Atiqworld
ঘুরেফিরে বিনোদন জগৎটাকে দেখতে চাই
Eid Mubarak
আমরা কত প্রকারের মানুষ?
কারো কাছেই হয়তো সঠিক উত্তর নেই
আমরা কারো জন্য কিছু যদি করি --
সেটা মনে করিয়ে দেই বারাবার।
তবু ভুলে যাই বেমালুম!
কিন্তু,
উপকার করার পর বারবার মনে করিয়ে দিতে ভুলি না
ভুলি না উপকারের কথা বলে বলে খোটা দিতে
তবু, মানুষ ভুলে যায় গতকালের কথা!
সেটা কেমন উপকার?
যেটা বারবার মনে করিয়ে দিবার পরও মানুষ ভুলে যায়?
সেটা কি উপকার? নাকি উপকারের নামে অপকার?
নাকি, সেই উপকার পেতে গিয়ে মানুষ হয়েছে লাঞ্ছিত
কিংবা সয়েছে অসহ্যনীয় যন্ত্রণা?
যে কারণে, মানুষ উপকারের কথা ভুলে যায়
আর তাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয়!
নিঃস্বার্থে উপকার যিনি করিল আমার
কেমন করিয়া ভুলিব তা?
আমি তো মানুষ! ভুলে যাই তোমার স্বার্থাম্বেষী দান, পালন করি নিরবতা।
আজ শুক্রবার পবিত্র জুম্মা মোবারক
চ্যাবা-পুটি
-- মুহাম্মদ ইমান উদ্দিন
বলে কোন লাভ হবে না
এবার করেই দেখাবো,
মূর্খ হয়েই এবার আমি
পণ্ডিত লোককে শেখাবো।
বলে বলে ক্লান্ত এখন
লাভ হয়নি মোটেও,
বাধা আসুক করব তবু
যদি কিছু ঘটেও।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি
বলে কি আর কম পেলাম?
বিদ্যুতহীন জীবন নিয়ে
হায়হুতাশ করে গেলাম।
রিজার্ভে নাই ডলার টাকা
বেতন বাড়ে সরকারি।
নির্বাচনে পাস করিতে
কর্মকর্তা দরকারি।
ষাট লক্ষের বেতন বাড়লে
বিপদ বাড়ে উনিশ কোটির,
ষাটলক্ষ রয় দুধে ভাতে
বাকি সব চ্যাবা পুটির।
জাহান্নামে যাক জনতা
সে তবু চায় ক্ষমতা,
ভুলিতে চাই প্রেম মমতা
এটাই হলো শেষ কথা!!
কুমিল্লা সদর দক্ষিণে মারুফ নামের একটি ছেলেকে মাত্র ১০০ টাকার জন্য খুন কিভাবে করতে পারল। মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে।
#শেখার_অনেক_কিছুই_আছে !
যে মানুষ গাছটাকে কেটে ফেলার জন্য
ধারালো কুরাল দিয়ে গাছটিকে কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়লো, সেই মানুষটিই তখন বিশ্রাম নেয়ার চেষ্টা করে। আর কথা না বলা বোবা ঐ গাছটির নিচেই সে আবার বিশ্রাম নিচ্ছে। পরিশেষে ক্ষত বিক্ষত ঐ গাছটি-ই তাকে ছায়া দিচ্ছে।
ঠিক তেমনি ভাবে
তুমি যার ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছো,
একদিন হয়তো তুমিই তার ছায়াতলে আশ্রয় নিবে।
শিক্ষা ও তথ্য কেন্দ্র
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
আগামীকাল সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর।
শুনুন একটি ধাঁ-ধাঁ
জবাব দিবেন দাদা!
আমাদের এক ইষ্টি,
তার কর্ম বড় মিষ্টি।
অনেক পরে এসে
মিনিট দুইএক বসে,
আবার চলে যায়,
হারায় অজানায়।
গেলে পর আসে না,
আসলে পর বসে না,
খাড়া থেকেই দৌড় দেয়,
অন্য কারো খবর নেয়।
আমি তার আপন না,
এক সাথে দিন যাপন না।
বলুন দেখি এইটা কি?
যদি কেহ সব সময়
"ইয়া মালিকালমুলকি" পরে তাহলে সে সবসময় শান্তিতে জীবন কাটাতে পারবে। কখনো কারো কাছে হাত পাততে হবে না।
এই পবিত্র রমজান মাসে সবার কাছে ক্ষমা চাওয়া সুন্নত। আমাকে ক্ষমা করবেন, যদি আমি আপনাকে জ্ঞাতসারে বা অজান্তে কষ্ট দিয়ে থাকি। আমি যদি কখনো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আপনাকে উপেক্ষা করে থাকি। আমি যদি কখনও সরাসরি বা অন্য কারো মাধ্যমে আপনার সম্পর্কে খারাপ কিছু বলে থাকি।
বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।
আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করে দিন।
আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করতে হবে যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইনশা আল্লাহ।
একইসাথে আমাকেও যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন, আমি তাদের ক্ষমা করে দিলাম।
আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হেদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন। আমীন।🤲
আমরা নিজেদের অযোগ্য স্থানে অপচয় করি যার ফল-স্বরুপ মূল্যহীনতায় ভুগি!
