১৯২৬১৬৭২৩৪/ ০১৮৩১৩১৮৫৫৫ নম্বরে।
CAPP - COMMUNITY ADVANCEMENT OF POOR PEOPLE.
REG NO- ঢ-04961.
DHAKA BANGLADESH.
CAPP CRIME NEWS.
প্রতিটি জেলা থেকে নিউজ রিপোর্টার নিয়োগ চলছে।
যোগাযোগ করুন ০১৯২৬১৬৭২৩৪ / ০১৮৩১৩১৪৫৫৫
করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশের জনগনকে সচেতন করতে একদল করোনা সৈনিক সর্বদা সচেষ্ট,
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতন হোন,
জরুরী কাজে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, বাসায় ফিরে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Savar, 1342
আপনাদের জুম্মার বয়ান / মাহফিল ভিডিও করতে যোগাযোগ করুন ০১৭৭৪৩৮১০৬৬ / ০১৫২১৫৭৪৫৪২
Jahangirnagar University Press Club, Room: 04, TSC, Jahangirnagar University
Savar, 1342
Room#04, TSC, Jahangirnagar University
Savar, 1342
This is the official page of Jahangirnagar University Press Club (JUPC).
Savar Road
Savar
Prothom Alor News is a popular news portal where all types of news are published like sports news.