পরোপকারী এক ব্যাক্তি ছিলেন যিনি সদা সর্বদা মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতেন। রাত দিন মানুষের সেবায় নিজেকে ব্যাস্ত রাখতেন।
কিন্তু দুঃখের বিষয় হল তিনি যার উপকার করতেন তার দ্বারাই একটা পর্যায়ে ক্ষতির সম্মুখীন হতেন।
একবার এক লোক ১০ টাকা ধার চাইলেন তিনি ১৫ টাকা দিলেন। বললেন চাইলাম ১০ টাকা ১৫ টাকা দিলেন কেন? উত্তরে পরোপকারী ব্যাক্তি বললেন যত লোকের উপকার করেছি সবাই আমাকে বাঁশ দিয়েছে।
তাই তোমাকে অগ্রিম ৫ টাকা বেশি দিলাম যাতে তুমি বাঁশ কিনে নিতে পার।
হাঁ এটাই হল বাস্তবতা, বাস্তব উপলব্ধি থেকে ---------
তারপরেও বলব জাজাকাল্লাহ খাইরান।
বংগবাজারে সব আগুনে পুড়ে গেলেও পুড়েনি পবিত্র আল কুরআন ❤️ আলহামদুলিল্লাহ
আল্লাহ ঢাকা বঙ্গ বাজারের সকল ব্যবসায়িক ভাইদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।
৯০% মুসলিমের প্রিয় বাংলাদেশে ৯৯% খাবারে ভেজাল!
এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ্জ্বও করে, সুদও খায়, ঘুষও খায়, খাবারে বিষও মিশায়!
তারাবীর নামাজ পড়লাম, সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতার করলাম এসব লিখে পোস্ট করা থেকে বিরত থাকুন কেননা ইবাদত গোপনেই সুন্দর।।
আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবে প্রথম তারাবি,প্রথম সাহরী, আগামীকাল রোজা শুরু ।❤️❤️❤️
হিরো আলম একজন যোদ্ধা
আমার মেজো কাকা মোঃ আবুল হোসেন একটু আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কাকার জন্য সবাই দোয়া করবেন ।
আমার মেজো কাকা মোঃ আবুল হোসেন গুরুতর অসুস্থ সবাই আমার কাকার জন্য দোয়া করবেন
শিক্ষা জাতির মেরুদণ্ড।
তবে হাঁ সেই শিক্ষা হতে হবে অবশ্যই সুশিক্ষা। ভবিষ্যৎ কর্ণধার শিশুরা বই পড়ে মেধার বিকাস ঘটায় বই পড়ে অমানুষ মানুষ হয় পরিবার সমাজ দেশ পরিবর্তন হয় উন্নত মানবিক চরিত্রের অধিকারি হয়।
কিন্তু সেই বইই যদি মানুষকে 'বানর থেকে মানুষ' এমন উদ্ভট মস্তিস্ক প্রসূত বিদ্যা শিখায়, ভাবতে শিখায় তার বাবা দাদারা কেমনে বানর থেকে মানুষ হইল অর্থাৎ আমাদেরকে বানরের উত্তরসূরী বানাতে চায় তবে সত্যি এটা আমাদের জন্য দুঃখের বিষয়।
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যারা স্পর্সকাতর পাঠ্যপুস্তকের মত গুরুত্বপূর্ণ বিষয়ে বানরামির সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতর আওতায় আনা উচিত।
ছেলেটা বিকাশ প্রতারক।
সাবধানতার জন্য শেয়ার চাই।
আপন আপন খেলা
-- মুহাম্মদ ইমান উদ্দিন
আজকাল তেমন একটা দেখাও হয় না আর।
ঘামে ভেজা জামা গায়ে পাশে এসে দাঁড়ানো হয় না।
গায়ের পারফিউম ও ঘামের গন্ধের মিশ্রণে নাম না জানা নতুন একটি ঘ্রাণে নাক ফোলে উঠে না।
তার চুল থেকে উড়ে আসেনা পুরুষ হৃদয় মাতাল করার মত দামি শ্যাম্পুর সুগন্ধ।
তবু, আজও আমি তোমারই রয়ে গেলাম।
হাজার চেষ্টাতেও ভোলা গেল না
তোমার আপন আপন খেলার অভিনয়টাকে।
তোমাদের স্বজন-পরিজন ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন উপকারে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।[আল মুম্তাহিনাহ্ঃ আয়াত নং ৩]
সুন্দরী হলেই কিন্তু সব মেয়েকে বৌ করা যাবে না।
কারণ, সুন্দরীরাও আজকাল গরু চুরি করে।
ভেন্নার তেল ব্যবহার করুন,
আর দেশকে সিঙ্গাপুর ভাবুন!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Address
Savar
1349
Verified
Savar, 1340
দেশ বিদেশ ঘটে যাওয়া সত্য সব খবর জানুন আমাদের কাছ থেকে।খেলাধুলার সব খবর লাইভ এবং সরাসরি দেখুন।
Savar
❤️ প্রয়োজন না প্রিয়জন হতে চাই ❤️ Youtube channel : 134k suscriber complete THANKS ALL❤️
Simultala, Savar
Savar, 1340
100% Original Products .......~_~ Cash On Delivery & Charge Free.. 7 Days Replacement Warranty ❤
B-1/1, Rupkatha Plaza, Bazar Bus Stand
Savar, 1340
If you want to earn money online from home, then this job is for you.Since there are no time constra
Gajirchot
Savar
2 people 1 dream many content 1 channel support needed please support us peace
31, Girls School Road, Paul Para, Savar, Dhaka
Savar, 1340
Practice makes a man perfect. So let's practice. This page is a totally different English center. Students will be able to learn English by practicing completely different forms w...
Savar
This page is for all the food lovers out there , those who are craving for delicious foods and "bar bar fridge er dorja khule " dariye thaken for no reason , this page is for you ...
Savar, 1344
We are a fashion house, We have many shop in world wide.we sell very good products
Savar
Jonom Jonom | জনম জনম | Full Natok | Niloy Alamgir | Tania Brishty | Miftah Anaan | New Natok 2022